কৃষি তথ্য

কৃষি তথ্য কৃষিতাত্বিক বিভিন্ন পরামর্শ দেওয়ার মাধ্যমে মানুষের সেবা করা।

সোমবার দিবাগত রাতের  বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাসযদি ইতিমধ্যেই ঢাকা শহরের উপরে বৃষ্টি শুরু না হয়ে থাকে তবে রাত ১০ টার ম...
01/09/2025

সোমবার দিবাগত রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

যদি ইতিমধ্যেই ঢাকা শহরের উপরে বৃষ্টি শুরু না হয়ে থাকে তবে রাত ১০ টার মধ্যে বৃষ্টি শুরুর আশংকা করা যাচ্ছে। সেই সাথে তীব্র বজ্রপাত। ঢাকা শহরের আশপাশের জেলাগুলোর উপরেও তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। খুলনা বিভাগের জেলাগুলোর উপরে চলমান তীব্র বজ্রপাত কমপক্ষে রাত ১২ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ রাতে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। ময়মনিসংহ ও চট্রগ্রাম বিভাগের একাধিক জেলার উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

ব্রেকিং নিউজআজ সোমবার (১ লা সেপ্টেম্বর, ২০২৫) থেকে মধ্য বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ ও পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার রাখা...
01/09/2025

ব্রেকিং নিউজ

আজ সোমবার (১ লা সেপ্টেম্বর, ২০২৫) থেকে মধ্য বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ ও পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার রাখাইন রাজ্য ও বাংলাদেশের চট্রগ্রাম বিভাগের উপকূলে একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে। সম্ভাবনা রয়েছে এই দুইটি ঘূর্ণ্যমান মেঘ একত্রিত হয়ে একটি লঘুচাপ সৃষ্টির। এই মৌসুমি লঘুচাপের প্রভাবে আজ থেকে শুরু করে কমপক্ষে আগামী ৩ দিন (৩ সেপ্টেম্বর পর্যন্ত) উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় নদ-নদীর মোহনায় উত্তাল অবস্থা বিরাজ করার প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে সেপ্টেম্বর মাসের ৩ তারিখ পর্যন্ত (বুধবার পর্যন্ত) সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে।

29/08/2025
✅ বর্তমান সময়ের আমন ধান চাষীদের কমন ৮টি  প্রশ্নের উত্তর এক সাথে দেওয়া হলো!!  #নিজে_জানুন_আপনার_পরিচিত_কৃষকের_সচেতন-করু...
29/08/2025

✅ বর্তমান সময়ের আমন ধান চাষীদের কমন ৮টি প্রশ্নের উত্তর এক সাথে দেওয়া হলো!!
#নিজে_জানুন_আপনার_পরিচিত_কৃষকের_সচেতন-করুন

