A Jibonay Firay Asar Golpo

A Jibonay Firay Asar Golpo আপনার ভেতরের অদম্য শক্তিকে জাগিয়ে তুলুন, আসক্তির শৃঙ্খল ভেঙ্গে গড়ুন নতুন জীবনের সূচনা।

আমার আছি আপনার সাথে
এ জীবনে ফিরে আসার গল্প

14/07/2025

হস্তমৈথুনের শেষ পরিণতি

একটি গ্রামের যুবক ছিল, নাম তার জাবের (ছদ্মনাম)। দেখতে
সুদর্শন, মায়ের আদরের একমাত্র ছেলে। পাঁচ ওয়াক্ত
নামাজ পড়ত না, তবে মাঝে মাঝে জুমার দিনে
মসজিদে যেত। বন্ধুদের সাথে আড্ডা, হাসি-ঠাট্টা আর
মোবাইল-ইন্টারনেটে অ'শ্লী'ল ভিডিও দেখা ছিলো তার
নে'শা।
শয়তান আস্তে আস্তে তার মনকে দুর্বল করে দেয়।
হস্তমৈথুনের আসক্তি এমনভাবে গ্রাস করে নেয় যে, দিনে২-৩ বারও করতে ছাড়ত না। নিজের জানের ক্ষতি করছে।এটা বুঝত, কিন্তু নফসের দাসত্ব আর শয়তানের ধোঁকায় আটকে গিয়েছিল।
এক রাতে, যখন সবার ঘুম, কাসিম নিজের ঘরে দরজা বন্ধ করে মোবাইলে অশ্লীল ছবি দেখে নিজের নাপাক কাজ করছিল। হঠাৎ সে বুকে ব্যথা অনুভব করে। দম বন্ধ হয়ে
আসে। তখন সে হাত মুখ ধুয়ে নামাজের নিয়ত করে, কিন্তু ততক্ষণে মৃত্যু তার ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে।
কেউ জানলো না, সে রাতে তার জান কবজ হয়ে গেছে। সকালে তার লা'শ পাওয়া গেলো বিছানার উপর, মুখ বিকৃত হয়ে গেছে চোখ উপরের দিকে উঠে আছে, আর তার ডান হাতটি নিজের শরীরে এমনভাবে পড়েছিল যা দেখে সবাই আঁ'তকে উঠে।
হুজুর ডেকে এনে গোসল করানোর সময় দেখা গেল -
তার শরীর থেকে অদ্ভুত গন্ধ বের হচ্ছে। কাফন পরানোরসময় তার মুখ শক্ত করে আটকে ছিল, চোখ বন্ধ করাযাচ্ছিল না। একজন হুজুর বললেন

"যে ব্যক্তি দিনের পর দিন হা'রা'ম কাজে লিপ্ত হয়, আল্লাহ
তায়ালা তার মৃত্যুকে অপমানজনক করেন। তার কবরে
এমন ভ'য়া'ব'হ আযাব হবে, যা চোখে দেখা সম্ভব নয়।"
কবরে নামানোর পর দেখা গেল মাটি এমনভাবে ডেবে
গেল, যেন সে ভিতর থেকে নিচের দিকে টেনে নিচ্ছে।
অনেকেই বুঝে গেল – সে আল্লাহর গ'জ'বে'র শিকার
হয়েছে।
রাসূল বলেছেন: "যে ব্যক্তি নিজের হ'স্ত'মৈ'থু'ন করে,
কি'য়া'ম'তে'র দিন তার হাত গর্হিত অবস্থায় সাক্ষী দেবে এবং
সেই হাতকে আ'গু'নে'র শা'স্তি দে'য়া হবে।
শিক্ষা:
এই দুনিয়া ক্ষ'ণ'স্থা'য়ী। নফসের খেয়াল ও শ'য়'তা'নে'র ধোঁকায়
পড়ে এমন হা'রা'ম কাজ করলে মৃ'ত্যু'র পর ভ'য়া'ন'ক আ'যা'ব
অপেক্ষা করছে। এখনই তওবা করে, পাঁচ ওয়াক্ত নামাজ
শুরু করো। হা'রা'ম কাজ থেকে ফিরে আসো।
কবরের ভেতর হাত-পা বাঁ'ধা অবস্থায় আ'গু'নে'র খাঁচায়
পুড়তে হবে না, যদি এখনই আল্লাহর দিকে ফিরে আসো।

এডমিন পোস্ট

এ জীবনে ফিরে আসার গল্প পর্ব: ১০ দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল
21/06/2025

এ জীবনে ফিরে আসার গল্প
পর্ব: ১০
দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল

