Ejajul Vai 3131

Ejajul Vai 3131 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ejajul Vai 3131, Digital creator, ছাতক সুনামগঞ্জ সিলেট, Sylhet.

Permanently closed.
﷽আসসালামু আলাইকুম﷽🥰 বিশ্বাস করে 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 ✅ দিন একটু দেরী হলেও বিশ্বাসের মর্যাদা রাখবো। ইনশাআল্লাহ! ১০ রিয়েক্ট দিলে ২০ টা র...
01/07/2024

﷽আসসালামু আলাইকুম﷽
🥰 বিশ্বাস করে 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 ✅ দিন একটু দেরী হলেও বিশ্বাসের মর্যাদা রাখবো। ইনশাআল্লাহ!
১০ রিয়েক্ট দিলে ২০ টা রিয়েক্ট ব্যাক দিবো ১০০% একবার দিয়ে দেখেন হতাশ হবেন না ইনশা আল্লাহ❤️❤️❤️❤️

আর মাত্র কয়েক ঘন্টা পরই পর্দা উঠছে ফুটবলের জনপ্রিয় আসর কোপা আমেরিকার ৪৮তম আসর। 📈এ বছর দক্ষিণ আমেরিকার ১০টি দলের পাশাপাশি...
28/06/2024

আর মাত্র কয়েক ঘন্টা পরই পর্দা উঠছে ফুটবলের জনপ্রিয় আসর কোপা আমেরিকার ৪৮তম আসর।

📈এ বছর দক্ষিণ আমেরিকার ১০টি দলের পাশাপাশি উত্তর আমেরিকার ৬টি দেশসহ মোট ১৬টি দল কোপা আমেরিকায় অংশগ্রহণ করছে ।

📌লাতিন আমেরিকার সবচেয়ে প্রাচীন এই টুর্নামেন্টের সফলতম দুই দলের নাম উরুগুয়ে এবং আর্জেন্টিনা, যারা এখন পর্যন্ত ১৫টি করে শিরোপা নিজেদের ঘরে তুলেছে। ২০২১ সালে অনুষ্ঠিত কোপা আমেরিকার সর্বশেষ ও বর্তমান চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা।

*** কোপা আমেরিকা ২০২৪ এর সময়সূচি নিচে দেওয়া হলো-

বাংলাদেশের ২৪ জন ওয়ায়েজ আলেমের নাম্বার১/আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী ০১৭১৮৯২৫৯৩২২/মুফতী দেলোয়ার হোসাইন, আকবর কমপ্লেক্স০...
24/06/2024

বাংলাদেশের ২৪ জন ওয়ায়েজ আলেমের নাম্বার
১/আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী
০১৭১৮৯২৫৯৩২
২/মুফতী দেলোয়ার হোসাইন, আকবর কমপ্লেক্স
০১৭১১১৫৩০২৯
৩/মাওঃ খোরশেদ আলম কাসেমী, ঢাকা
০১৭১১৩১১৫০৪
৪/মুফতী মাসউদুল করিম কাসেমী
০১৯১২৯৫৪৭৮১
৫/মাওঃ জুনায়েদ আল হাবিব, বি-বাড়ীয়া
01852218612
৬/আল্লামা ড. মুশতাক আহমদ, ঢাকা
০১৭১৫৪৩৭৪৪৫
৭/মাওঃ ইয়াহইয়া মাহমুদ, ফরিদপুর
০১৮১৯২১৯৩৭৪
৮/মাওঃ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মানিকগঞ্জ
০১৭১১৩৭৯৫১২
৯/মাওঃ হাফিজুর রহমান ছিদ্দীকী, কুয়াকাটা
০১৭১৭৩০৩২৩৫
১০/মাওঃ মুশতাকুন্নবী, কুমিল্লা
০১৬৭১৮১০০৮০
১১/মাওঃ মেরাজুল হক কাসেমী, বি-বাড়ীয়া
০১৭১১৩৬২৫৭৯
১২/মুফতী মুহসিনুল করিম, বি-বাড়ীয়া
০১৭১৮৫৬৭৫১৫
১৩/মাওঃ আব্দুল বাসেত খানঁ, সিরাজগঞ্জ
০১৭১১০৪৯৮৪৫
১৪/ হাফেজ মাও.মুফতী সোহাইল মাহমুদ, নলছিটি
০১৭৭১৬৮৮৫৭৩
১৫/মাওঃ রাফি বিন মুনির, সিলেট
০১৭৩৭১১৮৮৭৮
১৬/ মাওঃ আশরাফুল ইসলাম, বারহালী
০১৭৭৮৩৭১৮১০
১৭/মাওঃ রিজওয়ান রফিকী, যশোর
০১৯২০২৯৩২৬৪
১৮/মুফতি মাহমুদ উল্লাহ আতিকী, ঢাকা
০১৭৩২৩১৬০০৯
১৯/মুফতী ওয়ালী উল্লাহ, নেত্রকোনা
০১৭১১০১০২৭৬
২০/মুফতী রেজাউল করিম বিন হাশেম
০১৬১৩৫৮৯৭৯৮
২১/মাওঃ আবরারুল হক হাতেমী, মুন্সিগঞ্জ
০১৭৮০০৮০০৪০
২২/ মুফতী আব্দুর রউফ ইউসুফী
০১৭১১৩২১৮৮৯
২৩/ মুফতি রিজওয়ান রফিকী সাহেব
০১৯২০২৯৩২৬৪
২৪/ মুফতী জাকারিয়া মাহমুদ সিদ্দিকী হবিগঞ্জ‌ী
০১৬০৮০৬৭৩৯৭
বিশেষ সর্তকতা
============
সকলের কাছে বিনিত অনুরোধ, নাম্বারগুলি কাছে রাখবেন, একান্ত প্রয়োজন ছাড়া মিস কল কিংবা অযথা কল দিয়ে হযরতদের বিরক্ত করে গোনাহগার হবেন না। আল্লাহওয়ালাদের বদদোয়া থেকে বেছে থাকুন
ইসলামের অনুপ্রেরণা

