22/11/2025
জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলনের সদস্য সম্মেলন ও ওয়ার্ড শাখা পুনর্গঠন
নিজস্ব প্রতিবেদক:: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২১ নভেম্বর শুক্রবার বিকেলে জকিগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয়ে নবাগত সদস্যদের নিয়ে এক সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনে সদ্য যোগদানকারী সদস্যদের পরিচিতি, সংগঠনের আদর্শ তুলে ধরা এবং সাংগঠনিক অঙ্গীকার শক্তিশালী করাই ছিল এ সম্মেলনের মূল উদ্দেশ্য।
উপজেলা সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মা’আজ তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান শামীম, সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম এবং পৌর শাখার সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ।
সভায় যুব আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ—হাফিজ ছালেহ আহমদ, মাছুম আহমদ তাপাদার, মাওলানা জাহাঙ্গীর আলম ও তরিকুল ইসলাম—সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
একই দিনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখা পুনর্গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক হাফিজ মাওলানা বাহার উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক এইচ.এম. জিল্লুর রহমান, ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা বদরুল ইসলাম ও প্রচার সম্পাদক মাছুম আহমদ তাপাদার।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ওয়ার্ড সভাপতি নূর আহমদ, সহ-সভাপতি মো. এখলাছুর রহমান, আব্দুল মনাফ, সেক্রেটারি মো. আব্দুস শাকুর, সহ-সেক্রেটারি সালেহ উর রহমান খান মঈন, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, অর্থ সম্পাদক মো. জাহেদ আহমদ, প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান, সদস্য কবির আহমদ, আলা উদ্দিন, মো. তেরা মিয়াকে নির্বাচিত করা হয়। পুনর্গঠন কার্যক্রম শেষে নবগঠিত নেতৃত্ব এলাকার প্রতিটি ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার প্রতিজ্ঞা ব্যক্ত করে। পরে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।