আপনাদের সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
06/06/2025

আপনাদের সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

27/05/2025

আপনে কি চেষ্টা করতেছেন নতুন জীবনে ফিরার জন্য

23/05/2025

এ জীবনে ফিরে আসার গল্প।
আমাদের সাথে থাকুন

22/05/2025

এ জীবনে ফিরে আসার গল্প।
নং: ১০
আমাদের আজকের গল্প শুভ (ছদ্মনাম)এর গল্প
আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল শুভ। আজ প্রায় পাঁচ বছর পর সে আবার মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। পাঁচ বছর! এই সময়টা তার কাছে একটা দুঃস্বপ্নের মতো ছিল। পর্নোগ্রাফি আর মাদকের নেশায় ডুবে গিয়েছিল তার উজ্জ্বল ভবিষ্যৎ। এক সময়ের মেধাবী ছাত্র, বন্ধুদের মধ্যে হাসিখুশি ছেলেটা কেমন যেন নিস্তেজ আর একা হয়ে গিয়েছিল।
শুরুরটা মনে আছে শুভর। বন্ধুদের পাল্লায় পড়ে কৌতুহলবশত একদিন পর্নোগ্রাফি দেখেছিল। প্রথমে খারাপ লাগলেও ধীরে ধীরে সেটা অভ্যাসে পরিণত হলো। তারপর এলো মাদক। প্রথমে শখের বসে, তারপর নেশার টানে। পরিবার, বন্ধু, পড়াশোনা – সবকিছু এলোমেলো হয়ে গেল। নিজের প্রতি ঘৃণা আর হতাশায় ডুবে গিয়েছিল শুভ। মনে হতো, এই অন্ধকার থেকে আর কখনোই বের হওয়া সম্ভব নয়।
একদিন রাতে, যখন নেশার ঘোরে নিজের ঘরে একা পড়ে ছিল, তখন হঠাৎ মায়ের কান্নার আওয়াজ শুনতে পেল। অস্পষ্ট স্বরে মা তার বাবার কাছে কাঁদছিলেন আর বলছিলেন, "আমার ছেলেটা কোথায় হারিয়ে গেল গো? ও তো এমন ছিল না।" মায়ের সেই আর্তনাদ শুভর বুকের ভেতরটা নাড়িয়ে দিল। সেই মুহূর্তে তার মনে হলো, আর না। এবার থামতে হবে।
পরের দিনই শুভ সিদ্ধান্ত নিল, তাকে এই নরক থেকে বের হতেই হবে। প্রথমে বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করলো। নিজের ঘর থেকে সরিয়ে ফেলল নেশার জিনিসপত্রগুলো। কিন্তু শারীরিক আর মানসিক কষ্টটা ছিল অসহ্য। রাতের পর রাত ঘুম আসত না, শরীর কাঁপত, আর সেই পুরনো নেশার হাতছানি তাকে পাগল করে তুলত।
তখন শুভ এক দিন রাতে নামজ পড়ে আল্লাহ তায়ালা কাছে তাওবা, দোয়া করে কান্নাকাটি করে এবং নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। প্রথমে ভয় লাগলেও, নিজেকে পরিবর্তনের ইচ্ছে বেকুল করে থাকে। সে একজন আলেমের কাছে পরামর্শ কর ও তার সকল সমস্যার কথা হুজুক বলে তিনি তাকে বেশ কিছু পরামর্শ দেন:
প্রথমত তোমাকে তোমার সকল খারাপ বন্ধু থেকে দূরে থাকতে হবে
মোবাইলে অনলাইনের ব্যবহার বন্ধ করতে হবে
মনের মধ্যে প্রবল ইচ্ছা রাখতে হবে
পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে
আল্লাহতালার কাছে ক্ষমা চাইতে হবে।
নিজেকে আগের মতো স্বাভাবিক করার চেষ্টা করতে হবে । হুজুরের পরামর্শ মতে শুভ কাজ শুরু করে ধীরে ধীরে সুস্থ হতে লাগলো।
এই কয়দিনের মধ্যে শুভ বুঝতে পারলো, একা এই লড়াই জেতা কঠিন। সে এমন কিছু মানুষের সাথে বন্ধুত্ব করলো, যারা তাকে সাহস দিত আর মনোবল যোগাত।
দীর্ঘ পাঁচ মাস আপ্রাণ চেষ্টা পর শুভ অবশেষে নতুন জীবনের ফিরল । তবে ফেরাটা সহজ ছিল না। পুরনো বন্ধুরা আবার তাকে সেই পথে টানার চেষ্টা করে। সমাজের চোখ যেন তাকে সবসময় অপরাধীর মতো দেখে। কিন্তু এবার শুভ একা নয়। তার পাশে ছিল তার পরিবার, আর সেই সকল বন্ধুরা।
ধীরে ধীরে শুভ আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে। পুরনো বন্ধুদের সঙ্গ এড়িয়ে চলে, নতুন ভালো বন্ধু তৈরি করে। আবার পড়াশোনায় মন দেয় এবং একটি ছোটখাটো চাকরিও জোগাড় করে।
আজ, পাঁচ বছর পর, শুভ সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছে। তার জীবনে এখন নতুন আশা, নতুন স্বপ্ন। মাঝে মাঝে সে সেই অন্ধকার দিনগুলোর কথা ভাবে, কিন্তু এখন আর ভয় পায় না। কারণ সে জানে, যদি প্রবল ইচ্ছাশক্তি আর সঠিক পথে চেষ্টা করা যায়, তাহলে যেকোনো অন্ধকার থেকে ফিরে আসা সম্ভব।
শুভ এখন সেইসব মানুষদের সাহায্য করে, যারা এখনও সেই অন্ধকার পথে হাবুডুবু খাচ্ছে। নিজের অভিজ্ঞতা শেয়ার করে তাদের মনে সাহস যোগায়, তাদের দেখায় যে ফিরে আসা সত্যিই সম্ভব। শুভর গল্প সেইসব মানুষের জন্য অনুপ্রেরণা, যারা হয়তো এখনও হতাশায় নিমজ্জিত – মনে রেখো, আলো সবসময় অন্ধকারের পরেই আসে। শুধু একটু ধৈর্য ধরতে হয় এবং সঠিক পথে হাঁটতে হয়।

নতুন পর্ব। দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে
22/05/2025

নতুন পর্ব। দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে

দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন পর্ব
20/05/2025

দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে
নতুন পর্ব

তুমি একা নও, ফিরে আসা সম্ভব দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে
19/05/2025

তুমি একা নও, ফিরে আসা সম্ভব
দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে

দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল।
17/05/2025

দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল।

Address

Sylhet
3152

Telephone

+8801609927652

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Jibonay Firay Asar Golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A Jibonay Firay Asar Golpo:

Share