21/08/2025
আব্বা তুমি সুস্থ হয়ে উঠো। এখনো অনেক পথ চলার বাকি😭তোমার সন্তান,রা তুমি ছাড়া অসহায়! আল্লাহ্ গো আমার আব্বা এতিম আমরা রে এতিম করিও না বাবা হারা. ওই মানুষ টা সেই ছোট্ট বেলা থেকে অনেক কষ্ট করি নিজের লগে যুদ্ধ করি বড় ওইছোন😭আমরা রে খুব কষ্ট করিয়া মানুষ করছোন সুখের সাগরে পারি দিলা যদি সুখ করার লাগি আজ তাইন অসুস্থ আল্লাহ 😭আপনার দরবারে আব্বার সুস্থতা ভিক্ষা চাই আপনে সুস্থ করিয়া দেন 😭🤲