AEV Light

AEV Light Will always stay with updated information on this page

**CapCut premum only 99 taka**life time** Whatsapp:01834019571
10/07/2025

**CapCut premum only 99 taka**life time** Whatsapp:01834019571

জুমাবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। পবিত্র কুরআনে জুমা নামে একটি সুরাও রয়েছে। যেখানে মহান এই দিনের তাৎপর্য বর্ণিত হয়েছে। ই...
18/09/2024

জুমাবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। পবিত্র কুরআনে জুমা নামে একটি সুরাও রয়েছে। যেখানে মহান এই দিনের তাৎপর্য বর্ণিত হয়েছে। ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচাকেনা বর্জন করো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে’ (সুরা জুমা, আয়াত: ৯)।

জুমার দিনে গোসল, মিসওয়াক, সুগন্ধি ব্যবহারসহ উত্তম কাপড় পরিধান করে মসজিদে যাওয়ার কথা অনেক হাদিসে এসেছে। সালমান ফারসী (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন- যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং যথাসম্ভব উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, এরপর তেল মেখে নেয় অথবা সুগন্ধি ব্যবহার করে, তারপর মসজিদে যায়, আর দু’জনের মধ্যে ফাঁক করে না এবং তার ভাগ্যে নির্ধারিত পরিমাণ সালাত (নামাজ) আদায় করে। আর ইমাম যখন (খুতবার জন্য) বের হন তখন চুপ থাকে। তার এ জুমা এবং পরবর্তী জুমার মধ্যবর্তী যাবতীয় গুনাহ মাফ করে দেয়া হয়। (সহিহ বুখারি, হাদিস: ৮৬৪)

আবার বিনা কারণে জুমা পরিত্যাগের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। হাদিসে এসেছে, আবূল জা’দ আয্-যামরী (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি অবহেলা করে তিন জুমা পরিত্যাগ করে, আল্লাহ তার হৃদয় মোহরাঙ্কিত করে দেন (তিরমিজি, হাদিস: ৫০০)।

নামাজ অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা এসেছে। ইরশাদ হয়েছে, ‘যখন তোমরা সালাত (নামাজ) পূর্ণ করবে তখন দাঁ...
18/09/2024

নামাজ অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা এসেছে। ইরশাদ হয়েছে, ‘যখন তোমরা সালাত (নামাজ) পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে, তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। (সুরা নিসা, আয়াত: ১০৩)।

আবার হাদিসেও একাধিকবার নামাজ আদায়ের কথা এসেছে। সেই সঙ্গে গুরুত্ব দেয়া হয়েছে ওয়াক্তমতো নামাজ আদায়ের ওপরও। এমনকি খোদ মহান আল্লাহর কাছেও যথাসময়ে সালাত আদায় করা অধিক প্রিয় আমল।

আবদুল্লাহ ইবনু মাসঊদ (রা.) বর্ণনা করেন, আমি রাসুল (সা.) কে জিজ্ঞাসা করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন, যথাসময়ে সালাত আদায় করা। ইবনু মাসঊদ (রা.) পুনরায় জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? তিনি বললেন, এরপর পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার। ইবনু মাসঊদ (রা.) আবার জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? রাসুল (সা.) বললেন, এরপর আল্লাহর পথে জিহাদ বা জিহাদ ফী সাবিলিল্লাহ্। (সহিহ বুখারি, হাদিস: ৫০২)

তবে ভুলবশত কিংবা অন্য কোনো বিশেষ কারণে কোনো ওয়াক্তের নামাজ ছুটে গেলে পরবর্তীতে সেই নামাজ কাজা আদায় করতে হয়। বিশেষ করে ফরজ কিংবা ওয়াজিব নামাজ ছুটে গেলে তার কাজা আদায় করা আবশ্যক। অধিকাংশ ইসলামিক স্কলারদের মতে, যে ওয়াক্তের নামাজ কাজা হবে, পরের ওয়াক্তের সালাত আদায়ের আগে সেই কাজা আদায় করতে হবে। অর্থাৎ, কেউ কারও যদি যোহরের ওয়াক্ত ছুটে যায়, তাহলে আসরের ওয়াক্তের আগে তাকে যোহরের কাজা আদায় করতে হবে। এ ক্ষেত্রে শুধু ফরজ নামাজ আদায় করলেই হবে। সুন্নত না পড়লে কোনো অসুবিধা নেই। আর কাজা নামাজ আদায়ের ক্ষেত্রে সূরা-কেরাত মূল নামাজের মতোই।
তবে ফজরের নামাজ যদি ছুটে যায় তবে সে ক্ষেত্রে কাজা আদায়ের সময় দুই রাকাত সুন্নত আদায় করা ভালো। এ বিষয়ে রাসুল (সা.) এর একটি হাদিস পাওয়া যায়। আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত হাদিস অনুযায়ী, রাসুল (সা.) এক সফরে ছিলেন। ওই সফরের মধ্যে তিনি সফরসঙ্গীদের বললেন, তোমরা আমাদের ফজরের নামাজের প্রতি দৃষ্টি রাখো। তবে ফজরের সময় কেউ উঠতে পারেন না। পরে রৌদ্রের তাপ গায়ে লাগার পর ঘুম থেকে উঠলে ওই স্থান থেকে কিছুটা দূরে গিয়ে সবাই অজু করেন। পরে বিলাল (রা.) আজান দেয়ার পর প্রথমে সবাই ফজরের দুই রাকাত সুন্নত এবং তারপর দুই রাকাত ফরজ আদায় করেন। (সুনান আবু দাউদ: ৪৩৭)।

