সুন্নি সংবাদ২৪.কম

সুন্নি সংবাদ২৪.কম ন্যায়ের পথে সবসময়। সত্য প্রচারের সর্বোচ্চ চেষ্টা I'm on Instagram as .com8. Install the app to follow my photos and videos.

25/10/2025

আসসালামু আলাইকুম

।।।
19/10/2025

।।।

18/10/2025

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আ*গু*ন
আল্লাহ হেফাজত করুন।

"বর্তমান প্রেক্ষাপটে আলিম সমাজের ভূমিকা” শীর্ষক মুবাল্লিগ কর্মশালায় সভাপতি হিসেবে আলোচনা পেশ করেছেন হযরত আল্লামা মুফতি ...
18/10/2025

"বর্তমান প্রেক্ষাপটে আলিম সমাজের ভূমিকা” শীর্ষক মুবাল্লিগ কর্মশালায় সভাপতি হিসেবে আলোচনা পেশ করেছেন হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেব ফুলতলী।

১৮ অক্টোবর, ২০২৫
সোবহানীঘাট, সিলেট

#মুবাল্লিগ #শিক্ষা

ধর্ষণের শাস্তি নিশ্চিত করা হউক  #বাংলাদেশ
18/10/2025

ধর্ষণের শাস্তি নিশ্চিত করা হউক

#বাংলাদেশ

মসজিদ কমিটিসমূহের  প্রতি জেলা ইমাম সমিতির আহবান। ----------------------------------ঃআসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম...
17/10/2025

মসজিদ কমিটিসমূহের প্রতি জেলা ইমাম সমিতির আহবান।
----------------------------------ঃ
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সম্মানিত দ্বীনি ভায়েরা মসজিদ মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার পবিত্র ঘর। আপনারা সে ঘর দেখা শুনা, পরিচর্যা, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদিমের যাবতীয় প্রয়োজন পূরণে সক্রিয়ভুমিকা পালন করার জন্য সেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব নিয়েছেন। এটা এজন্য নয় যে, মসজিদ একটি প্রশাসনিক ভবন। আর আপনারা হচ্ছেন প্রশাসক, ইমাম-মুয়াজ্জিন হচ্ছেন কর্মচারী সদৃশ। না মোটেই এরকম নয়। মসজিদের ইমাম -মুয়াজ্জিন হলেন মহান আল্লাহ কর্তৃক পছন্দনীয় ও পরোক্ষভাবে নিয়োগপ্রাপ্ত আল্লাহর প্রতিনিধি। তাই তাঁদের সাথে আচরণ-ব্যবহার মান মর্যাদার প্রতি লক্ষ্য রেখে করতে হবে।

বিশেষ দৃষ্টি আকর্ষণ!!!!
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ পাঁচ ওয়াক্ত সালাতের জন্য দায়িত্বশীল হলেও তাঁরা ২৪ ঘন্টা সতর্ক, কানখাড়া রেখে চলাফেরা করতে হয়। মসজিদে কর্তব্য পালনের পাশাপাশি ইচ্ছে থাকা সত্বেও অন্য কোনো ব্যস্ততায় নিজেকে নিয়োজিত করা সম্ভব হয় না।
দ্রব্যমূল্যের উর্ধ্ব গতির এসময়ে সম্মানিত মহান পেশায় নিয়োজিত ব্যক্তিগণ যতসামান্য সম্মানী ভাতা/ বেতন পেয়ে নিজ পরিবারের বরণ- পোষণ, সন্তানের লেখা পড়া,চিকিৎসা, আবাসন ব্যবস্হাপনায় হিমসিম খেয়ে পড়ছেন।বলতে ও পারছেননা, সহ্য করতে ও পারছেননা। এমতাবস্থায় মসজিদ কমিটির বিবেকবান দায়িত্বশীলদের প্রতি সময়ের বাস্তবতা উপলব্ধি পূর্বক ইমাম মুয়াজ্জিনদের আবাসনের সু ব্যবস্হাসহ কমপক্ষে ৩০,০০০/= ত্রিশ হাজার টাকা ইমামের ও মুয়াজ্জিনের জন্য ২০,০০০/= বিশ হাজার টাকা মাসিক সম্মানী নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনায় নেয়ার অনুরোধ করছি।

সালামান্তেঃ
মোহাম্মদ এহসান উদ্দিন
সভাপতিঃ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখা।
সভাপতিঃ বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি।

কপি পোস্ট

#ফটোগ্রাফি #দাবি #মসজিদ

17/10/2025

আলহামদুলিল্লাহ বরকতময় ফজর আদায়ে নতুন দিনের সূচনা হলো।
শুভ সকাল💥🇧🇩

16/10/2025

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম💞🤲💞

এমনি এমনি সফলতা আসবে না হিংসা পরিহার করে কঠোর পরিশ্রম ও ধৈর্যের সাথে কাজ করতে হবে।শুভ সকাল 💥♥️🇧🇩
16/10/2025

এমনি এমনি সফলতা আসবে না হিংসা পরিহার করে কঠোর পরিশ্রম ও ধৈর্যের সাথে কাজ করতে হবে।

শুভ সকাল 💥♥️🇧🇩

15/10/2025

আলহামদুলিল্লাহ!
আপনাদের সবার ❤️ভালোবাসায় ❤️
৫৮ হাজার ফলোয়ার
Done ☑️☑️

শিক্ষকদের ন্যায্য দাবির সাথে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তালামীযের সভাপতি আফরাজ আল মাহমুদ ও সহ-সাধারণ সম্পাদক মোফাজ্...
15/10/2025

শিক্ষকদের ন্যায্য দাবির সাথে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তালামীযের সভাপতি আফরাজ আল মাহমুদ ও সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ অনেকেই কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান এবং শাহবাগ ব্লকেড কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় সভাপতি বলেন, "আমরা শুধু সংহতি জানাতেই আসছি তা না। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত শিক্ষকদের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করছি। বিশেষ করে কর্মসূচি চলাকালীন ঠাণ্ডা পানীয়জল এবং কর্মসূচি শেষে শিক্ষকদের রাত্রিযাপনের ব্যবস্থা করতে সাধ্যানুযায়ী চেষ্টা করছি। তবে সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যেন অতি দ্রুত জাতির কাণ্ডারিদের ন্যায্য দাবি মেনে নিয়ে সসম্মানে উনাদের শ্রেণিকক্ষে ফেরানোর ব্যবস্থা করেন।"

#শিক্ষক #দাবি #তালামীয

প্রিন্সিপাল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটী ছাহেব রহ. এর ঈসালে সাওয়াব মাহফিল সফল হোক।
15/10/2025

প্রিন্সিপাল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটী ছাহেব রহ. এর ঈসালে সাওয়াব মাহফিল সফল হোক।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when সুন্নি সংবাদ২৪.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুন্নি সংবাদ২৪.কম:

Share

Category