Jawa Bazarer Dak

Jawa Bazarer Dak An online news portal for Sylhet Division

ছাতক-আন্ধারীগাঁও ভায়া সুনামগঞ্জ সড়ক।সুরমা নদী ভাঙনে হুমকিতে নির্মাণাধীন সড়ক-ব্রীজ।ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের ...
26/07/2025

ছাতক-আন্ধারীগাঁও ভায়া সুনামগঞ্জ সড়ক।

সুরমা নদী ভাঙনে হুমকিতে নির্মাণাধীন সড়ক-ব্রীজ।

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর ভাঙ্গনের কবলে বড় রকমের ঝুঁকিতে পড়েছে ছাতক-আন্ধারীগাঁও ভায়া সুনামগঞ্জ সড়ক। চলতি বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের প্রবল স্রোতের পানিতে একটি ব্রীজ ও সড়কের বেশ কিছু অংশ ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। যে কারনে সড়ক পথের যোগাযোগ বন্ধ হওয়ার আশংকা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সংশ্লিষ্ট ঠিকাদার এই সড়কের চলমান নির্মাণ কাজে অনিয়মের কারনেই সড়ক ও ব্রীজ হুমকির এখন মুখে। তবে উপজেলা স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) কর্তৃপক্ষ বলছে, ঠিকাদারের টেকসই কাজ সম্পন্ন করতে নিয়মিতই মনিটরিং করা হচ্ছে। সড়কটি রক্ষায় দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ছাতক সদর ইউনিয়নের আওতাধীন সুরমা নদীর তীর ঘেষে ছাতক-আন্ধারীগাঁও ভায়া সুনামগঞ্জ সড়কের অবস্থান।
গত ২০২২ইং সালের স্বরণকালের ভয়াবহ বন্যায় গ্রামীন এই সড়কটির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ (এলজিইডি) আওতাধীন সম্প্রতি এই সড়কের ছাতক অংশে প্রায় সাড়ে ৭ কিলোমিটার রাস্তা সংস্কারে জন্য ৮ কোটি ৮৩ লাখ টাকা ব্যায়ে কিশোর গঞ্জ জেলার ভৈরবের মেসার্স মমিনুল হক এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারী প্রতিষ্টানকে গত বছরের আগষ্ট মাসে কার্যাদেশ দেওয়া হয়। গত ১ সেপ্টেম্বর সড়কাটি সংস্কার কাজ শুরু করা হয়। এ কাজের মেয়াদ চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত। এরই মধ্যে সংস্কার কাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্টান।
তবে সড়ক মেরামত কাজ চলমান থাকা অবস্থায় দেখা দেয় নদী ভাঙ্গন। কাজের শুরুতেই স্থানীয় লোকজন নানা অনিময়ের অভিযোগ করলেও ঠিকাদার এসব অভিযোগ আমলে না নিয়ে নিজের ইচ্ছে মতোই কাজ সম্পন্ন করেছেন। নিম্ম মানের এমন কাজের জন্য উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগকে দায়ী করেছেন এলাকার অনেকেই।
সরজমিনে ভাঙন এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের মল্লিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মাজারের পাশে শুরু হয়েছে সুরমা নদী ভাঙ্গন। যা গত কয়েক দিনে ধরে ভাঙ্গনের মাত্রা বেড়ে যাওয়ার ফলে সড়কের পাকা পর্যন্ত এসে গেছে। সংশ্লিষ্ট ঠিকাদার এখানে বালুর বস্তা দিয়ে দায়সারা কাজ সম্পন্ন করেছে। এরই মধ্যে বেশ কিছু বালুর বস্তা গুলো নদী গর্ভে চলে যাচ্ছে। নতুন সংস্কার কাজের বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হয়েছে এবং ধসে যাচ্ছে।
এছাড়াও সড়কের মাছুখালী ব্রীজের এপ্রোচের পশ্চিমাংশ ভেঙ্গে মাটি সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। স্থানীয় লোকজন এখানে গাড়ি চলাচলে সতর্কতার জন্য বাঁশ বেঁধে রখেছেন। ব্রীজটি বর্তমানে যে অবস্থায় রয়েছে, ভাঙনের মাত্রা বেড়ে গেলে সড়কটি ভেঙ্গে সুরমা নদীতে বিলীন হয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। যে কারনে এ সড়কের মল্লিকপুর ও মাছুখালী অংশের নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরী প্রয়োজন।

ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা রমজান আলী ও নোয়াব আলী বলেন, ঠিকাদার কাজের শুরুতেই নানা অনিয়ম করেছে। ঠিকাদার নদীর তীরে কিছু বস্তা দিয়েছিল, দুদিন পরই বস্তা গুলো নদীতে চলে গেছে। এবিষয়ে অভিযোগ করেও কোন লাভ হয়নি। এ রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্তমানে অনেকটাই ঝুঁকিপূর্ণ যে সময় বড় দূর্ঘটনা ঘটতে পারে।

মাছুখালী এলাকার বাসিন্দা মো.সমুজ আলী বলেন, মল্লিকপুর মাছুখালীর মাঝখানে যে ব্রীজটি রয়েছে, এটি এখন মারাত্নক ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।
দূর্ঘটনা এড়াতে স্থানীয়রা ব্রীজের পশ্চিম পাড়ে বাঁশ বেঁধে রেখেছেন। এ সড়ক রক্ষায় দ্রুত নদী ভাঙন রোধ করার বিকল্প নেই।

অনিয়মের বিষয়ে জানতে চালে ঠিকাদারি প্রতিষ্টানের প্রতিনিধি সালেক মিয়া কাজের অনিয়মের বিষয় গুলো অস্বীকার করে বলেন, সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নদী ভাঙনের বিষয়টি কাজ আমাদের নয়, এটি পানি উন্নয়ন বোর্ড দেখবে।

ছাতক উপজেলা স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) প্রকৌশলী মো.রফিকুল ইসলাম বলেন, সড়কের মল্লিকপুর ও মাছুখালী ঝুকিপূর্ণ অংশ পরির্শন করা হয়েছে। এবিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে সড়কটি নদী ভাঙ্গন থেকে রক্ষায় অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জন্য চিঠি দেয়া হয়েছে।

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর দালান বাড়ি নিবাসী চানপুর হাফিজিয়া ইসলামিয়া ...
25/07/2025

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর দালান বাড়ি নিবাসী চানপুর হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব মাওলানা শামছুল ইসলাম সাহেবের মাতা, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আমার দেশ পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন এর দাদী আজ সকাল সাড়ে আট ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাযার নামাজ আজ আসরের নামাজের পর চাঁনপুর হাফিজিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে।

জানাযায় সকলের উপস্থিতি ও দোয়া কামনা করি।

মহান আল্লাহ যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান
করেন।
আমিন

24/07/2025

ছাতক -দোয়ারাবাজার সুনামগঞ্জ -৫ আসনে আনুষ্ঠানিক ভাবে মুফতি লুৎফুর রহমান বিননূরীকে জমিয়তের প্রার্থী ঘোষণা।

দোয়ারাবাজারের সোনাপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে কবির আহমদ নিহত ডাক ডেস্কঃ দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর...
23/07/2025

দোয়ারাবাজারের সোনাপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে কবির আহমদ নিহত

ডাক ডেস্কঃ

দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সং*ঘর্ষে একজন নি*হত হয়েছেন। নি*হ*ত ব্যক্তির নাম কবির উদ্দিন (৪৫), তিনি ওই গ্রামের নুর আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৩ জুলাই) সকালে গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সং*ঘ*র্ষের ঘটনা ঘটে। সং*ঘ*র্ষে দেশীয় অ*স্ত্রের আঘাতে কবির উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি ঘটনাস্থলের পাশেই মারা যান।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন,তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিস্তারিত তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাতক -দোয়ারাবাজার সুনামগঞ্জ -৫ আসনে আনুষ্ঠানিক ভাবে মুফতি লুৎফুর রহমান বিননূরীকে জমিয়তের প্রার্থী ঘোষণা ছাতক (সুনামগঞ্জ...
22/07/2025

ছাতক -দোয়ারাবাজার সুনামগঞ্জ -৫ আসনে আনুষ্ঠানিক ভাবে মুফতি লুৎফুর রহমান বিননূরীকে জমিয়তের প্রার্থী ঘোষণা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক নতুন রাজনৈতিক বার্তা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আলেমে দ্বীন, শিক্ষানুরাগী ও সমাজসেবক, কারানির্যাতিত মাজলুম জননেতা মুফতি লুৎফুর রহমান বিননূরী-এর নাম।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫), ছাতক পৌর শহরের মোড়ল কমিউনিটি সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হয়।