22/06/2024

~ আমরা ওযু করলে শরীর পবিত্র হয়
আর আমাদের প্রিয় নবীজি ﴾ﷺ﴿
ওযু করলে পানি পবিত্র হয়ে যেতো.! ~

সুবহানাল্লাহ 🥀

প্রিয় সিলেট বাসী সিলেট শহর ও তার আশপাশে অপরিচিত লোকের সাথে সিএনজি যাত্রী হলে  কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।১. সিএনজি গা...
25/05/2024

প্রিয় সিলেট বাসী সিলেট শহর ও তার আশপাশে অপরিচিত লোকের সাথে সিএনজি যাত্রী হলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।
১. সিএনজি গাড়িতে যাত্রী ৩ জন থাকলে আপনি একটু সতর্কতার সহিত উটবেন।
২. পিচনে ২ জন বসা থাকলে ১ জন নেমে আপনাকে মধ্যে খানে বসতে বললে আপনি সতর্কথা অবলম্বন করতে হবে।
৩. আপনার গন্তব্য যাওয়ার সময় ড্রাইবার বিকল্প রাস্তায় যেতে চাইলে আপনি সতর্কতা অবলম্বন করতে হবে।
৪. গামছা অথবা কোন কাগজ পড়তে দিলে আপনি সতর্কতা অবলম্বন করতে হবে।
৫. যে কোন অবস্থায় আপনার সন্দেহ হলে আপনি গাড়ি থেকে নেমে যাবেন, এবং নিকট পুলিশ দের কে বিষয়টি জানাবেন, তা না হলে জরুরি সেবা ৯৯৯ কল করে গাড়ির নাম্বার রোড বলে দিবেন।

মানবতা অমূল‌্য (সত্য ঘটনা অবলম্বনে)মনোজ বাবু একটা প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করেন। বয়স পঁয়তাল্লিশ।একদিন এক অভিজাত রে...
24/05/2024

মানবতা অমূল‌্য (সত্য ঘটনা অবলম্বনে)

মনোজ বাবু একটা প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করেন। বয়স পঁয়তাল্লিশ।

একদিন এক অভিজাত রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে বসেছেন। টেবিলে ভাত তরকারি সালাদ চমৎকার সাজিয়ে দেয়া হয়েছে। পোলাও বিরিয়ানি নয়, সাদা ভাতই তাঁর পছন্দ। আর চামচ নয়, হাত দিয়ে খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি খাওয়ার মুখে তুলবেন এমন সময় তার চোখ পড়লো রেস্টুরেন্টের কাঁচের দেয়ালের দিকে। দেখলেন কাঁচের দেয়ালের ওপাশে পাঁচ ছয় বছর বয়সী একটি হতদরিদ্র মেয়ে বিষণ্ণ চোখে রেস্টুরেন্টের কাস্টমারদের খাওয়া দেখছে। মেয়েটির শুকনো মুখ দেখে বোঝা যায় দুপুরে তার খাওয়া হয় নি। সকালেও কিছু খেয়েছে বলে মনে হয় না। মনোজ বাবু খাবার মুখে না তুলে হাতে ইশারা করে মেয়েটিকে ডাকলেন। মেয়েটি প্রথমে বুঝতে পারে নি তাকে ডাকছে। কারণ কোনো রেস্টুরেন্টের কোনো কাস্টমার কোনোদিন তাকে ভেতরে ডাকে নি। তাই শুরুতে ভাবলো তাকে নয়, বোধহয় অন্য কাউকে ডাকছে। কিন্তু খানিক পর যখন সে বুঝতে পারল রেস্টুরেন্টের ভেতরকার ঐ মানুষটা তাকেই ডাকছেন, তখন গুটি গুটি পায়ে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করল।

