
07/09/2025
তিনি নিজেকে ঈসা (আ.) ও ইমাম মাহদী দাবি করতেন। তাঁর অনুসারীরা তাঁকে আল্লাহ পাক বলে বিশ্বাস করত। মৃত্যুর পর তাঁরা ১০ দিন নিরামিষ ভোজ পালন করে এবং তাঁর বাড়ির দিকে ফিরে দিনে ২ ওয়াক্ত নামাজ পড়তে থাকে। এমনকি তাঁর কবরকে কাবার ন্যায় সাজানো হয়।
এ কারণে এলাকাবাসী এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছিল এসব কর্মকাণ্ড বন্ধ করতে। কিন্তু তাঁর অনুসারীরা কোন পরিবর্তন আনেনি এবং প্রশাসনও নীরব ছিল। আসলে খোব এমন পর্যায়ে পৌঁছেছিল এই পরিস্থিতি একসময় না একসময় ঘটবেই—এটা সবাই জানত, কিন্তু আগে থেকে কেউ পদক্ষেপ নেয়নি।
যদিও তাঁর লাশ পোড়ানো হয়তো ঠিক হয়নি,
তবে পরিস্থিতি অনুযায়ী অন্য কোন সমাধানও
যথাযথ ছিল বলা যাচ্ছে না।