ছাতক উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা শামসুল ইসলাম সাহেবের সভাপতিত্ব ও ছাতক উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ সাইদুর রহমান ও দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যবুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা জমিয়তের সম্মানিত উপদেষ্টা মাওলানা শায়খ আব্দুস সুবহান পাঁইগাও, দোয়ারাবাজার উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা সাজিদুর রহমান আমবাড়ী, মাওলানা আবুল ফজল আমবাড়ী, সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, মাওলানা শাহ আহমদ মাদানী, ওমান কেন্দ্রীয় জমিয়ত নেতা মাওলানা মুহাম্মদ উল্লাহ আল-হাসান।

এসময়, বক্তব্য রাখেন- ছাতক উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ, দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, ছাতক উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা গৌছ উদ্দিন ছাতক উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক এইচ এম জিয়াউর রহমান, দোয়ারাবাজার উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল গফুর রায়হান, ছাতক উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।

সভায় দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হামিদ ছাতক উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা জামিলুর রহমান চৌধুরী, সহ সভাপতি মাওলানা আজিজুর রহমান, সহ সভাপতি মাওলানা ফখরুল ইসলাম সহ সভাপতি মাওলানা সাইদুজ্জামান আল হায়দর সহ সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন শ্রমিক জমিয়ত ছাতক উপজেলার সভাপতি মুফতি আসহাদুল হক নসিরী, যুব জমিয়ত ছাতক উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলীল, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা নেজামুল আলম, মাওলানা নুরুজ্জামান, মাওলানা জসিম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক আকমল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুজ্জামান, প্রচার সম্পাদক মোঃসিরাজুল ইসলাম,কোষাধ্যক্ষ মাওলানা শিব্বির আহমদ, দোয়ারা উপজেলা জমিয়ত নেতা, মাওলানা এহতাশামুল হক সদস্য মাওলানা মিজানুর, যুবনেতা শাহ তাহমিদ উস সালাম ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ফররুখ নূরী, সাংগঠনিক হাবিবুর রহমান, আব্দুল হামিদ প্রমূখ।দোয়ারা ও ছাতক উপজেলার উপজেলার শীর্ষ স্থানীয় আলেম, দলীয় রাজনৈতিক কর্মীগন উপস্থিত ছিলেন-

সভার একপর্যায়ে সর্বসম্মতিক্রমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসন এর জন্য মুফতি লুৎফুর রহমান বিননূীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন ছাতক উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আব্দুস সুবহান পাইগাঁও হুজুর।

সভায় বক্তারা বলেন, মুফতি লুৎফুর রহমান বিননূরী এমন একজন ব্যতিক্রমধর্মী নেতা, যিনি দ্বীন, শিক্ষা ও জনসেবার মিশেল ঘটিয়ে এক নতুন আদর্শের ধারক। এই জনপদের জন্য আশার আলো হয়ে উঠবেন তিনি।
বক্তারা আরো বলেন, সুনামগঞ্জ-৫ এর জনগণ বহুদিন ধরে আদর্শিক নেতৃত্বের অভাব অনুভব করছে। আশা করি লুৎফুর রহমান বিননূরী তার ব্যক্তিত্ব, জ্ঞান ও জনসম্পৃক্ততা দিয়ে তা পূরণে সক্ষম হবেন।

এসময়, জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারীদের স্মরণে বক্তব্য দিতে গিয়ে সভায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে শহীদদের মাগফিরাত কামনায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা শামসুল ইসলাম।

পরিশেষে ছাতক উপজেলা জমিয়তের সভাপতির সংক্ষিপ্ত নসিহত ও দোয়ার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

22/07/2025
22/07/2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে
সুনামগঞ্জ -৫ ( ছাতক-দোয়ারা ) আসনে
জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী ঘোষণা ও আলোচনা সভা
ছাতক ( মড়ল কমিউনিটি সেন্টার ) থেকে সরাসরি লাইভ ...........

ছাতক উপজেলার ১৩ টি  ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি ডাক ডেস্কঃ ছাতক উপজেলার ১৩ ইউনিয়নে বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা ...
21/07/2025

ছাতক উপজেলার ১৩ টি ইউনিয়নে
বিএনপির আহবায়ক কমিটি

ডাক ডেস্কঃ

ছাতক উপজেলার ১৩ ইউনিয়নে বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক
মাষ্টার ফজলুল করিম বকুল স্বাক্ষরিত দলীয় প্যাডে এসব কমিটি ঘোষণা করা হয়েছে।উপজেলার সকল ইউনিয়নেই ১১ সদস্য বিশিষ্ট করে আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

