Nurani TV

Nurani TV সুস্থ সংস্কৃতি হালাল বিনোদন

"প্রকৃতির মাঝে প্রশান্তির খোঁজে..."
12/07/2025

"প্রকৃতির মাঝে প্রশান্তির খোঁজে..."

"প্রকৃতির কোলে কিছু মুহূর্ত, নিজের সঙ্গে নিজের দেখা।"
12/07/2025

"প্রকৃতির কোলে কিছু মুহূর্ত, নিজের সঙ্গে নিজের দেখা।"

🌿 সিলেটের সাদা পাথরে এক স্বপ্নিল দিন 🌿প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার মতো কিছু জায়গা আছে, যেগুলো শুধু চোখ নয়, মনকেও প্রশান্ত...
12/07/2025

🌿 সিলেটের সাদা পাথরে এক স্বপ্নিল দিন 🌿

প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার মতো কিছু জায়গা আছে, যেগুলো শুধু চোখ নয়, মনকেও প্রশান্ত করে দেয়। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত সাদা পাথর তেমনি এক স্বপ্নিল স্থান। একদিনের সফর, অথচ মনে হলো যেন এক জীবনের শান্তি একদিনেই কুড়িয়ে নিলাম।

যখন প্রথমবার সাদা পাথরের পানিতে পা ডুবালাম, মনে হলো—পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে কোনো এক নীল-স্বচ্ছ নীরবতায় এসে পৌঁছেছি। কাঁচের মতো স্বচ্ছ পানি, নিচে ছড়িয়ে থাকা সাদা পাথরগুলো যেন প্রকৃতির আপন হাতে সাজানো। পাহাড় বেয়ে ঝরে পড়া পানির শব্দ, চারপাশের সবুজ আর দিগন্তজোড়া নীল আকাশ—সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্যের অনুভূতি।

ডিঙি নৌকায় ভেসে চলা, মাঝেমাঝে দাঁড়িয়ে পাথরের উপরে বসে থাকা—এ যেন প্রকৃতির সঙ্গে গভীর এক আলাপ। সফরের প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল, আমরা যেন আল্লাহর সৃষ্টি রহস্যের এক জীবন্ত ক্যানভাসে হেঁটে বেড়াচ্ছি।

ফিরে আসার সময় মন কিছুটা ভারী হয়ে উঠেছিল। এমন শান্তির জায়গা ছেড়ে আবার শহরের ব্যস্ততায় ফেরা সত্যিই কষ্টদায়ক। তবে হৃদয়ের গভীরে থেকে গেলো সেই শুভ্রতা, সেই নির্জনতা আর সেই অপার সৌন্দর্যের ছাপ, যা হয়তো সারাজীবন মনে থাকবে।

দোয়া করি, প্রকৃতির এই অপার সৌন্দর্য যেন আমাদের হৃদয়ে বিনয়, কৃতজ্ঞতা ও ঈমানের আলো জাগিয়ে তোলে।

11/07/2025

ভয়াবহ জ্যাম প্রায় ৫ঘন্টা

10/07/2025
10/07/2025

কওমি ইউথ ক্লাব

10/07/2025

টু সিলেট সাদা পাথর, রাতারগুল।

Address

Sylhet

Telephone

+8801719909236

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurani TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share