Shohel Zaman

Shohel Zaman we are proudly say
We are sylhety Life iz nothing without mother...!

একটি দল যেখানে জাকির হাসান, জাকের আলী, তানজিম সাকিবদের মতন তরুণ ব্যাটার ছিলো, আবার রিস টপলি, রাকিম কর্ণওয়াল, জর্জ মান্সি...
11/02/2025

একটি দল যেখানে জাকির হাসান, জাকের আলী, তানজিম সাকিবদের মতন তরুণ ব্যাটার ছিলো, আবার রিস টপলি, রাকিম কর্ণওয়াল, জর্জ মান্সি, পল স্টার্লিং, এরন জোন্সদের মতন বড় বিদেশী ছিলো, তারা আর যাই করুক টেবিলের ৭ নম্বরেতো থাকবে না তাইতো? Well, ক্রিকেট সম্ভবত এতটাও সোজা না। কারণ আজ সেই দলই টেবিলের ৭ নম্বরে আছে। কিন্তু এমন পতনটা এই দলের হলো কিভাবে? কোন মিস ম্যানেজমেন্টের কারণে এই পতনটা হলো?

সেটা বুঝতে প্রথমে চলুন ড্রাফটে যাই। তাদের ড্রাফটে নেওয়া দেশী ক্রিকেটারগুলো ঠিক এমন।

Set 1: Rony Talukdar, Mashrafe Bin Mortaza
Set 2: Al Amin Hossain, Arafat Sunny
Set 3: Ruyel Miah, Ariful Haque
Set 4: Nihad Uz Zaman, Nahidul Islam

এটা বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের প্লেয়ার্স ড্রাফট থেকে নেওয়া দেশী ক্রিকেটার। এরমধ্যে মাশরাফি বিপিএলে খেলতেই পারে নাই, অন্যদিকে আরাফাত সানীকে চিটাগাং নিয়ে গেছে। তাদের রিপ্লেসে এসেছে সুমন খান আর টিপু সুলতান। এবং ড্রাফটের পর দলে এসেছেন জাওয়াদ আবরার এবং সাজ্জাদুল হক রিপন।

এখন প্রত্যেক সেট দেখুন আর ভাবুন, তারা কি বেটার প্লেয়ার নিতে পারতো না? যেমন সেট ২ এর সময় ধরুন। আল আমিন হোসেনের জায়গায় এবাদত হোসেন। এবাদতকে যেখানে বরিশাল নিয়েছে সেট ৩ এর প্রথম কলে। আবার আরিফুল হকের জায়গায় নাঈম হাসান, রিশাদ হোসেন, শাহাদাত হোসেন দিপু, আকবর আলী এমন অনেক নামই ছিলো যারা আরিফুলের থেকে ভালো চয়েজ হতো।

সিলেটের ড্রাফটের প্রথম কলই ছিলো রনি তালুকদার। যদিও রনি তালুকদার বিপিএলের জন্য ভালো নাম, কিন্তু ২০২৪ এর ফর্ম আর ঘরোয়াতে রনির যা ফর্ম ছিলো তাতে রনি তালুকদারকে প্রথম কলেই কোনো দল নিবে সেটা ভাবাও হাস্যকর। যেখানে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখরা ছিলো। এমনকি তারা মাহমুদুল্লাহ রিয়াদকেও সেই সময় অনেকটা ইগনোর করেছিলো। কিন্তু রনি তালুকদারের স্থলে মাহমুদউল্লাহ রিয়াদ থাকলে কি আজ সিলেট ক্যাপ্টেন্সি সংকটে পড়তো?

ক্যাপ্টেন্সিতে যেখানে অন্যান্য ফ্রাঞ্চাইজি নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, তামিম ইকবাল, মিথুন আলী কিংবা মেহেদী মিরাজের মতন প্রসিদ্ধ কাউকে নিয়েছিলো, সেখানে সিলেট ক্যাপ্টেন্সি দেয় আরিফুল হককে। পারা যেতো না এই দায়িত্ব জাকির হাসান বা জাকের আলীর মতন কাউকে দিতে? আরিফুল নিজেও ক্যাপ্টেন্সি বা বল-ব্যাট হাতে কিছুই করতে পারেনি তেমন। অথচ সে দিনের পর দিন ক্যাপ্টেন্সিতে অটো চয়েজ হিসাবে খেলে গেছে। অথচ এই দায়িত্বটা তরুণ কাউকে দিলে ব্যাপারটাই অন্যরকম হতো।

সবচাইতে বড় যে সমস্যা এই দলের ছিলো সেটি হলো পরিপূর্ণ মিডিল অর্ডার ব্যাটার না থাকা। তারা ওপেনার আর ফিনিসার কেনাতে এত ব্যস্ত হয়ে গিয়েছে যে মিডিল অর্ডারেও কাউকে হাল ধরতে হয় সেটা হয়ত ভুলেই গিয়েছে। ফলে এই দলের একবার উইকেট পড়া শুরু করলে সেটা থামানো অনেকটাই কঠিন হয়ে যেতো।

হয়তবা এই দলটা ভালোই করতো, হয়তোবা ভূলগুলো শুধরানো যেতো। মাঝে হওয়া এনসিএল টি২০তে ভালো করা কয়েকটা ক্রিকেটারকে দলে ভেড়াতেই পারতো সিলেট ম্যানেজমেন্ট। কিন্তু ওভার কনফিডেন্স একপ্রকার শেষই করে দিয়েছে। সাথে মাঠের বাইরের কান্ডতো আছেই। সব মিলিয়ে এই দল সিলেটবাসীকে হতাশাই দিয়েছে।