নোয়ারাই ইউনিয়নঃ
আহবায়ক মো.ইন্তাজ আলী,যুগ্ম আহবায়ক মো. আনোয়ার হোসেন,সদস্য মো.সাইদুর রহমান,.আবু ইউসুফ তালুকদার,
মো. নুরুল আমিন,মো.আব্দুস সালাম, মো. আব্দুল কাইয়ুম,
মো. নুর মিয়া,মো. আজাদ মিয়া তালুকদার, মো. মোস্তাব আলী,ইকবাল হোসেন মাস্টার।

কালারুকা ইউনিয়নঃ
আহবায়ক মো. সাজ্জাদুর রহমান,যুগ্ম আহবায়ক লুৎফুর
রহমান মানিক,মো.মানিক মিয়া,শাহজাহান চৌধুরী আব্দুল্লা,
মিজানুর রহমান আমরু,আরশ আলী মেম্বার,হাজী কদরুল
ইসলাম,সালেহ আহমেদ মেম্বার,মকবুল হোসেন, মো.সফিক মিয়া, মো. উকিল আলী।

উত্তর খুরমা ইউনিয়নঃ
আহবায়ক আজিজুর রহমান, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন
সদস্য মো. আবু নছর,মো. আব্দুল আলিম,সফজুল আলী,
মো. নুরুল ইসলাম,মো.এখলাসুর রহমান,মো. সুন্দর আলী
আংগুর,মো.ফয়জুল হক,আব্দুল ওদুদ মির্জা,চেরাগ আলী।

দক্ষিণ খুরমা ইউনিয়নঃ
আহবায়ক শামীম আলম নোমান,যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর
আলম,সদস্য আজিজুর রহমান,আতিকুর রহমান তালুকদার
কাজী ইসলাম উদ্দিন,লুৎফুর রহমান,মুহিবুর রহমান মেম্বার
মো.রাকিব আলী মো.আব্দুল খালিক, আলী হোসেন মানিক,
মো. সুজন মিয়া।

ছাতক সদর ইউনিয়নঃ
আহবায়ক জাহেদুল ইসলাম আবাব, যুগ্ম আহবায়ক কবির আহমদ মধু,সদস্য মো. কুতুব উদ্দিন, মা. ইয়াকুব আলী,
মো নুরুল হক,মো.আব্দুল আমিন.মোহাম্মদ তাজুল ইসলাম তালুকদার,মো মানিক মিয়া,খায়রুল ইসলাম,হেলাল আহমদ
মো. নুর উদ্দিন।

গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নঃ
আহবায়ক মো.আব্দুল হক, যুগ্ম আহবায়ক মো. সামসুল হক
মেম্বার,মো. নুরুল হক,মো.সাদিকুর রহমান, মুহিবুল ইসলাম
শান্তি মিয়া,মো. আমিন উদ্দিন, মো. আব্দুল হাই লিপু, মো. বুরহান উদ্দিন সুরত,ফিরোজ মিয়া ফটিক,মোহাম্মদ সাদিক, মো. নুরুল হাসান মটন।

চরমহল্লা ইউনিয়নঃ
আহবায়ক মো.হুসিয়ার আলী,যুগ্ম আহবায়ক মো.ইলিয়াস আহমেদ, সদস্য মো আবুল কালাম,মো. ছালিক মিয়া,মো. রমজান উদ্দিন,মো.আবুল লেইছ,সৈয়দুর রহমান,দিলোয়ার
হোসেন, আব্দুল মতিন,আনোয়ার আলী,মো. নুরুজ্জামান।

সিংচাপইড় ইউনিয়নঃ
আহবায়ক মো. ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহজাহান,সদস্য হাজী লিয়াছ উদ্দিন, মো.সায়েম আহমদ.
আব্দুল হামিদ,শেখ ফরহাদ আহমদ গাজী মিল্টন, মাসুক মিয়া,আজাদ রব্বানী,আজিজুর রহমান,মো কুতুবুর রহমান,
সৈয়দ মিজানুর রহমান।

দোলারবাজার ইউনিয়নঃ
আহবায়ক আনোয়ার হোসেন ময়না,যুগ্ম আহবায়ক মো. নুরুল হক, সদস্য মুশফিকুর রহমান,ফখর উদ্দিন,সাদিকুর
রহমান, ক্বারী আছকির আলী,মো. ওসমান আলী, মোহাম্মদ
সুন্দর আলী,মো আলী হোসেন,নিজাম উদ্দিন, মাওলানা নিয়ামত উল্লাহ।

