
04/09/2025
মৌলভীবাজার যেসব এলাকায় আগামীকাল বিদ্যুৎ থাকবেনা
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) মৌলভীবাজার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত কোর্ট রোড, বনশ্রী, ওয়াপদা রোড, ডিসি অফিস, উত্তর ও দক্ষিণ কলিমাবাদ, আরামবাগ, টিকরবাড়ী, কাজিরগাঁও, চুবড়া, রঘুন্দনপুর, সদর হাসপাতাল, দরগামহল্লা, কুদালীপুল, বেজবাড়ী, পিটিআই রোড, বনবিথী, সোনাপুর, বড়বাড়ী, কালেঙ্গা রোড, ভকেশনাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নতুনবাজার, নোয়াগাঁও, শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, দড়িরমহল, ধরকাপন, সিলেট রোড, হিলালপুর, মোস্তফাপুর রোড, শাহ মোস্তফা রোড, বেরীরপাড়, কুসুমবাগ, এম সাইফুর রহমান রোড, বড়হাটসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।