কৃষি তথ্য

কৃষি তথ্য কৃষিতাত্বিক বিভিন্ন পরামর্শ দেওয়ার মাধ্যমে মানুষের সেবা করা।

শনিবার দিবাগত রাতের বৃষ্টিপাত পূর্বাভাস।আজ রাত ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে ঢাকা, চট্র...
27/09/2025

শনিবার দিবাগত রাতের বৃষ্টিপাত পূর্বাভাস।

আজ রাত ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে ঢাকা, চট্রগ্রাম, ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি নিম্নলিখিত জেলাগুলোর উপরে:

চট্রগ্রাম বিভাগ: কক্সবাজার, বান্দরবান, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলা।

ঢাকা বিভাগ: নরসিংদী, মুন্সিগন্জ, ঢাকা, শরিয়তপুর, মানিকগন্জ, রাজবাড়ী জেলার কোন কোন উপজেলা।

রাজশাহী বিভাগ: রাজশাহী, পাবনা, সিরাজগন্জ জেলা। (অল্প সম্ভাবনা রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।

রংপুর বিভাগ: নীলফামারী, দিনাজপুর, ও রংপুর জেলার কোন কোন উপজেলা। (খুব অল্প সম্ভবনা)

কৃষক ভাইদের জন্য জরুরী সতর্কবার্তা!!!!৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে শক্তিশালী বৃষ্টি বলয় সক্রিয় থাকার সম্ভাব...
27/09/2025

কৃষক ভাইদের জন্য জরুরী সতর্কবার্তা!!!!
৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে শক্তিশালী বৃষ্টি বলয় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। এসময়ই দেশের অধিকাংশ স্থানে ভারী বৃষ্টি এবং কিছুকিছু স্থানে অতিভারী বৃষ্টি হতেপারে। পাশাপাশি দেশের উপকূলীয় এলাকায় ঝড়ে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

তাই যারা শীতের জন্য বিভিন্ন শাকসবজি চাষাবাদের কথা ভাবছেন তারা অক্টোবর এর ৭/৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন।কারন এর আগে নতুন করে চারা রোপণ বা বীজ বপন করলে ভারী বৃষ্টির কারনে তা নষ্ট হয়ে যেতে পারে।

তাই বৃষ্টি বলয় বিদায় নিলে ৭/৮ তারিখ থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসতে পারে। এবং বেশকিছুদিন আবহাওয়া ভালো থাকতে পারে।

তখন আবহাওয়া আপডেট জেনে কাজ শুরু করবেন।
নয়ত আপনাদের ক্ষতি হতেপারে।
ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

মঙ্গলবারের (২৩ শে সেপ্টেম্বর, ২০২৫) বৃষ্টিপাত পূর্বাভাস।  আজ মঙ্গলবার দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল বুধবার...
23/09/2025

মঙ্গলবারের (২৩ শে সেপ্টেম্বর, ২০২৫) বৃষ্টিপাত পূর্বাভাস।

আজ মঙ্গলবার দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: আজ দিনের বিভিন্ন সময়ে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

বরিশাল বিভাগ: আজ দিনের বিভিন্ন সময়ে বরিশাল বিভাগের জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

সিলেট বিভাগ: সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: ময়মনিসংহ বিভাগের নেত্রকোনা জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ: গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: ময়মনিসংহ, জামালপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।

রাজশাহী বিভাগ: রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।

চট্রগ্রাম বিভাগ: কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্রগ্রাম জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
=====================================

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ রাতে পশ্চিমবঙ্গ রাজ্যর দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের একাধিক জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে যার পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে দিনের সময় বৃদ্ধির সাথে-সাথে।

ভারতের ত্রিপুরা রাজ্য: আজ রাতে ত্রিপুরা রাজ্যর সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

রসুন রোপণের উপযুক্ত সময় হলো মধ্য অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ (কার্তিকের শেষ থেকে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ)।...
22/09/2025

রসুন রোপণের উপযুক্ত সময় হলো মধ্য অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ (কার্তিকের শেষ থেকে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ)। এই সময়ের মধ্যে রসুনের কোয়া জমিতে লাগানো ভালো, কারণ পরে লাগালে ফলন কমে যেতে পারে।
#রসুন #চাষ #পদ্ধতি

পার্টনার ফিল্ড স্কুল- ধান। স্থানঃ রুস্তম পুর,টেকনাগুল, গোয়াইনঘাট,
22/09/2025

পার্টনার ফিল্ড স্কুল- ধান।
স্থানঃ রুস্তম পুর,টেকনাগুল, গোয়াইনঘাট,

ব্রেকিং নিউজউত্তর-পশ্চিম বঙ্গপোসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যার প্রভাবে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার খুলনা, বরিশাল, ঢ...
22/09/2025

ব্রেকিং নিউজ

উত্তর-পশ্চিম বঙ্গপোসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যার প্রভাবে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার খুলনা, বরিশাল, ঢাকা ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

ব্রেকিং নিউজআজ রতে চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা য...
20/09/2025

ব্রেকিং নিউজ

আজ রতে চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

বিশের করে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্রগ্রাম জেলার উপরে তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

আলহামদুলিল্লাহমহান রবের একান্ত অনুগ্রহে মা-বাবার স্বপ্ন পূরণের চার বছর অতিবাহিত করলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, ...
20/09/2025

আলহামদুলিল্লাহ
মহান রবের একান্ত অনুগ্রহে মা-বাবার স্বপ্ন পূরণের চার বছর অতিবাহিত করলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, কৃষি মন্ত্রণালয়ের অধিভুক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে আজ চার বছর পূর্ণ হলো। মহান আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি,এবং সবার কাছে দোয়া প্রত্যাশী। 🤲

19/09/2025
পোকার নাম বলতে পারেন??
19/09/2025

পোকার নাম বলতে পারেন??

 #একটি_জরুরি_কৃষি_পরামর্শঃইদানিং খোলপোড়া রোগের জন্য অনেকে ডিপিএন সলুশন স্প্রে করেছেন। রোগবালাই বুঝে স্প্রে করবেন। ডিপিএন...
19/09/2025

#একটি_জরুরি_কৃষি_পরামর্শঃ

ইদানিং খোলপোড়া রোগের জন্য অনেকে ডিপিএন সলুশন স্প্রে করেছেন। রোগবালাই বুঝে স্প্রে করবেন।

ডিপিএন সলুশন বিএলবি রোগ হলে দিতে হয়।
খোলপোড়া রোগ হলে স্ট্রবিন জাতীয় ছত্রাকনাশক স্প্রে করবেন

Address

Sylhet

Telephone

+8801749363391

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষি তথ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কৃষি তথ্য:

Share