TIMES of SUST

TIMES of SUST শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সময় ও সংবাদ তুলে ধরার প্রচেষ্টায় TIMES of SUST এর পথচলা।

15/08/2025

"আমি বঙ্গবন্ধুকে দেখি নি, তারেক জিয়াকে দেখেছি"

--আমীর জাই

বন্ধুরা, সাদা পাথর ট্যুরে যাচ্ছি.....
13/08/2025

বন্ধুরা, সাদা পাথর ট্যুরে যাচ্ছি.....

১২ জুলাই থেকে ৩৬ জুলাই, শাবিপ্রবি ও সিলেট জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ শের কিছু চিত্র.......
20/07/2025

১২ জুলাই থেকে ৩৬ জুলাই, শাবিপ্রবি ও সিলেট জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ শের কিছু চিত্র.......

20/06/2025

একটি নির্মম বাস্তবতা - পরিকল্পিত গণধ*র্ষণের শিকার শাবিপ্রবির শিক্ষার্থী‼️

ঈদের ঠিক আগে, আমাদের সাস্টিয়ান পরিবারের একজন ছাত্রীর সাথে ঘটে যায় এক চরম অমানবিক, ন্যাক্কারজনক ও মর্মান্তিক ঘটনা। (ভিকটিমের গোপনীয়তা রক্ষার্থে আমরা তার নাম প্রকাশ করছি না।)

ঐ রাতে রিকাবিবাজারে একটি কনসার্টে যাওয়ার পূর্বে মেয়েটিকে পূর্বপরিকল্পিতভাবে ফাঁদে ফেলে তাকে অচেতন করে তারই দুইজন ব্যাচমেট সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শান্ত তারা আদনান(৩/১)ও স্বাগত দাস পার্থ(৩/১) তাকে তাদের মেসে নিয়ে যায় এবং জোরপূর্বক আটকে রেখে অচেতন অবস্থায় মেয়েটির উপর সারারাত পাশবিক নির্যাতন চালানো হয়। সকালে যখন তার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে ভয়াবহ অবস্থায় অপরাধীদের রুমে আবিষ্কার করে। কিছু বোঝার আগেই তারা মেয়েটিকে জানায় যে, তারা তার সাথে শারীরিক সম্পর্ক করেছে এবং সেই সময়ের ভিডিও ধারণ করেছে। এরপর সেই ভিডিও ও নগ্ন ছবি দিয়ে তারা তাকে নিয়মিত ব্ল্যাকমেইল করতে থাকে।

ভিকটিম মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। দিনের পর দিন, রাতের পর রাত আতঙ্কে, ঘুমহীন ও অস্থির সময় কাটায় সে। দীর্ঘদিন পর, অনেক সাহস সঞ্চয় করে সে আমাকে এবং Tasfia Farhat কে বিষয়টি জানায়। পরে এই বিষয়ে রাফিয়া তাসকিন নূর দোলা কে জানানো হয় এবং এই বিষয়টি সে তাৎক্ষণিক ভাবে তার এক বন্ধু গণিত বিভাগের Amit Malakar কে জানায়। সে বিষয়টি তাৎক্ষনাৎ গণিত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী MK Sazzad Hossain ও সিএসই বিভাগের শিক্ষার্থী Md Mostakim Billah ভাইকে জানায়। সাজ্জাদ ও বিল্লাহ ভাই মেয়েটির সাথে সরাসরি কথা বলেন, তাকে মানসিক সান্ত্বনা দেন এবং সুবিচারের আশ্বাস দেন। তাঁরা এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোঃ মোখলেসুর রহমান স্যারের সাথে যোগাযোগ করেন। তিনি এ বিষয়ে প্রশাসনের জিরো টলারেন্স ও সুবিচারের নিশ্চয়তা দেন।

তারই প্রেক্ষিতে অতঃপর আজ প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিলে প্রক্টরিয়াল বডির তাৎক্ষণিক ব্যবস্থায় ও পুলিশ প্রশাসনের সর্বোচ্চ সহায়তায় মাত্র ৩ ঘণ্টার মধ্যেই ঐ দুই অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হয় এবং ৭ ঘন্টার মধ্যেই অপরাধী দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১ টি ফৌজদারি মামলা দায়ের করা হয়। এই ঘটনায় সার্বক্ষণিক পাশে থেকে মামলা করা অবধি সহযোগীতা করার জন্য সাজ্জাদ ভাই, বিল্লাহ ভাই, দুর্লভ দা,শুভ দা কে অসংখ্য ধন্যবাদ।এবং বন্ধু হিসেবে সার্বক্ষণিক পাশে ছিলো অমিত। সেই সাথে অতি দ্রুত আইনী পদক্ষেপ নেয়ার জন্য মাননীয় প্রক্টর মোঃ মোখলেছুর রহমান স্যার, প্রক্টরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ।

আমরা শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা, এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, যাতে ভবিষ্যতে কেউ এমন অন্যায় করার দু:সাহস দেখাতে না পারে।

©Sabikunnahar Sneha

জুলাই আমার চেতনা, আমি জুলাই যোদ্ধা,খাবো দান, সদকা চাঁদাযাকাত ফিতরা সুদ্ধা।ওয়ারিয়র্স অফ জুলাই( মর্ডান ভিক্ষুক)
02/06/2025

জুলাই আমার চেতনা,
আমি জুলাই যোদ্ধা,
খাবো দান, সদকা চাঁদা
যাকাত ফিতরা সুদ্ধা।

ওয়ারিয়র্স অফ জুলাই( মর্ডান ভিক্ষুক)

Maine tho seref SS leya tha
08/05/2025

Maine tho seref SS leya tha

Happy Birthday the most influential social thinkers of the 19th century, the German scholar, a historian, an economist, ...
05/05/2025

Happy Birthday the most influential social thinkers of the 19th century, the German scholar, a historian, an economist, a political propagandist, a journalist, a great humanitarian and a philosopher.

