07/08/2025
৫৭ লাখে ২ কোটি টাকার টেন্ডার! সিলেটে ‘মনির সিন্ডিকেট’-এর মহাবাণিজ্য
সিলেট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন প্রায় দুই কোটি টাকার একটি নৌপথ ইজারা মাত্র ৫৭ লাখ টাকায় দেওয়া হয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছে। এ ঘটনাকে ঘিরে সরকারের রাজস্ব খাতে বড় ধরণের ক্ষতি এবং নৌপথ ব্যবস্থাপনায় চরম অনিয়মের অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, বিআইডব্লিউটিএর আশুগঞ্জ-ভৈরববাজার নদীবন্দর শাখার অধীনে গোয়াইনঘাট উপজেলার বাউরবাগ-রানীগঞ্জ পর্যন্ত ডকি নদ, গোয়াইন নদ, পিয়াইন নদ ও চেঙ্গের খাল ঘাট প্রতি বছর ইজারা দিয়ে থাকে। ২০২১-২২ অর্থবছরে এই নৌপথের ইজারা মূল্য ছিল ১ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা। অথচ ২০২৫-২৬ অর্থবছরে তা মাত্র ৫৭ লাখ টাকায় ইজারা দেওয়া হয় মনিরুল কবির নামের এক ব্যক্তিকে।
স্থানীয় সূত্র জানায়, মনিরুল কবির আগে মেসার্স এস. এল. এন্টারপ্রাইজ-এর ম্যানেজার ছিলেন। প্রতিষ্ঠানটির প্রকৃত মালিক গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতা সুবাস দাস ও মুজিবুর রহমান। অভিযোগ রয়েছে, তারা নিজেরা সামনে না এসে মনিরুল কবিরকে সামনে রেখে একটি সিন্ডিকেট গঠন করে এই টেন্ডার হাতিয়ে নেন।
২০২০ সালে করোনা মহামারী ও একটি সেতু রক্ষায় নৌচলাচল বন্ধ থাকার অজুহাতে পূর্ববর্তী ইজারাদার প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দাবি করে এবং পরবর্তী বছরগুলোতে কোনো টেন্ডার ছাড়াই ‘খাস কালেকশন’ নামে নিজেরাই টোল আদায় করে আসছিল। এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে এবার অস্বাভাবিকভাবে কম মূল্যে টেন্ডারটি তাদের পক্ষে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মনিরুল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে ফোন কেটে দেন।
এদিকে, বিএনপি-সমর্থিত ব্যবসায়ী মহল এ ঘটনাকে নজিরবিহীন দুর্নীতির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তাদের অভিযোগ, ক্ষমতাসীন দলের একটি অংশ সরকারি কর্মকর্তাদের যোগসাজশে নিয়ম-নীতির তোয়াক্কা না করে কোটি কোটি টাকার সরকারি সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে। এতে করে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদারদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
সচেতন মহল বলছে, মাত্র ৫৭ লাখ টাকায় দুই কোটি টাকার টেন্ডার কিভাবে দেওয়া হলো তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত জরুরি। পাশাপাশি বিআইডব্লিউটিএর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও প্রশ্ন উঠেছে।