
20/08/2025
সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্বর্তী ছোট একটি শহরে মাটির তৈরী মসজিদ ও ঘরবাড়ী। এই ঘর বাড়ীতে সৌদি আরবের লোকজন আগে বসবাস করত এখন আর কেউ বসবাস করেনা কিন্তু মাটির তৈরি মসজিদে এখনো নামাজ পড়া হয়।এই মসজিদের নিচে ও একতালা রয়েছে। শীত মৌসুমে নিচ তালায় নামাজ পড়া হয়।