এই দলটা হয়ত আমাদের দেখিয়ে দিয়েছে, চকচক করিলেই সোনা হয় না। অন্যদের সাথে তুলনা করলে অন্তত সুপার ফোর যাবার দাবিদার ছিলো এই দল। কিন্তু একের পর এক ভূলের কারণে এই দল শুধু তলানীতেই গিয়েছে। রাজশাহীর বিদেশীদের সাথে তুলনা করলে অনেক এগিয়েই ছিলো তারা। তবে আজ রাজশাহী কোথায়, আর সিলেট কোথায়? হয়ত সিলেট একটা শিক্ষা বিপিএলের জন্য।

#সংগৃহিত

06/02/2025

February 💔

01/02/2025

♥️💔😅

30/01/2025

Le Single me 💔

30/01/2025

একদম সত্যি কথা 💔

29/01/2025

কি করলাম জীবনে?? 😅😅💔

(আগেই বলে রাখি কেউ এংরি রিয়্যাক্ট দিবেন না) ছবির দুজনকে সহজ সরল মনে হচ্ছে না? একজন আবার মুখে দাঁড়িও রাখছে৷ এরা কি করে জ...
22/01/2025

(আগেই বলে রাখি কেউ এংরি রিয়্যাক্ট দিবেন না) ছবির দুজনকে সহজ সরল মনে হচ্ছে না? একজন আবার মুখে দাঁড়িও রাখছে৷ এরা কি করে জানেন! এক ব্যাগ র!ক্ত কিনে তারপর সেটার সাথে স্যালাইন মিশিয়ে আরো তিন ব্যাগ বানিয়ে বিক্রি করে৷ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহে৷

জাস্ট চিন্তা করেন! আপনার পরিবারের কারো জন্যে জরুরী ব্লা!ড নিলেন৷ কিন্তু পরে দেখলেন উনাকে বাঁচাতে পারলেন না! পারবেন বা কেমনে ওটাতো আসলে ব্লা!ডই ছিলো না৷ জি এমন একটা দেশেই আমরা বাস করি..! 🙂

একের বোঝা! দশের লাঠি! ১ কোটি মানুষ যদি ১০ টাকা করে অনুদান দেন ১০  কোটি টাকা হয়ে যায় । Can you imagine this! 😯.বন্যায় ম...
23/08/2024

একের বোঝা!
দশের লাঠি!
১ কোটি মানুষ যদি ১০ টাকা করে অনুদান দেন ১০ কোটি টাকা হয়ে যায় । Can you imagine this! 😯.

বন্যায় মানুষের পাশে দাড়াতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে অনুদান দিতে পারেন।
এর থেকে ভরসার মাধ্যম খুব বেশি একটা পাবেন না। আপনার অনুদান সঠিক মানুষের হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

অথবা যার যাকে বিশ্বাস তার কাছে পাঠিয়ে দেন৷ দেশের এই বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাড়ান।

With Asif Mahmud – I just got recognized as one of their rising fans! 🎉
12/08/2024

With Asif Mahmud – I just got recognized as one of their rising fans! 🎉

09/08/2024

বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি-
বর্তমান বাজার এর জিনিস পত্রের যা দাম এতে করে সাধারণ মানুষ না খেয়ে মারা যাবে৷

যে জিনিস ঢাকার বাজারে দাম ৪০-৫০ টাকা৷
সেই জিনিস স্থানীয় বাজার গুলোতে দাম ৮০-৯০ টাকা।

তাই আমি একজন সাধারণ জনগণ হিসেবে আহবান করছি - বর্তমান সরকারের এই স্থানীয় বাজার গুলো তদারকি করা খুব প্রয়োজন।

06/08/2024

- কোথাও কোনো সংখ্যালগুদের উপর হামলা হয় নাই। তাদের কোনো কিছুতেই কোনো ভাংচুর এর ঘটনা ঘটে নাই। সারা রাত আমাদের ভাইয়েরা তাদের পাহারায় ছিলো। অযথা গুজবে কান না দিয়ে সতর্ক থাকুন৷

গুজব পরিহার করুন
সত্য প্রচার করুন!

06/08/2024

রাজধানীর বাড্ডা থানায় আসলে কি ঘটনা ঘটেছিলো!

শুনেন-

রাজধানীর বাড্ডা থানায় প্রায় ১০০ পুলিশ আটকা পড়ে,জনতার ভয়ে এরা থানার ভিতরেই ছিলো।গভীর রাত হওয়ার পরে থানা থেকে বের হয়, এসময় রাস্তায় মানুষজন তাদেরকে অস্ত্র হাতে ও কিছু পুলিশ সদস্য সিভিলিয়ান ছিলো! লুকজন ভয় পেয়ে পেয়ে ইট পাটকেল নিক্ষেপ করে, তাই তারা এলোপাতাড়ি গুলি করতে করতে সেনাবাহিনীর কাছে গিয়ে আত্নসমর্পণ করে। সেনাবাহিনী তাদেরকে নিরস্ত্র করে গ্রেফতার করেছে। এই পুলিশের গুলিতে বাড্ডায় কিছু হতাহত ও হয়েছে।

ইন্ডিয়ার 'র' নিয়ে ফেসবুকে যে আতংক ছড়িয়েছে,এগুলো গুজব। গুজবে কান না দিয়ে সতর্ক থাকুন। দয়া করে কিছু দেখেই শেয়ার করার আগে ভালো করে যাচাই বাচাই করুন।

Address

Sylhet
3100

Telephone

+8801890415743

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shohel Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shohel Zaman:

Share