15/12/2025
আজকের এই বিজয়ের দিনটা আমাদের কাছে শুধু একটি তারিখ নয়,
এটা রক্তে লেখা এক ইতিহাস,
এটা লক্ষ শহীদের আত্মত্যাগের ফল।
যারা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে
আমাদের হাতে তুলে দিয়েছেন লাল-সবুজের পতাকা,
তাদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও চিরকৃতজ্ঞতা।
এই বিজয় আমাদের শিখিয়েছে
মাথা নত না করে বাঁচতে,
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে,
নিজের পরিচয় নিয়ে গর্ব করতে।
লাল-সবুজের এই পতাকা
চিরকাল উড়ুক আকাশে,
বাংলাদেশ বেঁচে থাকুক
মুক্ত, স্বাধীন আর সম্মানের সাথে।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩❤️