Limon Ahmed 9040

Limon Ahmed 9040 � আমি এক মহাপাপী , আমার একমাত্র ভরসা মহান প্রভুর করুণা । তিনি দয়ালু , ক্ষমাশীল

01/08/2024

আবেগ কমাও !'🙂

লাইফে কাকে দরকার,কাকে দরকার নাই সেইটা বুঝতে শিখো!" কে 'প্রায়োরিটি দিচ্ছে,কে দিচ্ছে না সেইটা বুঝতে শিখো'! আগের বোকামির কথা ভেবে লাভ নাই'! মনে 'জি"দ' আনো। তোমাকে ভালো থাকতেই হবে!''🙂🖤ভালো থাকাটা জরুরী 🖤 একা ভালো থাকা শ্রেয়, তবে ভালো থাকার জন্য অন্যের ভালো নষ্ট করার নাম ভালো থাকা নয় ✨

12/07/2024

যে মানুষটা আপনাকে পাওয়ার তিব্র আনন্দে কেঁদে দেয় তারচেয়ে ভালো বধহয় পৃথিবীতে আপনাকে দ্বিতীয় কেউ বাসতে পারবে না!যার চোখের জল পড়েছে আপনার জন্য, সে আর যাইহোক প্রতারক হতে পারে না!

দু'চারদিন ভালোবাসতে সবাই পারে। শুধু পারে না সারাজীবন হাতটা ধরে থাকতে,সারাজীবন ভালোবাসতে। যে মানুষটা সত্যি আপনাকে ভালোবাসবে তাঁর দুইদিনের ভালোবাসা দুই যুগের সমান।

ভালোবাসলে এমন মানুষকে বাসুন। যার পৃথিবীটা আপনাকে ঘিরে। যার চোখের পানির বন্যা বয়ে যায় শুধু আপনার জন্য। যে মানুষটার কল্পনায় আপনি ছাড়া দ্বিতীয় কারও অস্তিত্ব নেই।

যে মানুষটা আপনাকে পাওয়ার জন্য নিজেকে সমাজ- বাস্তবতা ও পরিবারে বিরুদ্ধে যুদ্ধ করে। তাঁর চেয়ে বেশি ভালো পৃথিবীতে আপনাকে কেউ বাসে না! আপনি তারচেয়ে ভালো কাউকে কোনো দিন পাবেন না!

যে মানুষটা হাজারটা বাঁধা বিপত্তি অতিক্রম করে আপনাকে জয় করেছে, তার চোখে আপনাকে পাওয়ার আনন্দের অশ্রু থাকবেই। আপনি সারাজীবন তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসুন, যে তার ভালোবাসার শক্তি দিয়ে আপনাকে জয় করেছে।
copy post ★LA

07/07/2024

কোন মানুষের অবহেলা থেকে বেরিয়ে আসতে সবচেয়ে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কারো প্রতি কোনোরকমের অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে মানুষটাকে ভুলে যাওয়া!

জাস্ট মানুষটা আমার কেউ না ব্যস! তারপর দেখবেন আপনার ভেতর আর কোনো অস্থিরতা নাই। আক্ষেপ নাই। হতাশা নাই! 🖤🥀
★LA

02/07/2024

★স্বল্প পরিচয়ে কাউকে সম্পুর্ন বিশ্বাস করবেন না। তাতে আপনার ক্ষতিটাই বেশি হবে।
★নতুন কে বেশি প্রশংসা করবেন না। তাতে হিতে-বিপরীত হতে পারে।
★আপন জনকে কখনো পর করে দিবেন না। কারন আপনার বিপদে আপনার আপনজনই এগিয়ে আসবে।
★আপনি সুস্থ সবল বলে ভাববেন না যে, সব সময় বিপদ মুক্ত থাকবেন। মাথায় রাখবেন যখন তখন আপনি ও বিপদগ্রস্ত হতে পারেন।
★অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না। বরং তাকে সাহায্য করার চেষ্টা করবেন।
★অপর কে আপন করতে চাইলে আগে নিজের পরিবারকে ভালোবাসতে শিখুন। কারন যে নিজের পরিবারকে ভালোবাসতে জানে না, সে কখনই অপরকে আপন করতে সক্ষম হয় না।
★জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো নেওয়ার আগে একাধিক বার ভেবে নিবেন। হুট করে নিবেন না। তাহলে তার মাশুল সারাজীবন ধরে দিতে হবে।
★যতদূর সম্ভব ক্রোধ কে পরিহার করুন। ক্রোধের কারনেই কিন্তু আমরা মূল্যবান কিছু হারিয়ে ফেলি। ★LA

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Limon Ahmed 9040 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category