Mohiny

Mohiny It is a magazine published from Sylhet ( Bangladesh) by Md. Read this magazine.

Siddiqur Rahman (own) covering Life story, Poem, Story, News, articles, novel (series), History, general knowledge, puzzle etc.

যারা ভালো মানের এবং ভালো ব্রান্ডের ক্যালকুলেটর খুজছেন, তাদের জন্য হতে পারে একটি চমৎকার কাজের .....বিস্তারিত জানতে নিচের ...
23/04/2024

যারা ভালো মানের এবং ভালো ব্রান্ডের ক্যালকুলেটর খুজছেন, তাদের জন্য হতে পারে একটি চমৎকার কাজের .....
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।

Buy Original Desk Calculator at Best Price in Bangladesh from Rokomari.com. Desk Calculator's Products widely available! Get COD, Extra Offer on eligible purchases.

আজ গ্রাফিক্স ডিজাইন কোর্সের একটি ‍এসাইনমেন্ট করতে বলা হলো - ইন্সট্রাগ্রামের জন্য একটি প্রডাক্ট বিক্রির বিজ্ঞাপন তৈরী করত...
22/04/2024

আজ গ্রাফিক্স ডিজাইন কোর্সের একটি ‍এসাইনমেন্ট করতে বলা হলো - ইন্সট্রাগ্রামের জন্য একটি প্রডাক্ট বিক্রির বিজ্ঞাপন তৈরী করতে হবে। চেষ্টা করলাম কতটুকু পারলাম ফেবু বন্ধুরাই ভালো বলতে পারবেন। সকলের সুস্বাস্থ্য কামনায়-------

দুইটি সার্টিফিকেট অর্জন করলাম.......সকলের নিকট দোয়া প্রত্যাশী...
16/04/2024

দুইটি সার্টিফিকেট অর্জন করলাম.......
সকলের নিকট দোয়া প্রত্যাশী...

12/01/2024

আলোর মিছিল
শেখ মোহাম্মদ আবু বকর সিদ্দিক
@@@@@

হে যুবক,
তুমি মদ, গাঁজা, হিরোইন সেবন করছ!
মনের ভিতর অনেক জ্বালা তোমার!
অনেক কষ্ট তোমার!
সজ্ঞানে-অজ্ঞানে -
তিলে তিলে নিজেকে ধ্বংসের দিকে ধাবিত করছ!
তোমাকেই বলছি-
এসো আমার কবিতার আসরে,
এসো আমার সাহিত্য ভূবনে,
মনের জ্বালা কিছুটা হলেও লাঘব হবে।
হাতে কলম ধরো-
হৃদয়ের আবেগ-অনুভূতিগুলো,
কলমের ডগা দিয়ে বের করে নিয়ে এস-
সাহিত্যের ভাষা দিয়ে,
সৃষ্টি হবে একটি সরস সাহিত্যকর্ম-
মনেও প্রশান্তি মিলবে।
মদ, গাঁজা, হিরোইন- পাবে যত নেশার সামগ্রী
ছুড়েঁ মারো ডাস্টবিনে,
বেড়িয়ে এসো এ অসভ্য জগৎ হতে,
নেশা কখনও সুখ দেয় না- কেড়ে নেয়।
তুমি চিরতরে চলে এসো- এ সঙ্গ ছেড়ে,
যুদ্ধ ঘোষণা কর এদের বিরুদ্ধে।

হে যুবক, শুন-
তোমার জ্বালাময়ী স্মৃতির ভান্ডার থেকে
লিখে ফেল কষ্টের অনুভূতিগুলো।
তোমার নষ্ট অতীতের দূর্গন্ধ গোছাতে-
আমি তোমায় সাহিত্যের সু-ঘ্রাণ দিব।
যার নির্যাস-
তোমার মনের ব্যাধি দূর করবে,
সুখ দেবে,
আনন্দ দেবে,
আমি তোমায় সাহিত্যের সাগরে হারাতে দিব,
তাতে অবাধ বিচরণের সুযোগ দিব।

এসো হে বন্ধু, সাহিত্য ভূবনে-
ডুবে থাকো এ রঙ্গভূবনে,
খেলে যাও আপন মনে।
লিখে যাও আপন খেয়ালে আপনার মত,
ক্ষতি নেই-
জানিয়ে দাও সবারে আজ-
যত তোমার দুঃখ-কষ্ট,ক্লেদ-ভালবাসা
রেখে যাও পদচিহ্ণ তোমার,মানবতার দরবারে,
নেশার স্মৃতি আজ পাক সেথা লাজ।

এসো হে তরুণ,
সাহিত্যের রস নিতে এসো,
সাহিত্যের স্বাদ,গন্ধ নিতে এসো,
এসো সাহিত্যের নির্যাস নিতে,
এসো অসভ্য সমাজ ত্যাগের মন্ত্র নিতে,
আজি তোমারি জন্য সভ্য সমাজ অপেক্ষাতে... ..

এসো,হে নবীন আমার-
ন্যায় ও সত্যের পতাকার নিচ থেকে
কলম চালাই অমানবতার বিরুদ্ধে,
ইভটিজিং, অত্যাচার, নির্যাতন, জুলুমের বিরুদ্ধে,
নেশা, অন্যায়, অবিচার, শোষণের বিরুদ্ধে।

এসো, হে সুহৃদ,
আমার কলম সঙ্গী হও,
এসো আরেক বার রুখে দাড়াঁই-
সকল অপকর্মের বিরুদ্ধে,
সকল অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে-
একাত্তরের মতো-
বায়ান্ন'র মতো।

এসো, তুমি-আমি-সবে মিলে গড়ি-
পুজিঁবাদ ও শোষণমুক্ত- সাম্যবাদের সমাজ,
গড়ি মুক্তিযোদ্ধাদের কাঙ্খিত স্বাধীন রাষ্ট্র।

হে যুবক, এ আমার উদ্বাত্ব আহ্বান-
এসো, মোর আলোর মিছিলে,
ফিরে এসো অন্ধকার জগৎ হতে-
ফিরে এসো, ও জীবন থেকে-
তোমারি জন্য সভ্য সমাজ অপেক্ষাতে... .. ।
@@@@@

>

Address

Sylhet

Telephone

+8801671013530

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohiny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohiny:

Share

Category