দৈনিক আজকের জগন্নাথপুর

দৈনিক আজকের জগন্নাথপুর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দৈনিক আজকের জগন্নাথপুর, Media/News Company, Sylhet.
(1)

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘ*র্ষ: যুবদল এক নেতা গু*রুতর আ*হতস্টাফ রিপোর্টারসুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘ*র্ষের ঘট...
09/10/2025

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘ*র্ষ: যুবদল এক নেতা গু*রুতর আ*হত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘ*র্ষের ঘটনায় যুবদল নেতা শামীনুর রহমান গু*রুতর আ*হত হয়েছেন। তাকে আশ*ঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শামীনুর রহমান পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস কার্যালয় প্রাঙ্গণে এ হামলার এই ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় উত্তে*জনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা—যেকোনো মুহূর্তে বড় ধরনের সং*ঘর্ষ ঘটতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার গাদিয়ালা ও হামহামিয়া নামের দুটি জলমহাল সরকার কর্তৃক ইজারা পান পূর্ব ইব্রাহিমপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন। পরে তিনি গাদিয়ালা জলমহাল আবিবুল বারী আয়হান ও সুহেল আহমদ গংদের কাছে এবং হামহামিয়া জলমহাল পার্থ গংদের কাছে সাব-লীজ প্রদান করেন। যা মৎস্য আইন ও নীতিমালার পরিপন্থী বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় নলুয়া নোয়াগাঁও গ্রামের দুলু মিয়া বাদী হয়ে ২০২৫ সালের ৩০ জুন মৎস্য, সমবায় ও ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরিত হয়। জেলা প্রশাসক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগটির শুনানির তারিখ নির্ধারণ করা হয়। শুনানিকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা অফিসের বাইরে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা শামীনুর রহমান গুরুতর আহত হন।

বিএনপি নেতা আবিবুল বারী আয়হান অভিযোগ করে বলেন, “আজাদ ও সুহেল গং সহ আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীরা আমার ছোট ভাই শামীনুরের ওপর হামলা চালিয়েছে। সে গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

তবে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ অস্বীকার করেছেন সুহেল আহমদ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন বলেন, “জলমহাল দুটির শুনানিকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়। পরে তারা অফিসের বাইরে গিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ বাজারের পাশে কুশিয়ারা নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতের আঘা‌তে বিপ্লব দাশ (৩৫) নামে এক জে...
09/10/2025

সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ বাজারের পাশে কুশিয়ারা নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতের আঘা‌তে বিপ্লব দাশ (৩৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে রানীগঞ্জ বাজারের পাশে খেয়াঘাট এলাকায় কুশিয়ারা নদীতে মাছ শিকারের সময় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের দিরু দাশের ছেলে বিপ্লব দাশ (৩৫) কুশিয়ারা নদীতে বড়শী দিয়ে মাছ ধরছিল। বৃষ্টি ছাড়া হঠাৎ করে বজ্রপাত শুরু হয়, এ সময় নৌকা নিয়ে বিপ্লব দাশ নদীর মধ্যে স্থানে ছিল। এক সময় বজ্রপাতের আঘা‌তে কুশিয়ারা নদীতে পড়ে যায়। বজ্রপাত থেমে গেলে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে খোঁজাখুজি শুরু করেন। প্রায় ঘন্টাখানেক খোঁজাখুজি পর এই জেলের কোন সন্ধান না পাওয়ায় নদীর পাড়ে ফিরে আসেন। এ নিউজ লেখা পর্যন্ত এই জেলেকে খোজেঁ পাওয়া যায় নাই।

এ ব্যাপারে রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সাজু মিয়া বলেন, আমার দোকানে বিপ্লব প্রত্যেক দিন আসা যাওয়া করতো। আজ বিকালের দিকে বজ্রপাতের আঘা‌তে পানিতে পরে নিখোঁজ রয়েছে। আমরা নৌকা নিয়ে বিপ্লবের নৌকা দেখে আসছি। এখনো তার সন্ধান পাওয়া যায় নাই।

এ ব্যাপারে দিরু দাশ বলেন, আমার ছেলে প্রত্যেক দিন এই স্থানে নৌকা নিয়ে বড়শী দিয়ে মাছ ধরতো। আজ বিকালের দিকে বজ্রপাতের আঘা‌তে পানি পরে নিখোঁজ হয়েছে। আমরা এখনো তাকে খুজি পাই নাই।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমরা শুনেছি বজ্রপাতের আঘা‌তে এক জেলে নিখোঁজ হয়েছে। এখানে শিওয় হয়ে কেউ বলতে পারছে না। বজ্রপাতে নিহত হয়েছে কি না। আমি ফায়ার সার্ভিসের লোকদের সাথে যোগাযোগ করতেছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো: বরকত উল্লাহ বলেন, রানীগঞ্জ বাজারের পাশে কুশিয়ারা নদীতে এক জেলে নিখোঁজ হয়েছে খবর পেয়েছি। আমাদের এখানে ফায়ার সার্ভিসে ডুবুরি লোক না থাকায় অন্য স্থানে থেকে ডুবুরী আনার চেষ্টা করতেছি।

