20/06/2025
একটি নির্মম বাস্তবতা - পরিকল্পিত গণধ*র্ষণের শিকার শাবিপ্রবির শিক্ষার্থী‼️
ঈদের ঠিক আগে, আমাদের সাস্টিয়ান পরিবারের একজন ছাত্রীর সাথে ঘটে যায় এক চরম অমানবিক, ন্যাক্কারজনক ও মর্মান্তিক ঘটনা। (ভিকটিমের গোপনীয়তা রক্ষার্থে আমরা তার নাম প্রকাশ করছি না।)
ঐ রাতে রিকাবিবাজারে একটি কনসার্টে যাওয়ার পূর্বে মেয়েটিকে পূর্বপরিকল্পিতভাবে ফাঁদে ফেলে তাকে অচেতন করে তারই দুইজন ব্যাচমেট সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শান্ত তারা আদনান(৩/১)ও স্বাগত দাস পার্থ(৩/১) তাকে তাদের মেসে নিয়ে যায় এবং জোরপূর্বক আটকে রেখে অচেতন অবস্থায় মেয়েটির উপর সারারাত পাশবিক নির্যাতন চালানো হয়। সকালে যখন তার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে ভয়াবহ অবস্থায় অপরাধীদের রুমে আবিষ্কার করে। কিছু বোঝার আগেই তারা মেয়েটিকে জানায় যে, তারা তার সাথে শারীরিক সম্পর্ক করেছে এবং সেই সময়ের ভিডিও ধারণ করেছে। এরপর সেই ভিডিও ও নগ্ন ছবি দিয়ে তারা তাকে নিয়মিত ব্ল্যাকমেইল করতে থাকে।
ভিকটিম মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। দিনের পর দিন, রাতের পর রাত আতঙ্কে, ঘুমহীন ও অস্থির সময় কাটায় সে। দীর্ঘদিন পর, অনেক সাহস সঞ্চয় করে সে আমাকে এবং Tasfia Farhat কে বিষয়টি জানায়। পরে এই বিষয়ে রাফিয়া তাসকিন নূর দোলা কে জানানো হয় এবং এই বিষয়টি সে তাৎক্ষণিক ভাবে তার এক বন্ধু গণিত বিভাগের Amit Malakar কে জানায়। সে বিষয়টি তাৎক্ষনাৎ গণিত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী MK Sazzad Hossain ও সিএসই বিভাগের শিক্ষার্থী Md Mostakim Billah ভাইকে জানায়। সাজ্জাদ ও বিল্লাহ ভাই মেয়েটির সাথে সরাসরি কথা বলেন, তাকে মানসিক সান্ত্বনা দেন এবং সুবিচারের আশ্বাস দেন। তাঁরা এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোঃ মোখলেসুর রহমান স্যারের সাথে যোগাযোগ করেন। তিনি এ বিষয়ে প্রশাসনের জিরো টলারেন্স ও সুবিচারের নিশ্চয়তা দেন।
তারই প্রেক্ষিতে অতঃপর আজ প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিলে প্রক্টরিয়াল বডির তাৎক্ষণিক ব্যবস্থায় ও পুলিশ প্রশাসনের সর্বোচ্চ সহায়তায় মাত্র ৩ ঘণ্টার মধ্যেই ঐ দুই অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হয় এবং ৭ ঘন্টার মধ্যেই অপরাধী দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১ টি ফৌজদারি মামলা দায়ের করা হয়। এই ঘটনায় সার্বক্ষণিক পাশে থেকে মামলা করা অবধি সহযোগীতা করার জন্য সাজ্জাদ ভাই, বিল্লাহ ভাই, দুর্লভ দা,শুভ দা কে অসংখ্য ধন্যবাদ।এবং বন্ধু হিসেবে সার্বক্ষণিক পাশে ছিলো অমিত। সেই সাথে অতি দ্রুত আইনী পদক্ষেপ নেয়ার জন্য মাননীয় প্রক্টর মোঃ মোখলেছুর রহমান স্যার, প্রক্টরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ।
আমরা শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা, এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, যাতে ভবিষ্যতে কেউ এমন অন্যায় করার দু:সাহস দেখাতে না পারে।
©Sabikunnahar Sneha