Ardis Coolman

Ardis Coolman Think About Things DIFFERENTLY

শাহীন তোমাকে স্বাগতম, নটির পুলারে ধরে ফেলার শহরে!🌸
12/07/2025

শাহীন তোমাকে স্বাগতম, নটির পুলারে ধরে ফেলার শহরে!🌸

হতে পারে আজকে [লুকিতা] Luka Modrić এর রিয়াল মাদ্রিদ জার্সিতে ইতি! অথবা আরো একটা ম্যাচে মাদ্রিদের জার্সি পড়ার সুযোগ। কি...
09/07/2025

হতে পারে আজকে [লুকিতা] Luka Modrić এর রিয়াল মাদ্রিদ জার্সিতে ইতি! অথবা আরো একটা ম্যাচে মাদ্রিদের জার্সি পড়ার সুযোগ। কিন্তু আমি একজন মাদ্রিদ ফ্যান হিসাবে অনেক প্রত্যাশা করছি আজকে যেভাবেই হোক মাদ্রিদের জয়। লুকা মদ্রিক আরো একটা ট্রফি জিতুক। টনি ক্রসও মাদ্রিদের জার্সিতে ট্রফি জয়ের পর অবসর নিয়েছিলো, লুকার থেকে ও তা প্রত্যাশা করি!
শুভ কামনা রয়াল ক্লাব, দে মাদ্রিদ❤️

দুই মাস আগে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জয়ের উৎসবে মেতেছিলেন।এক মাস আগে পর্তুগালের হয়ে উঁচিয়ে ধরেছিলেন নেশনস লিগের ট্রফ...
03/07/2025

দুই মাস আগে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জয়ের উৎসবে মেতেছিলেন।
এক মাস আগে পর্তুগালের হয়ে উঁচিয়ে ধরেছিলেন নেশনস লিগের ট্রফি।
মাত্র দুই সপ্তাহ আগে তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন—তার বিয়ে।

আর আজ... তিনি আর আমাদের মাঝে নেই।

দিয়োগো জোতা (১৯৯৬–২০২৫)

ফুটবলপ্রেমী হৃদয় আজ শোকে ভারাক্রান্ত।
একজন চিরচেনা হাসিমুখ, এক অকুতোভয় যোদ্ধা, আর কখনো ফিরবে না মাঠে।
ভালো থেকো ওপারে, চিরকাল আমাদের হৃদয়ে তুমি।🖤

Silence is the most expensive word — it often costs more than words themselves.
01/07/2025

Silence is the most expensive word — it often costs more than words themselves.

❤️
01/07/2025

❤️

❤️
01/07/2025

❤️

22/06/2025

❤️🤲
22/05/2025

❤️🤲

গা’যযায় এক ব্যক্তি কুরআন পড়ছিলো। এরমধ্যেই হা’না’দা’ররা হা’মলা চালায়। শহীদের র’ক্তের দাগ এসে লাগে কুরআনুল কারিমেও। যে পাত...
17/05/2025

গা’যযায় এক ব্যক্তি কুরআন পড়ছিলো। এরমধ্যেই হা’না’দা’ররা হা’মলা চালায়। শহীদের র’ক্তের দাগ এসে লাগে কুরআনুল কারিমেও। যে পাতায় র’ক্ত লাগে সে পাতার আয়াতগুলো ই’হু’দীদের ব্যাপারেই নাযিল হয়েছিলো। আয়াতগুলো এই:
وَاِذۡ نَجَّیۡنٰکُمۡ مِّنۡ اٰلِ فِرۡعَوۡنَ یَسُوۡمُوۡنَکُمۡ سُوۡٓءَ الۡعَذَابِ یُذَبِّحُوۡنَ اَبۡنَآءَکُمۡ وَیَسۡتَحۡیُوۡنَ نِسَآءَکُمۡ ؕ وَفِیۡ ذٰلِکُمۡ بَلَآءٌ مِّنۡ رَّبِّکُمۡ عَظِیۡمٌ- وَاِذۡ فَرَقۡنَا بِکُمُ الۡبَحۡرَ فَاَنۡجَیۡنٰکُمۡ وَاَغۡرَقۡنَاۤ اٰلَ فِرۡعَوۡنَ وَاَنۡتُمۡ تَنۡظُرُوۡنَ- وَاِذۡ وٰعَدۡنَا مُوۡسٰۤی اَرۡبَعِیۡنَ لَیۡلَۃً ثُمَّ اتَّخَذۡتُمُ الۡعِجۡلَ مِنۡۢ بَعۡدِہٖ وَاَنۡتُمۡ ظٰلِمُوۡنَ
- এবং স্মরণ করো তখনকার কথা যখন আমি তোমাদেরকে ফির‘আউনের লোকজন থেকে মুক্তি দেই। যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিচ্ছিলো। তোমাদের পুত্রদেরকে যবাহ করে ফেলছিলো এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখছিলো। আর এই যাবতীয় পরিস্থিতিতে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের জন্য ছিল মহা পরীক্ষা। এবং (স্মরণ করো) যখন আমি তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করেছিলাম এবং এভাবে তোমাদের সকলকে রক্ষা করেছিলাম এবং ফির‘আউনের লোকজনকে (সাগরে) নিমজ্জিত করেছিলাম। আর তোমরা এসব দৃশ্য প্রত্যক্ষ করছিলে। এবং (সেই সময়টিও স্মরণ করো) যখন আমি মূসাকে চল্লিশ রাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম। অতঃপর তোমরা তার প্রস্থানের পরে বাছুরকে মাবূদ বানালে। আর তোমরা ছিলে যা’লিম। [ সূরা বাকারা, আয়াত: ৪৯-৫১ ]
— আম্মারুল হক (হাফি.)
©️Qalbun Saleem - قلب سليم

