
10/07/2025
‼️ বিপদে পরে পোস্টটা দিচ্ছি! কেউ দয়া করে এটা ফান হিসেবে নেবেন না।🙂
আমি সারাবছর কোচিং করলেও পরীক্ষার আগে সবসময় অনলাইনে ক্লাস দেখে প্রস্তুতি নিই। কালকে আমি আমার প্রিয় এডুকেশনাল ইউটিউব চ্যানেলের সামিরা আপুর হিসাববিজ্ঞান ক্লাস করছিলাম। কিছুক্ষণ পর আব্বু আমার পাশে এসে বসলেন।
একটু পর হঠাৎ ক্লাসের মাঝখানে সামিরা আপু ওনার এক সহকর্মী স্যারের সঙ্গে অপ্রত্যাশিতভাবে চুমু খাওয়া শুরু করলেন!আমি তো লজ্জায় শেষ! একদিকে আব্বু পাশে, আরেকদিকে ক্লাসে এমন কাণ্ড! আব্বু ভাবলেন আমি ক্লাসের নামে এসব দেখি...সাথে সাথেই আমার ফোন কেড়ে নিয়ে গেলেন। কিছু বলতেও দিলেন না।
এখন আমি আম্মুর ফোন দিয়ে ফেসবুকে লগইন করে পোস্টটা দিচ্ছি। আমি জানি, ভুল আমার না। যেহেতু আমি পরীক্ষার আগে আনলাইনে ক্লাস করেই প্রস্তুতি নেই তাই পরীক্ষার আগে ফোন ছাড়া আমার পড়াশোনা করা অসম্ভব।
এখন কীভাবে আব্বুকে বুঝায়া আমার ফোনটা ফেরত আনা যায়? ফোনটা না ফেলে হয়তো আমি খারাপ করবো.