Toxic Funny

Toxic Funny Funny creator ��

22/08/2024

চট্টগ্রামের শহর এলাকাতেও পানি ঢুকে পড়েছে।😭😭

22/08/2024

বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী।

আল্লাহ হেফাজত করুন সবাইকে

22/08/2024

ও ছোট ভাই আমারে একটু উঁচু জায়গায় তুলে দাও, আমার পে-'টে ৯ মাসের বা-চ্চা।💔🙂

~ এক আপুর আ'র্ত'নাদ

22/08/2024

সংখ্যালঘু দের উপর যেনো আগু'ন না লাগে,
তাই বন‌্যার পানি দিয়ে সংখ্যালঘু দের ডুবিয়ে সাহায‌্য করল। 😅
বলছি বন্যায় আপনাদের মন্দির ক্ষতিগ্রস্ত হবেনা?
প্লিজ আপনারা কিছু শাহবাগে আসুন, এসে বলুন আমরা ডুবে যাচ্ছি, দেখি এবার ভারতীয়রা পাশে দাঁড়ায় কিনা!

22/08/2024

ফেনী, নোয়াখালী ,লক্ষীপুর ,খাগড়াছড়ি এবং কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে!

ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উচিত হবে সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করেছে বন্যায় আক্রান্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে ।

অনতিবিলম্বে সরকারকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করতে হবে।

22/08/2024

সবাইকে জানিয়ে সতর্ক করুন।
আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার আশংকা আছে।

বন্যায় সতর্কতা ও করণীয়:
* উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।
* বাসায় পানি ঢুকেতে দেখলেই বিদ্যুৎ এর মেইনসুইচ ও গ্যাসের লাইন বন্ধ করুন।
* প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ জোগাড় করুন।
* শুকনা খাবার, বিশুদ্ধ পানি, মোমবাতি সহ প্রয়োজনীয় জিনিস কাছাকাছি রাখুন।
* শিশু-কিশোরদের দিকে খেয়াল রাখতে হবে যেন পানিতে নেমে না যায়।
* স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন। জরুরী প্রয়োজনে ৯৯৯ নাম্বারে কল করুন।
* মোবাইলে চার্জ রাখুন।
* যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন।
* গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে সাবধানতা অবলম্বন করুন।
* গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন।
* বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।

সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ যায়গা থেকে এগিয়ে আসার অনুরোধ রইলো।

22/08/2024

বাংলাদেশ আর জীবনেও ক্রিকেট খেলায় জিততে পারবেনা৷ কারন পাপন কাকু পদত্যাগ করেছে আফাও আর দোয়া করবেনা৷ ৷

কি লিখব? কি লেখা উচিৎ? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দূর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ...
22/08/2024

কি লিখব? কি লেখা উচিৎ?

নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দূর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট?? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাবার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।

ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবার ও করবো। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ🤲 দূর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।

ইউরোপের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ কোম্পানি নিয়ে আসবো স্বাধীন বাংলাদেশের বর্ডারের নদীগুলোতে বাঁধ নির্মাণ করতে, দেশের মানুষকে...
22/08/2024

ইউরোপের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ কোম্পানি নিয়ে আসবো
স্বাধীন বাংলাদেশের বর্ডারের নদীগুলোতে বাঁধ নির্মাণ করতে,
দেশের মানুষকে রক্ষা করতে,
দেখি কে আসে বাঁধা দিতে!!

© Natallia & Habib 💚

সংগৃহীত পোস্ট

20/08/2024

প্রিয় হুজুর 🤍🤍

20/08/2024

ওরে কিওট গো......... 🙈💋

19/08/2024

চাঁদপুরে অনেক বৃষ্টি হইতেছে, ব/ন্যা হওয়ার সম্ভাবনাও আছে

মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম,ব্যারিস্টার সুমন ও তৌহিদ আফ্রিদিকে বিকাশ নাম্বার নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি 🙂🤝🏿

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Toxic Funny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share