সিলেটি - Sylheti

সিলেটি - Sylheti সিলেটী তোমরা কই

এ কেমন লটারি?
05/09/2025

এ কেমন লটারি?

এস.এস.সি তে গোল্ডেন জিপিএ ফাইভ পাওয়া  আরাফাত রহমান নামের এক  শিক্ষার্থীর একাদশ শ্রেনীতে ভর্তির দায়িত্ব নিয়েছেন গোলাপগঞ্জ...
04/09/2025

এস.এস.সি তে গোল্ডেন জিপিএ ফাইভ পাওয়া আরাফাত রহমান নামের এক শিক্ষার্থীর একাদশ শ্রেনীতে ভর্তির দায়িত্ব নিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।
উপজেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোলাপগঞ্জ পৌরসভার বাসিন্দা আরাফাত রহমান ২০২৫ সালের এস এস সি পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে। তার বাবা আংশিক প্যারালইসড রোগি। বর্তমানে পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য তাদের আর্থিক সামর্থ্য নেই। এমতাবস্থায়, উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল এর নিকট সহায়তার জন্য স্বাক্ষাতে আসলে তিনি তাৎক্ষনিকভাবে উক্ত শিক্ষার্থীর একাদশ শ্রেনীতে ভর্তির আর্থিক সাহায্যসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং ভবিষ্যতে পড়ালেখা সংক্রান্ত যেকোন সহযোগিতার আশ্বাস দেন।
-বিজ্ঞপ্তি

আজ থেকে দেড় দশক আগেও গ্রামাঞ্চলে সনাতন পদ্ধতিতে ধান মাড়াই করা হতো। তেলের ড্রামে হাত দিয়ে বাড়ি দিয়ে ধান মাড়াই এনালগ যুগের...
04/09/2025

আজ থেকে দেড় দশক আগেও গ্রামাঞ্চলে সনাতন পদ্ধতিতে ধান মাড়াই করা হতো। তেলের ড্রামে হাত দিয়ে বাড়ি দিয়ে ধান মাড়াই এনালগ যুগের পদ্ধতি । এছাড়া দুটি গরু একসাথে বেধে মাটিতে ধান বিছিয়ে চক্রাকারে চক্কর দিয়ে ধান মাড়াই করার পদ্ধতি আজ ইতিহাস হতে চলেছে।এখন বের হয়েছে ইঞ্জিন চালিত আধুনিক ধান মাড়াই যন্ত্র। ছবিতে দেখা যাচ্ছে একটি ধান মাড়াই কল যা থ্রেসার (Thresher) নামেও পরিচিত। ধান থেকে শস্য আলাদা করার একটি যান্ত্রিক প্রক্রিয়া, যেখানে ধান গাছ থেকে শস্যের দানা বের করা হয়। এটি ফসল কাটার পরের ধাপ, যেখানে ঐতিহ্যবাহী হাতে মাড়াইয়ের চেয়ে এটি অনেক বেশি কার্যকর এবং দ্রুত কাজ করে। এই মেশিনগুলো ছোট ও বড় দুই ধরনের ক্ষমতা সম্পন্ন হয় এবং বিভিন্ন উপাদান যেমন স্টিল, কাঠ ও লোহার সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে।
কারা কারা গরু দিয়ে কিংবা তেলের ড্রামে বাড়ি দিয়ে ধান মাড়াই দেখেছেন কমেন্ট জানান।
, , , , , , , , , ,
, , , , , , , , , , , , , , , , #ধানমাড়াই #থ্রেশার

এখানে আধুনিক মেশিন ধারা টিলা কাটা হয়!  সাথে ভ্রাম্যমান আদালতের জরিমানা ফ্রী।
04/09/2025

এখানে আধুনিক মেশিন ধারা টিলা কাটা হয়! সাথে ভ্রাম্যমান আদালতের জরিমানা ফ্রী।

দামী সাইকেল আর দামী জীবন সবই এখন বেকার। সড়কে  অতিরিক্ত গতি জীবন বিপন্ন করতে পারে। দেখেশুনে নির্দিষ্ট  গতিতে বাইক চালাবেন...
04/09/2025

দামী সাইকেল আর দামী জীবন সবই এখন বেকার। সড়কে অতিরিক্ত গতি জীবন বিপন্ন করতে পারে। দেখেশুনে নির্দিষ্ট গতিতে বাইক চালাবেন সবাই। এ ছবির ব্যাক্তিটিও দামি বাইক নিয়ে সড়কে বের হয়ে গতির খেলায় মেতেছিলেন। ফলাফল বাইক আছে তিনি আর নেই।

মাশাআল্লাহ একটি গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে।
04/09/2025

