সবার জন্য ইসলাম

সবার জন্য ইসলাম আসসালামু আলাইকুম,
আমি নাদিয়া আহমেদ,,
সবার জন্য ইসলাম পেইজে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা

30/05/2024

ভাইয়া আর আমাদের মাঝে নেই 😭 আজকে আমি মহসিন ভাইয়ার স্মরণে কিছু কথা বলতে চাই 😭 ভাইয়াকে নিয়ে যতই যা বলি বলে শেষ করা যাবেনা,খুব ভালো মানুষ ছিলেন, তিনি সব সময় সবার সাথে হাসিখুশী বা হেসে কথা বলতেন, হঠাৎ কি থেকে কি হয়ে গেলো ভাইয়া চলে গেলেন না ফেরার দেশে 😭
#বিসমিল্লাহ্_মিনি_সুপার_ষ্টোর_গিয়াস_নগর
#ভাইয়ার_স্মরণে_কিছু_কথা😭

08/07/2023

**সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের এবং কল্যানের দরজা কখনোই বন্ধ হয় না**

জীবনে চলার পথে একটি দিকের দরজা বন্ধ হলে, আল্লাহ তা'য়ালা অন্যান্য দিক দিয়ে অনেকগুলো দরজা খুলে দেন।

যখনই বিপদাপদ আসে, আমরা অস্থির হয়ে যাই। প্রথমেই আমরা দিকবিদিক ঘুরে ফিরি সমাধানের জন্যে; কিন্তু একটিবারও আল্লাহর কাছে এবং আল্লাহর পথে সমাধান চাই না। সবার শেষে আল্লাহ কে স্মরণ নয়, বরং সবার প্রথমে এবং সর্বদা আল্লাহর স্মরনে নিজেকে ব্যস্ত রাখুন; পরকালে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।

★ হতে পারে কোন বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোন বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন এবং তোমরা জান না। (বাকারাহ:২১৬)

★ আল্লাহ মানুষের জন্য যে রহমত উন্মুক্ত করে দেন তা আটকে রাখার কেউ নেই। আর তিনি যা আটকে রাখেন, তারপর তা ছাড়াবার কেউ নেই। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (ফাত্বির:২)

★আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন। (বাকারাহ:৪৫)

★ হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। (বাকারাহ:১৫৩)

★আর এ জন্যই “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যখন কোন বিষয়ে সমস্যায় পড়তেন বা চিন্তাগ্রস্ত হতেন তখনই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন”। (মুসনাদে আহমাদ: ৫/৩৮৮)

দুঃখকষ্ট জীবনে আসবে এটাই স্বাভাবিক তাই বলে নিরাশ হয়ে এদিক-সেদিক ঘুরলেই কি সমাধান আসবে? কখনোই নয়। হতাশা নয়, মনক্ষুন্নতাও নয়, সুন্নাহভিত্তিক আমল করুন।

**নিয়মিত ফরয সালাত আদায় করুন,
**কুরআন তিলাওয়াত করুন,
**উঠতে-বসতে যিকর করুন,
**দান করুন,
**রোযা রাখুন,
**তাহাজ্জুদ পড়ার অভ্যাস করুন,
**নিয়ত বিশুদ্ধ রাখুন,
**সর্বদা আল্লাহ সম্পর্কে সুধারনা রাখুন,

আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে উপরিউক্ত কাজগুলি পালন করার তাওফিক দান করুন।
আমীন।

26/11/2022

সহজে পালনীয় বিশটি সুন্নত

মুসলমানে পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনে সুন্নতের গুরুত্ব অপরিসীম। জীবনের প্রতিটি অধ্যায় সুন্দর ও সৌরভময় করতে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের বর্ণাঢ্য জীবনে উম্মতকে দিয়েছেন সুন্দর ও উজ্জ্বলময় পথনির্দেশ। যা আমাদের নিকট সুন্নত নামে সুপরিচিত।

হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ‘যে আমার সুন্নতকে জীবিত করল, সে আমাকে ভালোবাসল। আর যে আমাকে ভালোবাসল, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে।’ -তিরমিজি শরীফ

