লালন শাহ লাইভ পেইজ

লালন শাহ লাইভ পেইজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from লালন শাহ লাইভ পেইজ, TV Channel, Sylhet.

03/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

আজ আছি কেল্লা শাহ বাবার দরবারে ১/৫/২০২৫
01/05/2025

আজ আছি কেল্লা শাহ বাবার দরবারে ১/৫/২০২৫

01/04/2025

সিলেটের বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা গ্রামের দক্ষিনে শিতলী মন্দির অবস্হিত।
সেখানে চৈত্র মাসের শনিবার ও মঙ্গল বার শিতলী পুজা পালন করা হয়।বিভিন্ন স্হান থেকে সনাতন ধর্মের শত শত লোকজন আসেন।
১/৪/২০২৫ মঙ্গল বার

ঈদের নামাজ আদায় করে নিজ বাড়ীতে এসে ছবিটি তুলা ৩১/৩/২০২৫ সবাইকে ঈদ মোবারক।
31/03/2025

ঈদের নামাজ আদায় করে নিজ বাড়ীতে এসে ছবিটি তুলা ৩১/৩/২০২৫ সবাইকে ঈদ মোবারক।

আরিফ দেওয়ান বনাম লতিফ সরকারের এখন দন্ধ আর কাদা চুড়াচুড়ি।বাউল সমাজ কলঙ্কিত।।🎆কয়েক দিন যাবত দুই বাউল সমিতির দুই কর্ণধারএকে...
16/03/2025

আরিফ দেওয়ান বনাম লতিফ সরকারের
এখন দন্ধ আর কাদা চুড়াচুড়ি।বাউল সমাজ কলঙ্কিত।।

🎆কয়েক দিন যাবত দুই বাউল সমিতির দুই কর্ণধার
একে অপরের বিরুদ্ধে বাক বিতন্ডার শেষ নাইযে আর।

🎆বাউল শিল্পীদের আচরন যদি রাস্তার ছেলেদের মত
এদেশে বাউল সমিতির প্রয়োজন কি শত শত।

🎇সুখ্যাতিতে আরিফ দেওয়ান একজন বিজ্ঞ বাউল
কথা বার্তায় কেনো করবেন তিনি এত ফাউল।

🎇 বাউল ফাউন্ডেশনের সেক্রেটারী লতিফ সরকার
ভদ্রতা নম্রতা মানবতা তার কাছে থাকা খুবি দরকার।

🎆এক বাউল অপর বাউলকে ঘায়েল করতে মরিয়া
নাই তাদের লাজ লজ্জা শরম ভরম নিবেন সবে ধরিয়া।

🎆 ফকির স্বাধক ছুপী সম্রাট দেওয়ান আর সরকার
যদি থাকেনা আদর্শ তাহলে লকবের কি বা দরকার।

🎇 ঘরে ঘরে পাড়া মহল্লায় বুরি বুরি বাউল সমিতি
কাদা চুড়াচুড়ি গীবত করা এটাই কি বাউলের মুলনীতি

🎇 মুল্লা মৌলভীরা বেদাতি বলে সকল সময় দেয় গালী
তোমরা করছো ঝগড়া ফাসাদ মুল্লারা দেয় হাততালী।

🎆 ভুয়া-গীতিকার নষ্টা শিল্পী এমনিতে বাজার সয়লাব
আসল যারা বিপাকে তারা গান জগতে নাই কোন লাভ।

🎇 ভাব নাই ভক্তি নাই, নাই তাদের পীর আর উস্তাদ
বুঝেনা তরিকা আর কোরআন হাদিস এই হলো তফাৎ

🎇গানের জগতে চলছে হরদম নুংরামী আর চন্ডালী
নেশায় আর লুচ্চামিতে ধ্বংস গন্ধে ভরা বগল তলী।

