27/06/2022
৮ বছর পর লন্ডন আসলাম, আত্মীয় সজন আমাকে লন্ডন পেয়ে এত খুশি যা বাষায় প্রকাশ করার মত নয়।
আমার এক বাতিজি শারমিনা বেগম আমার মেজ ভাই শাহ লুৎফুল করিম সাহেবের মেয়ে আমাকে ৩ লক্ষ টাকা গিফ্ট দিলো। আমার জীবন ধন্য।
ভাই বাতিজা, বাতিজি সকলে আমাকে এত দিল আমার কিছু ঋীন ছিলো তাদের দেয়া পাউন্ডে আমি ঋীন মুক্ত।
আমার মা বাবার দোয়ার বরকতে আমার জীবন এত সহযে কাটে তা এক মাত্র আল্লাহ সুবহানাহু তায়ালার মেহেরভানিতে।
আমার খুশি আপনাদের সাথে শিয়ার করে আনন্দ পাবো বলে আশা করছি।
শুভেচ্ছান্তে
শাহ নুরুল করিম