বারাকাত মিডিয়া : Barakat Media BD

বারাকাত মিডিয়া : Barakat Media BD this is a Media

২০১৩ সালের ৫ মে দেশের তাওহিদী জনতার ওপর পুলিশী হামলার প্রতিবাদকে মতিআলু চিত্রায়িত করেছিল সহিংস আন্দোলন হিসেবে। আগামীকাল ...
02/05/2025

২০১৩ সালের ৫ মে দেশের তাওহিদী জনতার ওপর পুলিশী হামলার প্রতিবাদকে মতিআলু চিত্রায়িত করেছিল সহিংস আন্দোলন হিসেবে। আগামীকাল হেফাজতের সমাবেশ থেকে দেশ ও জাতির শত্রু এই দিল্লীগংয়ের বিরুদ্ধে আওয়াজ আসা জরুরি। একদিকে বন্তুনিষ্ঠ নিউজের জন্য আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিল অপরদিকে এই দিল্লীর আলোরা ব্যস্ত ছিল হিন্দুত্ববাদের প্রেসক্রিপশানে স্বৈরাচারের বয়ান প্রতিষ্ঠায়।



28/04/2025
রাতে স্ত্রীর সাথে খুনসুটি করে ভালো সময় কাটালো আবুল। পরের দিন খুশি খুশি ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী হাউমাউ করে কাঁদছে ।...
22/04/2025

রাতে স্ত্রীর সাথে খুনসুটি করে ভালো সময় কাটালো আবুল। পরের দিন খুশি খুশি ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী হাউমাউ করে কাঁদছে । দেখে আবুলের মায়া হলো । সে তার মাথায় হাত রেখে জিজ্ঞেস করল : কি হয়েছে ?
স্ত্রীর হিচকি দিয়ে আবার উচ্চ স্বরে কিছুক্ষণ কেদে বলল : বাসায় পুলিশ এসেছে ।
কেন ?
স্ত্রী আবুলের দিকে তাকিয়ে বলল: তোমাকে ধরে নিতে এসেছে ।
আবুল চোখ বড় বড় করে তাকিয়ে আছে স্ত্রীর দিকে ।
স্ত্রী আর কিছু বলার আগেই পুলিশ সদস্য ঘরে ঢুকে বলল । আবুল সাহেব চলুন আমাদের সাথে ।আপনার নামে কমপ্লেইন আছে । ভয়াবহ কমপ্লিন । রেই **প কেইস ।
i
লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা । কি বলেন এই সব?
পুলিশ অফিসার গম্ভীর মুখে বলল: আপনার স্ত্রী গত দু দিন আগে আপনার নামে কমপ্লিন করেছেন । তিনি মেরিটিয়াল রেই**প এর স্বীকার ।
আবুল হা করে তাকাল তার স্ত্রীর দিকে । স্ত্রীর কোন চ্যাত ব্যত নাই । সে সুর করে কেঁদেই যাচ্ছে ।
আবুলের আউলা লাগছে । দুই দিন আগে তার স্ত্রীর রান্না করা শিংমাছের ঝোল খেয়ে সে মুখ ফসকে মা এর রান্না করা শিংমাছের ঝোলের প্রসংশা করে ফেলেছিল। এই নিয়ে রাতে একটা ফাটাফাটি ঝগড়া হয় দুইজনের মধ্যে। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী আবুলকে কুকুর ছানার সাথে তুলনা করায় সে গম্ভীর মুখে বলেছিল , এমন ব্যবহার করলে তোমাকে উচিত শিক্ষা দেবো । আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসবো । এরপর তুমি রাস্তায় রাস্তায় ঘুরবা । তার স্ত্রী হুংকার দিয়ে বলেছিল তুই কি আমাকে উচিত শিক্ষা দিবি, তোকে কিভাবে সোজা করতে হয় সেটা আমি জানি ।
এই ঝগড়ার পর গত রাতে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল । দুজনে খুব সুন্দর একান্ত সময় কাটিয়েছে একসাথে । এর মধ্যে যে ভদ্র মহিলা এই কাজ করবে সে ভাবতে পারে নি । আবুল মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে । ইদানিং পুঁটি মাছ কাটা কুটি নিয়ে স্বামী স্ত্রী একজন আরেকজনকে খু **ন করে । সেই তুলনায় তো জেল হাজত কিছুই না । নসসি ।
আবুল আবারও দুই হাত তুলে আল্লাহর শুকরিয়া আদায় করে ।
এরপর পুলিশের সাথে ঘর থেকে বের হয়ে আসে ।
পুনশ্চ:
তিনদিন জেল খাটার পর আবুলের স্ত্রী নিজে গিয়ে আবুলকে জেল থেকে ছড়িয়ে নিয়ে আসে । বাসায় এনে যত্ন আত্বি করে অভিমান মেশানো অদূরে গলায় বলে : এরকমটা আর করবে না তো আমার সাথে ?
আবুল হাসি মুখে জিভে কামড় দিয়ে না সূচক মাথা নাড়ে ।
স্ত্রী আল্লাদে গদো গদো হয়।
এখন আবুলের সুখের সংসার চলছে । আবুল আর স্ত্রীর ওপরে খুব একটা কথা বলে না। মন খুব বিক্ষিপ্ত হলে । নিজেকে অত্যাচারিত মনে হলে ,আবুল এখন চলে যায় সদ্য শ্রমিক সার্টিফাইড মেয়ে গুলোর কাছে । তারা ইদানিং ভালো সার্ভিস দেয় আবুলকে ।
আমাদের দেশ এগিয়ে যায় । আধুনিকতার ছোঁয়ায় আরও এক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ ।
বি:দ্র: এটা একটা গল্প ।
গল্পের নাম : নারী সংস্কার আইন ও আধুনিক বাংলাদেশ ।
#কালেক্টেড

