Jawa Bazarer Dak

Jawa Bazarer Dak An online news portal for Sylhet Division

ছাতক পৌরসভার প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ান বস স্কোয়ার্ডডাক ডেস্কঃ সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ড যুব সমাজের কর্...
21/12/2025

ছাতক পৌরসভার প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ান বস স্কোয়ার্ড

ডাক ডেস্কঃ

সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ড যুব সমাজের কর্তৃক আয়োজিত প্রিমিয়ার লীগ-২০২৫ এর প্রথম সিজন ক্রিকেট ফাইনাল সফল ভাবে সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে পাগল হাসান চত্বর সংলগ্ন মাঠে জমজমাট ওই ফাইনালে ‘বস স্কোয়ার্ড’ চ্যাম্পিয়ান এবং রানার্স আপ হয় ‘ব্রাদার্স কিং’।
গত ১ ডিসেম্বর প্রিমিয়ার লীগের উদ্বেধন করা হয়। উক্ত ক্রিকেট টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহন করে। ফাইনালের পর খেলার প্লেয়ার অফ দ্যা টুনামেন্ট হয়েছেন আরিফ (সিনিয়র), বেস্ট ব্যাটস্ ম্যান অবদ্যা টুর্নামেন্ট পাভেল অভি, বেস্ট বোলার হন মিটুন আচার্য্য, বেস্ট ফিল্ডার ফারুক আহমদ এবং বেস্ট উইকেট কিপার নির্বাচিত হন রুবেল আহমদ। নির্বাচিত এদের সকল ক্রেষ্ট প্রদান করা হয়। টুর্নামেন্টে প্রথম স্থান অধিকারী দলকে প্রাইজ মানি হোসেব দেয়া হয় ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী রানার্স আপ দলকে দেয়া হয় ১৫ হাজার টাকা এবয় তৃতীয় স্থান অধিকারী দলেকে দেয়া হয় ১০ হাজার টাকা পুরস্কার।
এর আগে গত ২০ নভেম্বর রাতে কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রতিটি খেলোয়ার নির্ধারিত ফি দিয়ে রেজিষ্টেশন কার্যক্রমে পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ডের লেবারপাড়া, দক্ষিণ বাগবাড়ি, ভাসখলা, বাজনামহল, শ্যামপাড়া, কুমনা, গণক্ষাই ও বকিরপাড় এলাকার শতাধিক যুব ক্রিকেটার অংশ নেন। এলাকার তরুণদের ক্রিকেট প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি এলাকার যুবকদেরকে খেলাধুলার প্রতি অগ্রহী করে তোলাই মুল উদ্দেশ্য বলে জানিয়েছেন খেলার আযোজক ও উদ্যোক্তবৃন্দ।
পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ড যুব সমাজের কর্তৃক আয়োজিত প্রিমিয়ার লীগ-২০২৫ অনুষ্টিত ফাইনালে পৌরসভার এলাকার বিশিষ্ট মুরব্বী, সমাজসেবক, ব্যবসায়ী ও স্থানীয় গলমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রিমিয়ার লীগ (সিজন-১) সুষ্ঠু ও সফল ভাবে সম্পন্ন করায় খেলার আয়োজক কমিটি সকল খেলোয়াড়, দলীয় প্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং উপস্থিত ক্রিকেট প্রেমীদের সবাইকে ধন্যবাদ জানানো হয়।

জগন্নাথপুরে গাড়ির স্ট্যান্ডের ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০  ডাক ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে গাড়ির স্ট্যান্...
20/12/2025

জগন্নাথপুরে গাড়ির স্ট্যান্ডের ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০



