দৈনিক সিলেট সমাচার

দৈনিক সিলেট সমাচার সত্য প্রকাশে নির্ভয়-অবিচল এবং সংবাদ প্রকাশে আমরাই প্রথম"
"দৈনিক সিলেট সমাচার " সত্যের সাথে সমৃদ্ধির পথে ...
সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন।

18/08/2025

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:
উপকেন্দ্রের ১১ কেভি কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), পাহাড়িকা, বড় বাজার ও লাক্কাতুরা স্টেডিয়াম ফিডারের আওতাধীন লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাঁশবাড়ী গলির মুখ, বাদাম বাগিচা, আঙ্গুরমিয়ার গলির মুখ, রুপসা আবাসিক এলাকা, খাসদবীর প্রাইমারী স্কুল, ইসরাইল মিয়া গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার, আবাদানি, বড়শালা বাজার (আংশিক), পর্যটন এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট এবং এর আশপাশের এলাকা।
বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

সোমবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিউবো, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন বিভিন্ন ফিডারে বৃক্ষ কর্তন ও অন্যান্য মেরামত কাজ চলবে। এর ফলে নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সিলেটের পাথর কেলেঙ্কারির পর বদলি জেলা প্রশাসক👉 আলোচনায় আসছেন দুর্নীতিবিরোধী অভিযান খ্যাত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমসি...
18/08/2025

সিলেটের পাথর কেলেঙ্কারির পর বদলি জেলা প্রশাসক
👉 আলোচনায় আসছেন দুর্নীতিবিরোধী অভিযান খ্যাত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম

সিলেটের বহুল আলোচিত পাথর কেলেঙ্কারির পর জেলা প্রশাসক পরিবর্তন করা হয়েছে। নতুন ডিসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার জন্য দেশব্যাপী আলোচিত সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। তাঁর আগমনকে কেন্দ্র করে জনমনে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা—অবৈধ দখল, বালু-পাথর লুট, এবং প্রশাসনিক অনিয়ম বন্ধে এবার কঠোর পদক্ষেপ আসছে কি না, সে দিকেই সবার দৃষ্টি।

18/08/2025

“৩৫ নং ওয়ার্ডে নেতৃত্ব যাচাই-বাছাই—স্বেচ্ছাসেবক দলের কর্মীদের উৎসাহ তুঙ্গে”

সংক্ষিপ্ত প্রতিবেদন:

সিলেট সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের কর্মী ও নেতৃত্ব বাছাই কার্যক্রমে কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল হক মাসুমের নেতৃত্বে এ কার্যক্রম চলছে।

দলীয় সূত্রে জানা যায়, শুধুমাত্র সৎ, নিষ্ঠাবান এবং প্রকৃত জিয়ার সৈনিকরাই নেতৃত্বে সুযোগ পাবেন। কর্মীদের উচ্ছ্বাস ও আগ্রহে স্পষ্ট—৩৫ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠতে প্রস্তুত।

18/08/2025
সিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’—দল বদলে মিলছে সৌহার্দ্য, অপকর্মে মিলছে আঁতাতসংক্ষিপ্ত প্রতিবেদন:সিলেটের রাজনীতিতে বিরোধীতা থ...
18/08/2025

সিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’—দল বদলে মিলছে সৌহার্দ্য, অপকর্মে মিলছে আঁতাত

সংক্ষিপ্ত প্রতিবেদন:

সিলেটের রাজনীতিতে বিরোধীতা থাকলেও প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের ব্যক্তিগত সৌহার্দ্য বরাবরই আলোচনায়। রাজনৈতিক মঞ্চে লড়াই থাকলেও আড্ডা ও ব্যক্তিগত সম্পর্কে তাঁদের বন্ধুত্বকে অনেকে ‘সিলেটের রাজনীতির সৌন্দর্য’ হিসেবে বর্ণনা করেন।

তবে সমালোচনার জায়গাও কম নয়। চোরাচালান, বালু-পাথর লুটপাটসহ নানা অপকর্মে দল-মতের ভেদাভেদ ভুলে নেতাদের মিলমিশ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের অভিযোগ—সৌহার্দ্যের আড়ালে রাজনৈতিক সুবিধা আর অর্থনৈতিক স্বার্থই যেন বড় প্রাধান্য পাচ্ছে।

এসএমপি’র সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিধানসংক্ষিপ্ত প্রতিবেদনঅদ্য ১৭ আগস্ট ২০২৫ খ্রিঃ সিলেট মেট্রো...
18/08/2025

এসএমপি’র সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিধান

সংক্ষিপ্ত প্রতিবেদন

অদ্য ১৭ আগস্ট ২০২৫ খ্রিঃ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এএসআই (সঃ) থেকে এসআই (সঃ) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ মোতাহার হোসাইনকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা।

এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব শেখ মোঃ শরীফুল ইসলামসহ এসএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পুলিশ কমিশনার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ জীবনে তাঁর সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

17/08/2025

"যোগ্য নেতৃত্বের সন্ধানে সরব ৩৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল"
"৩৫ নং ওয়ার্ডে নেতৃত্ব বাছাই—স্বেচ্ছাসেবক দলের কর্মীদের আগ্রহ শীর্ষে"

শোকবার্তাইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সিলেট মহানগরীর ৩২ নং ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক জনাব বিল্লাল সাহেব হৃদরোগ...
16/08/2025

শোকবার্তা

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সিলেট মহানগরীর ৩২ নং ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক জনাব বিল্লাল সাহেব হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আমরা গভীর শোক প্রকাশ করছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমীন। 🤲

🇧🇩 বাংলাদেশ নির্বাচন কমিশনের “সুপার এডিটিং”!নাম ছিল 👉 জমী বিনতে আরোহীকিন্তু জাতীয় পরিচয়পত্রে ঢুকে গেল 👉 জমি কিনতে আগ্রহী...
16/08/2025

🇧🇩 বাংলাদেশ নির্বাচন কমিশনের “সুপার এডিটিং”!
নাম ছিল 👉 জমী বিনতে আরোহী
কিন্তু জাতীয় পরিচয়পত্রে ঢুকে গেল 👉 জমি কিনতে আগ্রহী 🤦‍♂️

❓ প্রশ্ন হচ্ছে—
এমন অবহেলার মাসুল দেবে কে?
👉 ভুক্তভোগী মানুষ, নাকি দায়িত্বজ্ঞানহীন কর্তৃপক্ষ?

ভক্তিমাখা পরিবেশে মধ্যনগরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপনমধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি“যুগে যুগে যখন অধর্মের প্রাবল্য বেড়েছ...
16/08/2025

ভক্তিমাখা পরিবেশে মধ্যনগরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

“যুগে যুগে যখন অধর্মের প্রাবল্য বেড়েছে, তখনই ভগবান স্বয়ং অবতীর্ণ হয়ে ধর্ম ও ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠা করেছেন”—এই বিশ্বাসকে ধারণ করেই সুনামগঞ্জের মধ্যনগরে আড়ম্বরে পালিত হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।

শনিবার (১৬ আগস্ট) সকালে ৮২ গ্রামের সমন্বয়ে জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। ভক্তরা ঢাকঢোল, শঙ্খধ্বনি, নানা বাদ্যযন্ত্র ও বর্ণাঢ্য সাজে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

ভক্তরা বিশ্বাস করেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার কারাগারে দেবকী ও বাসুদেবের ঘরে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। দুষ্টের দমন ও শিষ্টের পালন তাঁর আবির্ভাবের মূল লক্ষ্য। তাই এই দিনে ভক্তরা ভগবানের প্রতি গভীর ভক্তি নিবেদন করে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

প্রতি বছর জন্মাষ্টমী উপলক্ষে বিশ্বের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজনে অংশ নেয়, যা ভক্তদের জীবনে এনে দেয় ভক্তি, অনুপ্রেরণা ও ধর্মীয় শক্তির নতুন জাগরণ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখার কমিটি অনুমোদন।
15/08/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখার কমিটি অনুমোদন।

15/08/2025

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে প্রাণ গেল শিশুর—অশ্রুসিক্ত পিতার আহাজারিতে ভারী হাওরের আকাশ

টাঙ্গুয়ার হাওরের ভ্রমণ আনন্দমুখর হওয়ার কথা থাকলেও রূপ নিলো শোকে। পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পিতা। ডুবুরিদের দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করা হয় শিশুর নিথর দেহ।

🚼 সতর্কবার্তা:--

🚨 শিশুর সুরক্ষা আগে, আনন্দ পরে 🚨

⚠️ লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নয়
⚠️ পানির ধারে একা নয়
⚠️ অগভীর পানি হলেও সতর্ক থাকুন
⚠️ সাঁতার জানা মানেই নিরাপদ নয়
⚠️ ভ্রমণকালে শিশুর উপর সারাক্ষণ নজর দিন

এক মুহূর্তের অসতর্কতা = সারাজীবনের কান্না 💔

Address

Zindabazar
Sylhet
3100

Telephone

+8801712321717

Website

http://www.sylhetsamachar.com/

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক সিলেট সমাচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক সিলেট সমাচার:

Share