দৈনিক সিলেট সমাচার

দৈনিক সিলেট সমাচার সত্য প্রকাশে নির্ভয়-অবিচল এবং সংবাদ প্রকাশে আমরাই প্রথম"
"দৈনিক সিলেট সমাচার " সত্যের সাথে সমৃদ্ধির পথে ...
সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন।

৫৪ বছরের ইতিহাসে কলঙ্কবিজয় দিবসে প্রশাসনিক অবহেলায় তাহিরপুর উপজেলা শহীদ মিনার।প্রতিবেদক:- শুভ, তাহিরপুর, সুনামগঞ্জ।মহান ...
16/12/2025

৫৪ বছরের ইতিহাসে কলঙ্ক

বিজয় দিবসে প্রশাসনিক অবহেলায় তাহিরপুর উপজেলা শহীদ মিনার।
প্রতিবেদক:- শুভ, তাহিরপুর, সুনামগঞ্জ।

মহান স্বাধীনতা ও বিজয় দিবস—যে দিনটি জাতির আত্মপরিচয়ের প্রতীক—সেই দিনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় यादগার শহীদ মিনারটি পড়ে ছিল রঙহীন, অবহেলিত ও প্রায় পরিত্যক্ত অবস্থায়। স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম বিজয় দিবসে শহীদ মিনার কোনো রঙ বা সাজসজ্জা ছাড়াই পড়ে থাকতে দেখা গেছে—যা নিঃসন্দেহে একটি লজ্জাজনক ও ক্ষমার অযোগ্য অধ্যায়।

স্থানীয়রা বলছেন, এটি নিছক অবহেলা নয়—এটি প্রশাসনিক ব্যর্থতা, দায়িত্বজ্ঞানহীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি চরম অবমাননা। প্রতি বছর সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও তাহিরপুর উপজেলা প্রশাসন কীভাবে চোখ বুজে এই অবহেলা করলো—সে প্রশ্ন এখন সর্বত্র।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকের দায়িত্বহীন ভূমিকার কারণেই বিজয় দিবসের আগেও শহীদ মিনার রঙ করা হয়নি—এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বিজয়ের দিনে ফুল দিয়ে দায় সারা হলেও শহীদদের স্মৃতির প্রতি ন্যূনতম শ্রদ্ধা প্রদর্শন করা হয়নি।

তাহিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত হাসান রাব্বি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমার ২৯ বছরের জীবনে কখনো বিজয় দিবসে শহীদ মিনারকে এমন অবমাননাকর অবস্থায় দেখিনি। এটি কেবল অবহেলা নয়—এটি মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করার শামিল।”

তিনি আরও বলেন,
“প্রশাসন কি শুধু পুষ্পস্তবক দিয়েই দায়িত্ব শেষ করেছে? শহীদ মিনার রঙ ও সাজানো কি প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে না? নাকি মুক্তিযুদ্ধের স্মৃতি তাদের কাছে গুরুত্বহীন?”

একজন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা বলেন,
“শহীদ মিনার অবহেলা মানে মুক্তিযুদ্ধকে অবহেলা। এটি কোনো ছোট ভুল নয়—এটি জাতির ইতিহাসের ওপর সরাসরি আঘাত।”

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় উঠেছে। অনেকেই বলছেন, যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতিচিহ্ন রক্ষা করতে ব্যর্থ, তারা প্রশাসনে থাকার নৈতিক অধিকার হারিয়েছে।

সচেতন মহলের প্রশ্ন—
সরকারি অনুদান কোথায় গেল? কার গাফিলতিতে শহীদ মিনার র নিশ্চিত করা হয়নি? এই অবহেলার দায় কে নেবে?

