
15/08/2025
অসাধারণ সৌন্দর্যে ঘেরা আমাদের সিলেট। প্রাণ ভূমি রূপে আমি নিজেই মুগ্ধ, সবুজে ঘেরা প্রকৃতি, ঝর্নায় ঝুমুরের শব্দ, পাথরের উপর দিয়ে বয়ে চলা শীতল পানির কল কল শব্দ। তার উপর বসে মানুষের ছবি তুলা, পানির স্রোতে গা ভাসিয়ে দেয়া কতই না মধুর। আচ্ছা ভাল কথা শুনলাম সাদা পাথরের সব পাথর নাকি গাড়ি বুঝাই করে নিয়ে যাচ্ছে? খালি হয়ে যাচ্ছে পুরো জায়গা? তা মহাশয়েরা নিজে গিয়ে দেখেছেন তো? নাকি বাচ্ছাদের গানের মতো "ছিপ নিয়ে গেল কোলা ব্যাং-এ, মাছ নিয়ে গেলো চিলে” এই অবস্থা আপনার?
জাফলং, সাদা পাথরের পাথর উত্তোলন নতুন কিছু না, এতে করে সারা দেশের কন্সট্রাকশন এর ৬০% চাহিদা পূরণ করছে সিলেট এর পাথর। আওয়ামীরা তুলেছে, বিএনপি তুলেছে, জামায়াত তুলেছে সাধারণ মানুষ তুলেছে কিন্তু শেষ হচ্ছে না কারন খালি জায়গায় আবারও উজান থেকে পাথর ভেসে এসে তা পূরণ করে দিচ্ছে। এখন কথা হলো উজান টা কার? ভারতের তাই তো? যখন নিজের দিক খালি হবে তখন উপর দিক ভেংগে নিজের দিক ভরবে তাই না? ক্ষতি কার হচ্ছে? যার ক্ষতি হচ্ছে সে তো ব্যবস্থা নেবে কিন্তু ব্যবস্থা নিতে গেলে তার পকেটে হাত দিতে হবে !!! যদি আমি অতিউৎসাহী কিছু শ্রমিক পেয়ে যাই যারা এক প্যাকেট বিড়ির জন্য আমার বাড়ী পাহারার কাজ করে তাইলে পয়সা খরচ করে গেট দেয়ার দরকার কি? আহারে বিনোদন প্রেমি, কন্টেন্ট ক্রিয়েটার, টিআরপি প্রেমি বাংলার জনতা তোমরা তো ময়ূক রঞ্জন এর মতো লাফালাফি করি কয়টা টাকা কামিয়েছো সত্য কিন্তু তার মতো বাদর নাচ দেয়ার আগে সরাসরি দেখে আসতে পারতে যে পর্যটন এরিয়া ঠিক আছে কি না? তিল কে তাল করে দিয়েছে। আগে পাথরের ট্রাক ভর্তি লাইন গেলেও কেউ দেখতো না, এখন হাতে করে একটা পাথর আনলেও ২/৪টা ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাও। ফিতনা বুঝো না? এটা দাজ্জাল (আওয়ামী) ফিতনা। এগুলা থেকে নিজে দূরে থাকুন, দেশের জন্য করতে চাইলে চোখ কান খুলা রেখে চলুন, চিল কান নিয়ে গেছে শুনে কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানো বন্ধ করেন।
(ছবি: সিলেটের নিউজ. কম)