সুন্নতের অনুসরণ-অনুকরণ অর্থাৎ রাসূলের অনুকরণ। এ বিষয়ে আল্লাহতায়ালা কোরআনে কারিমে ইরশাদ করেন, ‘যে রাসূলের আনুগত্য করলো সে পকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করলো।’ -সূরা আন নিসা: ৮০

এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু সুন্নত নিয়ে আলোচনা করা হলো- যা অনেকেই ভুলেই গেছে। অথচ এগুলো পালন করা খুব সহজ।

১. মাঝে-মধ্যে বৃষ্টিতে ভিজা। -সহিহ মুসলিম: ৮৯৮
২. বৃষ্টির সময় দোয়া করা। -সহিহ বোখারি: ১০৩২
৩. রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্জনে হাঁটা। -সহিহ বোখারি: ৫২১১
৪. স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা। খেতে মন না চাইলে চুপ থাকা। -সহিহ মুসলিম: ২০৬৪
৫. কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না। -বায়হাকি: ১৭৫৯৫
৬. মাঝে-মধ্যে বিপদে আকাশের দিকে মাথা তোলা। আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা। -সহিহ মুসলিম: ২৫৩১
৭. খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া। -মুখতাসার যাদুল মায়াদ: ১/২৭
৮. ধোঁয়া ওঠা গরম খাবার ঠাণ্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। -বায়হাকি: ৪২৮
৯. করজে হাসানা (সুদবিহীন ঋণ) দেওয়া। -সহিহ মুসলিম: ২৫৮০
১০. নফল ও সুন্নত নামাজগুলো ঘরে পড়া। -সহিহ বোখারি: ৭৩১
১১. বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই রাকাত নামাজ আদায় করা। -মুসনাদে বাযযার: ৮৫৬৭
১২. দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পরা, বিশেষ করে শো জাতীয় জুতা। -সুনানে আবু দাউদ: ৪১৩৫
১৩. যতই ভালো খাবার হোক, ভরা পেটে না খাওয়া। -সুনানে তিরমিজি: ২৪৭৮
১৪. ফজরের নামাজের পর নামাজের স্থানে বসে তাসবিজ পাঠ করা। অতঃপর সূর্য উঠার পর দুই রাকাত নামাজ আদায় করা। - আরশিফু মুলতাকা: ৪৫৬৯
১৫. দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশে নতুন একটি ভাষা শেখা। -মুসনাদে আহমাদ: ২১৬১৮
১৬. বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত-পা মুছে মসজিদে জামাতে যাওয়া। -তাবারানি: ৬১৩৯
১৭. মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেওয়া। -মুসনাদে আহমাদ: ২৭৫০৮
১৮. রাতে অজু অবস্থায় ঘুমানো। -ফাতহুল বারি: ১১/১১০
১৯. মাঝে-মধ্যে খালি পায়ে হাঁটা। -সুনানে আবু দাউদ: ৪১৬০
২০. মৃত্যুর আগেই সম্পদ সন্তান-সন্তুতির ব্যাপারে অসিয়ত লিখে যাওয়া। -সহিহ বোখারি: ২৭৩৮

একটা লোক প্রতিদিন এক বৃদ্ধার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেতো। আপেল কেনার পর লোকটি প্রতিদিনের মতো একটা আপেল বের করে বলতো, আপ...
18/11/2022

একটা লোক প্রতিদিন এক বৃদ্ধার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেতো। আপেল কেনার পর লোকটি প্রতিদিনের মতো একটা আপেল বের করে বলতো, আপনার আপেলগুলো আজও পানসে, একদম মিষ্টি না! এই নেন একটা খেয়ে দেখুন।
এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল বৃদ্ধার দিকে বাড়িয়ে দেয়। বৃদ্ধা আপেলটা খেয়ে যে মাত্র বলবে মিষ্টি ঠিকঠাক আছে তখনি লোকটি চলে যায়।

লোকটির সাথে প্রতিদিনকার মতো আজকেও তার স্ত্রী আছে। হাঁটতে হাঁটতে স্ত্রী বলো, তুমি প্রতিদিন মিথ্যা বলো কেন? আমি আপেলগুলো খেয়ে দেখেছি! বেশ ভালো এবং মিষ্টি।

