05/07/2025
🔹কাফের বা মুশরিকের জন্য মৃত্যুর পর দোয়া করার শরয়ি বিধান⁉️
কোনো কাফের বা মুশরিক মারা গেলে তার জন্য এ জাতীয় দোয়া করা, যেমন—
•আল্লাহ আপনাকে মাফ করুন।
• আপনার আত্মা শান্তিতে থাকুক।
• কবরে শান্তিতে বিশ্রাম নিন।
— এসব বলা শরীয়তসম্মত নয়; বরং সম্পূর্ণ হারাম।
🔹 আবু তালিবের ঘটনা থেকে শিক্ষা
সাঈদ (রহ.)-এর পিতা মুসাইয়্যাব (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন:
যখন রাসুলুল্লাহ (সা.)-এর চাচা আবু তালিব মৃত্যুশয্যায় ছিলেন, তখন রাসুল (সা.) তাঁর কাছে গিয়ে বললেন:
“হে চাচাজান! আপনি বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ— এ কথাটি বলে দিন, যাতে আমি কিয়ামতের দিন আপনার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারি।”
কিন্তু আবু জাহল ও আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া তাঁকে বলল:
“হে আবু তালিব! আপনি কি আপনার বাপ-দাদার ধর্ম ত্যাগ করবেন?”
তারা বারবার বলতে থাকলো। অবশেষে আবু তালিব বললেন:
“আমি আব্দুল মুত্তালিবের ধর্মেই মৃত্যু বরণ করছি।”
তখন রাসুল (সা.) বললেন:
“আমি আপনার জন্য অবশ্যই মাগফিরাত চাইব, যতক্ষণ না আল্লাহ আমাকে তা থেকে নিষেধ করেন।”
(সহীহ বুখারি: হাদীস ৩৮৮৪)
🔸 এ ঘটনা উপলক্ষে কুরআনের আয়াত নাজিল হয়:
📖 سورة التوبة - الآية 113
مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَىٰ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ
বাংলা অনুবাদ:
নবী ও মুমিনদের জন্য বৈধ নয় যে, তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে— যদিও তারা আত্মীয় হয়— এই বিষয়টি স্পষ্ট হওয়ার পর যে, তারা জাহান্নামের অধিবাসী।
(সূরা আত-তাওবা: ১১৩)
🔹 তাহলে ইব্রাহিম (আ.) কেন তাঁর পিতার জন্য দোয়া করেছিলেন?
অনেকে এই প্রশ্ন তুলতে পারেন যে, হজরত ইব্রাহিম (আ.) তো তাঁর পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন, অথচ তাঁর পিতা ছিলেন মুশরিক!
এই প্রশ্ন সাহাবীদের মধ্যেও উঠেছিল। তখন আল্লাহ তায়ালা এই বিষয়ে পরবর্তী আয়াতটি নাজিল করেন:
📖 سورة التوبة - الآية 114
وَمَا كَانَ اسْتِغْفَارُ إِبْرَاهِيمَ لِأَبِيهِ إِلَّا عَنْ مَوْعِدَةٍ وَعَدَهَا إِيَّاهُ ۖ فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوٌّ لِلَّهِ تَبَرَّأَ مِنْهُ ۚ إِنَّ إِبْرَاهِيمَ لَأَوَّاهٌ حَلِيمٌ
বাংলা অনুবাদ:
ইব্রাহিমের পিতার জন্য ক্ষমা প্রার্থনা কেবল একটি প্রতিশ্রুতির কারণে ছিল, যা তিনি তাকে দিয়েছিলেন। পরে যখন তাঁর কাছে স্পষ্ট হয়ে গেল যে, সে আল্লাহর শত্রু— তখন তিনি তার থেকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করলেন। নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন অত্যন্ত কোমল হৃদয় ও সহনশীল।
(সূরা আত-তাওবা: ১১৪)
✅ উপসংহার:
উপরোক্ত আলোচনা থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয়—
যদি কেউ কাফের বা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য মাগফিরাত বা শান্তি কামনা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ (হারাম)।
🔸 আমাদের উচিত আবেগ নয়, বরং কুরআন ও সুন্নাহ অনুযায়ী আকীদা ও আমল করা।
🔸 আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ, সহীহ আকীদা ও দ্বীনের উপর অটল থাকার তাওফিক দান করুন।.. আমীন ...