স্থানীয়রা অবিলম্বে দায়ীদের জবাবদিহি, তদন্ত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যাতে বিজয় দিবসে আর কখনো শহীদ মিনার এভাবে অবহেলিত না হয়—সে বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

16/12/2025
15/12/2025

সিলেট-১ এ বিজয়ের বার্তা:
জননন্দিত ও পরিচ্ছন্ন সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে বিএনপির বিজয় র‍্যালি।

15/12/2025

সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি সফল করতে বিএনপি নেতৃত্বে বিজয় র‍্যালিতে যোগদান।

15/12/2025

🎉 বিজয় র‍্যালি ঘিরে রেজিস্ট্রার মাঠে বিএনপির গণসংযোগ

সিলেট মহানগর বিএনপির বিজয় র‍্যালি উপলক্ষে রেজিস্ট্রার মাঠে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।

১ রাতে গ্রেফতার ৭ নগরজুড়ে ‘ডেভিল হান্ট–টু’: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতা গ্রেফতার।ডেক্স রিপোর্ট:- নগরজুড়ে চলমান পুলিশ...
15/12/2025

১ রাতে গ্রেফতার ৭
নগরজুড়ে ‘ডেভিল হান্ট–টু’: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতা গ্রেফতার।

ডেক্স রিপোর্ট:-
নগরজুড়ে চলমান পুলিশের চিরুনি অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট–টু’ পরিচালনা করে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ৭ জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর বিভিন্ন থানাধীন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি। গ্রেফতারের পর তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—

১) তায়েফ আহমদ (৩৬)
পিতা: মৃত ইসহাক মিয়া | মাতা: নুরজাহান বেগম
ঠিকানা: কায়স্থরাইল, কনকর্ড আবাসিক এলাকা, রোড-০৮, বাসা-৯২, ওয়ার্ড-২৫
থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট
পরিচয়: আওয়ামী লীগের সক্রিয় সদস্য

২) মো. ফেরদৌস রহমান (২৩)
পিতা: মৃত মিটু মিয়া
স্থায়ী ঠিকানা: ভাটিপাড়া, থানা/উপজেলা: দিরাই, জেলা: সুনামগঞ্জ
বর্তমান ঠিকানা: হাউজিং এস্টেট আবাসিক এলাকা, বাসা-২১, লেন-০৪
থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট

৩) তানজির আলী (৩৫)
পিতা: খুরশিদ আলী
ঠিকানা: সোনাতলা
থানা: জালালাবাদ, জেলা: সিলেট
পরিচয়: স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য

৪) আবিদুর রহমান আবিল (৪৬)
পিতা: মৃত সাজিদ আলী | মাতা: মৃত আলফাতুন নেছা
ঠিকানা: জাহানপুর, ইউপি: ০৮ নং মোগলাবাজার
থানা: মোগলাবাজার, জেলা: সিলেট
পরিচয়: সাবেক সহ-সভাপতি, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ

৫) মুমিনুল ইসলাম মুমিন (৩৫)
পিতা: মৃত আনছার আলী
ঠিকানা: নোয়াগাঁও, সাদিপুর
থানা: শাহপরাণ (রহঃ), জেলা: সিলেট
পরিচয়: ২৪ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক

৬) মো. তুহেল আহমেদ (৩৩)
পিতা: মৃত তাজ উদ্দিন
ঠিকানা: মেন্দিবাগ
থানা: শাহপরাণ (রহঃ), জেলা: সিলেট
পরিচয়: মহানগর যুবলীগের সক্রিয় সদস্য

৭) সৈয়দ নিয়াজ আহমদ (৩৭)
পিতা: মৃত বশির মিয়া
স্থায়ী ঠিকানা: তেররতন, থানা: শাহপরান, জেলা: সিলেট
বর্তমান ঠিকানা: শাহজালাল উপশহর, ব্লক-সি, রোড-৩৮, বাসা-২৯
ওয়ার্ড: মহানগর ২৪ নং
পরিচয়: মহানগর ২৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক

পুলিশ জানিয়েছে, অভিযান অব্যাহত রয়েছে এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ ১৫ ডিসেম্বর সিলেট মুক্তদিবস-সিলেট রেলওয়ে স্টেশনে সিলেটকে পাক হানাদার বাহিনী হাতে মুক্ত করেন মহান স্বাধীনতার ঘোষক, জেড...
15/12/2025

আজ ১৫ ডিসেম্বর সিলেট মুক্তদিবস-

সিলেট রেলওয়ে স্টেশনে সিলেটকে পাক হানাদার বাহিনী হাতে মুক্ত করেন মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্স অধিনায়ক, বীর উত্তম জিয়াউর রহমান। ছবিতে বঙ্গবীর এম এ জি ওসমানী ও মেজর জেনারেল কে​ ভি কৃষ্ণ রাওয়ে এবং বীর বিক্রম মেজর হাফিজ ১৫ ডিসেম্বর, ১৯৭১।