মেয়েটির মাথায় তেলহীন এলোমেলো চুল, গায়ে ময়লা ছেঁড়া ফ্রক, খালি পা দুটি ধুলোয় ভর্তি , গা থেকে দুর্গন্ধ আসছে। মেয়েটি ভয়ে ভয়ে মনোজ বাবুর টেবিলের কাছে এগিয়ে এলো। রেস্টুরেন্টের অন্যান্য কাস্টমাররা কিছুটা অবাক হয়ে মেয়েটিকে দেখছেন। এমন একটা ঝকঝকে রেস্টুরেন্টে এরকম ময়লা ছেঁড়া জামা, ধুলো ভর্তি পা, গায়ে কটু গন্ধ কোনো বাচ্চা মেয়ে ঢুকে পড়বে এটা তারা আশা করেন নি। কোনো কোনো কাস্টমারের চোখে স্পষ্ট বিরক্তি ভাব। যেন তাদের খাওয়াটা নষ্ট হলো।

তাদের একজন রেস্টুরেন্টের এক বেয়ারাকে ডেকে বললেন,‌"তোমাদের এখানে সিস্টেম বলে কিছু নেই নাকি? ভিখারী ভেতরে ঢোকে কী করে?"

বেয়ারাটি অপরাধীর স্বরে বললো,"স্যার আমরা খুবই দুঃখিত। আমরা নিজেরাও অবাক হয়েছি। কারণ এ ধরনের ঘটনা আগে কখনো ঘটে নি। আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি।"

বেয়ারা ক্রুদ্ধ চোখে বাচ্চা মেয়েটার দিকে ছুটে এলে মেয়েটি ভয় পেয়ে যায়। বেয়ারা মেয়েটির কাছে এসে কিছু বলার আগেই মনোজ বাবু বেয়ারাটিকে থামালেন।

তারপর ভারী গলায় বললেন,"মেয়েটি এখানে ভিক্ষা করতে আসে নি। তাকে আমি ডেকেছি। তোমাদের কোনো আপত্তি আছে?"

বেয়ারাটি হেসে বললো,"স্যার মেয়েটিকে আপনি ডেকেছেন এটা বুঝতে পারি নি। আমরা ভেবেছিলাম ও বোধহয় হুট করে ঢুকে পড়েছে। ভুল বোঝাবুঝির জন্য আমরা দু

19/04/2024
সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় বাউল শিল্পী ও গীতিকার পাগল এক্সপ্রেসের মতিউর রহমান হাসান নিহত হয়েছেন। এ ঘ...
19/04/2024

সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় বাউল শিল্পী ও গীতিকার পাগল এক্সপ্রেসের মতিউর রহমান হাসান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজনসহ দুজন ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিএনজি করে দোয়ারাবাজার থেকে ছাতক নিজ এলাকায় ফিরছিলেন পাগল হাসানসহ ৪ জন। ফেরার পথে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতুর টোলকেন্দ্রের পাশে বিপরীতমুখী একটি বাসের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাগল হাসান ও সাত্তার নামে আরেকজনের মৃত্যু হয়। ঘটনার পর বাস চালক পালিয়ে যান।

দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেন ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ আলম ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ছাতক ষ্টেশন কর্মকর্তা জালাল আহমেদ।

উল্লেখ্য, আসমানে যাইওনারে বন্ধু, জীবন খাতায়, আমি এক পাপিষ্ঠ বান্দা, রেলগাড়ীর ইঞ্জিনসহ অসংখ্য গান গেয়েছেন মতিউর রহমান হাসান। সবার কাছে তিনি পাগল হাসান হিসেবেই পরিচিত ও জনপ্রিয় ছিলেন।

16/04/2024

Address

ছাতক সুনামগঞ্জ সিলেট
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Ejajul Vai 3131 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ejajul Vai 3131:

Share