21/12/2025
ছাতক পৌরসভার প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ান বস স্কোয়ার্ড
ডাক ডেস্কঃ
সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ড যুব সমাজের কর্তৃক আয়োজিত প্রিমিয়ার লীগ-২০২৫ এর প্রথম সিজন ক্রিকেট ফাইনাল সফল ভাবে সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে পাগল হাসান চত্বর সংলগ্ন মাঠে জমজমাট ওই ফাইনালে ‘বস স্কোয়ার্ড’ চ্যাম্পিয়ান এবং রানার্স আপ হয় ‘ব্রাদার্স কিং’।
গত ১ ডিসেম্বর প্রিমিয়ার লীগের উদ্বেধন করা হয়। উক্ত ক্রিকেট টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহন করে। ফাইনালের পর খেলার প্লেয়ার অফ দ্যা টুনামেন্ট হয়েছেন আরিফ (সিনিয়র), বেস্ট ব্যাটস্ ম্যান অবদ্যা টুর্নামেন্ট পাভেল অভি, বেস্ট বোলার হন মিটুন আচার্য্য, বেস্ট ফিল্ডার ফারুক আহমদ এবং বেস্ট উইকেট কিপার নির্বাচিত হন রুবেল আহমদ। নির্বাচিত এদের সকল ক্রেষ্ট প্রদান করা হয়। টুর্নামেন্টে প্রথম স্থান অধিকারী দলকে প্রাইজ মানি হোসেব দেয়া হয় ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী রানার্স আপ দলকে দেয়া হয় ১৫ হাজার টাকা এবয় তৃতীয় স্থান অধিকারী দলেকে দেয়া হয় ১০ হাজার টাকা পুরস্কার।
এর আগে গত ২০ নভেম্বর রাতে কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রতিটি খেলোয়ার নির্ধারিত ফি দিয়ে রেজিষ্টেশন কার্যক্রমে পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ডের লেবারপাড়া, দক্ষিণ বাগবাড়ি, ভাসখলা, বাজনামহল, শ্যামপাড়া, কুমনা, গণক্ষাই ও বকিরপাড় এলাকার শতাধিক যুব ক্রিকেটার অংশ নেন। এলাকার তরুণদের ক্রিকেট প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি এলাকার যুবকদেরকে খেলাধুলার প্রতি অগ্রহী করে তোলাই মুল উদ্দেশ্য বলে জানিয়েছেন খেলার আযোজক ও উদ্যোক্তবৃন্দ।
পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ড যুব সমাজের কর্তৃক আয়োজিত প্রিমিয়ার লীগ-২০২৫ অনুষ্টিত ফাইনালে পৌরসভার এলাকার বিশিষ্ট মুরব্বী, সমাজসেবক, ব্যবসায়ী ও স্থানীয় গলমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রিমিয়ার লীগ (সিজন-১) সুষ্ঠু ও সফল ভাবে সম্পন্ন করায় খেলার আয়োজক কমিটি সকল খেলোয়াড়, দলীয় প্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং উপস্থিত ক্রিকেট প্রেমীদের সবাইকে ধন্যবাদ জানানো হয়।