Media House

Media House Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Media House, Media/News Company, Sylhet.

"স্বাগতম Media House-এ, যেখানে আমরা সরাসরি, নিরপেক্ষ ও সঠিক সংবাদ প্রদান করি। দেশের ও বিশ্বের সর্বশেষ খবর, বিশ্লেষণ এবং আপডেট একযোগে আপনাদের সামনে তুলে ধরি। আমাদের লক্ষ্য—সত্য ও গুণগত সংবাদ দিয়ে সমাজকে আরো সচেতন করা।"

ফুলতলী লঙ্গরখানা আমীর-ফকীর-মিসকীন সকলের জন্য উন্মুক্ত।
21/04/2025

ফুলতলী লঙ্গরখানা আমীর-ফকীর-মিসকীন সকলের জন্য উন্মুক্ত।

04/04/2025

ঘৃত-দধি-মধু দান করিলে ফুলতলী জিন্দাবাদ।
সময় ফুরিয়ে গেলে জামায়াত শিবির করে নিন্দাবাদ।

02/04/2025
একসময়ের ভাসমান স্বপ্ন, আজ দৃঢ় বাস্তবতা!আল্লাহ তায়া’লা দাতাদের এই দান কবুল করুন এবং তাদের বরকত দান করুন।রাজাপুর, বুড়িচং, ...
01/04/2025

একসময়ের ভাসমান স্বপ্ন, আজ দৃঢ় বাস্তবতা!

আল্লাহ তায়া’লা দাতাদের এই দান কবুল করুন এবং তাদের বরকত দান করুন।

রাজাপুর, বুড়িচং, কুমিল্লা
www.latifihands.org

আমাদের চেতনার প্রাণপুরুষ আল্লামা ফুলতলী (র.)-মাহমুদ হাসান চৌধুরী রায়হান, ফুলতলীআল্লামা ফুলতলী (র.) আমাদের চেতনার এমন প্র...
01/04/2025

আমাদের চেতনার প্রাণপুরুষ আল্লামা ফুলতলী (র.)
-মাহমুদ হাসান চৌধুরী রায়হান, ফুলতলী

আল্লামা ফুলতলী (র.) আমাদের চেতনার এমন প্রাণপুরুষ, যার কথা সবসময়, বিশেষতঃ পবিত্র দিনগুলোতে বেশিই মনে পড়ে। ঈদের দিন তিনি ঈদগাহে চলে যেতেন খুব সকালে। নামাজ শেষে সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হৃদয়ের সবটুকু আকুতি জানিয়ে দোয়া করতেন। তন্মধ্যে একটি দোয়া বেশি মনে পড়ে 'হে আল্লাহ, আমাদেরকে যেভাবে ঈদের ময়দানে এনে খুশি করেছো আমাদের মুর্দেগানকে ক্ষমা করে সেভাবে খুশি করে দিও'।

মনে হচ্ছে সেদিন, কিন্তু দেখতে দেখতে তাঁর ইন্তেকালের ১৭ টি বৎসর পেরিয়ে গেছে। বর্তমান প্রজন্ম তাঁর সম্পর্কে, তাঁর খিদমাত সম্পর্কে এতটা জানে না। এই সময়ে তাঁর মতো নির্ভীক, দৃঢ়চেতা, সৎসাহসী ও দ্বীন দরদী মানুষ উম্মাহর জন্য খুবই প্রয়োজন ছিলো।

তিনি জীবনভর ইলমে কিরাতের খিদমাতে নিজেকে উৎসর্গ করেছিলেন, এমনকি রক্ত পর্যন্ত দিয়েছিলেন। শত ব্যস্ততা স্বত্ত্বেও ইলমে হাদীসের খিদমাতে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছিলেন। মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা, রক্ষণাবেক্ষণ, ইয়াতীম-অসহায়কে লালনপালন, মানুষকে মূল্যায়ন ও অকৃত্রিম মুহাব্বাত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, পরিবারকে সময় দান এমনকি ক্ষেত-খামারের ব্যাপারেও তিনি সবসময় খোঁজখবর রাখতেন। একজন মানুষ এত এত বিষয় সামাল দিতেন কিভাবে?
আমি দেখেছি পরিবারের কেউ অসুস্থ হলে অনেক লম্বা সফর করে আসার পর তাকে দেখে খোঁজ নিয়ে তারপর নিজের ঘরে যেতেন। শুক্রবার থেকে রবিবার সাক্ষাতপ্রার্থীকে সাক্ষাৎ দেওয়াসহ বিভিন্ন সামাজিক বিচার আচার করতেন। মেহমানদারীতে তিনি ছিলেন অনন্য, ঘরে যাই থাকুক খাবার সময় আসলে তিনি মেহমানদারি করতেন। সপ্তাহের অন্যদিন গুলোতে বিভিন্ন জায়গায় সফর করতেন। মানুষের মাঝে আল্লাহ ও আল্লাহর রাসুলের মুহাব্বাতকে জাগ্রত করতেন, ইসলামের সঠিক আকিদা বিশ্বাস ছড়িয়ে দিতেন। তাঁর এক বিশেষ পরিচয় ছিলো, তিনি ছিলেন দিনের বেলা আল্লাহর পথে মর্দে মুজাহিদ আর রাতের বেলা তাহাজ্জুদগুজার একজন আবিদ বান্দাহ।

বর্তমান প্রজন্মকে তাঁর ত্যাগ ও খিদমাত সম্পর্কে জানাতে হবে এই লক্ষ্যে যে, তিনি শুধু খানকার পীরই ছিলেন না বরং জীবনের সকল ক্ষেত্রে ছিলেন সফল একজন মানুষ। আর এই সফলতার পিছনে রয়েছে আল্লাহর পথে কুরবানী ও ত্যাগের বহু নজরানা। যেদিকেই খিদমাত শুরু করেছেন আল্লাহর মেহেরবানিতে সেদিকেই ফুল ফুটেছে, সোনা ফলেছে, আলহামদুলিল্লাহ।

আল্লাহর মেহেরবানিতে যার ওসীলায় আমার জীবনের পথচলা, দ্বীনী খিদমাতে শরীক হওয়ার সুযোগ লাভ এবং মানুষের ভালোবাসা ও সম্মান পাওয়া তাঁকে ভুলি কেমন করে?

