Jawa Bazarer Dak

Jawa Bazarer Dak An online news portal for Sylhet Division

01/11/2025

আপনার শিশুর জন্য টাইফয়েড ভ্যাক্সিন কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে বিস্তারিত কথা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন।।

ছাতকের সীমান্তবর্তী ছনবাড়ী এলাকায়  বিজিবির অভিযানে বিদেশী রিভলবার ও বিস্ফোরক উদ্ধারছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের...
31/10/2025

ছাতকের সীমান্তবর্তী ছনবাড়ী এলাকায় বিজিবির অভিযানে বিদেশী রিভলবার ও বিস্ফোরক উদ্ধার

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশী রিভলবার, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখ রাতে ছাতক উপজেলার ছনবাড়ী বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে সন্দেহজনক অস্ত্র চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩১ অক্টোবর রাত আনুমানিক ২ ঘটিকার দিকে ছনবাড়ী বাজারের নিকটবর্তী একটি বালুর স্তুপের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলবার, ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এবং দুটি ডেটোনেটর উদ্ধার করা হয়।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক এই অভিযানে অবৈধ বিদেশী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার সম্ভব হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।

আগামী ১ নভেম্বর ২০২৫ ইং শনিবার থেকে মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেট -এ নিয়মিত রোগী দেখবেনমেডিসিন বিশেষজ্ঞডা. মোহাম্...
30/10/2025

আগামী ১ নভেম্বর ২০২৫ ইং শনিবার থেকে মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেট -এ নিয়মিত রোগী দেখবেন

মেডিসিন বিশেষজ্ঞ
ডা. মোহাম্মদ মোজাহারুল ইসলাম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমআরসিপি (লন্ডন), এমআরসিপি (গ্লাসগো), এমআরসিপি (এডিনবার্গ)
কনসালটেন্ট, মেডিসিন বিভাগ
সুনামগঞ্জ মেডিকেল কলেজ

রোগী দেখার সময়: শনি, মঙ্গল ও বৃহস্পতিবার (বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিট)
সিরিয়ালের জন্য: 09610848484, 01707-079717

তারেক রহমানের যে বক্তব্যে মনোনয়নপ্রত্যাশীদের  আবেগাপ্লুত করে তুললো!চোখে পানি এলো অনেকের!দশ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত...
28/10/2025

তারেক রহমানের যে বক্তব্যে মনোনয়ন
প্রত্যাশীদের আবেগাপ্লুত করে তুললো!
চোখে পানি এলো অনেকের!

দশ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় শেষ করেছে বিএনপি। সোমবার রাতে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময়ের মধ্য দিয়ে তা শেষ হয়। এই মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগঘন বক্তব্যে অশ্রুসিক্ত হন মনোনয়ন প্রত্যাশীরা।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘আমার মাও মৃত্যুর মুখোমুখি ছিল। ইচ্ছে করলে মাকে আমি নিয়ে আসতে পারতাম। কিন্তু মাও তো আসেনি আপনাদেরকে ছেড়ে। ৬ বার সে মৃত্যুর মুখোমুখি হয়েছে। মৃত্যুর মুখোমুখি সত্ত্বেও মা আপনাদের ছেড়ে আসেননি। সেই মাকে সামনে রেখে আপনারা এক থাকবেন। যিনি আপনাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন। যে মাকে আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু সেই মা-ই আপনাদের ছেড়ে আসেননি।’

‘যে মা তার চল্লিশ বছরের বাড়ি হারিয়েছে। শেখ হাসিনা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। যে মা তার সন্তানকে হারিয়েছে। মা বুঝে সন্তান হারানোর ব্যথা। সেই মায়ের সবকিছুর মূলেই ছিল এদেশের জনগণ। সবকিছুর মূলেই ছিল একটি গণতন্ত্রিক রাষ্ট্র। ইচ্ছে করলেই তো মা এ ব্যাপারে আপোষ করতে পারতেন। কিন্তু মা কোন আপসে যাননি। তার লক্ষ্যই ছিল ঐক্যবদ্ধের মধ্য দিয়ে একটি জাতি গঠন করা। সেখানে কত ত্যাগ না স্বীকার করেছেন মা।’

‘একই সাথে গণতন্ত্রের জন্য কতো লোক শাহাদাত বরণ করেছে। কত লোক জেল খেটেছে, কত লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। সবকিছু মিলিয়ে মা যদি আপোষ করতেন তাহলে এত কষ্ট মার করতে হত না।’

