Iqbal Ahmed

Iqbal Ahmed ❤️ cinematography💫
(5)

এই বাসায় ভাড়া আছি আটমাস। আজ হুট করে নতুন এক মুরব্বী বাসা ভাড়া নিতে আসছে৷ জিজ্ঞেস করলাম, 'আপনি কে, আপনাকে তো চিনিনা।'🤨পরে...
06/11/2025

এই বাসায় ভাড়া আছি আটমাস। আজ হুট করে নতুন এক মুরব্বী বাসা ভাড়া নিতে আসছে৷ জিজ্ঞেস করলাম, 'আপনি কে, আপনাকে তো চিনিনা।'🤨

পরে শুনি, আমাদের বাড়িওয়ালা আমাদেরকে সহ বাড়ি বিক্রি করে দিছে উনার কাছে। 😒

আমরা কিছুদিনের মধ্যে বাড়ি ছেড়ে দিব শুনে উনি বলতেছে, 'না না, আমার থেকে বেশি দাম নিছে, ভাড়াটিয়া সহ বিক্রির জন্য৷ এখন আপনারা যেতে পারবেন না।' 🙂

লেখা- সোহাইল।

লাস্ট ৭ দিনের ভিউজ ১০৩.৭৬৭ 😍😍 মাশাল্লাহ  fans
05/11/2025

লাস্ট ৭ দিনের ভিউজ ১০৩.৭৬৭ 😍😍 মাশাল্লাহ

fans

ডিম দিয়ে ভাত খাওয়ার সময় অল্প একটু ডিম রেখে দেই ,শেষে যাতে শুধু শুধু খাই ।শুধু ডিম না ইলিশ মাছ ভাজা বা চিংড়ির সময় ও একই...
05/11/2025

ডিম দিয়ে ভাত খাওয়ার সময় অল্প একটু ডিম রেখে দেই ,শেষে যাতে শুধু শুধু খাই ।শুধু ডিম না ইলিশ মাছ ভাজা বা চিংড়ির সময় ও একই কাজ করি । অনেক সময় মাংসের কুরকুরে অংশ টা লাস্টের জন্য রেখে দেই ।কবে থেকে এ অভ্যাস হইছে নিজে জানি না , কেউ কোনদিন মানা ও করে নি বা জাজ ও করে নি তাই হয়তো রয়ে গেছে চেন্জ হয় নি ব্যাপারটা ।প্লিজ বলেন আমার দলে কে কে আছেন ? কিছু না জাস্ট নিজের দলটা এটলিস্ট ভারী না হলে ও কেউ কেউ আছে আমার মত মনে করে বেশ লাগবে ।

আপনাদের আঞ্চলিক ভাষায় এই সবজির নাম কি কমেন্টে বলে যান🫣🫣
04/11/2025

আপনাদের আঞ্চলিক ভাষায় এই সবজির নাম কি কমেন্টে বলে যান🫣🫣

বিয়ের পরেও কি প্রেমের অফার পেয়েছো... 🙂
03/11/2025

বিয়ের পরেও কি প্রেমের অফার পেয়েছো... 🙂

এই ফাহিম কে যখন তনির লাইভে দেখতাম তখন ভাবতাম ছেলেটা আসলেই সহজ সরল.... কিন্তু গত কালকে তনির লাইভে তনি আপু ফাহিম সম্পর্কে ...
03/11/2025

এই ফাহিম কে যখন তনির লাইভে দেখতাম তখন ভাবতাম ছেলেটা আসলেই সহজ সরল.... কিন্তু গত কালকে তনির লাইভে তনি আপু ফাহিম সম্পর্কে যা যা বললো শুনে আমি পুরো শকড হয়ে গেছি...!😐
আসলে আমরা বাইরে থেকে মানুষকে যেমনটা দেখি সেটা আসলে তার মু'খো'শ... ভেতরের মানুষ টা সম্পূর্ণ আলাদা....!😰

ফাহিম কে প্রায় ৫০ হাজার টাকা বেতন দিতো তনি.... কথায় বলেনা যে সুখে থাকতে ভু"তে কি'লা'য়....
ফাহিমের হইছে সেই অবস্থা.... এক কথায় বসে বসে ৫০ হাজার টাকা ইনকাম করতো... কিন্তু সেটা তার সহ্য হলোনা... যেই তনি ফাহিম কে নিজের ভাইয়ের মত দেখতো সবকিছু দিতো সেই ফাহিম ই তনি আপুর বি'রুদ্ধে ষ'ড়যন্ত্র করেছিলো তনি আপুকে ব্ল্যাকমেইল করার জন্য কতকিছু প্রমাণ যোগাড় করে রেখেছিলো.......,😌
ভাবা যায়.....?😐
( কালেক্ট )

শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। বাবা মায়ের সন্তানের প্রতি অনেক কর্তব্য থাকে। সন্তানকে বোঝার মতো ক্ষমতা নিজেদের মধ্য...
02/11/2025

শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। বাবা মায়ের সন্তানের প্রতি অনেক কর্তব্য থাকে। সন্তানকে বোঝার মতো ক্ষমতা নিজেদের মধ্যে রাখতে হয়।
বাবা মায়েরা মনে করে সন্তানদের হয়তো কোন কষ্ট থাকে না। তারা মনে করে তারা তো সন্তানদের ভরণপোষণ ঠিকমতই গ্রহণ করছে সন্তানদের আবার কষ্ট কিসের।
মাঝে মাঝে সন্তানদের সাথে একটু ভালোভাবে কথা বলা, তাদেরকে বুঝতে চাওয়া, একটু সময় দেওয়া, এগুলোও যে বাবা মায়ের দায়িত্বের মধ্যে পড়ে এটা তারা জানেই না।
আফসোস তারা শুধু পারে শাসনের নামে মানসিক টর্চার করতে।❤️‍🩹

পঞ্চম শ্রেণির একজন ছাত্র পড়াতে গেলাম। সচারচর নাস্তা দেয়না বললেই চলে। তাই আমিও তাদের থেকে নাস্তা পাওয়ার করি না। আজকে পড়াত...
02/11/2025

পঞ্চম শ্রেণির একজন ছাত্র পড়াতে গেলাম। সচারচর নাস্তা দেয়না বললেই চলে। তাই আমিও তাদের থেকে নাস্তা পাওয়ার করি না। আজকে পড়াতে যাওয়ার সাথে সাথে দেখি স্টুডেন্টের মা নাস্তা নিয়ে এলো। আমি তো অবাক, তা ও আবার তালের পিঠা।
তো একটা হাতে নিয়ে মুখে দিলাম। ওরে বাবা অনেক শক্ত, আর অরুচিকর। আমি ছাত্রকে জিজ্ঞেস করলাম পিঠা কে বানিয়েছে? ছাত্র তখন বললো কেউ বানায়নি স্যার, পাশের বাসা থেকে দিয়েছিলো, মজা না হওয়ায় কেউ খায়নি।🙂
[ বি:দ্র: তারা বাড়িওয়ালা]

©

মিথ্যা বলা নিষেধ 💯
01/11/2025

মিথ্যা বলা নিষেধ 💯

টানা ৭ বছর একটা মোবাইল চালানোর পর বসুন্ধরায় গেলাম নতুন মোবাইল নিতে। স্মার্টফোনের প্রতি আগ্রহ কম। নিতান্ত বাধ্য হয়ে কেনা।...
31/10/2025

টানা ৭ বছর একটা মোবাইল চালানোর পর বসুন্ধরায় গেলাম নতুন মোবাইল নিতে। স্মার্টফোনের প্রতি আগ্রহ কম। নিতান্ত বাধ্য হয়ে কেনা। তাই বাজেট কম। একটা মোবাইল পেয়েও গেলাম। দোকানদার গরিলা গ্লাস নিতে গেল। দেখলাম একটা ছেলে এসে আইফোনের কথা জিজ্ঞেস করসে। সম্ভবত নতুনটা। তাকিয়ে দেখলাম দুটো ছেলে, বয়স ১৬-১৭ শীর্ণকায়। পিছনে দাঁড়িয়ে আছে এক লোক, মুখ শুকনো, বয়স চল্লিশের ঘরে। চেহারায় পোড়া ছাপ, চোখ অন্ধকারে।
দোকানদার দাম বললো, ১ লাখ ৬৫ হাজার।

আমার চোয়াল পড়ে গেল দাম শুনে। ছেলেদুটো আগ্রহ হয়ে মোবাইল দেখছে। পোশাক-কথা বলার স্টাইল দেখে মনে হলো গ্রামে থাকে। পিছনে থাকা ভদ্রলোক ঘামছে। উনার পায়ে দেখতে দেখি চটি(আরবে যারা থাকে তারা পরে)।

লোকটা মিনমিন করে বলছে আরেকটু কমদামে মোবাইল নিতে। কিন্তু ছেলে ধমকের চোটে আর সাহস পেল না। বুঝতে পারলাম কাহিনি কী।

পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো ছেলে-মেয়ে খারাপ হওয়া। আল্লাহ এরকম ছেলে-মেয়ে থেকে সবাইকে রক্ষা করুক।

কেউ এর সমাধান করতে পারবেন😭😭
29/10/2025

কেউ এর সমাধান করতে পারবেন😭😭

যে দেশে চুমুর নাম শুনলে মানুষ ছি ছি করে, সে দেশের জনসংখ্যা ২০ কোটি+🙂
29/10/2025

যে দেশে চুমুর নাম শুনলে মানুষ ছি ছি করে, সে দেশের জনসংখ্যা ২০ কোটি+🙂

Address

Sylhet Sadar
Sylhet

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqbal Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share