আখীরুজ্জামানা

আখীরুজ্জামানা সত্য সমাগত মিথ্যা বিতাড়িত।

20/08/2024
09/10/2022

ক্বাবা চত্তরে সিজদায় গেলে তাঁর মাথার ওপর যারা উটের ভুড়ি চাপিয়েছে, সেই তাদের মুক্তির জন্য তিনি আজীবন সিজদায় পড়ে প্রার্থনা করে গেছেন। এমনই এক নবী পেয়েছি আমরা! আহ...

এই রবিউল আউয়ালে প্রতিজ্ঞা হোক—সেই নবীর রঙে আমাদের জীবনকে রাঙিয়ে তোলার এবং তার রেখে যাওয়া আদর্শ নিজ নিজ জীবনে প্রয়োগ করার।

ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূল আল্লাহ! সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

08/10/2022

হাঁটতে হাঁটতে নবিজি ﷺ' বেদনাভরা কণ্ঠে, খুব ক্ষীণ আওয়াজে বললেন, 'মুআয, হয়তো এ বছরের পর আমার সাক্ষাৎ আর পাবে না তুমি।'

এ কথা শুনে মুআযের হৃৎকম্পন যেন থেমে যায়। শোকে স্তব্ধ হয়ে যায় চারিপাশ।

এরপর নবিজি ﷺ' তার কথা পূর্ণ করেন, ‘আর হয়তো তুমি এই মসজিদের সামনে এসে দাঁড়াবে, হেঁটে যাবে আমার কবরের পাশ দিয়ে।’ অশ্রু এসে জমা হলো মুআযের চোখের কোণে।

কতটা কষ্ট আর হৃদয় পোড়ার বেদনা লুকিয়ে আছে ‘আমার কবরের পাশ দিয়ে’ কথাটির মাঝে! 💔

~বই : তিনিই আমার প্রাণের নবি ﷺ'

13/07/2022

আজ সেই ঐতিহাসিক দিন
(১৪ যিলহজ্জ)
এইদিনে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইশারায় চন্দ্ৰ দ্বিখণ্ডিত হয়।সুবহানাল্লাহ!

ব্রেকিং নিউজ: (বাংলাদেশের গণমাধ্যমের সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি)আগামী ৩ দিন সিলেট  বিভাগে চলমান রেকর্ড ব্রেকিং বন্য ...
17/06/2022

ব্রেকিং নিউজ: (বাংলাদেশের গণমাধ্যমের সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি)

আগামী ৩ দিন সিলেট বিভাগে চলমান রেকর্ড ব্রেকিং বন্য পরিস্থিতির আরও চরম অবনতির প্রবল সম্ভাবনা নির্দেশ করতেছে বিশ্বের প্রধান-প্রধান আবহাওয়া পূর্বাভাষ মডেলগুলো। এখানে উল্লেখ্য যে আবহাওয়া পূর্বাভাষ মডেলগুলো ৩ দিন পর্যন্ত আবাহওয়ার পূর্বাভাষ শতকরা ৮০ থেকে ৯০ % নির্ভুল ভাবে দিতে পারে। আবহাওয়া পূর্বাভাষ মডেলগুলোর সর্বশেষ পূর্বাভাষ অনুসারে আগামী ৩ দিনে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী মেঘালয় পর্বত এলাকায় নিম্ন লিখিত পরিমানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

১) ইউরোপিয়ান ইউনিয়নের মডেল অনুসারে প্রায় ৬০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে
২) আমেরিকান মডেল অনুসারে প্রায় ৫০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে
৩) যুক্তরাজ্যের মডেল অনুসারে প্রায় ১১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে
৪) ফ্রান্সের মডেল অনুসারে প্রায় ৬৫০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আগামী ৩ দিনে ভারতের আসাম রাজ্যের বক্ষমপুত্র নদের অববাহিকায় ৪০০ থেকে ৬০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আগামি রবীবাের মধ্যে তিস্তা ও যমুনা নদীর তীরবর্তী জেলাগুলোটে বন্য শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম ভূ-উপগ্রহ ভিত্তিক বন্যা পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুসারে সিলেট বিভাগের প্রায় ৮০ এর বেশি স্থল ভাগ বর্তমানে পানির নিচে রয়েছে। আমেরিকার ম্যারিল্যালন্ড বিশ্ববিদ্যালয় এর বন্য পূর্বাভাষ কেন্দ্রের তথ্য অনুসার আজ সকাল ৬ টার সময় সুনামগঞ্জ জেলা পরিষদের সামনে সুরমা নদীতে সেকেন্ডে ১২ হাজার ঘনমিটার পানি প্রবাহিত হচ্ছিল। পানির উচ্চতা বিপদসীমার প্রায় ১ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বিনীত
মোস্তফা কামাল (পলাশ)
আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক
সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়, কানাডা

না, ভুল ভাবছেন। এটা সিরিয়া, ইরাক, ইরান কিংবা যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশের চিত্র নয়।এটা হিন্দুস্তানের এলাকা। কানপুরে রাসুলুল...
14/06/2022

না, ভুল ভাবছেন। এটা সিরিয়া, ইরাক, ইরান কিংবা যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশের চিত্র নয়।

এটা হিন্দুস্তানের এলাকা। কানপুরে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করার প্রতিবাদ জানানো মুসলমাদের ঘরবাড়ি পুলিশ প্রশাসন বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে..

এইসব জুলুম দেখার পরেও যারা চুপ থাকে তাদের পরিচয় তারা নিজেরাই দিবে।

হিজাব পরার কারণে অবমাননা, কটূক্তিসহ নানা ঘটনা সামনে আসছে। এসব বিষয়ে লেখালিখি করার পাশাপাশি গ্রাফিকাল রিপ্রেজেন্টেশনেও প্...
11/04/2022

হিজাব পরার কারণে অবমাননা, কটূক্তিসহ নানা ঘটনা সামনে আসছে। এসব বিষয়ে লেখালিখি করার পাশাপাশি গ্রাফিকাল রিপ্রেজেন্টেশনেও প্রতিবাদ জানাতে হবে। টাইমলাইনে পোস্ট করতে পারেন, কভারে, ডিপিতে দিতে পারেন।

11/04/2022

দীর্ঘদিন যাবত পেইজের এক্টিভিটি অফ ছিলো, ইনশা আল্লাহ আবার আগের মতো লেখা পাবেন, সকলের সহযোগীতা আশা করছি।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when আখীরুজ্জামানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category