সবুজ সিলেট আমার সিলেট

সবুজ সিলেট আমার সিলেট Shob sylheti Bangladeshi der jonno ai community,(jara sylheti na tadero amontron roilo. apnio join k Explore A New Sylhet Through Our Eyes.

15/09/2025

সিলেটে CNG সিন্ডিকেটের ভোগান্তি নতুন কিছু নয়, এটা বহু বছরের সমস্যা। ক*রোনাকালে স্বাস্থ্যঝুঁকির কারণে ৩ জন যাত্রী তুলতো, তাই ভাড়া বেশি নেওয়া তখন যুক্তিযুক্ত ছিল। কিন্তু আজ ক*রোনার অনেকদিন পেরিয়ে গেছে,এখন আবার ৫ জন যাত্রী বহন করলেও ভাড়া কমানো হয়নি। বরং যাত্রীদের কাছ থেকে অযৌক্তিক ভাড়া আদায় প্রতিদিনের নিয়মে পরিণত হয়েছে।

শুধু তাই নয়,সিলেটের যাত্রাপথে যেসব ছি*নতাই ঘটে তার সাথেও এই চক্রের সম্পৃক্ততা বারবার উঠে আসছে। উপরন্তু, অধিকাংশ ড্রাইভারের আচরণ এতটাই অশোভন যে যাত্রীরা ন্যূনতম সম্মানও পান না। এ অবস্থা প্রতিনিয়ত ভ*য়াবহ আকার নিচ্ছে।

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এমন অনিয়ম চলতে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা যেনো নীরব দর্শকের ভূমিকা পালন করছেন।

👉 তাই সিলেটের সাধারণ মানুষের পক্ষ থেকে আমাদের দাবি..

1️⃣ সিন্ডিকেট ভেঙে যাত্রী ভাড়া যৌক্তিক করা হোক
2️⃣ ছি*নতাই ও চক্রের বিরুদ্ধে ক*ঠোর ব্যবস্থা নেওয়া হোক
3️⃣ চালকদের আচরণ ও শৃঙ্খলার উপর নজরদারি বাড়ানো হোক

আমরা জেলা প্রশাসকের কাছে জোর আবেদন জানাচ্ছি, এখনই কার্যকর পদক্ষেপ নিন।
সিলেটবাসী আর ভোগান্তি নয়, ন্যায়বিচার ও নিরাপত্তা চায়।

23/04/2025
30/03/2025
04/08/2024

সিলেট খুব ছোট শহর। বলতে গেলে এখানে সবাই সবাইকে চেনে। যারাই অস্ত্র হাতে নিয়ে আজকে রাস্তায় নেমে ছাত্রদের মারছে, কুপাচ্ছে, ভাংচুর করছে, মসজিদে ঢুকে হামলা করছে এদেরকে এইসব এলাকার মানুষ চিনে।

সিলেটবাসী এদের চিনে রাখুন। তালিকা করুন। ভবিষ্যতে গন-আদালতে যেন এদের বিচার করা যায়। আমরা এদের মত আইনকে নিজের হাতে তুলে নিব না। গন আদালতে সারা সিলেটবাসীর সামনে আমরা এদের বিচার করব, আজকে এদের প্রতিটি অপরাধের বিচার হবে।

(কপি করে শেয়ার করতে পারেন)

03/08/2024

আমার সিলেট ❤️

22/06/2024

Address

Amborkhana, Sylhet
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবুজ সিলেট আমার সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category