🎆 গরম টাকায় গান কিনে নাম লাগায় গীতিকার
মোটেও বুঝেনা ওরা ই -কার আর আ-কার।

🎆 ভুয়া গীতিকার যারা দেখুন অনলাইনে সরব
আসল গীতিকার যারা সকল সময় নিরব।

🎇 কিছু কিছু বাউল শিল্পী টাকায় করে গান
ভাবেনা আসল আর নকল নাই বিবেক বুদ্ধি জ্ঞান।

🎇 কে আসল আর কে নকল বুঝিবার নাই সাধ্য
যার আছে টাকা পয়সা সে বাজায় নানান রঙ্গের বাদ্য।

🎆 চুপ চাপ রয়েছেন সম্মানিত জ্ঞানী গুনীজনেরা
নিরব নির্বোধের ন্যায় কিছুই বলেন নি তারা।

🎆 বাঁশ থেকে চিংলা বড় সবাই বাউল নেতা
যার দরুন যথায় তথায় খাইরা গুতা গাতা।

🎇 ভাব নাই ভক্তি নাই, নাই আদব কায়দা
নামে বাউল কাজে ফাউল নাই কোন ফায়দা।

🎇প্রায় গীতিকার বুঝেনা তরীকা আর গান বাদ্য কি
তার আছে টাকা পয়সা হঠাৎ এসে মারে ভয়ঙ্কর ঝুকি।

🎆 আরিফ দেওয়ান লতিফ সরকার ডিল চুড়াচুড়ি
তাই দেখিয়া লিখতে বসলো শাহ তোফাজ্জুল ভান্ডারী।

🎆আমার লেখায় কথায় সবাই মনে নিবেন না কষ্ট
বাউল সমাজের ভাইরাস যারা লিখে হইলাম তুষ্ট।

🎇 আরিফ দেওয়ান লতিফ সরকার হয়ে যান নিরব
সব কিছুর পর আপনারা বাউল সমাজের গৌরব।

🎇 দুই জন লোকে ফসাদ করলে মোমিনে ভাঙ্গায়
মানুষ রুপী শয়তান যারা দুই গ্রুপে লাগায়।

🌹এই বলিয়া আমার লিখা এখানেই শেষ
ভাই ভাই মনে করে দুরে পেলো সকল দুঃখ ক্লেশ।

🇧🇩আছেন যত প্রিয়জনেরা জানাই সালাম ও আদাব
দেশের যতো বাউল শিল্পী তোমরা করিওনা বিবাদ।
১৫/৩/২০২৫

শাহ তোফাজ্জুল ভান্ডারী
প্রতিষ্টাতা চেয়ারম্যান
বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেট,বাংলাদেশ
বাংলাদেশ বাউল কল্যাণ ফেডারেশন।
তালিকাভুক্ত গীততিকার বাংলাদেশ বেতার।
বিশ্বনাথ,সিলেট।
মোবাইল নং ০১৭১২৪৫২৯৫৭

03/03/2025

রমজান শরীফেও মারামারি খাটাখাটি চুরি ডাকাতি।

15/02/2025
14/02/2025

ইয়া আল্লাহ তুমি রহমান তুমি রহিম। আল্লাহ তুমি আজকের পবিত্র এই রজনীর উছিলায় আমার সকল গোনাখাতা মাপ করে দাও গো আল্লাহ।ও আল্লাহ আমার ঝিকির আজকার তেলাওয়াত ইবাদত বন্দেগী কবুল করো। আল্লাহ দুনিয়ার সকল বিপদগ্রস্ত লোকদের রক্ষা করো। নিরপরাধ মানুষ গুলোদের জালিমদের জুলুম থেকে সকল সময় হেফাজত রাখিও মাবুদ।সকল অসুস্হ মানুষদের সুস্হ করে দাও মাবুদ আ-মিন।

09/02/2025

কারাগারে বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান

09/02/2025

“মা*মলাটি বিশেষ ক্ষমতা আইন ও বি*স্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়েছে।”

09/02/2025

জয়নুল আবদিন ফারুক বলেন, প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসররা রয়েছে

Address

Sylhet

Telephone

+8801712452957

Website

Alerts

Be the first to know and let us send you an email when লালন শাহ লাইভ পেইজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category