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —  ১...
18/04/2025

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —

১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

এই রকম আরো ভাল ভাল পোষ্ট পেতে আমাদের পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন নাহ।

17/04/2025

ভারত না যেয়ে কম খরচে ঘুরে আসুন তুরুষ্ক থেকে। খরচ সহ পরিপূর্ণ গাইড
তুরস্ক ভ্রমণ গাইড (কম খরচে ৭ দিনের জন্য):

---

১. ভিসা প্রসেসিং:

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা অন-অ্যারাইভাল নয়।

আবেদন লিঙ্ক: https://www.konsolosluk.gov.tr

প্রয়োজনীয় ডকুমেন্টস:

বৈধ পাসপোর্ট (৬ মাস)

ব্যাংক স্টেটমেন্ট (কমপক্ষে ৬০,০০০ টাকা)

পাসপোর্ট সাইজ ছবি

চাকরি/ব্যবসার প্রমাণ

হোটেল ও ফ্লাইট বুকিং

ভিসা ফি: আনুমানিক ৬,০০০ - ৭,০০০ টাকা

---

২. ফ্লাইট খরচ (ঢাকা-ইস্তানবুল往返):

অফ-সিজন: ৫০,০০০ - ৭০,০০০ টাকা

হাই-সিজন: ৭০,০০০ - ৯০,০০০ টাকা

---

৩. থাকার ব্যবস্থা:

হোস্টেল (Dorm): ৮০০ - ১,৫০০ টাকা/রাত

বাজেট হোটেল: ১,৫০০ - ৩,০০০ টাকা/রাত

Airbnb: ২,৫০০ - ৫,০০০ টাকা/রাত

সাশ্রয়ী এলাকা: ফাতিহ, সুলতান আহমেদ, তাকসিম

---

৪. খাবার খরচ:

লোকাল খাবার: ২০০ - ৪০০ টাকা/মিল

ফাস্ট ফুড: ১৫০ - ৩০০ টাকা

রান্না করে খেলে দিনে: ৩০০ - ৫০০ টাকা

---

৫. ঘোরাঘুরি ও ট্যুর:

IstanbulKart নিয়ে পাবলিক ট্রান্সপোর্টে ঘোরাঘুরি

দর্শনীয় স্থান:

