
05/07/2025
কারবালা আমাদের সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দেয়
-----মারুফ আহমদ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ বলেন, মুহাররাম একটি বরকতময় মাস। হিজরী সনের প্রথম মাস মুহাররম আর শেষ মাস জিলহজ্জ। এটি একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করে যে, মুসলমানদের বছরের শুরু ও শেষ কুরবানীর মাধ্যমে। কেননা মুহাররাম মাস আমাদেরকে ইমামুশ-শুহাদা ইমাম হুসাইন (রা.) এর শাহাদাতের কথা স্মরন করিয়ে দেয় আর জিলহজ্জ মাস হযরত ইবরাহীম (আ.) ও হযরত ইসমাঈল (আ.) এর কুরবানীর কথা স্মরণ করিয়ে দেয়। কারবালার প্রান্তরে হযরত হুসাইন রা. অন্যায়ের কাছে মাথা নত করেন নি। তিনি শাহাদাতের মাধ্যমে আমাদেরকে সত্যের উপর অবিচল থাকার শিক্ষা দিয়ে গেছেন।
০৫ জুলাই ২০২৫, শনিবার, বাদ যুহর, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখা আয়োজিত 'পবিত্র আশুরার তাৎপর্য' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জকিগঞ্জ উপজেলা সভাপতি আবু হানিফ মো. নায়িম এর সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ও পৌর সাধারণ সম্পাদক মো. মারুফ আহমদ এর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ-সভাপতি আহমদ আল মনজুর, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ছাদিকুর রহমান, সাবেক পৌর সভাপতি মো. নাজিম উদ্দীন, সাবেক পৌর সভাপতি হোসাইন আহমদ, ইছামতী দারুল উলুম কামিল মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী, জকিগঞ্জ উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাছুম।
জকিগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক মোফাজ্জল আহমদ এর স্বাগত বক্তব্যে সূচিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন- জকিগঞ্জ উপজেলা সহ সাধারণ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, পৌর সহ সাধারণ সম্পাদক তাহমিদ আহমদ, আহমদ আল ফয়সাল, উপজেলা সাংগঠনিক সম্পাদক আহমাদুল হক, পৌর সাংগঠনিক সম্পাদক সাজু আহমদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক হা. জুনেদ আহমদ, উপজেলা অফিস সম্পাদক আব্দুল হামিদ, পৌর সহ অফিস সম্পাদক সাব্বির আহমদ, জুয়েল আহমদ, উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, পৌর প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হুদা, উপজেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. খলিলুর রহমান, পৌর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুন্নাহ আহমদ, উপজেলা সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আল মাহবুব, ফখরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুর রহমান, পৌর তথ্য ও প্রযুক্তি সম্পাদক আদিল আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম, ইমাদ উদ্দিন প্রমুখ।