05/06/2025
ইয়া আল্লাহ!
মিনার ময়দানে যারা দাঁড়িয়ে কাঁদছেন,
যারা তাক্বওয়া ও ভালবাসা নিয়ে আপনাকে ডাকছেন—
আপনি তাদের সকল দোয়া কবুল করে দিন।
আর আমি…
যদিও মিনায় নেই, তবে আমার চোখের পানি, অন্তরের ব্যথা, গোপন প্রার্থনাগুলো—
আপনি জানেন হে প্রিয় রব!
আমার দোয়াগুলোও সেই কবুলকৃত দোয়াগুলোর মাঝে শামিল করে দিন।
🤲 يَا رَبِّ تَقَبَّلْ دُعَائِي وَاجْعَلْنِي مِنَ الْمُسْتَجَابِينَ
(হে আমার রব, আমার দোয়া কবুল করে নিন এবং আমাকে কবুল হওয়া দোয়াকারীদের অন্তর্ভুক্ত করুন।)
🤲 اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ أَحْسَنَ إِلَيَّ
(হে আল্লাহ! আমাকে, আমার পিতা-মাতাকে এবং যিনি আমার প্রতি সদাচরণ করেছেন, সবাইকে ক্ষমা করুন।)
ইয়া আল্লাহ! আপনি জানেন আমি কতটা অসহায়।
আপনার দয়ার দরজায় কেবলই আশার চোখে তাকিয়ে থাকি।
আজ মিনার সেই বরকতময় মুহূর্তে, আপনি দয়াপরবশ হয়ে আমারও দোয়া কবুল করে নিন।
😭😭
আমিন ইয়া আরহামার রাহিমিন 🌸