আবার যদি কেউ ফজরের সুন্নত না পায়, তার আগেই যদি ফরজের জামাত দাঁড়িয়ে যায় সে ক্ষেত্রে পরেও সুন্নত পড়ে নেয়া যায়। হাদিসে এমনটাই এসেছে। এমনকি সূর্যোদয়ের পরও ফজরের দুই রাকাত সুন্নত আদায় করা যায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, কেউ যদি ফরজের পূর্বে ফজরের দু’রাকাত আদায় না করে থাকে, তবে সে যেন সূর্যোদয়ের পর তা আদায় করে। (তিরমিজী, হাদিস: ৪২৩)

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষি...
18/09/2024

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত জান্নাত। পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘জমিনের ওপর যা কিছু আছে আমি সেগুলোর শোভাবর্ধন করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে, আমলের ক্ষেত্রে কারা উত্তম।’ (সুরা কাহাফ, আয়াত: ৭)

অপর আয়াতে ইরশাদ হয়েছে, ‘যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। (সুরা বাকারা, আয়াত: ২৫)। আরও ইরশাদ হয়েছে, ‘আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারা জান্নাতের অধিবাসী। তারা সেখানে হবে স্থায়ী।’ (সুরা বাকারা, আয়াত: ৮২)

অন্যদিকে আবদুল্লাহ ইবনু মাসঊদ (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সে জাহান্নামে প্রবেশ করবে না। আর যে ব্যক্তির অন্তরে এক সরিষার দানা পরিমাণ অহমিকা (অহংকার) থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। (সহিহ মুসলিম, হাদিস: ১৬৮)

চিহ্নিত এক চোরকে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই চোর ছাত্র এবং শিক্ষকদের লক্ষ্য ক...
18/09/2024

চিহ্নিত এক চোরকে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই চোর ছাত্র এবং শিক্ষকদের লক্ষ্য করে চুরি করতো। এ ঘটনায় যুক্তরাজ্যের আদালত ওই চোরের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে। খবর বিবিসি

নিউক্যাস্টেল ক্রাউট আদালতে শুনানিতে বলা হয়েছে, ৬২ বছর বয়সী জন টিনি একজন মাদকাসক্ত। ফলে বিভিন্ন জিনিস চুরি করে বেড়াত। গত ২৮ ফেব্রুয়ারি জন টিনি নিউক্যাস্টেলে অবস্থিত নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি মানিব্যাগ চুরি করে।

পরবর্তীতে এ ঘটনায় তাকে আট মাসের জেলা দেয়া হয় এবং চুরি করার অপরাধ স্বীকার করায় তাকে আরও পাঁচ বছর সাজা প্রদানের নির্দেশ দেয়া হয়।

শুনানিতে বলা হয়, টিনি একটি পাঞ্চ কার্ড ব্যবহার করে স্যান্ডিফোর্ড ভবনের ভিতরে প্রবেশ করে এক ব্যক্তির একটি ওয়ালেট চুরি করে। যদিও ওই এলাকায় জনসাধারণের প্রবেশে সতর্কতা জারি ছিল।

বিচারক ক্যাকোলিন স্কট বলেন, যার ওয়ালেট চুরি করা হয়েছে তিনি মনে করেন টিনি নামের ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য। কিন্তু পরবর্তীতে তার ওয়ালেট হারালে বুঝতে পারেন টিনি প্রকৃতপক্ষে একজন চোর।

প্রসিকিউটর কেন বারনেস বলেন, টিনির বিরুদ্ধে ১৭৭টি অভিযোগ রয়েছে যার মধ্যে ৪১টিতে সে দোষী সাব্যস্ত হয়েছে। এছাড়া শিক্ষা ভবনে প্রবেশ করে চুরি করার ক্ষেত্রে তার বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।

সুইডেনের ন্যাটো সদস্যপদ গ্রহণের পর প্রথমবারের মতো তুরস্কের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে সুইডেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) বৈঠকে...
18/09/2024