সূত্র জানায়, এই বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় উপস্থিত মনোনয়ন প্রত্যাশীরাও চোখের পানি ধরে রাখতে পারেননি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদালতের একটি ঘটনাকে উদাহরণ টেনে বলেন, ‘এক সন্তানকে নিয়ে দুই মায়ের দাবি ছিল। বিচারক তখন বললেন সন্তান যখন আপনাদের দুজনেরই, কেউ কারও দাবী মানবেন না, তাহলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের সন্তানকে দুই ভাগে ভাগ করে দুই মাকে দিয়ে দিব। তখন যিনি আসল মা সে বললেন, না। সন্তানকে ভাগ করার দরকার নেই উনাকেই (অন্য আরেক দাবিদার) দিয়ে দেন। কিন্তু যতদিন বেঁচে থাকি আমার সন্তানকে আমি দূর থেকে দেখবো। অর্থাৎ আসল মা-ই সে যিনি সন্তানকে ভাগ হতে দেন নি। ঠিক এই ভূমিকাটা আমি আপনাদের (মনোনয়নপ্রত্যাশী) কাছ থেকে চাই। প্রার্থীরা যদি সেই ভূমিকা অর্জন করেন তাহলে আপনাদের নেতৃত্বেই এগিয়ে যাবে বিএনপি। একজন প্রার্থীকে সবাই সম্মানের সঙ্গে গ্রহণ করব।’

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্তা কর্মীর আত্মহত্যা ডাক ডেস্কঃ ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে ...
27/10/2025

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্তা কর্মীর আত্মহত্যা

ডাক ডেস্কঃ

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্তাকর্মী গলায় ফাঁ*স লাগিয়ে আত্ম*হত্যা করেছেন।
রবিবার (২৬ অক্টোবর ) রাতে ছাতক নিটল কার্টিজ মিল এলাকার কোয়ার্টার থেকে জিয়াউল হুদা'র (৪২) ম*রদে*হ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ছাতক নিটল কার্টিজ মিলে কর্মরত জিয়াউল হুদা বিকেলে তার স্ত্রী শারমীন সুলতানা স্বর্ণার সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। সন্ধ্যা ৬টার দিকে স্বামীর সাথে অভিমান করে পাঁচ বছর বয়সী একমাত্র পুত্র সন্তান সামিউল উসমান আনাবি-কে সাথে নিয়ে স্ত্রী ঘর থেকে বেরিয়ে যান। এদিকে, নিরাপত্তা কর্মকর্তা জিয়াউল হুদা তার প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান সোয়েবুর রহমান-কে ফোন করে জানতে পারেন যে তার স্ত্রী শারমীন সুলতানা সন্তান নিয়ে কর্মকর্তার বাসায় গেছেন।

এসময় কর্মকর্তা-কে স্যার বলে সম্বোধন করে ফোনে ক্ষমা চেয়ে নেন জিয়াউল হুদা। সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের সময় নিরাপত্তা বিভাগীয় প্রধান সোয়েবুর রহমান ও জিয়াউলের স্ত্রী-সন্তান বাসায় গিয়ে দেখেন,জিয়াউল হুদা ফ্যানের সাথে ঝুলে রয়েছেন ।

বিষয়টি থানায় জানানোর পর রাতে উপ-পরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন মর*দেহ উদ্ধার করে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে লা*শ পাঠানো হয়েছে। এ ঘটনায় ছাতক থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী জিয়াউল আত্মহত্যা করেছে। তবে বিষয়টি রহস্যজনক,ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃ*ত্যুর কারণ জানা যাবে।

ছাতকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে  ব্যবসায়ীর সংবাদ সম্মেলন। ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ম...
27/10/2025

ছাতকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন।

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন শহরের ব্যবসায়ী দিপেন কুমার রায়। রবিবার রাতে ছাতক বাজারের বাসিন্দা ব্যবসায়ী দিপেন কুমার রায়
এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমার ছোট ভাই পাপলু কমার রায় জীবিত থাকাবস্থায় আমরা ভাইয়েরা পৈত্রিক ভিটে একই বাসায় থাকিলেও পৃথক অন্নে ছিলাম। ছোট ভাই পাপলু কুমার রায় দীর্ঘদিন অসুস্থ থেকে ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে সে স্ত্রী, ১ পুত্র ও ১ মেয়ে রেখে যান। পাপলু কুমার রায় মারা যাওয়ার কিছু দিন পর তার স্ত্রী মুক্তি রানী রায়ের ছোট ভাই সৈকত রায় ও তার মা অনিতা রায়ের কুপরামর্শে মুক্তি রানী রায় আমি ও আমার পরিবারের সদস্যদের সাথে প্রতিনিয়ত অশালীন আচরণসহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও নানা মিথ্যা অপবাদ দিয়ে আসছে। সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমি ও আমার আরেক ছোট ভাই লিপ্টু কুমার রায় সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ফেইসবুক আইডিতে অপপ্রচার করতে দেখতে পাই। যাহা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আপনাদের অবগতির জন্য দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমাদের বাসা-বাড়ি, নিজস্ব দোকান কোঠা ও শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া মার্কেটের দোকান কোঠার সকল কাগজপত্রে আমাদের তিন ভাইয়ের নাম রয়েছে। যাহা বিভিন্ন সময়ে একাধিক সালিশ বৈঠকে গন্যমান্য মুরব্বিদের সামনে তুলে ধরেছি। সালিশের মাধ্যমে ২০২৫ সালের ২৫ আগস্ট পর্যন্ত দোকান কোটা ভাড়া, যাবতীয় হিসাব-নিকাশ সহ সর্বশেষ বকেয়া বাবদ জনতা ব্যাংক ছাতক শাখার আমার নামীয় হিসাব নাম্বার ০১০০০৩৩৯৪৬২৩১ ও চেক নং ৫৬১৬৮৫০ এর মাধ্যমে ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি রানী রায়ের নামে ১ লক্ষ ৮৮ হাজার টাকা পরিশোধ করি। পরিশোধকৃত সমুদয় টাকা সে উত্তোলন করে। কিছু কুচক্রী মহলের কারণে আমার পরিবার আজ অশান্তি ও ধ্বংসের দ্বারপ্রান্তে। জীবনের শেষ প্রান্তে এসে সকল মিথ্যা অপবাদের গ্লানি নিয়ে দিন পার করছি এবং আমাদের সমাজের কিছু কুচক্রী মহল আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করতে উঠেপরে লাগে। তাহাদের হীনস্বার্থ বাস্তবায়নের জন্য যে কোন অপকর্ম করতে তারা পিছপা হবে না। এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য দীপেন কুমার রায় বলেন, আপনাদের সঠিক, নিরপেক্ষ লিখনীর মাধ্যমে সঠিক ঘটনাটি উদঘাটিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ছাতক থানার অফিসার ইন...
27/10/2025

নির্বাচনী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান।

ছাতকের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান আর নেইছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃছাতকের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান আর নে...
27/10/2025

ছাতকের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান আর নেই

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

ছাতকের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেছেন। পরিবারসূত্রে জানা গেছে, ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আলী ইনসান উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর (ছড়ারপার) গ্রামের বাসিন্দা ছিলেন। সোমবার বিকেল ২টায় ছড়ারপার বালুর মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

লোকসংগীতের জনপ্রিয় কণ্ঠ আলী ইনসান ছিলেন ছাতক ও সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর কণ্ঠে “আমার ময়না টিয়া, আগন মাসের ধান তুলিয়া করব তুমায় বিয়া” গানটি সুনামগঞ্জসহ সারাদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন করেছিল। এছাড়া “আমার ময়না টিয়া”, “আমাদের ছাতক শহর”, “পাইয়া নিধি হারালাম”, “ঘুমের ঘরে”—এমন বহু জনপ্রিয় গানের স্রষ্টা ও শিল্পী ছিলেন তিনি।

সদা হাস্যোজ্জ্বল ও সহজ-সরল স্বভাবের এই শিল্পী কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সম্প্রতি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হলে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩৫। তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ছাতকের সংগীতাঙ্গন, স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও ভক্তরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, “আলী ইনসানের মৃত্যু শুধু ছাতকের নয়, পুরো সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি।”

