30/09/2025
যারা হস্তমৈথুন / পর্নোগ্রাফিতে আসক্ত, এই কথাগুলো কেবল আপনার জন্য:
একটা মুহূর্তের জন্য গভীরভাবে কল্পনা করুন তো: আপনি পূর্ণ সক্ষমতা নিয়ে আপনার স্ত্রীর পাশে শুয়ে আছেন, অথচ তিনি আপনার সামনেই অন্য কোনো পুরুষের সাথে মিলিত হচ্ছেন। আপনার হৃদয়ে সেই মুহূর্তে কেমন অনুভূতি হবে? হতাশা? যন্ত্রণা? অসহায়ত্ব?
আমাদের সৃষ্টিকর্তা (আল্লাহ/ঈশ্বর) আমাদের এমন এক অমূল্য ও অপ্রতিরোধ্য শক্তি দান করেছেন, যার কোনো পার্থিব মূল্য হয় না। এই শক্তি জীবনধারণ, বংশবৃদ্ধি ও দাম্পত্যের পবিত্রতার জন্য সংরক্ষিত। অথচ, আপনি সেই শক্তিকে অহেতুক, ভুল জায়গায়, এবং নিকৃষ্টতম উপায়ে অপচয় করে ফেলছেন।
আপনি কি বোঝেন, পর্নোগ্রাফি দেখে হস্তমৈথুন করা আর আপনার স্ত্রী আপনার পাশে শুয়ে অন্য পুরুষের সাথে সেক্স করছে—এই দুটির মধ্যে মৌলিক তফাৎ খুব কম? দুটোই আবেগ, বিশ্বাস ও পবিত্রতার সাথে বিশ্বাসঘাতকতা! দুটোই আপনার মানসিক ও আত্মিক শান্তিকে ছিন্নভিন্ন করে দেয়।
প্রিয় ভাই ও বন্ধুরা, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি:
চিকিৎসক, কবিরাজ বা তথাকথিত গুরু যেই যাই বলুক না কেন আমার এই ওষধ খেলে সব ঠিক হয়ে যাবে , আমার হালুয়া এই হয়ে যাবে সেই হয়ে যাবে , স্রষ্টার দেওয়া কোনো অমূল্য জিনিস একবার নষ্ট হয়ে গেলে, কেবল তাঁর বিশেষ রহমত বা ঐশ্বরিক কৃপা ছাড়া তা পুরোপুরি ফিরিয়ে আনা কখনোই সম্ভব নয়।
যে জিনিস বা ডিভাইস (যেমন মোবাইল/কম্পিউটার) আপনাকে এই নিকৃষ্ট ও ধ্বংসাত্মক কাজে আসক্ত করছে, সেটিকে লাথি মেরে ছুঁড়ে ফেলতে যদি প্রয়োজন হয়, তবে সেটাই করুন। আমাদের জীবন, আমাদের সম্মান এবং আমাদের ভবিষ্যত - পৃথিবীর কোনো কিছুর চেয়ে কম দামি নয়!
মনে রাখবেন, জীবনের প্রথম এবং প্রধানতম অগ্রাধিকার হলো আপনার নিজের সুস্থতা এবং আত্মমর্যাদা।
আগে আমি, তারপর অন্য সব জিনিস।
নিজের জীবনের লাগাম শক্ত হাতে ধরুন। মুক্তি অসম্ভব নয়!