আ বে গী ম ন

আ বে গী ম ন মানুষ তো খেলনা নয়, হাসবে,গাইবে,যোদ্ধ করবে এটাই তো তার পরিচয়। এখানে সব ধরনের ভিডিও পাবেন

মৌলভীবাজার যেসব এলাকায় আগামীকাল বিদ্যুৎ থাকবেনাবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) মৌলভীবাজার কার্যালয় থেকে পাঠান...
04/09/2025

মৌলভীবাজার যেসব এলাকায় আগামীকাল বিদ্যুৎ থাকবেনা

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) মৌলভীবাজার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত কোর্ট রোড, বনশ্রী, ওয়াপদা রোড, ডিসি অফিস, উত্তর ও দক্ষিণ কলিমাবাদ, আরামবাগ, টিকরবাড়ী, কাজিরগাঁও, চুবড়া, রঘুন্দনপুর, সদর হাসপাতাল, দরগামহল্লা, কুদালীপুল, বেজবাড়ী, পিটিআই রোড, বনবিথী, সোনাপুর, বড়বাড়ী, কালেঙ্গা রোড, ভকেশনাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নতুনবাজার, নোয়াগাঁও, শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, দড়িরমহল, ধরকাপন, সিলেট রোড, হিলালপুর, মোস্তফাপুর রোড, শাহ মোস্তফা রোড, বেরীরপাড়, কুসুমবাগ, এম সাইফুর রহমান রোড, বড়হাটসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

🤲🤲🤲🤲
04/09/2025

🤲🤲🤲🤲

মোবাইল বের হওয়ার পরে অন্য যন্ত্রগুলোর ব্যবহার কমে গেছে।
04/09/2025

মোবাইল বের হওয়ার পরে অন্য যন্ত্রগুলোর ব্যবহার কমে গেছে।

গরিবের সালমান খান 😭🤣🤣🤣🤣🤣
04/09/2025

গরিবের সালমান খান 😭🤣🤣🤣🤣🤣

যুক্তরাজ্যে পড়ালেখা শেষে নিজ দেশে  ফিরে আসতে হবে 😭😭😭😭
03/09/2025

যুক্তরাজ্যে পড়ালেখা শেষে নিজ দেশে ফিরে আসতে হবে 😭😭😭😭

মহানবী (সা.) বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষনীয় ঘটনা আমাদের প্রাণপ্রিয় রাসূল (সাঃ) ছিলেন একেবারেই এতিম। এতিম ছিল...
03/09/2025

মহানবী (সা.) বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষনীয় ঘটনা

আমাদের প্রাণপ্রিয় রাসূল (সাঃ) ছিলেন একেবারেই এতিম। এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট। জীবনের কষ্ট। কাজের কষ্ট। তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল (সাঃ) সকল সময় থাকতেন ব্যাকুল। তাদের প্রতি ছিল তাঁর বিশাল হৃদয়। আকাশের মতো, তার চেয়েও বিশাল। বিশাল ছিল তাঁর মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসতো দরদের তুফান। মমতার ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়তো নবীর (সাঃ) চারপাশে। সকলের হৃদয়ের দু কূল ছাপিয়ে যেত রাসূলের (সাঃ) ভালোবাসার কোমল তুষারে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা সেতো এক মহৎ গুণ! মানুষকে ভালোবাসতেন রাসূল (সাঃ) মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে।

কিন্তু এতিম, গরিব, দুস্থ এবং অসহায়দের প্রতি রাসূলের (সাঃ) ভালোবাসার মাত্রাটা ছিল অনেক- অনেক গুণে বেশি। যার কোনো তুলনাই হয় না। সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসূলের (সাঃ) জীবনেই। তাঁর জীবন-ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয়।

ঈদ মানেই তো খুশি আর খুশি। আনন্দের ঢল। সবার জন্যই চাই ঈদের আনন্দ। সমান খুশি। কিন্তু চাইলেই কি সব হয়? কিছু ব্যতিক্রম তো থেকেই যায়। যেমন রাসূলের (সাঃ) সময়ে এক ঈদে, নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজী (সাঃ)। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু। এই খুশির দিনেও কান্না! অবাক হলেন রাসূল (সাঃ)। তাঁর হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়লো। রাসূল (সাঃ) ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন।