সুইডেনের ন্যাটো সদস্যপদ গ্রহণের পর প্রথমবারের মতো তুরস্কের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে সুইডেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) বৈঠকের অনুমতি দিয়েছে আঙ্কারা। তুরস্কের কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড আঙ্কারা সফরে এসে অংশগ্রহণ করবেন। আলোচনায় সন্ত্রাসবাদ দমনের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ বছরের জানুয়ারিতে সুইডেন ন্যাটোতে যোগ দেয়, যদিও তুরস্ক সুইডেনকে কিছু শর্ত দেয়। ২০২৩ সালের ন্যাটো সম্মেলনে তুরস্ক ও সুইডেনের মধ্যে সিকিউরিটি কমপ্যান্ট গঠনে বিশেষ ভূমিকা পালন করেন তৎকালীন ন্যাটো প্রধান জেনস স্টোলেনবার্গ।

গবেষণায় সতর্ক করা হয়েছে যে, আগামী ২৫ বছরে নিরাময় অযোগ্য ওষুধ প্রতিরোধী সংক্রমণের কারণে চার কোটি মানুষের মৃত্যু হতে পারে,...
18/09/2024

গবেষণায় সতর্ক করা হয়েছে যে, আগামী ২৫ বছরে নিরাময় অযোগ্য ওষুধ প্রতিরোধী সংক্রমণের কারণে চার কোটি মানুষের মৃত্যু হতে পারে, যা বর্তমানে মৃত্যুহারের চেয়ে ৭০ শতাংশ বেশি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত দ্য ল্যানসেট জার্নালের গবেষণায় বলা হয়েছে, ২০২৫ থেকে ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ৩ কোটি ৯০ লাখ মৃত্যু হবে, যা সরাসরি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা সুপারবাগের কারণে ঘটবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সমস্যা সমগ্র বিশ্বে জনস্বাস্থ্য ও উন্নয়নের জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করছে। এএমআর ঘটে যখন ব্যাকটেরিয়া ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, ২০৫০ সালের মধ্যে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল পরবর্তী যুগে প্রবেশ করতে পারি, যা মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলবে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের পরিচালক ড. ক্রিস মারে বলেন, "এই নতুন গবেষণাটি আমাদের আশঙ্কা আরও বৃদ্ধি করেছে। নতুন অ্যান্টিবায়োটিক উন্নয়ন এবং স্টুয়ার্ডশিপে যথাযথ মনোযোগ দেওয়া দরকার যাতে আমরা এই সংকট সমাধান করতে পারি।"

শেরপুর জেলার ভারত সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীর একটি মরিচ ক্ষেত থেকে স্থানীয়রা উদ্ধার করেছেন এক বিশাল অজগর সাপ। বন বিভ...
18/09/2024

শেরপুর জেলার ভারত সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীর একটি মরিচ ক্ষেত থেকে স্থানীয়রা উদ্ধার করেছেন এক বিশাল অজগর সাপ। বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে সাপটি অবমুক্ত করেছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলামের মরিচ ক্ষেতের আইলে একটি সাপ আটকা পড়েছে বলে স্থানীয়রা জানান। সাপটি সুতার জাল দিয়ে বানানো বেড়ার মধ্যে আটকা পড়েছিল।

স্থানীয় দুই যুবক নাহিদ ও লুৎফর পিঁপড়ার ডিম সংগ্রহের জন্য ভোগাই নদীর ধারে গিয়েছিলেন। তারা কৃষক সিরাজুল ইসলামের ক্ষেতের আইলে আটকে থাকা সাপটি দেখতে পান। এরপর তারা নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে খবর দেন। চেয়ারম্যান তার পর্যবেক্ষণে বিষয়টি বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামকে অবহিত করেন।

বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে এসে অজগরটি উদ্ধার করেন। সাপটি দেখতে আশপাশের অনেক উৎসুক মানুষ ভিড় জমায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, সাপটি নদীপথে পাহাড়ের গহীন এলাকা থেকে ভেসে এসে ক্ষেতের জালে আটকা পড়েছিল।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত অজগরটি প্রায় ৮ ফুট লম্বা এবং ৯ কেজি ওজনের। সাপটির গায়ে আটকে থাকা জাল কেটে সন্ধ্যা নাগাদ এটি সুস্থ অবস্থায় মধুটিলা বনে অবমুক্ত করা হয়েছে।

রাজনৈতিক দল গঠন নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের পরিকল্...
18/09/2024

রাজনৈতিক দল গঠন নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার বিষয়ে কেন্দ্রীয় সমন্বয়ক ও অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, রাজনৈতিক দল গঠনের বিষয়টি সম্পূর্ণরূপে গুজব।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, "রাজনৈতিক দল গঠনের বিষয় নিয়ে যেসব কথাবার্তা প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ ভুল। আমরা আগে থেকেই স্পষ্ট জানিয়েছি, বর্তমানে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আমাদের নেই।"

তিনি আরও বলেন, "অন্তবর্তী সরকারের সদস্যদের কারোই ক্ষমতার প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই। আমাদের সবার পেশাগত জীবন রয়েছে এবং সবাই সেই পথে ফিরে যেতে চায়। এই অন্তবর্তী সরকারকে দেশের জনগণ যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালন করে জনগণের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের মূল লক্ষ্য।"

Address

Sylhet
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when AEV Light posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share