17/10/2025
মসজিদ কমিটিসমূহের প্রতি জেলা ইমাম সমিতির আহবান।
----------------------------------ঃ
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সম্মানিত দ্বীনি ভায়েরা মসজিদ মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার পবিত্র ঘর। আপনারা সে ঘর দেখা শুনা, পরিচর্যা, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদিমের যাবতীয় প্রয়োজন পূরণে সক্রিয়ভুমিকা পালন করার জন্য সেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব নিয়েছেন। এটা এজন্য নয় যে, মসজিদ একটি প্রশাসনিক ভবন। আর আপনারা হচ্ছেন প্রশাসক, ইমাম-মুয়াজ্জিন হচ্ছেন কর্মচারী সদৃশ। না মোটেই এরকম নয়। মসজিদের ইমাম -মুয়াজ্জিন হলেন মহান আল্লাহ কর্তৃক পছন্দনীয় ও পরোক্ষভাবে নিয়োগপ্রাপ্ত আল্লাহর প্রতিনিধি। তাই তাঁদের সাথে আচরণ-ব্যবহার মান মর্যাদার প্রতি লক্ষ্য রেখে করতে হবে।
বিশেষ দৃষ্টি আকর্ষণ!!!!
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ পাঁচ ওয়াক্ত সালাতের জন্য দায়িত্বশীল হলেও তাঁরা ২৪ ঘন্টা সতর্ক, কানখাড়া রেখে চলাফেরা করতে হয়। মসজিদে কর্তব্য পালনের পাশাপাশি ইচ্ছে থাকা সত্বেও অন্য কোনো ব্যস্ততায় নিজেকে নিয়োজিত করা সম্ভব হয় না।
দ্রব্যমূল্যের উর্ধ্ব গতির এসময়ে সম্মানিত মহান পেশায় নিয়োজিত ব্যক্তিগণ যতসামান্য সম্মানী ভাতা/ বেতন পেয়ে নিজ পরিবারের বরণ- পোষণ, সন্তানের লেখা পড়া,চিকিৎসা, আবাসন ব্যবস্হাপনায় হিমসিম খেয়ে পড়ছেন।বলতে ও পারছেননা, সহ্য করতে ও পারছেননা। এমতাবস্থায় মসজিদ কমিটির বিবেকবান দায়িত্বশীলদের প্রতি সময়ের বাস্তবতা উপলব্ধি পূর্বক ইমাম মুয়াজ্জিনদের আবাসনের সু ব্যবস্হাসহ কমপক্ষে ৩০,০০০/= ত্রিশ হাজার টাকা ইমামের ও মুয়াজ্জিনের জন্য ২০,০০০/= বিশ হাজার টাকা মাসিক সম্মানী নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনায় নেয়ার অনুরোধ করছি।
সালামান্তেঃ
মোহাম্মদ এহসান উদ্দিন
সভাপতিঃ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখা।
সভাপতিঃ বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি।
কপি পোস্ট
#ফটোগ্রাফি #দাবি #মসজিদ