05/05/2025

আজ GST-গুচ্ছভুক্ত '𝐁'(মানবিক) ইউনিটের ফলাফল প্রকাশিত হবে।

ইসলামি বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত্র সহযোগিতার জন্য __
04/05/2025

ইসলামি বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত্র সহযোগিতার জন্য __

মাওলানা রঈস উদ্দীন হত্যার প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আজকের মানববন্ধন কর্মসূচি।
30/04/2025

মাওলানা রঈস উদ্দীন হত্যার প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আজকের মানববন্ধন কর্মসূচি।

ইঞ্জিনিয়ারিং গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার সংযোগে শাবিপ্রবিতে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরুআজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল...
24/04/2025

ইঞ্জিনিয়ারিং গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার সংযোগে শাবিপ্রবিতে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল, ২০২৫) সকাল ১০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের স্কুল অফ এপ্লাইড সায়েন্সস এন্ড টেকনোলোজির আয়োজনে ইঞ্জিনিয়ারিং গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক তিন দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি অন্তবর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান- ‘৮ম আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষা সম্মেলন অংশগ্রহণ করা অত্যন্ত গর্বের বিষয়। এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। জ্ঞান, উদ্ভাবন এবং বৈশ্বিক সহযোগিতার এই প্ল্যাটফর্মে আমরা একত্রিত হয়েছি। জলবায়ু পরিবর্তন, সম্পদ সংকট ও সামাজিক বৈষম্যের প্রেক্ষাপটে প্রকৌশলীদের ভূমিকাকে পুনরায় সংজ্ঞায়িত করার সময় এসেছে। পরিবেশ সচেতনতা ও নৈতিক দায়বদ্ধতা নিয়ে পরিচালিত ইঞ্জিনিয়ারিং চর্চা আমাদের ভবিষ্যতকে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করে তুলবে। এই সম্মেলনের ইতিবাচক দিক হলো, বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষক, শিল্প প্রতিনিধি ও নীতিনির্ধারকদের মধ্যে নতুন নতুন জ্ঞান ও ধারনা উপস্থাপিত হবে এবং একাডেমিক ও অংশীজনদের মধ্যে কোলাবরেশন বৃদ্ধি পাবে। যা বাংলাদেশের ঠেকসই উন্নয়নকে গুরুত্বপূর্ণ করবে।’

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, "এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা ভবিষ্যতে অংশীদারিত্বকে আরো সুদৃঢ় করবে এবং শিক্ষা ও শিল্প খাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপন করবে। তিনি আরও বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণায় উৎকর্ষতা সাধনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই সম্মেলন নিঃসন্দেহে আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক প্রোফাইলকে আরও সমৃদ্ধ করবে।"

তিনি অংশগ্রহণকারী সকলকে উৎসাহিত করে বলেন, "এই সম্মেলন নতুন সহযোগিতার দ্বার উন্মোচন করবে এবং রূপান্তরমূলক উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সহায়তা করবে।"

ভাইস চ্যান্সেলর বিশেষভাবে আয়োজক, পৃষ্ঠপোষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং জিআইএলডিএএন’র এইচআর লিড গ্যাব্রিয়েলা মুনোজ।

আয়োজক কমিটির সদস্যরা জানান, বিশ্বের আটটি দেশ-অস্ট্রেলিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ভারত ও বাংলাদেশ-থেকে গবেষক ও শিক্ষাবিদরা মোট ৮৫৩টি গবেষণাপত্রের সারসংক্ষেপ জমা দেন। প্রাপ্ত সারসংক্ষেপগুলোর ৩৬৮টি গবেষণাপত্র উপস্থাপনার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়। নির্বাচিত গবেষণাপত্রসমূহ উপস্থাপনের জন্য সম্মেলনে মোট ৬৩টি টেকনিক্যাল সেশন আয়োজন করা হয়, যেখানে দেশি ও আন্তর্জাতিক গবেষকবৃন্দ তাঁদের গবেষণার ফলাফল উপস্থাপন করবেন।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে শাবিপ্রবির স্কুল অফ অ্যাপলাইড সায়েন্সস এন্ড টেকনোলোজির আয়োজনে দুই বছর পর পর অনুষ্ঠিত হয়ে আসছে আন্তর্জাতিক সম্মেলনটি।

গ্রীষ্মকালীন ছুটি বাতিল
24/04/2025

গ্রীষ্মকালীন ছুটি বাতিল

Address

Shahjalal University Of Science And Technology, Sylhet
Sylhet
3114

Website

Alerts

Be the first to know and let us send you an email when TIMES of SUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category