ডাক ডেস্কঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে গাড়ির স্ট্যান্ডের ভাড়া নির্ধারণ করাকে কেন্দ্রকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ৩০ জন আহত হয়েছেন।
আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী ও বাউধরন গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫দিন আগে রানীগঞ্জ পশ্চিম বাজার গাড়ি স্ট্যান্ড কর্তৃক রানীগঞ্জ টু বাউধরন রোডের গাড়ি ভাড়া ৩০ টাকা থেকে ১০ টাকা ভাড়িয়ে ৪০ টাকা করা হয়। এ নিয়ে বাউধরন স্বজনশ্রী গ্রামের লোকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সদস্য বাউধরন গ্রামের সালেহ উদ্দিন আহমদ গাড়ি ভাড়া পুনরায় ৩০ টাকা নির্ধারণ করেন। এতে আবার উভয় গ্রামের টমটম চালকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে গত শুক্রবার বিকালে বাউধরন গ্রামের মুজিব মার্কেটের গাড়ি স্ট্যান্ড থেকে স্বজনশ্রী গ্রামের টমটমগুলো বের করে দেওয়া হয়। এরই জেরে শনিবার সকালে উভয়গ্রামের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে খাড়ারপার নামক সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড় ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বদরুদ্দোজা বলেন, উভয় পক্ষের ৩০জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে ১২জনকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কোন পক্ষ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শাহ আরফিন টিলায় পাথর উত্তোলন নিয়ে সংঘর্ষে ৫০ জন আহতডাক ডেস্কঃ সিলেটের কোম্পানি গঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শাহ...
20/12/2025

শাহ আরফিন টিলায় পাথর উত্তোলন নিয়ে সংঘর্ষে ৫০ জন আহত

ডাক ডেস্কঃ

সিলেটের কোম্পানি গঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শাহ আরফিন টিলায় পাথর উত্তোলনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকাল ১০টায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পাওয়া গেছে, চিকাডহর গ্রামের ইকবাল হোসেন তার পিতার মালিকানাধীন জমি থেকে অনধিকার পাথর উত্তোলন বন্ধ করতে গেলে বিবাদীরা ধারালো দা, কিরিচ, ছুরি, লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে অন্তত ৫০ জন ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ছায়েদ মিয়া, ফিরুজ মিয়া, সাজু মিয়া, রাজু মিয়া, সাদমান আহমদ, করিম উল্লাহ, জাকির হোসাইন, হাবিবুর রহমান ও রায়হানসহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সালিশে বহুবার সালিশ বিচার হয়েছে। কিন্তু বিবাদীরা তা অমান্য করে জোরপূর্বক পাথর উত্তোলন অব্যাহত রেখেছে। অভিযোগে বলা হয়েছে, হামলা পূর্বপরিকল্পিত ছিল এবং এতে প্রাণঘাতী আঘাতও করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম খান বলেন, আমরা অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, অভিযুক্ত আনোয়ার হোসেন আনাই মিয়া সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, “সংঘর্ষ হয়েছে আমার রেকর্ডকৃত জমি নিয়ে, সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।

ছাতকে ডেভিল হান্ট অভিযানে তিন আসামি গ্রেফতার ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃছাতকে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট অপারেশন’-...
20/12/2025

ছাতকে ডেভিল হান্ট অভিযানে তিন আসামি গ্রেফতার

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

ছাতকে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট অপারেশন’-এ তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন চোরাচালান মামলার আসামি রয়েছেন।
ছাতক থানার মামলা নং-২৪, তারিখ-১৯/১২/২০২৫ খ্রিঃ, ধারা- The Special Powers Act, 1974 এর 25-B(1)(b)(2)/25-D অনুযায়ী মোঃ এমদাদুল হক তুহিন (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি বরিশাল জেলার উজিরপুর থানার জুগিরকান্দা গ্রামের মোঃ লিয়াকত আলী মোল্লার পুত্র। বর্তমানে তিনি ছাতক পৌরসভার তাতীকোনা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
এদিকে ছাতক থানার মামলা নং-১৫, তারিখ-১০ ফেব্রুয়ারি ২০২৫ ইং, ধারা- The Special Powers Act, 1974 এর Section 15(3)/25-D এর তদন্তে প্রাপ্ত আসামি মোঃ আব্দুল হালিম শিপন (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি ছাতক উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের মোঃ আব্দুল জলিলের পুত্র।
অপর গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ সোহাগ মিয়া (২৮)। তিনি ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র এবং ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক।
ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

ছাতকে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ওলামালীগ নেতা সহ দুজন গ্রেফতার ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতক থানার উদ্য...
18/12/2025

ছাতকে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ওলামালীগ নেতা সহ দুজন গ্রেফতার