বাস্তব কথা। পুরোটা পড়ে মিলে দেখতে পারেন।একটা ব্যাঙকে যদি আপনি ঠাণ্ডা পানির পাত্রে রাখেন, আর সেই পাত্রটিকে ধীরে ধীরে গরম...
17/05/2025

বাস্তব কথা। পুরোটা পড়ে মিলে দেখতে পারেন।
একটা ব্যাঙকে যদি আপনি ঠাণ্ডা পানির পাত্রে রাখেন, আর সেই পাত্রটিকে ধীরে ধীরে গরম করতে থাকেন—ব্যাঙটি কিন্তু তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চুপচাপ পানিতে বসে থাকে, আর নিজের শরীরের তাপমাত্রা পানির সঙ্গে সামঞ্জস্য করতে থাকে।
ধীরে ধীরে পানি গরম হতে থাকে, আর ব্যাঙও ধীরে ধীরে তার শরীরের ভেতর সেই উত্তাপ সহ্য করতে থাকে। সে ভাবে, "এটা তো এখনো সহ্য করা যাচ্ছে।"
কিন্তু সমস্যা তখনই শুরু হয়। পানির তাপ এক সময় এত বেশি হয়ে যায় যে, তখন আর সহ্য করা যায় না। ব্যাঙ তখন বুঝতে পারে, "এখন আমার লাফ দিয়ে বাঁচা দরকার!"
কিন্তু হায়! তখন আর তার শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। কারণ সে তার সমস্ত শক্তি খরচ করে ফেলেছে আগের তাপমাত্রাগুলো সহ্য করার জন্য! তাই সে চাইলেও আর লাফিয়ে বের হতে পারে না। ধীরে ধীরে সে পানিতে সেদ্ধ হয়ে মারা যায়…
আপনি কি জানেন—ব্যাঙটা আসলে মারা যায়নি পানির তাপে, বরং মারা গেছে সময়মতো সিদ্ধান্ত না নিতে পারায়!
এই ঘটনাটাকেই বলা হয় "Boiling Frog Syndrome"।
এই গল্প আমাদের জীবনের সঙ্গেও হুবহু মিলে যায়।
আমরা অনেক সময় একের পর এক অন্যায়, অবহেলা কিংবা কষ্ট সহ্য করতে থাকি—ভাবি, “এখন না হয় মেনে নিচ্ছি, পরে কিছু একটা করব।”
কিন্তু যে সমস্যা শুরুতেই ঠেকানো যেতো, তা ধীরে ধীরে এমন ভয়াবহ রূপ নেয় যে তখন আর কিছুই করার থাকে না।
তখন আমাদের মনের শক্তিটাও থাকে না, সাহসটাও ক্ষয়ে যায়।
শিক্ষনীয় বিষয় হলো,
জীবনে কখনো এমন পর্যায়ে পৌঁছাবেন না যেখানে লাফ দেওয়ার মতো শক্তিটুকুও থাকবে না।
সময় থাকতে নিজের অবস্থান পরিষ্কার করুন, প্রতিবাদ করুন, নিজের সম্মানকে রক্ষা করুন।
না হলে একদিন হয়তো আপনিও সেই “সেদ্ধ ব্যাঙ” হয়ে যাবেন, যে বাঁচতে চেয়েও বাঁচতে পারল না…
সংগৃহীত

Well played boys ❤️🐐
16/05/2025

Well played boys ❤️🐐

What a thrilling match today between TOXIC SQUAD Against BROTHERS FC! Huge respect to every player from BROTHERS FC — you all played exceptionally well. Our team showed amazing coordination and chemistry on the field. All in all, one of our best performances yet!"

❤️🌸
03/05/2025

❤️🌸

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Ardis Coolman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ardis Coolman:

Share