15/09/2025
সিলেটে CNG সিন্ডিকেটের ভোগান্তি নতুন কিছু নয়, এটা বহু বছরের সমস্যা। ক*রোনাকালে স্বাস্থ্যঝুঁকির কারণে ৩ জন যাত্রী তুলতো, তাই ভাড়া বেশি নেওয়া তখন যুক্তিযুক্ত ছিল। কিন্তু আজ ক*রোনার অনেকদিন পেরিয়ে গেছে,এখন আবার ৫ জন যাত্রী বহন করলেও ভাড়া কমানো হয়নি। বরং যাত্রীদের কাছ থেকে অযৌক্তিক ভাড়া আদায় প্রতিদিনের নিয়মে পরিণত হয়েছে।
শুধু তাই নয়,সিলেটের যাত্রাপথে যেসব ছি*নতাই ঘটে তার সাথেও এই চক্রের সম্পৃক্ততা বারবার উঠে আসছে। উপরন্তু, অধিকাংশ ড্রাইভারের আচরণ এতটাই অশোভন যে যাত্রীরা ন্যূনতম সম্মানও পান না। এ অবস্থা প্রতিনিয়ত ভ*য়াবহ আকার নিচ্ছে।
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এমন অনিয়ম চলতে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা যেনো নীরব দর্শকের ভূমিকা পালন করছেন।
👉 তাই সিলেটের সাধারণ মানুষের পক্ষ থেকে আমাদের দাবি..
1️⃣ সিন্ডিকেট ভেঙে যাত্রী ভাড়া যৌক্তিক করা হোক
2️⃣ ছি*নতাই ও চক্রের বিরুদ্ধে ক*ঠোর ব্যবস্থা নেওয়া হোক
3️⃣ চালকদের আচরণ ও শৃঙ্খলার উপর নজরদারি বাড়ানো হোক
আমরা জেলা প্রশাসকের কাছে জোর আবেদন জানাচ্ছি, এখনই কার্যকর পদক্ষেপ নিন।
সিলেটবাসী আর ভোগান্তি নয়, ন্যায়বিচার ও নিরাপত্তা চায়।