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেতনার প্রাণপুরুষ, আমাদের রাহবার, ক্ষণজন্মা মনীষী শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর দরজা বুলন্দ করে দিন এবং তাঁর খিদমাতগুলোকে ছড়িয়ে দিন পৃথিবীর কোণায় কোণায়।

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। সিলেট বিমানবন্দর আবাসিক কাকুয়ারপাড় কেন্দ্রীয় জামে মসজিদ শাখার বিদায়ী অনুষ্ঠান। ২৮ রা...
29/03/2025

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট।
সিলেট বিমানবন্দর আবাসিক কাকুয়ারপাড় কেন্দ্রীয় জামে মসজিদ শাখার বিদায়ী অনুষ্ঠান।

২৮ রামাদ্বান, রোজ- শনিবার, বা'দ যোহর।

দারল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মাদরাসা-ই-দারুসসুন্নাহ আলীবাহার।আখালিয়া, সিলেট   শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন : সকল...
29/03/2025

দারল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মাদরাসা-ই-দারুসসুন্নাহ আলীবাহার।আখালিয়া, সিলেট শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা

শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর মকবুল খেদমত দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মাদরাসা-ই- দারুসসুন্নাহ আলীবাহার শাখার মাস ব্যাপি কুরআন শিক্ষার সমাপনী অনুষ্ঠান সকলের ভালোবাসা ও সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৮ মার্চ, শুক্রবার বাদ যোহর শুরু হওয়া এ অনুষ্ঠান ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে শেষ হয়।

সমাপনী অনুষ্ঠান সুন্দর ও সফল করে তোলায় মাহফিলে আগত অতিথিবৃন্দ, বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, শিক্ষাবিদ ও যুব সমাজ, এলাকাবাসীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
যারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন আল্লাহ পাক সবাইকে উত্তম বিনিময় দান করুন।

🌙 ঈদের আনন্দ সবার সাথে 🌙হাজারো দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে লতিফি হ্যান্ডস প্রস্তুত করছে বিশেষ ঈদ গিফট প্যাক! 🎁✨ভালোবা...
29/03/2025

🌙 ঈদের আনন্দ সবার সাথে 🌙

হাজারো দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে লতিফি হ্যান্ডস প্রস্তুত করছে বিশেষ ঈদ গিফট প্যাক! 🎁✨

ভালোবাসা আর উদারতায় ভরে উঠুক এই ঈদ… আসুন, একসাথে ভাগাভাগি করি আনন্দের মুহূর্ত! ❤️

www.latifihands.org

দোয়ারাবাজারে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট সোনাপুর মসজিদ শাখার বিদায়ী সংবর্ধনামার্চ ২৮, ২০২৫সুনামগঞ্জের দোয়ারাবাজার...
29/03/2025

দোয়ারাবাজারে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট সোনাপুর মসজিদ শাখার বিদায়ী সংবর্ধনা

মার্চ ২৮, ২০২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট সোনাপুর জামে মসজিদ শাখা কেন্দ্রের পুরুষ্কার বিতরণী ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর জামে মসজিদ প্রাঙ্গনে এই সংবর্ধনা মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি মো: চেরাগ আলী’র সভাপতিত্বে ও নাজিম ইব্রাহিম আলী’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্বারী মাওলানা আলী আসগর সাহেব।

এতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীদের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ ও ক্বারি সাহেববৃন্দ।

আনজুমানে  াহ  #পর্তুগালের ইফতার ও দোয়া মাহফিল সুন্দরভাবে সম্পন্ন।আলহামদুলিল্লাহ, আনজুমানে আল ইসলাহ পর্তুগালের উদ্যোগে আয়...
28/03/2025

আনজুমানে াহ #পর্তুগালের ইফতার ও দোয়া মাহফিল সুন্দরভাবে সম্পন্ন।

আলহামদুলিল্লাহ, আনজুমানে আল ইসলাহ পর্তুগালের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। ফুড গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই মাহফিলে আল ইসলাহর নেতাকর্মী, মুরিদ ও মুহিব্বিনগণ একত্রিত হয়ে রমাদানের নাজাতের দিনের বরকতময় মুহূর্তগুলো ভাগ করে নিয়েছেন।

এই মহতী আয়োজন সফলভাবে সম্পন্ন করায় আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা এই ইফতার ও দোয়া মাহফিল কবুল করুন এবং আমাদের সকলকে রমাদানের পূর্ণ ফজিলত অর্জনের তাওফিক দান করুন। আমিন।

Media House

বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমি—‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফেরার ঐতিহাসিক সিদ্ধান্ত।
27/03/2025

বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমি—‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফেরার ঐতিহাসিক সিদ্ধান্ত।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Media House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share