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক থানার উদ্যোগে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ওলামালীগ নেতাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ উরুন মিয়া (৬৫) ও হাসান আহমদ ওরফে দুদু মিয়া (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) ছাতক থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ উরুন মিয়া ছাতক থানার এফআইআর নং-১৫, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫ ইং-এর মামলার সন্দিগ্ধ আসামি। মামলাটি The Special Powers Act, 1974 এর ১৫(৩)/২৫ডি ধারায় দায়ের করা হয়। তিনি ১৩নং ভাতগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মৃত মফিজ আলীর পুত্র। তার বাড়ি ঝিগলী (সঞ্জবপুর), ভাতগাঁও ইউনিয়ন, ছাতক।

অপরদিকে, হাসান আহমদ ওরফে দুদু মিয়া ছাতক থানার এফআইআর নং-২৮, তারিখ ২২ জুলাই ২০২৫ ইং-এর মামলার সন্দিগ্ধ আসামি। একই আইনের ১৫(৩)/২৫ডি ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। তিনি ছাতক উপজেলা উলামালীগের সাংগঠনিক সম্পাদক। তার পিতা মোঃ নিজাম উদ্দিন, মাতা মোছাঃ দিলারা বেগম। তার বাড়ি নয়ালম্বাহাটি, কালারুকা ইউনিয়ন, ছাতক, সুনামগঞ্জ।

এ বিষয়ে জানতে চাইলে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

ছাতকে যথাযোগ্য মর্যাদায়মহান বিজয় দিবস পালিতছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্...
16/12/2025

ছাতকে যথাযোগ্য মর্যাদায়
মহান বিজয় দিবস পালিত

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার মাধবপুরস্থ শিখা সতেরোতে সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুরু হয়। শিখা সতেরোতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। পুলিশ বাহিনীর পক্ষে সহকারী পুলিশ সুপার ছাতক-দোয়ারা সার্কেল শেখ মোহাম্মদ মোরসালিন, উপজেলা মুক্তিযোদ্ধা দের পক্ষে সাবেক ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা, পুলিশ পরিদর্শক সুমন কুমার চৌধুরীর নেতৃত্বে ধারণস্থ জয়কলস হাইওয়ে থানা পুলিশ, আনোয়ার হোসেনের নেতৃত্বে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ি, ছাতক পৌরসভা প্রশাসক, তৌফিক হোসেন খানের নেতৃত্বে উপজেলা কৃষি অফিস, আনসার ভিডিপি, ছাতক পল্লীবিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাতকে কর্মরত সাংবাদিকদের পক্ষে কাজী রেজাউল করিম রেজা, সাকির আমীন, খালেদ মিয়া, ফজল উদ্দিন ও দিলোয়ার হোসেন।

সকাল ৯টায় উপজেলা মিনি স্টেডিয়ামে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশ নেয় ছাতক থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্কুল কলেজের বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, কাবদলসহ ছাত্র-ছাত্রীরা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. সফিউর রহমান ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদের যৌথ পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। এর আগে অনুষ্ঠান শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আমীন উদ্দিন ও গীতা পাঠ করেন অরুণ অধীকারি। পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শান্তির পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।

এসময় সভায় উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শন আমিনুল ইসলাম সরকার। ছাতকে কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল-উত্তরপূর্বের শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক ইনকিলা-দৈনিক শ্যামল সিলেটের কাজী রেজাউল করিম রেজা, দৈনিক কালবেলা-একাত্তরের কথার সাকির আমীন, দৈনিক মানবকন্ঠ-সিলেট তথ্যানুসন্ধান'র খালেদ মিয়া, দৈনিক যায়যায়দিন-যুগভেরির সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক ভোরের চেতনার ফজল উদ্দিন, এশিয়ান টেলিভিশন-নিউজ ওয়ান'র এ আর সায়েম ও দৈনিক দেশবার্তা নিউজের দিলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ- প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, জাহাঙ্গীর আলম, কমলেশ চক্রবর্তী অপু, নবজ্যোতি চক্রবর্তী মোহন প্রমূখ। এসময় উপজেলা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি, বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাতকে আবাহনী স্পোর্টিং ক্লাবের ব্যতিক্রমী আয়োজনে ২০তম বিজয় দিবস উদযাপনছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতক পৌরসভার...
16/12/2025

