
29/03/2024
রমজানে শশুরবাড়ি থেকে ইফতার ভিক্ষা বন্ধ করুন!!
সিলেটে আবারও মেয়ের বাবার বাড়ি থেকে শশুর বাড়িতে, ভালো মানের ইফতার দিতে না পারায়, শশুর বাড়ির লোকজনের দেওয়া লজ্জা সইতে না পেরে। এক বোন গলায় ওড়না ফাঁস দিয়ে জীবন ইতি টানলেন।
ও যুবক!
জীবনে ইফতার খাওনাই?
তোমার বাবা তোমারে খাওয়াইনাই?
শশুর বাড়ির ইফতারের আশা না করে, রাস্তায় রাস্তায় বসে বসে ভিক্ষা করো। তারপরেও যেন আমার কোন বোনকে লজ্জিত হয়ে জীবন দিতে না হয়।
আজ আমাদের জন্য এটি একটি লজ্জাজনক অধ্যায়!