11/07/2025
সবাইকে আসসালামু আলাইকুম।
আমাদের একটি ক্ষুদ্র পরিসরের ব্যক্তিগত তহবিল (private fund) রয়েছে, যার উদ্দেশ্য একেবারে বাস্তব প্রয়োজনে থাকা মানুষদের পাশে দাঁড়ানো। আমাদের বিশ্বাস, কারো মুখে হাসি ফোটাতে পারলে কিংবা তাদের জীবনের কঠিন সময়গুলোতে সামান্য সাহায্য করতে পারলেও, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় অর্জন।
আমার ফ্রেন্ডলিস্ট এর কেউ, বা তাদের পরিচিতদের মধ্যে যদি কারো,
পড়াশোনার খরচ চালানো কষ্টকর হয়ে পড়ে,
চিকিৎসার খরচ নিয়ে সমস্যায় পড়েন,
খাওয়া-থাকার কষ্ট থাকে,,
বসবাসের নিরাপদ ব্যবস্থা না থাকে,
তবে বিনা দ্বিধায়, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। কমেন্ট করার প্রয়োজন নেই, শুধু ইনবক্স/মেসেজেই বিস্তারিত জানিয়ে দিন।
আমরা এই সহায়তা প্রদানের ক্ষেত্রে যথাসম্ভব স্বচ্ছ ও সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে চাই। তাই কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় প্রমাণপত্র (যেমন পরিচয়পত্র, পড়াশোনার জন্য ইনস্টিটিউশনাল রেফারেন্স বা চিকিৎসার ডকুমেন্টস) দাখিল করা আবশ্যক, যেন আমরা নিশ্চিত হতে পারি প্রকৃত প্রয়োজনে থাকা মানুষটিই যেন এই সহায়তা পান। সত্যতা নিশ্চিত করে আমাদের টিম থেকে সরাসরি সাহায্য করা হয়ে থাকবে। যার প্রকৃত প্রয়োজনে সহায়তা করা হবে, তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
আসুন, আমরা সবাই যার যার জায়গা থেকে অন্যদের পাশে দাঁড়াই। হয়তো আপনার একটি বার্তা, একটি নাম বা একটি ইঙ্গিত, কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
ভালো থাকুক মানুষ, ভালো থাকুক আমাদের চারপাশ।
এই মেসেজটি যেন আরও মানুষের কাছে পৌঁছে যায়, সেটাই আমাদের চাওয়া। কারণ হয়তো আপনার পরিচিত কারো কাছে এমন কেউ আছে, যার জীবনে এই সহায়তা সত্যিই খুব প্রয়োজন।
আল্লাহ ভরসা।