Bilal Ahmed Mulaguli

Bilal Ahmed Mulaguli প্রচার করো ,যদি একটি মাত্র আয়াতও হয়''

( সহীহ বুখারী: ৩৪৬১)
(19)

01/12/2025

ও দিল খান্দেরে
দয়া নি খরিবা আল্লায় মরে।
স্মৃতির এলবামে রেখে দিলাম আমার প্রিয় ছোট ভাইদের কে নিয়ে।

29/11/2025

বাউলদের পক্ষে যারা
হু*শি*য়ার হয়ে যান।
আলোচনায় : হাফিজ মাওলানা বিলাল আহমদ মুলাগুলী
ইমাম ও খতীব কামাল বাজার জামে মসজিদ
( এডমিন পোস্ট)

আয়োজক আলেমগণ তার হাতে হাদিয়ার খাম তুলে দিলেন। তিনি খামের সাইজ দেখেই বললেন আপনারা অনেক টাকা দিয়েছেন। এরপর সবার সামনে খাম ...
28/11/2025

আয়োজক আলেমগণ তার হাতে হাদিয়ার খাম তুলে দিলেন। তিনি খামের সাইজ দেখেই বললেন আপনারা অনেক টাকা দিয়েছেন। এরপর সবার সামনে খাম খুলে দেখলেন যে, অনেকগুলো এক হাজার টাকার নোট। আমার ধারণা অনুযায়ী ৪০ হাজারের নিচে হবে না।

তিনি দুই হাজার টাকা নিলেন তেল খরচ এবং রাস্তার টোল প্রদানের জন্য। দুই হাজার টাকা দিলেন গাড়ির চালককে। এক হাজার টাকা নিলেন নিজের জন্য। বাকি টাকা আয়োজকদের দিয়ে বললেন, এ টাকা দিয়ে আপনারা ইমাম সাহেবের মাধ্যমে একটি সমৃদ্ধ পাঠাগারের সূচনা করুন।

তিনি যখন খাবার খেতে গেলেন, দেখলেন অনেক রকমের খাবার রান্না করা হয়েছে। জিজ্ঞাসা করলেন যে, কে রান্না করেছে? তারপর পকেট থেকে টাকা বের করে সুন্দর করে খামবন্দি করে অনেক টাকা উপহার দিলেন সে মহিলাকে। পরে শুনলেন রান্নাতে পাশের বাসার আরেকজন মহিলা সহযোগিতা করেছেন। তাকেও হাদিয়া দিলেন।

খাবার শেষে তিনি আমাকেও হাদিয়া দিলেন। আমার গাড়ির চালককেও দিলেন। আমার সাথে থাকা দুইজন তালিবুল ইলমকেও হাদিয়া দিলেন।

বলছি শায়খ আবদুল মালিক হাফি. এর কথা। গতকাল খুব কাছ থেকে নানা ধরণের ফিতনায় জর্জরিত মেহেরপুর জেলায় নিজের চোখে দেখা ঘটনাটি বর্ণনা করলাম।

বয়ানের হাদিয়া নিয়ে বক্তাদের নানা অনিয়ম নিয়ে কয়েকদিন পরপর আলোচনা হয়। শায়খের ঘটনাটি আমাদের সকলের জন্য অনেক বড় শিক্ষা।

মাওলানা আবদুল মালেক হাফি. শুধু বড় আলেম ব্যাপারটি এমন না। তিনি সর্বোচ্চ আখলাকে হাসানার অধিকারী মানুষ। বাংলাদেশের জন্য তিনি আল্লাহপ্রদত্ত অনেক বড় নিয়ামত। আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক কর্মমুখর হায়াত দান করুন।

মুফতি Rezaul Karim Abrar ভাইর কলমে।

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন😭
28/11/2025

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন😭

28/11/2025

🔴 live. জুম্মার আলোচনা করছেন। হাফিজ মাওলানা বিলাল আহমদ মুলাগুলী সাহেব। এডমিন পোস্ট

27/11/2025

সুরা হাশরের শেষ অংশ
হাফিজ মাওলানা বিলাল আহমদ মুলাগুলী
🌿🎋 এডমিন পোস্ট 🌿🎋

সিলেট বিভাগের উজ্জল নক্ষত্র সুনামগঞ্জের কৃতি সন্তান বাংলার শীর্ষ আলেম ও শায়খুল হাদীসদের মধ্যে অন্যতম বিশিষ্ট ইসলামি চিন্...
25/11/2025

সিলেট বিভাগের উজ্জল নক্ষত্র সুনামগঞ্জের কৃতি সন্তান বাংলার শীর্ষ আলেম ও শায়খুল হাদীসদের মধ্যে অন্যতম বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা শায়খ নূরুল ইসলাম খাঁন সাহেব দরগাহপুরী হুজুর দা.বা. এর সুস্হতা ও নেক হায়াত কামনা করি মহান প্রভূর দরবারে।❤️🤲

23/11/2025

চমৎকার একটি জায়গায় দাঁড়িয়ে তেলাওয়াত করলাম সুরা ফাতেহা

22/11/2025

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি একটু সংগীত পরিবেশন করলাম।

21/11/2025

৫.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আশুলিয়ার চিত্র
আজ ২১/১১/২০২৫ ইং রোজ শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটের সময় ঢাকা সহ সারা বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প ১০-১২ সেকেন্ডের এই ভূমিকম্পের সারা বাংলাদেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে
সারা বাংলাদেশে এখন পর্যন্ত চারজন নিহতের খবর জানা গেছে
আরো অনেক আহত হয়েছে
আল্লাহ সকলকে হেফাজত করুক
এমনিতে একদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে ,,,,,, ゚

আলহামদুলিল্লাহ স্থান পরিবর্তন হলেও ব্যক্তি এক। এবারও পবিত্র রমাদান মাসে খতমে তারাবী এক সাথে সিলেট কামাল বাজার মাসজিদে পড়...
20/11/2025

আলহামদুলিল্লাহ স্থান পরিবর্তন হলেও ব্যক্তি এক। এবারও পবিত্র রমাদান মাসে খতমে তারাবী এক সাথে সিলেট কামাল বাজার মাসজিদে পড়াবো প্রিয় ভাই Manik Chowdhury এর সাথে। ইনশাআল্লাহ নিয়মিত তেলাওয়াতের লাইভ পাবেন।

Address

Luvachara
Sylhet

Telephone

+8801819710183

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bilal Ahmed Mulaguli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share