মাশাআল্লাহ একটি গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে।

থাইল্যান্ডে পর্যটক বাড়াতে বিশেষ উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। বিশেষ উদ্যোগের অংশ হিসেবে তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে...
03/09/2025

থাইল্যান্ডে পর্যটক বাড়াতে বিশেষ উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। বিশেষ উদ্যোগের অংশ হিসেবে তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে থাইল্যান্ডের অভ্যন্তরীণ বিমানের টিকিট দেওয়ার পরিকল্পনা করছে দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়।
সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদনে এ খবর জানানো হয়। তবে পরিকল্পনাটি কার্যকর করতে হলে এখনো মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন।
সিলেট থেকে ন্যায্যমূল্যে বিভিন্ন দেশের টিকেট, পাসপোর্ট আবেদন ও ভিসা সার্ভিস নিতে যোগাযোগ করুন আলবেলা ট্রাভেল ডেস্ক, সিলেট আলমপুর বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার  ফুলবাড়ি দক্ষিনপাড়া গ্রামের  মর্তুজা হাসান নামের এক  ব্যাক্তিকে টিলা কাটার অভিযোগে দেড়লাখ টাকা...
03/09/2025

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি দক্ষিনপাড়া গ্রামের মর্তুজা হাসান নামের এক ব্যাক্তিকে টিলা কাটার অভিযোগে দেড়লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ ভাবে টিলা কাটা হচ্ছে এরকম অভিযোগ পেয়ে বুধবার বিকাল আনুমানিক ৩ টায় উক্ত গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল। এসময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে টিলাকাটার দায়ে মর্তুজা হাসানকে দেড়লাখ টাকা অর্থদণ্ড আরোপ করেন৷
অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার জনাব মিলটন চন্দ্র পাল জানান,
পরিবেশ রক্ষা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অভিযানে সার্বিক সহযোগিতা করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম।
-বিজ্ঞপ্তি

বিদেশ থেকে ঘন ঘন জামাই আমদানি করায় দেশের বেশীরভাগ পুরুষ অবিবাহিত থাকার আশংকা দেখা দিয়েছে! দেশের অবিবাহিত পুরষদের সংগঠন ব...
03/09/2025

বিদেশ থেকে ঘন ঘন জামাই আমদানি করায় দেশের বেশীরভাগ পুরুষ অবিবাহিত থাকার আশংকা দেখা দিয়েছে! দেশের অবিবাহিত পুরষদের সংগঠন বাংলাদেশ চিরকুমার কল্যাণ সমিতির পক্ষ থেকে দাবী জানানো হয়েছে প্রতিবছর সর্বোচ্চ ৩জনের বেশী বিদেশী জামাই আমদানী করলে তারা রাজপথে কর্মসূচী দিতে বাধ্য হবে। অনুসন্ধানে জানা গেছে, বিদেশ থেকে একের পর এক জামাই আমদানি হওয়ায় দেশের অবিবাহিত তরুণদের মধ্যে এখন ভয়াবহ সঙ্কট তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে নাকি “বাংলাদেশি বরের জাতীয় জাদুঘর” বানাতে হবে।কারণ দেখা যাবে এরা শুধু ছবি আর ইতিহাস বইয়েই থাকবে!
বাংলাদেশ চিরকুমার কল্যাণ সমিতির পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি এসেছে—“প্রতি বছর সর্বোচ্চ ৩ জন বিদেশি জামাই কোটা চাই! এর বেশি হলে আমরা বরের মিছিল বের করব, শেরওয়ানী পরে শাহবাগ অবরোধ করব!”

এক ভুয়া পরিসংখানে দেখা গেছে দেশে অবিবাহিত পুরুষদের সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। এর পেছনে মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে “বিদেশি জামাই আমদানি শিল্প”। এক সময় যেখানে আমদানি হতো গাড়ি–ফ্রিজ, এখন সেখানে বিমানে করে আসছে বিদেশি জামাই। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এভাবে চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশি বর কেবল “ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি” হিসেবে বেঁচে থাকবে—লোকজ মেলায় কাঠের বরের পাশে দাঁড়িয়ে ছবি তোলা যাবে, কিন্তু বিয়ের আসরে আর বর খুঁজে পাওয়া যাবে না।
বিঃদ্রঃ এটি একটি ফানি নিউজ।

Top Fans

সিলেট  আলমপুর আলবেলা  ট্রাভেল ডেস্ক উদ্ধোধন উপলক্ষে লটারীর মাধ্যমে দুই জন বিজয়ী পাবেন ফ্রী পাসপোট (পাসপোর্ট ফিঃ সহ আবেদন...
03/09/2025