প্রশ্নঃ ১❓
মাজরা পোকার জন্য কি বিষ দিমু?
প্রশ্নঃ ২❓
ধান গাছের পাতা হলুদ হয়ে উপর থেকে মরে
যাচ্ছে কি করণীয়?
প্রশ্নঃ ৩❓
শীষ বের হ‌ওয়ার আগে কি স্প্রে করবো?
প্রশ্নঃ ৪❓
এক ধরনের সবুজ কীড়া ধানের পাতা মোড়িয়ে
ভেতরের সবুজ অংশ খেয়ে দিচ্ছে, কী করণীয়?
প্রশ্নঃ ৫❓
ডিপিএন দ্রবণ এবং ছত্রাকনাশক একসাথে
মিশিয়ে দেওয়া যাবে কি?
প্রশ্নঃ ৬❓
মাজরা পোকার বিষ, ছত্রাকনাশক এবং ডিপিএন
দ্রবণ একসাথে মিশিয়ে দেওয়া যাবে কি?
প্রশ্নঃ৭❓
ডিপিএন দ্রবণ কয়বার স্প্রে করা যাবে?
প্রশ্নঃ৮❓
ব্লাস্ট রোগ কার্যকরভাবে দমন কৌশল কি?
✅ ১ নং প্রশ্নের উত্তর:
কুশি অবস্থায় ১০-১৫% মরা ডিগ(Dead Heart)
এবং থোর অবস্থায় ৫% সাদা শিষ(White Head)
দেখা গেলে অনুমোদিত কীটনাশক ব্যবহার
করতে হবে।
✅ ২নং প্রশ্নের উত্তর:
এটি ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট রোগ। এই রোগে
ডিপিএন দ্রবণ স্প্রে করুন এবং জমির পানি
শুকিয়ে চুলফাটা হলে পানি দিবেন। ডিপিএন
দ্রবণ স্প্রে করার পর বিএলবি রোগ ধানের
ফলনে তেমন প্রভাব ফেলে না।
✅ ৩নং প্রশ্নের উত্তর:
গাছ যদি সুস্থ থাকে তাহলে কোন বালাইনাশক
স্প্রে করার দরকার নেই। শুধুমাত্র ডিপিএন
দ্রবণ স্প্রে করলেই হবে এতে গাছের রোগ
প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
✅ ৪ নং প্রশ্নের উত্তর:
পাতা মোড়ানো পোকার আক্রমণে এমন হয়েছে।
যদি ২৫% এর বেশি পাতা আক্রান্ত হয় তাহলে
কীটনাশক ব্যবহার করতে পারেন। পাতা মোড়ানো
পোকা দমনে ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক
অনুমোদিত কীটনাশক সমূহের নাম নিচে দেওয়া
আছে।
✅ ৫ নং প্রশ্নের উত্তর:
ডিপিএন দ্রবণ একটি পুষ্টি দ্রবণ তাই এর
সাথে কোন ধরনের ছত্রাকনাশক এবং
কীটনাশক অথবা পিজিআর হরমোন
মিশানো যাবে না।
✅ ৬ নং প্রশ্নের উত্তর:
মাজরা পোকার কীটনাশক এবং ব্লাস্ট রোগের
ছত্রাকনাশক এবং ডিপিএন একত্রে স্প্রে করা
যাবে না। কারণ কীটনাশক এবং ছত্রাকনাশক এর
কাজ আলাদা দুটি একসাথে মিশিয়ে স্প্রে
করলে সঠিকভাবে কাজ করতে পারে না।
✅ ৭ নং প্রশ্নের উত্তর:
সুস্থ গাছে সর্বোচ্চ কুশি অবস্থায় একবার।
বিএলবি রোগ বা লিফ ব্লাস্ট রোগ আক্রান্ত
গাছে প্রয়োজনে দুইবার স্প্রে করতে পারবেন।
✅ ৮ নং প্রশ্নের উত্তর:
পতা ব্লাস্ট হলে পাতার চোখের আকৃতির দাগ
পড়ে এবং শীষ ব্লাস্ট হলে শীষের গোড়া কালো
হয়ে শীষ সাদা হয়ে যায়। ব্লাস্ট রোগ হলে
পরপর দুইবার ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
নিচে ব্লাস্ট রোগ দমনে কার্যকর অনুমোদিত
ছত্রাকনাশক সমূহের নাম দেওয়া হলো।
✍️ মাজরা পোকা দমনে কার্যকরী কীটনাশকের গ্রুপের নাম সমূহ:
১. আইসোসাইক্লোসিরাম
২. ডায়াজিনন
৩. ক্লোরানট্রানিলিপ্রোল
৪. ফ্লুবেন্ডিমাইড+থায়াক্লোপ্রিড
৫. কার্টাপ+ফিপ্রোনিল
৬. কার্বোসালফান
৭. কার্টাপ
৯. ফিপ্রোনিল
১০. ক্লোরানট্রানিলিপ্রোল+থায়ামেথোক্সাম
✍️ DPN দ্রবন:
১০ লিটার পানি ৬০ গ্রাম MOP সার ৩০ গ্রাম
সালফার৮০% ও ৩ গ্রাম চিলেটেড জিংক
মিশিয়ে ডিপিএন দ্রবণ তৈরি করতে হবে।
✍️ পাতা মোড়ানো পোকার দমনে কার্যকর কীটনাশক:
১. স্পিনোস্যাড
২. কার্বালিল
৩. ডাইমেথোয়েট
৪. এম‌আইপিসি
৫. ফেনিট্রোথিয়ন
✍️ পাতা ব্লাস্ট রোগ দমনে অনুমোদিত ছত্রাকনাশক সমূহ:
১) বীর ৭০ ডব্লিউপি
প্রতি লিটার পানিতে ২ গ্রাম
২) এমিস্টার টপ ৩২৫ এস সি
প্রতি লিটার পানিতে ১ মিলি
৩) ফিলিয়া ৫২৫ এস ই
প্রতি লিটার পানিতে ২ মিলি
৪) নাটিভো ৭৫wg.
প্রতি লিটার পানিতে ০.৬ গ্রাম
৫) ব্লাস্টিন৭৫wdg.
প্রতি লিটার পানিতে ০.৬ গ্রাম
৬) স্ট্রমিন৭৫wg.
প্রতি লিটার পানিতে ০.৬ গ্রাম