ছাতকে আবাহনী স্পোর্টিং ক্লাবের ব্যতিক্রমী আয়োজনে ২০তম বিজয় দিবস উদযাপন

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের ক্রীড়াপ্রেমী যুবকদের উদ্যোগে গঠিত আবাহনী স্পোর্টিং ক্লাব প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে ২০তম মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের প্রথম কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ রহমত আলী, সহ-সভাপতি রাজু চৌধুরী, আবুল হাসনাত সবুজ, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, সহ-সাধারণ সম্পাদক শুভ দাশ মনি, রজত দাশ রুবেল, সাংগঠনিক সম্পাদক অমিত দাস, সহ-সাংগঠনিক সম্পাদক সালামত আলী।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নন্দন দাস, ফাল্গুনী দাস, অঙ্গন দাস, সজীব দাস, চৈতি দাস, শান্ত দাস, হাসান, আদিল মাহমুদ তাকি , নিলয় সহ আরও অনেকে।

আবাহনী স্পোর্টিং ক্লাব বিগত ২০ বছর যাবৎ নিয়মিতভাবে ও সুশৃঙ্খলভাবে মহান বিজয় দিবস পালন করে আসছে। এ উপলক্ষে আয়োজন করা হয় সাধারণ জ্ঞান, চিত্রাংকন, পিঠা প্রতিযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

এছাড়াও ক্লাবটি প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, খাদ্য সহায়তা, ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেন।

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল্'। এমনই এক ডিসেম্বরের কুয়াশা মোড়ানো ভোরে উদিত হয়েছিল স্বাধীনতার নত...
15/12/2025

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল্'।
এমনই এক ডিসেম্বরের কুয়াশা মোড়ানো ভোরে উদিত হয়েছিল স্বাধীনতার নতুন সূর্য।

বিজয় দিবস অমর হোক।

যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন দেশ, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

ছাতক উপজেলাবাসীকে বিজয়ের শুভেচ্ছা।

★ মোঃ আজির উদ্দিন ★

লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা।

15/12/2025

সিলেট মহানগর বিএনপির বিজয় মিছিলে বিপুল মানুষের সমাগম।

ছাতকে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধনছাতক (সুনামগঞ্জ)  প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতকে ফসলরক্ষা বাঁধ মেরামত কাজের উদ্বোধন কর...
15/12/2025

ছাতকে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে ফসলরক্ষা বাঁধ মেরামত কাজের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প কাজের সভাপতি ডিপ্লোমেসি চাকমা। সোমবার দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেখার হাওরের কুড়িবিল (ক্লোজার) কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যানারে ছিলেন, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হকসহ আরও অনেকেই।

জানা যায়, হাওরে বোরো ফসল রক্ষায় ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত, নদী/খাল পূনঃখননের জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়নি। এখনও শেষ করা হয়নি হাওরে সার্ভে ও মের্জামেন্ট কাজও। যে কারনে নির্ধারিত সময়ে হাওর গুলোর ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়নি। পিআইসি গঠনে প্রতি বছরের মতো এবারও হাওরের পিআইসি গঠনে রাজনৈতিক চাঁপ ও বিভিন্ন তদবির বাড়ছে। তবে সরকারী নিয়ম রক্ষায় উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেখার হাওরের কুড়িবিল (ক্লোজার) কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রমতে, সরকারী কাবিটা নীতিমালা অনুযায়ী ২০২৫-২৬ইং অর্থবছরে হাওর গুলোতে ১৫ ডিসেম্বর কাজ শুরু করে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা। এর আগে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে ওই মাসের শেষ সপ্তাহের মধ্যে হাওর গুলোর সার্ভে ও মের্জামেন্ট কাজ সম্পন্ন করার কথা থাকলেও এটি শেষ করতে পারেনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ। তবে এবিষয়ে পাউবো কর্তৃপক্ষ বলছে, গেল ২০২৪-২৫ইং অর্থবছরে ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত, নদী/খাল পূনঃখননের ২৮টি পিআইসি গঠনে মোট বরাদ্দ ধরা হয়েছিল ৩ কোটি ৪৬ লাখ টাকা। চলতি বছরে এ পর্যন্ত মোট ২৫টি পিআইসি প্রকল্পের জন্য জেলা থেকে অনুমোদন করা হয়েছে। এর মধ্যে মাত্র একটি পিআইসি প্রকল্প কমিটির অনুমোদন করা হলেও বাকি ২৪টি পিআইসি প্রকল্প সার্ভে কাজ ও কমিটি গঠন করা হয়নি। এবারে ২৫টি প্রকল্পে মোট বরাদ্দ ধরা হয়েছে ২ কোটি ৮৬ লাখ টাকা। যথা সময়ে সার্ভে ও পিআইসি কমিটি গঠন না হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে হাওর রক্ষা বাঁধের কাজ শেষ হওয়া নিয়ে শংকা প্রকাশ করছেন স্থানীয় কৃষকেরা।

