আমার কন্ঠ

আমার কন্ঠ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমার কন্ঠ, Media/News Company, Sylhet.

আমার কন্ঠ নিউজ পোর্টাল সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের উৎস। আমরা সমাজের বিভিন্ন সমস্যা ও সঙ্গতিপূর্ণ খবরের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে বিশ্লেষণমূলক প্রতিবেদন উপস্থাপন করি, যাতে পাঠকরা অবগত ও সচেতন হতে পারেন

27/05/2025
27/05/2025
13/05/2025

🌾 মাত্র ৪ লক্ষ টাকা কিয়ার, বা‌ণি‌জ্যিক উর্বর কৃষিজমি বিক্রয় 🌾

📍 **লোকেশন:** সিলেট-জকিগঞ্জ সড়ক থেকে মাত্র ৫০০ গজ ভিতরে, মাতারগ্রাম (মৌজা: ঠাকুরের মা‌টি পূর্ব)

🔶 **জমির প্রধান বৈশিষ্ট্য:**
✔️ ৩৫ কিয়ার জমি একসাথে লাগোয়া – ২০০+ ফুট রাস্তার ফ্রন্টেজ
✔️ দুই পাশেই প্রশস্ত রাস্তা
✔️ বিদ্যুৎ সংযোগ পাশেই
✔️ ব্যক্তি মালিকানাধীন – পর্চা ও দলিল হালনাগাদ
✔️ প্রতি বছর নিয়মিত চাষ হয় – উর্বর কৃষিজমি
✔️ সমতল জমি – বন্যার প্রভাব কম এবং নিয়ন্ত্রণযোগ্য
✔️ নিকটবর্তী বাজার মাত্র ৩ মিনিট দূরে
✔️ ফিসারি, খামার, গুদাম বা যে কোনো বাণিজ্যিক প্রকল্পের জন্য উপযুক্ত
✔️ সবুজ-শান্ত পরিবেশ – দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য আদর্শ

💰 **মূল্য:** প্রতি কিয়ার মাত্র **৪,০০,০০০ টাকা** (আলোচনাসাপেক্ষ)
📌 জমি পরিদর্শন: আগ্রহীরা যেকোনো সময় জমি দেখে যেতে পারবেন।

📞 **যোগাযোগ করুন এখনই:**

📱 +8801813 800070

📢 স্বপ্নের জমি আপনার অপেক্ষায়! বিনিয়োগের সেরা সময় এখনই।

#জমিবিক্রয় #সিলেটজমি #জকিগঞ্জজমি #মাতারগ্রাম #কৃষিজমি #বিনিয়োগ #বাণিজ্যিকজমি #ফিসারি #খামার

 #সোনালী_ভবিষ্যতের_জমি_এখনই_আপনার_করে_নিন!সিলেট-জকিগঞ্জ সড়ক থেকে মাত্র ৫০০ গজ ভিতরে, মাতারগ্রাম (মৌজা: ঠাকুরের মা‌টি পূর...
10/04/2025

#সোনালী_ভবিষ্যতের_জমি_এখনই_আপনার_করে_নিন!

সিলেট-জকিগঞ্জ সড়ক থেকে মাত্র ৫০০ গজ ভিতরে, মাতারগ্রাম (মৌজা: ঠাকুরের মা‌টি পূর্ব) এলাকায় ৪০ কিয়ার উর্বর কৃষিজমি বিক্রয় হবে!

বিশেষ সুবিধাসমূহ:
• দুই পাশেই রাস্তা
• বড় ফিসারি, খামার বা বাণিজ্যিক প্রকল্পের জন্য পারফেক্ট
• শান্ত, সবুজ পরিবেশ—ব্যবসা ও বিনিয়োগের আদর্শ জায়গা

দাম: প্রতি কিয়ার মাত্র ৪,০০,০০০ টাকা!

যোগাযোগ করুন আজই:
01813 800070

ভবিষ্যতের স্বপ্ন গড়ে তুলুন এই জমির ওপর!

#জমিবিক্রয় #সিলেটজমি #জকিগঞ্জজমি #মাতারগ্রাম #কৃষিজমি #বিনিয়োগেরসুযোগ #বাণিজ্যিকজমি #ফিসারিখামার #জমিখুঁজছেন #স্বপ্নেরজমি

বিশ্বজুড়ে প্রতিবাদ, গোলাপগঞ্জেও ফিলিস্তিনের পক্ষে গর্জনফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে যখন বিশ্বব্যাপী নিন্দা ও প্রত...
07/04/2025

বিশ্বজুড়ে প্রতিবাদ, গোলাপগঞ্জেও ফিলিস্তিনের পক্ষে গর্জন

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে যখন বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে, তখন বাংলাদেশও পিছিয়ে নেই। দেশের বিভিন্ন প্রান্তের মতোই সিলেটের গোলাপগঞ্জেও ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছেন সর্বস্ত‌রের মানুষ।

সোমবার (৭ এ‌প্রিল) বাদ আসর গোলাপগঞ্জ চৌমুহনী‌তে সর্বস্ত‌রের ছাত্র ও তৌ‌হিদী জনতা আয়োজিত বি‌ক্ষোভ মি‌ছিল ও প্রতিবাদ সমাবেশে শত শত মানুষ অংশ নিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে গোলাপগঞ্জ পৌর শহর।

গোলাপগ‌ঞ্জের সর্বজন শ্রদ্ধেও আ‌লে‌ম শায়খুল হাদীস মাওলানা হিলাল উ‌দ্দিন আহম‌দের সভাপ‌তি‌ত্বে ও মাওলানা আব্দুল গফ্ফা‌রের প‌রিচালনায় মি‌ছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গত কয়েক মাসে যে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ করেছে, তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। শিশু, নারী, বৃদ্ধ—কাউকেই রেহাই দিচ্ছে না দখলদার বাহিনী। এমন পরিস্থিতিতে মুসলিম উম্মাহর উচিত একসাথে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। বিশ্ব সম্প্রদায়ের নীরবতার কঠোর সমালোচনা করে তাঁরা বলেন, মুসলিম উম্মাহর এখনই একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর সময়।

তাঁরা বলেন, “গোলাপগঞ্জের জনগণ সবসময় ন্যায়ের পক্ষে। আমরা আজকের এই জমায়েত থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই—ফিলিস্তিনের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন আছে এবং থাকবে।” এই আন্দোলন শুধু এক দিনের নয়—বক্তাদের মতে, ফিলিস্তিনের বিজয় না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে।

এসময় উপ‌স্থিত ছি‌লেন ও বক্তব‌্য দেন, গোলাপগঞ্জ চৌমুহনী জা‌মে মস‌জি‌দের ইমাম ও খ‌তিব মাওলানা ওয়া‌রিছ উ‌দ্দিন, দারুল উলূম গোলাপগ‌ঞ্জের প‌রিচালক মাওলানা ইকবাল হোছাইন, ইসল্মী ফাউ‌ন্ডেশন গোলাপগ‌ঞ্জের সুপারভাইজার মাওলানা আব্দুল আহাদ, রাজনী‌তি‌বিদ গোলাম কিব‌রিয়া চৌধুরী শা‌হিন, মাওলানা আব্দুর রাজ্জাক, ডাক্তার হা‌বিবুর রহমান প্রমুখ।

সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয় এবং ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ‌দি‌কে, বাদ আসর গোলাপগঞ্জ কদমতলী থে‌কে বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর উ‌দ্যো‌গে এক বি‌ক্ষোভ মি‌ছিল চের হয়। মি‌ছিল‌টি প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পৌরসভা গেই‌টে এক সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তর শাখার আমীর ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন। উপ‌স্থিত ছি‌লেন পৌর জামায়া‌তের আমীর মাওলানা আব্দুল খা‌লিক, নায়‌বে আমীর প্রভাষক রেহান উ‌দ্দিন প্রমুখ।

অপরদিকে, বাদ জোহর উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে তৌহিদী জনতার উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়।

গোলাপগঞ্জের তরুণ সমাজ সামাজিক যোগাযোগমাধ্যমেও একযোগে ফিলিস্তিনের পক্ষে সরব। প্রতিবাদী ব্যানার, প্রোফাইল ছবি পরিবর্তন এবং তথ্যভিত্তিক পোস্টের মাধ্যমে তারা জনসচেতনতা তৈরি করে চলেছেন।

ইমরান আহমদ: : ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে যখন বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে, তখন বাংলাদেশও পি.....

02/04/2025

ঢাকাদ‌ক্ষিণ রায়গড় থে‌কে হা‌রি‌য়ে যাওয়া শিশু বিয়ানীবাজা‌রে কিভা‌বে গি‌য়ে‌ছে?

 #হারানো_বিজ্ঞপ্তিগোলাপগঞ্জের ঢাকাদ‌ক্ষিণ থে‌কে ১২ বছ‌রের দুই শিশু নি‌খোঁজ #শেয়ার_করে_সহযোগিতা_করুন! সিলেটের গোলাপগঞ্জ...
01/04/2025

#হারানো_বিজ্ঞপ্তি

গোলাপগঞ্জের ঢাকাদ‌ক্ষিণ থে‌কে ১২ বছ‌রের
দুই শিশু নি‌খোঁজ

#শেয়ার_করে_সহযোগিতা_করুন!
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ পশ্চিম রায়গড় গ্রা‌মের মোঃ পাবেল আহমদের ছেলে মোঃ রাফী আহমদ,বয়স ১২ বছর ও তার চাচাত ভাই মোঃ ফারদীন আহমদ (বয়স ১২ বছর) আজ সকাল আনুমানিক ৭ ঘটিকা হইতে এ পর্যন্ত খোঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি তাদের কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিম্নের নম্বারে যোগযোগ করার জন্য অনুরোধ করা হলো।
01719-070857
01706-327418



゚viralシfypシ゚viralシalシ ゚

31/03/2025

তিন তাকবীর দেয়ার পর নামাজ ভে‌ঙে দি‌তে বল‌লেন ইমাম নি‌জে!

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Mohammad Khairul Islam, Dobir Ahmed
12/03/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Mohammad Khairul Islam, Dobir Ahmed

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when আমার কন্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমার কন্ঠ:

Share