29/08/2025
হাসিনার সময়ে সব দোষ করতো অন্যরা, আর হাসিনার ব্যাপারে বক্তব্য ছিল- সে একা কী করবে? গত এক বছরে এই ন্যারেটিভের ধরণের কোন পরিবর্তন হয়নাই। সব দোষ বিএনপির, পতিতদের, পার্শ্ববর্তীদের এর আর এনজিওয়ালাদের। কিন্তু ইউনুস সাহেবের কোন দোষ নাই। উনি একা কী করবেন?
এইযে বিএনপি হাজারে হাজারে বহিষ্কার করার পরেও কেউ কেউ বিএনপিকেই দুষেন, কিন্তু বিএনপি বহিষ্কার করার পর আইনশৃঙ্খলা বাহিনী কী করে? সেই প্রশ্ন ইউনুস সাহেব বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কেউ করেছে কখনও?
আজকে গণঅধিকারের উপর এভাবে নৃশংসভাবে চড়াও হওয়া, এই দায় ইউনুস সাহেবেরও, স্বরাষ্ট্র উপদেষ্টারও। শুধু সেনাবাহিনী আর পুলিশকে দায়ী না করে প্রশ্নটা তাদেরকেও করেন।