09/10/2025

রানীগঞ্জ বাজা‌রের পা‌শে কু‌শিয়ারা নদীতে আজ বিকালে বজ্রপা‌তের সময় নদী‌তে প‌রে এক জে‌লে নিখোঁজ। বিস্তা‌রিত আস‌ছে।।

08/10/2025

জগন্নাথপুর উপজেলার।
চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৬.৭. ৮ ও ৯ নং ওয়ার্ডের জনসাধারণের আয়োজনে উঠান বৈঠক
প্রধান অতিথি বক্তব্য রাখছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,
জননেতা জনাব কয়ছর এম আহমেদ

বাংলাদেশের গর্ব এবং অহংকার করার মতো সাহসী ব্যক্তিত্ব জনাব শহিদুল আলম'কে গ্রেফতার করেছে ইসরাইল দখলদার  সেনাবাহিনী,হে আল্ল...
08/10/2025

বাংলাদেশের গর্ব এবং অহংকার করার মতো সাহসী ব্যক্তিত্ব জনাব শহিদুল আলম'কে গ্রেফতার করেছে ইসরাইল দখলদার সেনাবাহিনী,হে আল্লাহ শহিদুল আলমকে মুক্তি দান করুন।।

07/10/2025
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামবাসীর উদ্যোগে কুশিয়ারা নদীতে  বির্শাল ঐতিহ্যবাহী নৌকাবাইছে জগন্নাথপুৱ...
07/10/2025

জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামবাসীর উদ্যোগে কুশিয়ারা নদীতে বির্শাল ঐতিহ্যবাহী নৌকাবাইছে জগন্নাথপুৱ ও শান্তিগন্জেৱ আগামীৱ ধানেৱ শীষেৱ কান্ডাৱী জনাব কয়ছৱ এম আহমদ সাহেব।

07/10/2025

বিশ্বনাথ টু সিলেট

আবারও পররাষ্ট্র মন্ত্রী পাচ্ছে সিলেট!! নির্বাচনের এখনো কয়েক মাস দেরী। তাছাড়া নির্বাচন হচ্ছে কি না, এ নিয়েও রাজনীতি বিশ্ল...
07/10/2025

আবারও পররাষ্ট্র মন্ত্রী পাচ্ছে সিলেট!!
নির্বাচনের এখনো কয়েক মাস দেরী। তাছাড়া নির্বাচন হচ্ছে কি না, এ নিয়েও রাজনীতি বিশ্লেষ্টকরা আছেন দ্বিধাদ্বন্দ্বে। চলছে নানান হিসাব নিকাষ। তবে এরমধ্যেই এক চমক লাগানো মন্তব্য করেছেন জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।



আগামী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সিলেট থেকে- এমন মন্তব্য করেছেন তিনি। আর যাকে ইঙ্গিত করে এই মন্তব্য করা হয়েছে, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।



তার মন্তব্যটি ঘিরে এখন জাতীয়তাবাদী রাজনীতিতে রীতিমতো রীতিমতো আলোচনার ঝড় বইছে। বিশেষ করে সিলেটে।



ঘটনা রবিবারের। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। সেখানেই তার সাথে পরিচয় পর্বে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুমায়ুন কবিরকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, তিনি এখন থেকে দেশে থাকবেন এবং সিলেট থেকে নির্বাচন করবেন।



তাঁর বক্তব্যের জবাবে গোয়েন লুইস জানান, বিষয়টি তিনি জানেন এবং কোন আসন থেকে কাকে নেওয়া হচ্ছে তাও তার জানা।



এসময় তিনি হুমায়ুন কবিরকে ইঙ্গিত করে বলেন, সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছে বলেই জানেন তিনি।



এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রীর পদটি নিয়ে। এর আগে সিলেট বিভাগ থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন বেশ কয়েকজন।



প্রবাসিত অধ্যুষিত এ অঞ্চলে পররাষ্ট্রমন্ত্রীর পদটি কেউ পেলে সাধারণ মানুষ বেশ উৎসাহিত ও সম্মানিত বোধ করেন। বিশেষ করে প্রবাসীরা।



তবে, নির্বাচনের আগে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কাছ থেকে এমন ইঙ্গিত পেয়ে সিলেট-২ আসনে বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকদের গভীর হতাশায় নিমজ্জিত করতে পারে বলেও মনে করছেন জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গনের সচেতন নেতার্মীরা।