শিশুটি বললো, আমার আব্বা-আম্মা নেই। কেউ আমাকে আদর করে না। কেউ আমাকে ভালোবাসে না। আমি কোথায় যাবো? এতিম নবী রাহমাতুল্লিল আলামিন। ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠলো নবীজীর (সাঃ) কোমল হৃদয়। জেগে উঠলো তাঁর মর্মবেদনা। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশাকে (রাঃ) ডেকে বললেন, হে আয়েশা! ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি। এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা (রাঃ)। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন। তারপর তাকে পেট ভরে খেতে দিলেন।

রাসূল (সাঃ) ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতা-মাতা। আমরাই তোমার অভিভাবক। কি, খুশি তো! রাসূলের (সাঃ) কথা শুনে ছেলেটির চোখেমুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমের প্রতি রাসূলের (সাঃ) ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত! রাসূল (সা) শুধু এতিমদের প্রতিই যে এমন সদয় ছিলেন, সহমর্মী ছিলেন তাই নয় তিনি তাঁর অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদি। মায়া-মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন। তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনোপ্রকার দুঃখ না থাকে দয়ার নবী (সাঃ) সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ।

রাসূলের (সাঃ) দু�জন খাদেম বা চাকর ছিলেন। একজন হযরত যাইদ ও আর একজন হযরত আনাস (রাঃ)। তাদের সাথে রাসূল (সাঃ) কখনোই মনিবসুলভ আচরণ করতেন না। কড়া ভাষায় কথা বলতেন না। খারাপ ব্যবহার করতেন না। মেজাজ দেখাতেন না। আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না। বরং আপন পরিবারের সদস্যদের মতই তাদের সাথে ব্যবহার করতেন। একই খাবার খেতেন। একই ধরনের জীবন-যাপন করতেন। কী আশ্চর্যের ব্যাপার! আজকের দিনে যা কল্পনাও করা যায় না। হযরত যাইদের (রাঃ) কথাই বলি না কেন! ছোট্টবেলায় তিনি মা-বাপ থেকে হারিয়ে যান।

আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসূলের (সাঃ) ঘরে। যখন তার পিতা-মাতার সন্ধান পাওয়া গেল, তখন তারা ছুটে এলো রাসূলের (সাঃ) কাছে। তারা তাকে নিয়ে যেতে চায়। রাসূল (সাঃ) তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার পিতা-মাতার সাথে যাবে? যাইদ (রাঃ) সাথে সাথেই বললেন, রাসূলের (সাঃ) কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি, তাঁর কোনো তুলনা হয় না। তামাম পৃথিবী যদি আমাকে দেয়া হয় তবুও তাঁকে ছেড়ে আমি যেতে পারবো না। না, কখনোই যাবো না। হযরত আনাস (রাঃ)। তিনি আট বছর বয়সে রাসূলের (সাঃ) খেদমতে এসেছিলেন। দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসূলের (সাঃ) খেদমত করেছিলেন।

সেই হযরত আনাস (রাঃ) বলেন, দীর্ঘ দশ বছর রাসূলের (সাঃ) খেদমত করেছি। কিন্তু এই দশ বছরের মধ্যে কোন একটি দিনও রাসূল (সাঃ) আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি। এমনই ছিল রাসূলের (সাঃ) আচার- ব্যবহার। এমনই ছিল তাদের প্রতি তাঁর হৃদয়ের ভালোবাসা। এমনই ছিল তাঁর উদারতা। ছিল দয়া ও মমতার অসীম সাগর। সাগরের চেয়েও অধিক। রাসূলের (সাঃ) মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের। যে হৃদয় হবে ভালোবাসায় পূর্ণ। মমতায় টইটম্বুর। যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত। সাগরের চেয়েও বিশাল।

এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসূলের (সাঃ) শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের। এ জন্যই আমাদের রাসূলের (সাঃ) আদর্শ অনুসরণ করতে হবে। তাঁর পথেই চলতে হবে। তাঁর শিক্ষাই গ্রহণ করতে হবে। তাহলেই কেবল সুন্দর, সার্থক ও সফল হবে আমাদের জীবন। আসুন আমরা রাসূলকে (সাঃ) ভালোবাসি। তাঁর শিক্ষা গ্রহণ করি। তাঁর আদর্শ অনুসরণ করি। তাঁরই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি।

🤲🤲🤲🤲🤲---🌸 *আজ থেকেই শুরু করুন জীবন বদলে দেওয়ার চেষ্টা* 🌸  *ধীরে ধীরে এই কাজগুলো আপনাকে বদলে দেবে ইন শা আল্লাহ—*1️⃣ *ইস্ত...
03/09/2025

🤲🤲🤲🤲🤲---

🌸 *আজ থেকেই শুরু করুন জীবন বদলে দেওয়ার চেষ্টা* 🌸
*ধীরে ধীরে এই কাজগুলো আপনাকে বদলে দেবে ইন শা আল্লাহ—*

1️⃣ *ইস্তিগফার ও দরুদ শরীফ*
প্রতিদিন ১০০০ বার পাঠের অভ্যাস গড়ুন।

2️⃣ *দুশ্চিন্তা হলে যিকির করুন*
চাপ ও দুঃখে আল্লাহর যিকিরে প্রশান্তি খুঁজুন।

3️⃣ *কিছুদিন অদৃশ্য হয়ে যান*
সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে নিজের উন্নতিতে মন দিন।

4️⃣ *নিঃসঙ্গতাকে কাজে লাগান*
এই সময়টাতে নিজের ভেতরের পরিবর্তন শুরু করুন।

5️⃣ *রাতের শেষ তৃতীয়াংশে জেগে উঠুন*
তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে মাফ চান, দোয়া করুন।

🕊️ *ধৈর্য ধরুন, নিয়মিত চর্চা করুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন।*
*জীবন বদলাতে সময় লাগবে, তবে বদলাবেই ইন শা আল্লাহ।*

— *অনুপ্রেরণা হোক দীনের পথে ফিরে আসার!* 🌙

❤️❤️H M Abdul Hannan mahmudi❤️❤️

---🌸 *আজ থেকেই শুরু করুন জীবন বদলে দেওয়ার চেষ্টা* 🌸  *ধীরে ধীরে এই কাজগুলো আপনাকে বদলে দেবে ইন শা আল্লাহ—*1️⃣ *ইস্তিগফার...
03/09/2025

---

🌸 *আজ থেকেই শুরু করুন জীবন বদলে দেওয়ার চেষ্টা* 🌸
*ধীরে ধীরে এই কাজগুলো আপনাকে বদলে দেবে ইন শা আল্লাহ—*

1️⃣ *ইস্তিগফার ও দরুদ শরীফ*
প্রতিদিন ১০০০ বার পাঠের অভ্যাস গড়ুন।

2️⃣ *দুশ্চিন্তা হলে যিকির করুন*
চাপ ও দুঃখে আল্লাহর যিকিরে প্রশান্তি খুঁজুন।

3️⃣ *কিছুদিন অদৃশ্য হয়ে যান*
সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে নিজের উন্নতিতে মন দিন।

4️⃣ *নিঃসঙ্গতাকে কাজে লাগান*
এই সময়টাতে নিজের ভেতরের পরিবর্তন শুরু করুন।

5️⃣ *রাতের শেষ তৃতীয়াংশে জেগে উঠুন*
তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে মাফ চান, দোয়া করুন।

🕊️ *ধৈর্য ধরুন, নিয়মিত চর্চা করুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন।*
*জীবন বদলাতে সময় লাগবে, তবে বদলাবেই ইন শা আল্লাহ।*

— *অনুপ্রেরণা হোক দীনের পথে ফিরে আসার!* 🌙

🤲🤲🤲🤲🤲🤲

👍👍👍👍
03/09/2025

👍👍👍👍

03/09/2025

সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি" (আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তাঁরই) বলা।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when আ বে গী ম ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আ বে গী ম ন:

Share