লোকসংগীতের প্রতি গভীর ভালোবাসা থেকে ছোটবেলা থেকেই গান গাইতেন আলী ইনসান। তাঁর কণ্ঠে হাওর, নদী, ধানক্ষেত, প্রেম-বিরহ ও মানুষের জীবনের গল্প জীবন্ত হয়ে উঠত। স্থানীয় ও জাতীয় পর্যায়ের নানা অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন তিনি। ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে তাঁর গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঢেউ নেমে আসে। ভক্তরা লিখেছেন—“লোকসংগীত হারালো তার প্রকৃত ধারককে।” অনেকে বলেছেন—“আলী ইনসান বেঁচে থাকবেন তাঁর গানের মধ্যেই।”

ছাতকের মানুষ বলছেন, “আলী ইনসান ছিলেন শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন সুরের প্রাণ। তাঁর গান, হাসি ও সরল জীবন আমাদের হৃদয়ে অমলিন থাকবে।”

আল্লাহ তায়ালা প্রিয় এই শিল্পীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

সিলেটে দিনে দুপুরে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই।ডাক ডেস্কঃ সিলেটে দিনে-দুপুরে এনা পরিবহনের প্রায় সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই হয়েছ...
26/10/2025

সিলেটে দিনে দুপুরে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই।

ডাক ডেস্কঃ

সিলেটে দিনে-দুপুরে এনা পরিবহনের প্রায় সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, এনা পরিবহনের কদমতলি কাউন্টার থেকে ম্যানেজার ও ক্যাশিয়ারসহ তিনজন টাকা নিয়ে তাদের পরিচিত এক চালকের সিএনজিচালিত অটোরিকশায় উঠে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় হুমায়ুন রশীদ চত্বরে যাওয়ার আগে সততা রেস্টুরেন্টের সামনে পাঁচটি মোটরসাইকেলে করে আসা ১০ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। ছিনতাইকারীদের সবার মাথায় হেলমেট ছিল এবং তারা ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয় সৃষ্টি করে নগদ প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের শিকার কর্মচারীরা হলেন- এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম, নুর মুস্তফা এবং ক্যাশিয়ার সোহেল আহমদ। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাঁচটি মোটরসাইকেলের মধ্যে মাত্র একটিতে নাম্বার প্লেট ছিল। কিন্তু তা স্কচটেপ দিয়ে ঢাকা ছিল। ফলে ধারণা করা হচ্ছে এটি পূর্বপরিকল্পিত ছিনতাই। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ছাতক  থানা  পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ৩ আসামী গ্রেফতার ডাক ডেস্কঃ ছাতকে পুলিশের পৃথক অভিযানে ৩ আসামী গ্রেফতার করা হয়...
25/10/2025

ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ৩ আসামী গ্রেফতার

ডাক ডেস্কঃ

ছাতকে পুলিশের পৃথক অভিযানে ৩ আসামী গ্রেফতার করা হয়েছে। বিদ্যুৎ সি আর-৫০০/২৪ (ছাতক) মামলার আসামী নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের আব্দুল গফুরের পুত্র আব্দুল মজিদ (আউলাদ)কে পুলিশ গ্রেফতার করেছে।

এদিকে সিআর-৭/২৫(ছাতক)মামলার আসামী কালারুকা ইউনিয়নের তেরাব আলীর পুত্র মোঃ মবত আলী (৪৩) কে গ্রেফতার করা হয়।

সি আর-১৫৫/২৫ মামলার আসামী নোয়ারাই ইউনিয়নের
কুইয়াদল গ্রামের বিল্লাল খা"র পুত্র মো: জুয়েল খা (২৭)কে পুলিশ গ্রেফতার করেছে। ছাতক থানা পুলিশ পৃথক-পৃথক
অভিযান চালিয়ে শুক্রবার রাত ৩ জনকে গ্রেফতার করে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো.সফিকুল ইসলাম খান, বলেন, গ্রেফতার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ছাতক-দোয়ারাবাজারে ঘরে ঘরে ধানের শীষের দাওয়াত পৌঁছে দিতে হবে — কলিম উদ্দিন আহমেদ মিলনছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃবাংলাদেশ জ...
25/10/2025

ছাতক-দোয়ারাবাজারে ঘরে ঘরে ধানের শীষের দাওয়াত পৌঁছে দিতে হবে — কলিম উদ্দিন আহমেদ মিলন

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির মুক্তির সনদ ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট এবং ধানের শীষ প্রতীকের দাওয়াত ছাতক-দোয়ারাবাজারের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ছাতক উপজেলার ধারণ বাজারে বিএনপির উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আগে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়।

কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “আমরা ইতোমধ্যে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছি। কয়েক দিনের মধ্যেই ছাতক-দোয়ারাবাজারের প্রতিটি এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সাধারণ মানুষের কাছ থেকেও ব্যাপক সাড়া মিলছে, এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ এখন ধানের শীষ প্রতীকে ভোট দিতে মুখিয়ে আছেন। যারা নির্বাচন পেছানো বা পিআর পদ্ধতির দাবি করেন, তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন না। এখন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা অর্থহীন।”

আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিলন বলেন, “বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সতর্ক হতে হবে, নতুবা জনগণ তাদের ক্ষমা করবে না।”

সভায় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, ছাতক পৌর বিএনপির আহবায়ক সামসুর রহমান সামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শাহ সফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, ওয়াদুদ মির্জাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

ছাতকে সরিষাপাড়া যুব সমাজ কল্যাণ সংস্থার কাউন্সিল সম্পন্নমোঃ ছাদিক মিয়া সভাপতি, মোঃ মাছুম পারভেজ সাধারণ সম্পাদক নির্বাচিত...
25/10/2025

ছাতকে সরিষাপাড়া যুব সমাজ কল্যাণ সংস্থার কাউন্সিল সম্পন্ন

মোঃ ছাদিক মিয়া সভাপতি, মোঃ মাছুম পারভেজ সাধারণ সম্পাদক নির্বাচিত

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

ছাতকে সরিষাপাড়া যুব সমাজ কল্যাণ সংস্থার ২০২৫-২০২৭ সেশনের কাউন্সিল গত ২৪ অক্টোবর ২০২৫ (বাদ এশা) সরিষাপাড়া হেলাল উদ্দিনের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিল অধিবেশনটি সভাপতিত্ব করেন সরিষাপাড়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব মুহিবুর রহমান মহিম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ হাফিয মোঃ মাহবুব আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব জনাব ছিদ্দিকুর রহমান ছিদ্দিক।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ আবুল খয়ের, সাবেক সহ-সভাপতি মোঃ শফিক মিয়া এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ—আব্দুস সামাদ, বশির উদ্দিন, ফয়জুর রহমান, তাজ আলী, আখলুছ মিয়া, গিয়াস উদ্দিন, আজিদ মিয়া, আলী হুসেন, আব্দুল আওয়াল, আসকর মিয়া, মখন মিয়া, কামাল মিয়া, আমীর উদ্দিন, আহাদুর রহমান, জালাল উদ্দিন আসমান, ইসলাম উদ্দিন, আকিল মিয়া, ইলিয়াস আলী, আব্দুল মন্নান, আমরুজ আলী, আনফর মিয়া প্রমুখ।

কাউন্সিলের মাধ্যমে সর্বসম্মতিক্রমে মোঃ ছাদিক মিয়া-কে সভাপতি, মোঃ মাছুম পারভেজ-কে সাধারণ সম্পাদক এবং মোঃ কাওছার আহমদ-কে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন—
সহ-সভাপতি: ফখরুল ইসলাম, আনোয়ার হুসেন, আল আমিন, শামীম আহমদ ও জমিরুল ইসলাম;
সহ-সাধারণ সম্পাদক: ছায়েদ মিয়া ও রেদওয়ান আহমদ অপু;
সহ-অর্থ সম্পাদক: আল মাহমুদ;
সাংগঠনিক সম্পাদক: হেলাল উদ্দিন;
সহ-সাংগঠনিক সম্পাদক: সেলিম আহমদ;
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: জাকির হোসেন;
ক্রীড়া সম্পাদক: বদরুল আলম;
প্রচার সম্পাদক: রাশেদ আহমদ;
সহ-প্রচার সম্পাদক: কবির উদ্দিন;
সমাজকল্যাণ সম্পাদক: হেলাল উদ্দিন।

সদস্য হিসেবে রয়েছেন—দিলদার মিয়া, জুবায়ের আহমদ, শফিকুল ইসলাম, জহিরুল হক, আলমগীর, জসীম, হাছান, হুছাইন, জাবের, দুলাল, বক্কর, বাছিত, সাকিল, ফয়সাল, মুজাম্মিল, আলী আকবর, জাহাঙ্গীর, ইসতেয়াক, রেজুয়ান ও কামিনুর রহমান।

কাউন্সিল শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Address

Sylhet
3084

Alerts

Be the first to know and let us send you an email when Jawa Bazarer Dak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jawa Bazarer Dak:

Share