05/10/2025

রানীগঞ্জ বাজার সবজি বাজার উদ্বোধনী অনুষ্ঠান

কয়ছর কে ঠেকাতে একাট্টা বিএনপির চার মনোনয়ন প্রত্যাশী দৈনিক আজকের জগন্নাথপুর সুনামগঞ্জ—৩ (জগন্নাথপুর—শান্তিগঞ্জ) আসনে আস...
05/10/2025

কয়ছর কে ঠেকাতে একাট্টা বিএনপির চার মনোনয়ন প্রত্যাশী দৈনিক আজকের জগন্নাথপুর

সুনামগঞ্জ—৩ (জগন্নাথপুর—শান্তিগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেতে একাট্টা হয়েছেন বিএনপির চার মনোনয়ন প্রত্যাশী। তাঁরা বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ এর মনোনয়ন ঠেকাতে ঐক্যবদ্ধ হয়েছেন।

শনিবার বিকালে জগন্নাথপুর পৌর শহরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের জনসাধারণের ব্যানারে জগন্নাথপুর উপজেলা বিএনপির একাংশ সুনামগঞ্জ— ৩ (জগন্নাথপুর—শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সভাপতি এম এ কাহারকে সংবর্ধনা দেয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির চার মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে উঠে এ আসনে তাদের মধ্যে থেকে যোগ্য একজনকে মনোনয়ন দিতে দাবি জানান।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ— ৩ (জগন্নাথপুর—শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদীর আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ— ৩ (জগন্নাথপুর—শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, মেজর (অবঃ) সৈয়দ আলী আশফাক সামী।

বিএনপির এই চার মনোনয়ন প্রত্যাশীর প্রত্যেকের দাবি তাঁরা যোগ্য ও উচ্চশিক্ষিত। কোনো অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিলে নির্বাচনে এ আসনে বিএনপির ভরাডুবি হবে। তাই তাদের মধ্য থেকে যোগ্য যে কাউকে প্রার্থী দেওয়া হলে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমন ঘোষণা দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে এই চার মনোনয়ন প্রত্যাশীকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয় ‘নাদের ভাই— আনোয়ার ভাই ধানের শীষে ভোট চাই, শামী ভাই — কাহার ভাই ধানের শীষে ভোট চাই’।

আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আবিবুল বারী আয়হানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এম এ কয়েসের পরিচালনায় মনোনয়ন প্রত্যাশী চার নেতাসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীরা বক্তব্য দেন।

উল্লেখ্য, গত বছরের ৫ জুলাই আওয়ামী লীগ সরকারের পতনের পর এই আসনে বিএনপির মনোনয়ন পেতে মাঠে তৎপর রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে দেশে এসে নিজের প্রার্থীতা জানান দেন। এরপর থেকে তিনি জগন্নাথপুর ও শান্তিগঞ্জে নির্বাচনী প্রচারণায় তৎপর রয়েছেন। অপরদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি এম এ মালেক খান, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ সাত্তার, যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সভাপতি এম এ কাহার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদীর আহমেদ, সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন সাহেব , জেলা বিএনপির সাবেক সহ সভাপতি লেঃ কর্নেল অব সৈয়দ আলী আহমেদের ছেলে মেজর (অবঃ) সৈয়দ আলী আশফাক শামী মাঠে পৃথকভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও সাংগঠনিকভাবে বিএনপি জগন্নাথপুর উপজেলায় দুই গ্রুপে বিভক্ত হয়ে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যার এক গ্রুপে শক্তিশালী অবস্থানে রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর অনুসারীরা। এ বলয়ে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পদ পদবী ধারী নেতাকর্মী রয়েছেন। অপরদিকে জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন (বহিস্কৃত) বলয়ের নেতাকর্মীরা পৃথকভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে এ গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন আক্তার হোসেনের ভাতিজা আবিবুল বারী আয়হান।
নিউজ ডেস্ক :

নক্ষত্রের বিদায়_ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।   বিদায় বাংলাদেশের কিংবদন্তি, ৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক,৭১ এর ...
04/10/2025

নক্ষত্রের বিদায়_

ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

বিদায় বাংলাদেশের কিংবদন্তি, ৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক,৭১ এর মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া সফল সংগঠক,জাতির পিতা শেখ মুজিবুর রহমান কে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত যিনি করেছেন।
বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক সভাপতি,সাবেক ডাকসুর ভি,পি,বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে যার নাম বার বার আসবে আমাদের ছাত্রলীগের সোনালী অর্জন।

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ এঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

মহান আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন।
০৪-১০-২০২৫🙏🙏🙏🙏আমিন আমিন🇧🇩

Address

Sylhet
3060

Telephone

+8801611395679

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক আজকের জগন্নাথপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক আজকের জগন্নাথপুর:

Share