সিলেটে ১২৫ জন পাকিস্তানী অফিসার, ৭০০ জন সৈন্যসহ জেড ফোর্স এর কমান্ডার মেজর জিয়ার নিকট আত্মসমর্পণ করে।

🌼 হাওর পেরিয়ে সাফল্যের শিখরে ঐশী 🌼অভিনন্দন ও আন্তরিক শুভ কামনাসুনামগঞ্জের দুর্গম হাওরাঞ্চলখ্যাত ধর্মপাশা উপজেলার পাইকুরা...
14/12/2025

🌼 হাওর পেরিয়ে সাফল্যের শিখরে ঐশী 🌼

অভিনন্দন ও আন্তরিক শুভ কামনা

সুনামগঞ্জের দুর্গম হাওরাঞ্চলখ্যাত ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের গর্বিত কন্যা, সঞ্জীব চক্রবর্তীর একমাত্র মেয়ে ঐশী চক্রবর্তী—
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও অটুট স্বপ্নকে সঙ্গী করে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ অর্জন করেছে।

এই অনন্য সাফল্যে ঐশীকে জানাই হৃদয় নিংড়ানো অভিনন্দন।
তার মেধা ও মানবিকতা একদিন অসংখ্য মানুষের জীবনে আলো ছড়াবে—এই প্রত্যাশায় রইল তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সফল চিকিৎসক জীবন কামনা।

✨ ঐশীর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়—এটি পরিবার, এলাকা ও হাওরবাসীর সম্মানের প্রতীক। ✨

অজিত রায় একজন সৎ সবজি ব্যবসায়ী কমেন্ট করে মতামত দিন...
14/12/2025

অজিত রায় একজন সৎ সবজি ব্যবসায়ী

কমেন্ট করে মতামত দিন...

রাজধানীর ৩ এলাকায় ক.ক.টেল বি.স্ফো.রণরাজধানীর তিনটি এলাকায় ক.ক.টেল বি.স্ফোর.ণের ঘটনা ঘটেছে। পৃথক সময়ে ঘটে যাওয়া এসব বি.স্...
13/12/2025

রাজধানীর ৩ এলাকায় ক.ক.টেল বি.স্ফো.রণ

রাজধানীর তিনটি এলাকায় ক.ক.টেল বি.স্ফোর.ণের ঘটনা ঘটেছে। পৃথক সময়ে ঘটে যাওয়া এসব বি.স্ফো.রণে এলাকায় আ.ত.ঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত সংগ্রহ করে। বি.স্ফো.রণের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে।

উত্তরায় জুলাই রেভেলসের ২ সদস্যকে কু.পি.য়ে গুরুতর জ.খ.মঢাকা | ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার):রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগ...
13/12/2025

উত্তরায় জুলাই রেভেলসের ২ সদস্যকে কু.পি.য়ে গুরুতর জ.খ.ম

ঢাকা | ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার):
রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় উত্তরার একটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন থেকে ফেরার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

13/12/2025

ওসমান হাদীকে গু.লি.বর্ষণ.কারী এখন সিলেটে’—রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ ঘিরে গোয়েন্দা সংস্থা ও পুলিশের তৎপরতা।

ওসমান হাদীকে লক্ষ্য করে গু.লি.বর্ষণের ঘটনায় ‘গু.লি.বর্ষণকারী এখন সিলেটে অবস্থান করছে’—এমন বার্তাকে কেন্দ্র করে সিলেট জুড়ে তৎপরতা বাড়িয়েছে গোয়েন্দা সংস্থা ও পুলিশ। বিশেষ করে সিলেট রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে।

নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলস্টেশনের আশপাশের ক্যামেরা ফুটেজ, সন্দেহজনক চলাচল এবং সময়ভিত্তিক গতিবিধি মিলিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ চলছে। সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর তদন্তের পাশাপাশি মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে অভিযুক্ত করা হচ্ছে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, প্রাপ্ত তথ্য ও ডিজিটাল আলামতের ভিত্তিতে দ্রুতই প্রকৃত হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Address

Zindabazar
Sylhet
3100

Telephone

+8801712321717

Website

http://www.sylhetsamachar.com/

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক সিলেট সমাচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক সিলেট সমাচার:

Share