
14/06/2022
ওমর সানির সাত মিনিটের লাইভটা দেখলাম৷ দেখে আমার মোটেও হাসি পায়নি বরং আমি দেখতে পেলাম একটা সংসারে কিভাবে থার্ড পার্সন ঢুকে সংসার নষ্ট করে৷
ওমর সানি একদিকে যেমন একজন স্বামী অন্যদিকে সে একজন বাবাও৷ তার ভিডিওতে সে এটাও বলছিল "আপনারা আমারে নিয়ে ট্রল করতে পারেন কিন্তু আমার স্ত্রীকে নিয়ে করবেন না! কারণ সে আমার সন্তানদের মা" এ লাইন টুকু ওমর সানি দিল জিতে নিলো৷
একজন পুরুষ অসহায় না হলে এভাবে লাইভে এসে মানুষের কাছে নিজের স্ত্রীর সম্মান বাঁচানোর জন্যে হাত জোর করবে না৷ এমন স্বামী মেয়েরা ডির্সাভ করে কিন্তু আফসোস যে কোনো সম্পর্ক নষ্ট হবার পেছনে থাকে তৃতীয় কারো হাত৷
আমি মনে করি থার্ড পার্সন ব্যক্তিটির থেকে দোষ হলো তার যে নিজেদের মাঝে ঐ তিন নাম্বার ব্যক্তিটিকে আসার সুযোগ দেয়৷ সে সুযোগ না দিলে তিন নাম্বার লোক সংসারে ঢুকার সাহস পেত না৷
বটেই নিজেদের সম্পর্ক সুন্দর রাখুন৷ থার্ড পার্সনের জন্যে নিজেদের সাজানো সম্পর্ক নষ্ট করবেন না৷ নিজেদের ভুল বোঝাবুঝি নিজেরা মিটিয়ে নিন৷ অন্যকে সুযোগ দেবার দরকার নেই....