জাউয়াবাজার ইউনিয়নঃ
আহবায়ক মো.আলা উদ্দিন,যুগ্ম আহবায়ক মো. কামাল উদ্দিন,সদস্য আনোয়ার হোসেন সাগর,সেলিম আহমেদ,
আব্দুর রশিদ, আব্দুস সালাম,কাজী সায়াদ,আব্দুল মুক্তাদির
আলমগীর মো.গিয়াস উদ্দিন, এস এম মাহমুদ মেম্বার, মো.
আব্দুর রফিক ভুট্টু।

ভাতগাঁও ইউনিয়নঃ
আহবায়ক এস এম ছমরু মিয়া,যুগ্ম আহবায়ক মো. সোনা মিয়া,সদস্য মো. আনোয়ার খান,মো.গোলাম রব্বানী,মো.
সিরাজুল ইসলাম দোলন,মো.ছায়াদ মিয়া,মো.মনির উদ্দিন,
মো.কয়েছ মিয়া,মো.ফটিক আহমেদ,আব্দুল মুকিত,সোহেল
আহমেদ।

ছৈলা-আফজলাবাদ ইউনিয়নঃ
আহবায়ক আব্দুর রউফ মাষ্টার,যুগ্ম আহবায়ক মো. আবাব
মিয়া,সদস্য শেখ আপ্তাব আলী,দিল হোসেন মেম্বার, আব্দুস শহীদ, জিল্লুর রহমান মানিক,মো.নজির আহমদ,মো.আফলু
মিয়া,দবির মিয়া,সালেহ আহমেদ,মো. লাল মিয়া।

ইসলামপুর ইউনিয়নঃ
আহবায়ক হাজী আব্দুস সামাদ,যুগ্ম আহবায়ক হাজী মো. আশিদ আলী, সদস্য তৈয়বুর রহমান, বাবুল মিয়া মেম্বার
(বড় বাবুল ),মো.আনোয়ার হোসেন,নেছার আলী,আব্দুল
হান্নান,বাবুল মিয়া মেম্বার (ছোট বাবুল),মো.কামরুল ইসলাম
মো.হেলাল উদ্দিন ও মাওলানা সিরাজুল ইসলাম। # #

সিলেটের বিশ্বনাথের আমতৈল বাজারের ধলিপাড় গ্রামের তাহমিদ আলম কে খুঁ*জছে পরিবার। সে কুচাই মাদ্রাসায় পড়াশোনা করতো।যদি তার স...
18/07/2025

সিলেটের বিশ্বনাথের আমতৈল বাজারের ধলিপাড় গ্রামের তাহমিদ আলম কে খুঁ*জছে পরিবার।
সে কুচাই মাদ্রাসায় পড়াশোনা করতো।
যদি তার সন্ধান পেয়ে থাকেন অনুগ্রহ করে নিচের নাম্বারে যোগাযোগ করুন

মোবাইল : ০১৭২৬৬০২৯৪৪, ০১৭২৭৬৯৯৪৯১

18/07/2025

জাউয়া বাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মি সভা।

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র দের মধ্যে খাদ্য বিতরণ।সুনামগঞ্জের ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্...
18/07/2025

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র দের মধ্যে খাদ্য বিতরণ।

সুনামগঞ্জের ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র ও জাবা কোরআনিক গার্ডেনের শিক্ষার্থীদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ জাবা মেডিকেল সেন্টারের সামনে অসহায় দরিদ্র দের মধ্যে খাদ্য বিতরণ করেন ।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
ছাতক - দোয়ারা আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী,
জাবা মেডিকেলর সত্তাধীকারী ও জাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

এছাড়া জাবা কোরআনিক গার্ডেনের শিক্ষার্থীদের মধ্যে ও খাদ্য বিতরণ করা হয়। খাদ্য বিতরণ কালে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন অসহায় দরিদ্র মানুষের অনুভূতিকে কাজে লাগিয়ে অনেকেই নানা সুযোগ সুবিধা গ্রহন করে থাকেন। কিন্তু এদের খোঁজ খবর কেউ নেয়না।মূলত অনাহারীর মূখে খাবার তোলে দেওয়াই হচ্ছে মানব কল্যাণের অংশ। আসুন আমরা সকলেই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই।আমাদের আয়ের কিছু অংশ তাদের প্রয়োজনে বিলিয়ে দেই।তবেই সমাজে নিজের দায় কিছুটা হলেও মুক্তি পায়ওয়া যাবে।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Jawa Bazarer Dak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jawa Bazarer Dak:

Share