Abedin Neha

Abedin Neha Assalamu alaikum Guys ��

কিছু সময় কেঁদেও ফিরিয়ে পাওয়া যায় না ✅😌💖
10/08/2024

কিছু সময় কেঁদেও ফিরিয়ে পাওয়া যায় না ✅😌💖

26/06/2024

হুট করে মন খারাপ হয়, কিছু ভাল্লাগে না"
শুধু ফিল করি আমার কি যেনো নাই"!

তারপরও সবাই বলে আমি নাকি একটু বেশি হাসি ☺️💔

25/06/2024

Best song 😌🎼💞

আচ্ছা কাউকে  ভালোবাসাটা কি খুব জুরুরি?🖤✨
24/06/2024

আচ্ছা কাউকে ভালোবাসাটা কি খুব জুরুরি?🖤✨

জানিনা কার বাহিরের অংশ এসে আমার ভাগ্যে পড়ছে,🥴🐸 াঁসির_বাক্স
21/06/2024

জানিনা কার বাহিরের অংশ এসে আমার ভাগ্যে পড়ছে,🥴🐸

াঁসির_বাক্স

আপনার একটি শেয়ারে বেঁচে যেতে পারে অনেকগুলো প্রাণ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্...
21/06/2024

আপনার একটি শেয়ারে বেঁচে যেতে পারে অনেকগুলো প্রাণ।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৬০৪)
দোয়াটি হলো (আরবি) :

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।

সবাই  সিম্পল  একটা  কথা  বুঝেনা  যে,  সুরমা,  কুশিয়ারা  নদীর  পানি  যখন  বিপদ  সীমার  উপর  দিয়ে  যায়  তখন  সেসব  পানি  হ...
21/06/2024

সবাই সিম্পল একটা কথা বুঝেনা যে, সুরমা, কুশিয়ারা নদীর পানি যখন বিপদ সীমার উপর দিয়ে যায় তখন সেসব পানি হাওর দিয়ে প্রবাহিত হয় । এদিকে নদীতে চড় জাগলে পানি প্রবাহিত হতে বাঁধা সৃষ্টি হয় । ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক এর ফলে ভারতের চেরাপুঞ্জির পানি আটকে এই ফ্লাস ফ্লাড হয়ে থাকে আর এর জন্যই একমাত্র দায়ী ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক । এর কারণ আগে সরাসরি ভারতের চেরাপুঞ্জির পানি সুনামগঞ্জ-বাজিতপুর হয়ে এই কিশোরগঞ্জ ইটনা মিঠামইন এর ৭৭ কিলোমিটার চ্যানেল দিয়ে প্রবাহিত হতো । আর এখন পুরো যায়গায় বাধ তৈরী করায় ৭৭ কি.মি. চ্যানেলের পানি পাসের জায়গায় ওয়াটার স্ট্রিমের জন্য রাখা হয়েছে মাত্র ১৭০০ মি মানে ১.৭ কিমি । পর্যাপ্ত পানি পাস হতে না পেরে ফ্লাস ফ্লাডের পানি জমে সিলেট বিভাগ বিভাগের এই করুণ পরিণতি । যা গত ২০২২ সাল থেকেই ঘটে আসছে ।

ছবিতে খেয়াল করেন ভালো করে, লাল দাগ চিহ্নিত অংশ ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক ।

💝💝💝 Abedin Neha আবেদীন নিহা 💝💝💝
💝💝💝💝পেইজটি ফলো করুন 💝💝💝💝

শুভ্রতা ও স্নিগ্ধতা 🖤🫶✨পরশে মোর গায়ে..! 😊
20/06/2024

শুভ্রতা ও স্নিগ্ধতা 🖤🫶✨
পরশে মোর গায়ে..! 😊

20/06/2024

তুমি হাসো..!

তুমি হাসতে থাকলে মায়ের গর্ভে থাকা শিশুর মতো এই শহরে আমার নিরাপদে দিন পার হয় !🖤✨

19/06/2024

যাকে ভুলে থাকা যায় না তাকে ভুলে যাওয়ার চেষ্টা না করাই শ্রেয়। কিছু মানুষকে ভুলে যাওয়ার ক্ষমতা বিধাতা দেন নি। তাই মনে রাখা কিংবা ভুলে যাওয়া কোনোটাই সহজ নয়। কষ্ট দুটোতেই পাওয়া যায়!❤️

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abedin Neha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abedin Neha:

Share