A H Naeem

A H Naeem Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A H Naeem, Digital creator, Zindabazar, Sylhet.

29/08/2025

হাসিনার সময়ে সব দোষ করতো অন্যরা, আর হাসিনার ব্যাপারে বক্তব্য ছিল- সে একা কী করবে? গত এক বছরে এই ন্যারেটিভের ধরণের কোন পরিবর্তন হয়নাই। সব দোষ বিএনপির, পতিতদের, পার্শ্ববর্তীদের এর আর এনজিওয়ালাদের। কিন্তু ইউনুস সাহেবের কোন দোষ নাই। উনি একা কী করবেন?

এইযে বিএনপি হাজারে হাজারে বহিষ্কার করার পরেও কেউ কেউ বিএনপিকেই দুষেন, কিন্তু বিএনপি বহিষ্কার করার পর আইনশৃঙ্খলা বাহিনী কী করে? সেই প্রশ্ন ইউনুস সাহেব বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কেউ করেছে কখনও?

আজকে গণঅধিকারের উপর এভাবে নৃশংসভাবে চড়াও হওয়া, এই দায় ইউনুস সাহেবেরও, স্বরাষ্ট্র উপদেষ্টারও। শুধু সেনাবাহিনী আর পুলিশকে দায়ী না করে প্রশ্নটা তাদেরকেও করেন।

জামায়াত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর ফেসবুক পোষ্টে হাসনাত আব্দুল্লাহ'র মন্তব্য
29/08/2025

জামায়াত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর ফেসবুক পোষ্টে হাসনাত আব্দুল্লাহ'র মন্তব্য

কোনো এক দেশে একজন নুডলস বিক্রেতা ছিলো যে নুডলস বানাইতো আর সারাদিন দেশের সরকারের সমালোচনা করতো । ‎‎একদিন এক সাংবাদিক আইসা...
29/08/2025

কোনো এক দেশে একজন নুডলস বিক্রেতা ছিলো যে নুডলস বানাইতো আর সারাদিন দেশের সরকারের সমালোচনা করতো ।

‎একদিন এক সাংবাদিক আইসা জিজ্ঞেস করলো ,

‎— মনে করেন আপনারে একদিনের জন্য প্রধানমন্ত্রী করে দেওয়া হইলো ? কি করতেন ?

‎নুডলস বিক্রেতা হাত উল্টাইয়া বললো ,

‎— একদিনে আর কি করা যায় । নুডলসই বানাইতাম।

‎সাংবাদিক একটু ভেবে বললো ,

‎— আচ্ছা , যদি ৩০ দিনের জন্য প্রধানমন্ত্রী হইতেন!

‎— তাহলে আমি সারাদেশের মানুষের জন্যই নুডলস বানাইতাম।

সাংবাদিক চুপ মেরে গেলেন এবং বুঝলেন , ঢেঁকি স্বর্গে গেলেও ধানই ভাঙে ।

‎আমাদেরও একজন নুডলস বিক্রেতা আছেন ।

‎শেখ হাসিনার প্রশাসন নিয়ে , শেখ হাসিনার সরকার নিয়ে , শেখ হাসিনার আইন নিয়ে তিনি তিনবেলা পোস্ট করতেন । কারণ তখন তার হাতে কোনো ক্ষমতা ছিলো না ।

‎এখনো দেশে অরাজকতা চলে । আইনশৃঙ্খলা বাহিনী কোথাও উচ্ছৃঙ্খল , কোথাও পঙ্গু । বিচার চলে মবগিরিতে ।

এখন তার হাতে ক্ষমতা আছে কিন্তু—

‎এখনো তিনি তিনবেলা পোস্ট-ই করেন শুধু ।

‎কারণ তিনি একজন নুডলস বিক্রেতা!

নবাব আলী আমজদের নাতি সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান বলেন, “আমার পরিবারের পক্ষ থেকে আমরা এই সিদ্ধান্তের নিন্দা জানা...
26/08/2025

নবাব আলী আমজদের নাতি সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান বলেন, “আমার পরিবারের পক্ষ থেকে আমরা এই সিদ্ধান্তের নিন্দা জানাই। এটি আমাদের পরিবারের না, এটি সিলেটবাসীর ঐতিহ্য ও প্রতীক। এখানে নির্মাণ কাজ শুরু করে সমগ্র সিলেটবাসীর অনুভূতিতে আঘাত করেছে। আমি কর্তৃপক্ষকে এই নির্মাণ বন্ধের দাবি জানাই।”

সিলেটে কি জায়গার অভাব পড়েছে প্রশ্ন ছুড়ে তিনি বলেন, “এটি করা হচ্ছে ঘড়িটি আড়াল করতে। সিলেটের ঐতিহ্যকে আড়াল করতে এটি করা হচ্ছে।”

শেষ হাসিনা সারাজীবন শাড়ীর নিচে করে জুতা সেন্ডেল পায়ে দিয়ে বুদ্ধিজীবি স্মৃতিসৌধে ফুল দিলো, হামিদ চাচাও একই কাজ করলো তাতে ...
14/12/2024

শেষ হাসিনা সারাজীবন শাড়ীর নিচে করে জুতা সেন্ডেল পায়ে দিয়ে বুদ্ধিজীবি স্মৃতিসৌধে ফুল দিলো, হামিদ চাচাও একই কাজ করলো তাতে আফসোস লীগের কোনো সমস্যা হইলো না। যত দোষ ইউনুস সরকারের।

১২ ই ডিসেম্বর কুলাউড়া উপজেলা,পৌর বিএনপির ঐতিহাসিক কর্মীসভা.......সফল হোক🌾🌾🌾🌾
12/12/2024

১২ ই ডিসেম্বর কুলাউড়া উপজেলা,পৌর বিএনপির ঐতিহাসিক কর্মীসভা.......
সফল হোক🌾🌾🌾🌾

11/12/2024

স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের ১৮ কোটি মানুষ শহীদ হতে প্রস্তুত, তবুও ভারতের কাছে মাথা নত করব না
বাংলাদেশের মানুষ অনেক রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছে ভারতের দাদাগিরি মেনে নেওয়ার জন্য নয়।
বাংলাদেশ জিন্দাবাদ।

11/12/2024

দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলার সময় গর্তে ছিলো। এখন জয় বাংলা বলতে গর্ত থেকে বের হইছে।

বাংলাদেশ জিন্দাবাদ 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

Address

Zindabazar
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when A H Naeem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share