Hagia Sophia: ফ্রি

Blue Mosque: ফ্রি

Topkapi Palace: ~১,০০০ টাকা

Bosphorus Cruise: ৫০০ - ১,০০০ টাকা

দৈনিক ট্যুর খরচ: ১,০০০ - ২,০০০ টাকা

---

৬. মোট আনুমানিক খরচ (৭ দিন):

---

টিপস:

অফ-সিজনে গেলে খরচ কম হবে

আগে থেকে বুকিং করলে সুবিধা

Istanbul ছাড়াও Cappadocia বা Antalya ঘুরতে পারেন

19/03/2025
এমন সেতু সিলেট হুমায়ুন চত্বরের পাশে "বান্দ" এ আছে। তো এটা নিয়ে কথা বলে না কেন?
18/02/2025

এমন সেতু সিলেট হুমায়ুন চত্বরের পাশে "বান্দ" এ আছে। তো এটা নিয়ে কথা বলে না কেন?

09/02/2025

গনঅভ্যুত্থান মানেই যুদ্ধ, এই যুদ্ধে জয়ী হতে না পারলে নিশ্চিত মৃত্যু আর পরাজিত শক্তির সব কিছু ধ্বংস !!!!!! এরই ধারাবাহিকতায় স্বৈরশাসকের প্রথম ক্বিবলা ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেওয়া হয়েছে।ফ্যাসিষ্টের সব আতুড়ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়ে এই সরকার আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে ।

১৮ বছরের আগে বিয়ে দিলেই শাহবাগীরা হাউকাউ শুরু করে দিবে কিন্তু!       #অতি_জরুরী
04/02/2025

১৮ বছরের আগে বিয়ে দিলেই শাহবাগীরা হাউকাউ শুরু করে দিবে কিন্তু!
#অতি_জরুরী

28/01/2025

রাসুল (ﷺ) রাগ হতেন, কিন্তু গালি দিতেন না।

তিনি মজা করতেন, কিন্তু মিথ্যা বলতেন না।

অকৃত্রিম ভাবে সবার সাথে মিশতেন কিন্তু আত্মমর্যাদাহীন ছিলেন না।

তিনি গম্ভীর থাকতেন,তবে অহংকারী ছিলেন না।

সবচেয়ে নরম মেজাজের ছিলেন তিনি। সবর ও ধৈর্যের ছিলেন মূর্তপ্রতিক। কিন্তু দ্বীনের কোন বিষয়ে ত্রুটি বা অবহেলাতে তিনিই হয়ে উঠতেন সবচেয়ে কঠোর।

কখনো কখনো দামী পোষাক পরেছেন, কিন্তু শো অফ করতেন না। তালিযুক্ত জামাও থাকতো, কিন্তু অকৃতজ্ঞ ছিলেন না।

দুর থেকে কেউ তাঁকে দেখলে ভয় পেত। কিন্তু তাঁর সাথে মিশলে তিনিই হয়ে উঠতেন তার সবচেয়ে প্রিয়।

পরিবারকে শাষন করতেন, তবে বদমেজাজী ছিলেন না। পরিবারকে ভালবাসতেন, কিন্তু দ্বীনের ব্যাপারে কোন ছাড় দিতেন না।

তাঁকে সাহাবীরা সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা করতেন, তাঁর সামনে উচু আওয়াজে কথা বলতেন না। কিন্তু তাঁর কাছেই নিজের সমস্যা কষ্ট অকপটে শেয়ারও করতে পারতেন।

তিনি এমনই একজন ছিলেন, যাকে একই সাথে শ্রদ্ধা ও ভালবাসা, ভয় ও মুহাব্বত করা যেত।

ব্যালেন্সড ও সর্বোত্তম আখলাকের অধিকারী ছিলেন আমার রাসুল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম..

কালেকটেড।

Address

Sylhet
SYLHET

Telephone

+8801751174637

Website

Alerts

Be the first to know and let us send you an email when বারাকাত মিডিয়া : Barakat Media BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বারাকাত মিডিয়া : Barakat Media BD:

Share

Category