খোঁজ নিয়ে জানা যায়, পাউবো কর্তৃক ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত, নদী/খাল পূনঃখননের জন্য স্কীম বাস্তবায়নের জন্য কাবিটা প্রকল্পে চলতি বছরে উপজেলার ১৩টি ইউনিয়নের দেখার হাওরে ১৩টি, চাউলির হাওরে ৮টি, নাইন্দার হাওরে ৩টি এবং কাচিভাঙ্গার হাওরে ১টিসহ মোট ২৫টি পিআইসি প্রকল্প সুনামগঞ্জ জেলা থেকে অনুমোদন করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতিটি প্রকল্প চৃড়ান্ত প্রস্তুতির পূর্বে মাইকিং করে হাওর এলাকায় গণশুনানী করার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত অসম্পূর্ণ রয়ে গেছে। এরমধ্যে জাউয়াবাজার ইউনিয়নের দেখার হাওরের কুড়িবিল (ক্লোজার) কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হলেও বাকি গুলোর কাজ কবে শুরু হবে, এনিয়ে স্পষ্ট কোন কিছুই বলতে পারছে না পাউবো কর্তৃপক্ষ।

স্থানীয় কৃষকদের অভিযোগ, পিআইসি গঠনে এলাকার রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ ও তদবির বাড়ছে। এসব পিআইসি গঠনে অবশ্যই যোগ্য লোকদের অগ্রাধিকার দেয়া উচিত। না হলে বোরো ফসল রক্ষা নিয়ে কৃষকেরা শংকায় থাকবেন।

উপজেলার ‘হাওর বাঁচাও আন্দোলন’ কমিটির সাধারন সম্পাদক শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, হাওর রক্ষা বাঁধ নিয়ে কৃষকরা সবসময়ই দুঃচিন্তায় থাকেন। যথা সময়ে টেকসই কাজ করতে না পারলে আগামী বোরো মৌসুমে ফসল ঝুঁকির মুখে পড়তে পারে।

উপজেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তা ও কাবিকা কমিটির সদস্য সচিব সৈয়দুজ্জামান নাহিদ বলেন, হাওর গুলোতে পানি থাকায় সার্ভে-মেজারমেন্টের কাজ বিলম্ব হয়েছে। যে কারনে পিআইসি কমিটিগুলো যথা সময়ে সম্পন্ন করা যায়নি। চলতি সপ্তাহের মধ্যে গণশুনানী শেষ করে পিআইসি কমিটি দ্রুত কাজ শুরু করবে বলে তিনি জানান।

মহান বিজয় দিবস অমর হোক। বিনম্র শ্রদ্ধা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি।ছাতক উপজেলাবাসী ও দেশ বিদেশে অবস্থানরত সবাইকে মহান বিজ...
15/12/2025

মহান বিজয় দিবস অমর হোক।

বিনম্র শ্রদ্ধা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি।

ছাতক উপজেলাবাসী ও দেশ বিদেশে অবস্থানরত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

★ মোঃ সাজ্জাদ আলী ★

লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা।

15/12/2025

ছাতকে সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে কোটি টাকা মূল্যের ভুমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন।

Address

Sylhet
3084

Alerts

Be the first to know and let us send you an email when Jawa Bazarer Dak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jawa Bazarer Dak:

Share