07/07/2025
একটা সময় ছিল যখন আমার ভাত খাইতে খুব বিরক্ত লাগত,আমি সারাদিন এ মনে হয় একবার ভাত খাইতাম মাঝে মধ্যে খাইতামও না, আমার বাইরের খাবার বেশি ভালো লাগতো আর বাইরে খাইতামও অনেক, বেশি দিন আগে কথা না ২-৩ বছর আগেও এমনটাই ছিলো কিন্তু এখন আমার ভাত ছাড়া চলেই না🙂একটু হলেও ২বার ভাত খেতেই হয়, ভাত না খেয়ে থাকতেই পারি না🙂এই ভাত খেয়ে খেয়ে আমি দিন দিন খালি মটুই হচ্ছি 🌚আর বাইরের খাওয়া তো বাদ ওই দিয়ে দিছি😌আর এই হলো আমার মোটা হওয়ার রহস্য🙂💔আর এখন থেকে আমি ভাত খাওয়া কমানোর চেষ্টা করছি😪diet করতে হবে বেশি বেশি করে, তা না হলে ফুলে গুল আলু🥔হয়ে যাবো🙂💔 btw good food good life🤐🫣