#সচেতনতামূলক #ধান #চাষ #পদ্ধতি
#ধান
#চাষ
#পদ্ধতি





শুক্রবারের (২৯ ই আগস্ট, ২০২৫) বৃষ্টিপাত পূর্বাভাস: দুপুর ১ টার পর থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত প্রযোজ্য।আজ শুক্রবার দুপ...
29/08/2025

শুক্রবারের (২৯ ই আগস্ট, ২০২৫) বৃষ্টিপাত পূর্বাভাস: দুপুর ১ টার পর থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত প্রযোজ্য।

আজ শুক্রবার দুপুর ১ টার পর থেকে শনিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, যশোর জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছিল। আজ দিনের বিভিন্ন সময়ে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা জেলার উপরে।

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছিল। আজ দিনের বিভিন্ন সময়ে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ: আজ দিনের বিভিন্ন সময়ে রংপুর বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাও, দিনাজপুর জেলার উপরে।

চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছিল। আজ দিনের বিভিন্ন সময়ে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবন, কুমিল্লা, চাঁদপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা জেলার উপরে।

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সুনামগঞ্জ ও সিলেট জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছিল। আজ দিনের বিভিন্ন সময়ে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায়। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।

ময়মনিসংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছিল। আজ দিনের বিভিন্ন সময়ে ময়মনিসংহ বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে গোপলাগন্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগন্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজশাহী বিভাগ: দুপুর ১ টার পর থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

========================================
ভারতের ত্রিপুরা রাজ্য: আজ দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য বিভিন্ন জেলার উপরে।

ভারতের মেঘালয় রাজ্য: আজ দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের মেঘালয় রাজ্য শিলিং ও চেরাপুঞ্জি এর পাহাড়ি এলাকার উপরে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় পশ্চিমবঙ্গ রাজ্যর বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছিল। আজ দিনের বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ রাজ্যর বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেদিনীপুর, পুরুলিয়া, বান্কুরা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপরে।

28/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

এক ঝাঁক তরুণ  ডিপ্লোমা কৃষিবিদদের মিলনমেলা।
28/08/2025

এক ঝাঁক তরুণ ডিপ্লোমা কৃষিবিদদের মিলনমেলা।

হাতজাল পদ্ধতিটি হচ্ছে ফসলের খেতে ডানে-বামে ঘুরিয়ে ঘুরিয়ে পোকা ধরার একটি স্থানীয় পদ্ধতি। এই হাতজাল দিয়ে খেত পোকামুক্ত...
28/08/2025

হাতজাল পদ্ধতিটি হচ্ছে ফসলের খেতে ডানে-বামে ঘুরিয়ে ঘুরিয়ে পোকা ধরার একটি স্থানীয় পদ্ধতি। এই হাতজাল দিয়ে খেত পোকামুক্ত করার পদ্ধতিকে সুইপিং বলে।

পোকার সন্ধানে।
28/08/2025

পোকার সন্ধানে।

এস এ এ ও দের অতন্দ্র জরিপ সম্পর্কে প্রশিক্ষণ।
28/08/2025

এস এ এ ও দের অতন্দ্র জরিপ সম্পর্কে প্রশিক্ষণ।

Address

Sylhet

Telephone

+8801749363391

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষি তথ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কৃষি তথ্য:

Share