সিলেট আলমপুর আলবেলা ট্রাভেল ডেস্ক উদ্ধোধন উপলক্ষে লটারীর মাধ্যমে দুই জন বিজয়ী পাবেন ফ্রী পাসপোট (পাসপোর্ট ফিঃ সহ আবেদন করে দেওয়া হবে)
বিঃদ্রঃ পাসপোর্ট ইস্যু করার এখতিয়ার শুধু মাত্র পাসপোর্ট অফিসের।
কিভাবে অংশগ্রহণ করবেন:
নীচের কমেন্ট বক্স থেকে আলবেলা ট্রাভেল ডেস্কের পেজ ফলো করুন।
আলবেলার এ সংক্রান্ত পোস্টে লাইক দিন, পোস্টটি শেয়ার করুন, পোষ্টের নীচে কমেন্ট করুন।
বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১৫ই সেপ্টেম্বর। লটারী / রেন্ডম পদ্ধতিতে বিজয়ী নির্ধারন করা হবে।
আলবেলা ট্রাভেল ডেস্কের সেবা গ্রহণ করতে পারেন:
পাসপোর্ট আবেদন
ভিজিট ও স্টুডেন্ট ভিসা প্রসেসিং
এয়ার টিকেটিং ও হোটেল বুকিং
প্রিন্টিং, স্ক্যানিং ও অনলাইন সার্ভিস
ঠিকানা: আলমপুর, (পাসপোর্ট অফিসের বিপরীতে) সিলেট ।

কাজী জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতা। বর্তমানে তিনি পলাতক। পলাতক অবস্থায় তিনি বিয়ে পড়াবেন আর রে...
03/09/2025

কাজী জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতা। বর্তমানে তিনি পলাতক। পলাতক অবস্থায় তিনি বিয়ে পড়াবেন আর রেজিস্ট্র্রেই বা করবেন কি করে? তবে কি বর আর কনেকে পালিয়ে কাজীর গোপন আস্তানায় যেতে হবে বিয়ে রেজিস্ট্রী করার জন্য। নাকি পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিয়ের আসর বসবে "অপারেশন গোপন কাবিন" নামে? পুলিশ যদি খুঁজতে আসে, কাবিননামার মধ্যে কি তবে লুকিয়ে থাকবে ওয়ারেন্ট?
এরকম হাস্যকর কান্ড ঘটেছে ফেনীর ছাগল নাইয়ায়। ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পলাতক কাজী মুস্তাফিজুর রহমানকে স্থানীয় নিকাহ রেজিস্ট্রার (কাজী) পদে নিয়োগ দেয়া হয়েছে। তার এই নিয়োগকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে। সর্বত্রই প্রশ্ন-একজন পদধারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কীভাবে এই পদে নিয়োগ পেয়েছেন এবং বহাল রয়েছেন? সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,অভিযুক্ত মুস্তাফিজ ওই ইউনিয়নের দক্ষিণ কহুমা গ্রামের কাজী আমির হোসেনের ছেলে। জুলাই আন্দোলনে ছাত্রলীগের হয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ২০২৪ সালের ৫ আগস্টের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দলীয় পদে থাকা সত্ত্বেও তাকে গত ২৮ জানুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৭-এর সিনিয়র সহকারী সচিব সাইদুজ্জামান শরীফ স্বাক্ষরিত নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদান করা হয়।
তথ্য সূত্র: দৈনিক আমার দেশ
, , , , , , , , , ,

গোলাপগঞ্জউপজেলার ঢাকাদক্ষিণ  উত্তর কানিশাইল ইন্দ্রার পার গ্রামের বিশিষ্ট মুরব্বি ও সাপ্তাহিক  সিলেটের তথ্য পত্রিকার প্রক...
03/09/2025

গোলাপগঞ্জউপজেলার ঢাকাদক্ষিণ উত্তর কানিশাইল ইন্দ্রার পার গ্রামের বিশিষ্ট মুরব্বি ও সাপ্তাহিক সিলেটের তথ্য পত্রিকার প্রকাশক আতাউর রহমান ( কলা মিয়া) আজ বুধবার সকাল ১১:০০ টার সময় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর ঢাকা দক্ষিণ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। কলা মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ। সমিতির পক্ষে সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, , সাধারন সম্পাদক ফখরুল ইসলাম শাকিল এক বিবৃতিতে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ সহ রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (বিজ্ঞপ্তি)

Address

Golapganj
Sylhet
3160

Alerts

Be the first to know and let us send you an email when সিলেটি - Sylheti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিলেটি - Sylheti:

Share