Voice Of Foyej

Voice Of Foyej welcome to my new page

Voice Of Foyej

 #একটি_মানবিক_সাহায্যের_আবেদনসিলেট সদর উপজেলা ৮নং কান্দিগাঁও ইউ/পি, ২নং ওয়ার্ডের লামারগাঁও গ্রামের ফায়েক আহমদের স্ত্রী র...
18/06/2025

#একটি_মানবিক_সাহায্যের_আবেদন
সিলেট সদর উপজেলা ৮নং কান্দিগাঁও ইউ/পি, ২নং ওয়ার্ডের লামারগাঁও গ্রামের ফায়েক আহমদের স্ত্রী র্দীঘদিন যাবৎ মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত। স্ত্রীর চিকিৎসার সাহায্যের জন্য সমাজের বিত্তবান, দানশীল, হৃদয়বান ও প্রবাসী এবং সামাজিক ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক সাহায্যের আহবান জানাচ্ছেন।

ফায়েক আহমদ অত্যন্ত গরীব লোক। পেশায় একজন সি.এন.জি চালক এবং ভাড়ায় অন্যের সি.এন.জি চালান। তার ছোট ছোট 3টি নাবালক মেয়ে সন্তান রয়েছে।

দীর্ঘদিন যাবৎ ফায়েক আহমদ স্ত্রী কান্সার নামীয় মরণব্যাধি জটিল রোগে আক্রান্ত হওয়ায় পর একটি অপারেশনের মাধ্যমে অনেক টাকা ব্যয় করেও তার ‍স্ত্রী পুরোপুরি সুস্থ হননি। ডাক্তার বলেছেন রোগীকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা প্রয়োজন। স্ত্রী চিকিৎসা কাজে নিজের সবকিছু ব্যয় করে ফায়েক আহমদ একেবারে নিঃস্ব হয়ে গিয়েছেন।

তার পরিবারে তিনি একমাত্র উপার্জনকারী হওয়ায় তার স্ত্রীর অসুস্থ হওয়ার পর থেকেই তার পরিবারের আয় উপার্জন বন্ধ রয়েছে। ঋণ করে একদিকে স্ত্রীর চিকিৎসা খরচ অন্যদিকে সাংসারিক খরচ চালাতে গিয়ে এখন দিশেহারা ফায়েক আহমদ।

ফায়েক আহদের স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। বর্তমানে তার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। এমতাবস্থায় তার দেয়ালে পিট ঠেকে যাওয়ায় স্ত্রীর চিকিৎসার জন্য মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন।

আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ ফায়েক আহমদের নাবালক 3টি মেয়ে সন্তানের কথা চিন্তা করে আপনারা যারা এই পোস্টটি দেখছেন তারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব সাহায্যে এগিয়ে আসুন ।

আমরা জানি আমাদের সবার ফ্রেন্ডলিস্টে অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে । প্লিজ আপনারা একটু সাহায্যের হাত বাড়ান। আমরা যদি সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি তাহলে অতি শীঘ্রই তার স্ত্রী সু-চিকিৎসা পাবে বলে আশাবাদী।

আপনার পাঠানো অর্থে হয়তো ভাইটির স্ত্রীর চিকিৎসার টাকার ব্যবস্থা হয়ে যাবে ।
আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে একটু ভালো অবস্থায় রেখেছেন আসেন সাহায্যের হাত বাড়িয়ে দেই। আর না হোক পোস্টটি শেয়ার করেও সাহায্য করতে পারি।

ফায়েক আহমদের সাথে সরাসরি কথা বলে নিতে পারেন ।
ফায়েক আহমদের ফোন নম্বর: 01730-254819
এই নম্বরই তার- বিকাশ নাম্বার: Bkash:

বিনীত
ফায়েক আহমদ

আসসালামু আলাইকুম "!!আসলে তোমাদের ছাড়া ঈদকে, ঈদ মনে হয় না এই প্রবাসে "!! ঈদ মোবারক সবাইকে "!!
06/06/2025

আসসালামু আলাইকুম "!!
আসলে তোমাদের ছাড়া ঈদকে, ঈদ মনে হয় না এই প্রবাসে "!! ঈদ মোবারক সবাইকে "!!

নতুন শহরে অজানা কিছু রহস্য
23/04/2025

নতুন শহরে অজানা কিছু রহস্য

খুব সাধারণ একজন মানুষ। অসাধারণ কাজের বায়না মনে...
15/04/2025

খুব সাধারণ একজন মানুষ। অসাধারণ কাজের বায়না মনে...

বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে।
14/04/2025

বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে।

বৃহত্তর শিবের বাজার দক্ষিণ স্ট্যান্ড শ্রমিক কল্যাণ সংগঠন
22/03/2025

বৃহত্তর শিবের বাজার দক্ষিণ স্ট্যান্ড শ্রমিক কল্যাণ সংগঠন

বিভিন্ন জেলা থেকে আসছে তিনজন একসাথে হয়েছি ঢাকা যমুনা ফিউচার পার্ক তিনজনের প্ল্যান অজানা কোনু জায়গায় পাও রাখা
03/02/2025

বিভিন্ন জেলা থেকে আসছে তিনজন একসাথে হয়েছি ঢাকা যমুনা ফিউচার পার্ক তিনজনের প্ল্যান অজানা কোনু জায়গায় পাও রাখা

02/01/2025

নিজেও গ্রামের বক্তা বড় ভাই সাইফুল ইসলাম জালালাবাদি ওয়াজ শুনে মন ভরে গেল আপনারাও শুনবেন আশা করি ভাল লাগবে না শুনলে আমি বিশ্বাস করতাম না এত সুন্দর ওয়াজ

মানুষ কখন ঢুকাদে যখন তোমার আপন হয়ে যায় তখনই মানুষ ঢুকাদে😚😚
21/12/2024

মানুষ কখন ঢুকাদে যখন তোমার আপন হয়ে যায় তখনই মানুষ ঢুকাদে😚😚

মানুষ টাকার পিছনে দৌড়ায় আর আমি ফয়েজ সকের পেছনে দৌড়াই
06/12/2024

মানুষ টাকার পিছনে দৌড়ায় আর আমি ফয়েজ সকের পেছনে দৌড়াই

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Foyej posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Foyej:

Share