লোকটি বললো, আসলে আপেলগুলো মিষ্টি আমি জানি। কিন্তু তুমি দেখনি বৃদ্ধার চেহেরা! অনেক কষ্টে তার পেটের খাবার জোটে। আমি না হয় প্রতিদিন মিথ্যা বলে নিজের ভাগের একটা করে আপেল তাকে দিয়ে দেই।

এদিকে আপেল বিক্রি করা বৃদ্ধার পাশে বসেন এক তরকারি বিক্রেতা। তিনি প্রতিদিন এই ব্যপারটা লক্ষ্য করেন। আজকে হঠাৎ বৃদ্ধাকে বললেন, আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি ওই লোকটাকে নিদিষ্ট ওজনের চেয়ে একটু বেশি আপেল বাড়িয়ে দেন!

বৃদ্ধা হেসে বললো, আমি জানি সে প্রতিদিন আমাকে মিথ্যা বলে একটা খাইয়ে দিয়ে চলে যায়। সে মনে করেছে আমি তা বুঝিনা।
তার প্রতি ভালোবাসা রেখে আমার ওজনের পাল্লাটাও নিজে নিজে ঢলে পড়ে।

কিছু কিছু মায়া, মমতা, ভালোবাসাগুলো বর্ণনা করে বুঝানো যায়না। এগুলো টাকার পরিমাণেও মাপা যায়না। এগুলো শুধু অনুভব করা যায়।
এরকম আড়ালে আমরা অনেকেই অনেকের কেয়ার করি কিন্তু কেউ কাউকে বুঝতে দেইনা।
বেঁচে থাকুক আড়ালে ভালোবাসা গুলো ।

#সংগৃহিত

ঘটনাটি আসামের। একজন লোক গরুটিকে ক্রয় করে এনে তাঁর উঠুনে বেঁধে রেখেছিলেন। কিন্তু প্রত্যেকদিন গভীর রাতে কুকুরের ঘেউ ঘেউ শব...
15/11/2022

ঘটনাটি আসামের। একজন লোক গরুটিকে ক্রয় করে এনে তাঁর উঠুনে বেঁধে রেখেছিলেন। কিন্তু প্রত্যেকদিন গভীর রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দে ঘুমাতে পারে না বাড়ির লোকজন। তাই তাঁরা মনে করলো এই লকডাউনের সময়ে হয়তো চোরের উৎপাত বেড়েছে। তাই তাঁরা সেখানে একটি সিসিটিভির ব্যবস্থা করলো। পরের দিন সিসিটিভি ফুটেজ দেখেতো সবাই হতবাক! গরুটির পাশে একটা চিতা ঘুর ঘুর করছে।

পরে তাঁরা যার কাছ থেকে গরুটি ক্রয় করেছিলেন তাঁর দ্বারস্থ হন ব্যাপারটি জানার জন্য। তখন তাঁরা জানতে পারেন এই চিতাবাঘটির জন্মের ২০ দিন বয়সে তার মা চিতা বাঘিনী মারা যায়। এর পরে এই গরুটির দুগ্ধপান করে সে চিতাবাঘটি বাঁচে। তাই সে তাঁর ত্রাণকর্ত্রী দুধমাকে ভুলে যায়নি। প্রত্যেক রাত্রে দেখা করতে আসে। মাকে জড়িয়ে ধরে বসে থাকে। মাও আদর করে।

চিরশত্রু প্রাণীরাও কৃতজ্ঞতার নিমিত্তে হিংস্র সম্পর্ক ভুলে গিয়ে মধুর করে তোলে। কিন্তু উন্নত জীব মানুষ চিরমধুর সম্পর্ক জলাঞ্জলি দিয়ে হিংস্র হয়ে ওঠে। ব্যক্তিগত অসৎ স্বার্থ উদ্ধারে সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য বলে তৈরি করে। তবে কি আমরা আজও মানুষ হতে পারিনি?

সংগৃহীত পোস্ট

14/11/2022

Address

Moulvibazar
Sylhet

Telephone

+8801774913770

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবার জন্য ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সবার জন্য ইসলাম:

Share

Category