12/09/2024
কি এমন অপরাধ করেছে ছাত্রলীগের "আপা" শেখ হাসিনা? তাকে কেন পৃথিবীর কোন রাষ্ট্র আশ্রয় দিতে চায় না? ভারতের সাথে আওয়ামী লীগের স্বামী-স্ত্রীর সম্পর্ক (আওয়ামী লীগ মন্ত্রীর ভাষ্য🤔) থাকার পরও কেন স্বামীর দেশ ভারতও স্ত্রীকে আর ঘরে রাখতে চায় না? এমন কি অপরাধ করেছে "বুবু"? বুবুতো দিতে ভালোবাসে! স্বামী দেশ ভারতকে যা দিয়েছি আজীবন তারা মনে রাখবে😜(বুবুর ভাষ্য)। সবকিছু স্বামীকে দেয়ার পর কেন আজ বুবু এতো অসহায়? আচ্ছা ;বুবু এখন যাবে কোথাও বলুনতো? শুনেছি, আরব আমিরাত,সৌদি আরব,ফিনল্যান্ড সহ আরো কয়েকটি দেশে বুবু আশ্রয় চাচ্ছে 🤔। সেই দেশগুলো এখনো কোন সিদ্ধান্ত জানায়নি। তারাও যদি রাখতে না চায় তাহলে চরম ক্ষমতাধর বুবুজান 😜 কোথায় যাবে? কি এমন অপরাধ করেছে ছাত্রলীগের আপা? সেতো শুধু দেশের জনগণের কথা বলার অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো 🤔।সেতো ছাত্র-জনতার রক্ত নিয়ে খেলা করেছিলো😭,সেতো নিরিহ মানুষের রক্ত দিয়ে হয়তো গোসল করতে চেয়েছিলো🤔😭।সেতো তার বাপের দেশ বলে বিরোধী মতাদর্শের নাগরিকদের উপর জুলুম করেছিলো 🤔। এইসব কি তার অপরাধ? তাহলে কেন আজ পৃথিবীর কোথাও (আপা/বুবু/ভারতের স্ত্রীর) যায়গা হচ্ছে না? দেশের জনগণ বুবুর প্রতি একটু দয়া করো😁।বুবুকে একটু আশ্রয় দাও🤣। তার তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মাধ্যমে হাসিনা বুবুর প্রতি ন্যায় বিচার পাওয়ার সুযোগ করে দাও।তা না হলে বুবুর বাপের দেশের মাটি যে সব ছাত্র-জনতার রক্তে রঞ্জিত হয়ে ২০২৪ সালে ৫ আগস্ট স্বাধীন হয়েছে সেই সব শহীদের আত্মা শান্তি পাবেনা। শহীদের পরিবার এবং দেশের নাগরিকরা যাতে স্বচক্ষে দেখতে পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মাধ্যমে বুবুর প্রতি ন্যায় বিচার। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার বুবুকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে তার প্রাপ্য বুঝিয়ে দেবে।