07/04/2025
বিশ্বজুড়ে প্রতিবাদ, গোলাপগঞ্জেও ফিলিস্তিনের পক্ষে গর্জন
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে যখন বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে, তখন বাংলাদেশও পিছিয়ে নেই। দেশের বিভিন্ন প্রান্তের মতোই সিলেটের গোলাপগঞ্জেও ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছেন সর্বস্তরের মানুষ।
সোমবার (৭ এপ্রিল) বাদ আসর গোলাপগঞ্জ চৌমুহনীতে সর্বস্তরের ছাত্র ও তৌহিদী জনতা আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে শত শত মানুষ অংশ নিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে গোলাপগঞ্জ পৌর শহর।
গোলাপগঞ্জের সর্বজন শ্রদ্ধেও আলেম শায়খুল হাদীস মাওলানা হিলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল গফ্ফারের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গত কয়েক মাসে যে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ করেছে, তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। শিশু, নারী, বৃদ্ধ—কাউকেই রেহাই দিচ্ছে না দখলদার বাহিনী। এমন পরিস্থিতিতে মুসলিম উম্মাহর উচিত একসাথে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। বিশ্ব সম্প্রদায়ের নীরবতার কঠোর সমালোচনা করে তাঁরা বলেন, মুসলিম উম্মাহর এখনই একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর সময়।
তাঁরা বলেন, “গোলাপগঞ্জের জনগণ সবসময় ন্যায়ের পক্ষে। আমরা আজকের এই জমায়েত থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই—ফিলিস্তিনের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন আছে এবং থাকবে।” এই আন্দোলন শুধু এক দিনের নয়—বক্তাদের মতে, ফিলিস্তিনের বিজয় না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ারিছ উদ্দিন, দারুল উলূম গোলাপগঞ্জের পরিচালক মাওলানা ইকবাল হোছাইন, ইসল্মী ফাউন্ডেশন গোলাপগঞ্জের সুপারভাইজার মাওলানা আব্দুল আহাদ, রাজনীতিবিদ গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, মাওলানা আব্দুর রাজ্জাক, ডাক্তার হাবিবুর রহমান প্রমুখ।
সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয় এবং ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে, বাদ আসর গোলাপগঞ্জ কদমতলী থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল চের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা গেইটে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তর শাখার আমীর ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালিক, নায়বে আমীর প্রভাষক রেহান উদ্দিন প্রমুখ।
অপরদিকে, বাদ জোহর উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে তৌহিদী জনতার উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়।
গোলাপগঞ্জের তরুণ সমাজ সামাজিক যোগাযোগমাধ্যমেও একযোগে ফিলিস্তিনের পক্ষে সরব। প্রতিবাদী ব্যানার, প্রোফাইল ছবি পরিবর্তন এবং তথ্যভিত্তিক পোস্টের মাধ্যমে তারা জনসচেতনতা তৈরি করে চলেছেন।
ইমরান আহমদ: : ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে যখন বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে, তখন বাংলাদেশও পি.....