Chowkidekhi

Chowkidekhi Best place of the Sylhet..

“চৌকিদেখী” ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটের উত্তরপূর্বে অবস্থিত। চৌকিদেখীর পাশ দিয়ে বয়ে গেছে পাহাড়ী নালা, দৃষ্টি নন্দন চা বাগান এক কথায় সিলেটের ঐতিহ্য। সবুজের অভয়ারণ্য আর প্রাকৃতিক সুন্দর্য্যে ভরপুর চৌকিদেখীর চারিদিক। ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ নাসির উদ্দিন (রা:) মাজার শরিফ চৌকিদেখীর প্রাণকেন্দ্রে। ইতিহাস বলে চৌকিদেখী নামটা এসেছে হযরত নাছির উদ্দিন (রা:) মৃত্যুর পরে। নামাজে জানাজা শেষে সবাই যখন উনাক

ে দাফন করার প্রস্তুতি গ্রহন করা হয় তখন দেখা যায় উনার রাখা লাশ যে চৌকিতে রাখা হয় সেই চৌকি খালি এবং পরবর্তীতে ঐ চৌকিকে দাফন করা হয় এবং সেই অনুসারে এর নাম হয় চৌকিদেখী।

29/11/2025

I gained 41,232 followers, created 33 posts and received 141 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Good Morning
29/11/2025

Good Morning

28/11/2025

বাউল আবুল সরকার এখনো কি করে বেচে আছে? ঐখানে কি একজনও মুসলিম নেই যে তার জিহবা টেনে ছিড়ে ফেলার মতো? কোন আল্লাহর বান্দা নাই তার কলিজাটা ছিড়ে কুকুরকে খাওনোর মতো?

শুভ দুপুর আপনার দিনের শেষটা যেন হয় আমার ছাদবাগানের মতো সুন্দর ☺️☺️
26/11/2025

শুভ দুপুর

আপনার দিনের শেষটা যেন হয় আমার ছাদবাগানের মতো সুন্দর ☺️☺️

অসাধারণ সৌন্দর্যে ঘেরা আমাদের সিলেট। প্রাণ ভূমি রূপে আমি নিজেই মুগ্ধ, সবুজে ঘেরা প্রকৃতি, ঝর্নায় ঝুমুরের শব্দ, পাথরের উপ...
15/08/2025

অসাধারণ সৌন্দর্যে ঘেরা আমাদের সিলেট। প্রাণ ভূমি রূপে আমি নিজেই মুগ্ধ, সবুজে ঘেরা প্রকৃতি, ঝর্নায় ঝুমুরের শব্দ, পাথরের উপর দিয়ে বয়ে চলা শীতল পানির কল কল শব্দ। তার উপর বসে মানুষের ছবি তুলা, পানির স্রোতে গা ভাসিয়ে দেয়া কতই না মধুর। আচ্ছা ভাল কথা শুনলাম সাদা পাথরের সব পাথর নাকি গাড়ি বুঝাই করে নিয়ে যাচ্ছে? খালি হয়ে যাচ্ছে পুরো জায়গা? তা মহাশয়েরা নিজে গিয়ে দেখেছেন তো? নাকি বাচ্ছাদের গানের মতো "ছিপ নিয়ে গেল কোলা ব্যাং-এ, মাছ নিয়ে গেলো চিলে” এই অবস্থা আপনার?

জাফলং, সাদা পাথরের পাথর উত্তোলন নতুন কিছু না, এতে করে সারা দেশের কন্সট্রাকশন এর ৬০% চাহিদা পূরণ করছে সিলেট এর পাথর। আওয়ামীরা তুলেছে, বিএনপি তুলেছে, জামায়াত তুলেছে সাধারণ মানুষ তুলেছে কিন্তু শেষ হচ্ছে না কারন খালি জায়গায় আবারও উজান থেকে পাথর ভেসে এসে তা পূরণ করে দিচ্ছে। এখন কথা হলো উজান টা কার? ভারতের তাই তো? যখন নিজের দিক খালি হবে তখন উপর দিক ভেংগে নিজের দিক ভরবে তাই না? ক্ষতি কার হচ্ছে? যার ক্ষতি হচ্ছে সে তো ব্যবস্থা নেবে কিন্তু ব্যবস্থা নিতে গেলে তার পকেটে হাত দিতে হবে !!! যদি আমি অতিউৎসাহী কিছু শ্রমিক পেয়ে যাই যারা এক প্যাকেট বিড়ির জন্য আমার বাড়ী পাহারার কাজ করে তাইলে পয়সা খরচ করে গেট দেয়ার দরকার কি? আহারে বিনোদন প্রেমি, কন্টেন্ট ক্রিয়েটার, টিআরপি প্রেমি বাংলার জনতা তোমরা তো ময়ূক রঞ্জন এর মতো লাফালাফি করি কয়টা টাকা কামিয়েছো সত্য কিন্তু তার মতো বাদর নাচ দেয়ার আগে সরাসরি দেখে আসতে পারতে যে পর্যটন এরিয়া ঠিক আছে কি না? তিল কে তাল করে দিয়েছে। আগে পাথরের ট্রাক ভর্তি লাইন গেলেও কেউ দেখতো না, এখন হাতে করে একটা পাথর আনলেও ২/৪টা ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাও। ফিতনা বুঝো না? এটা দাজ্জাল (আওয়ামী) ফিতনা। এগুলা থেকে নিজে দূরে থাকুন, দেশের জন্য করতে চাইলে চোখ কান খুলা রেখে চলুন, চিল কান নিয়ে গেছে শুনে কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানো বন্ধ করেন।

(ছবি: সিলেটের নিউজ. কম)

চলে আসেন একসাথে হয়ে যাক খাবার
28/07/2025

চলে আসেন একসাথে হয়ে যাক খাবার



Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Chowkidekhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chowkidekhi:

Share