Mufti Sheikh Usama

Mufti Sheikh Usama সাহসী হোন, প্রতিজ্ঞা করুন, দক্ষতা কাজে লাগান,
ইনশাআল্লাহ! একদিন আপনিও সফলতার চূড়ান্তে আরোহন করবেন।

অধমের নতুন পেইজে আপনাকে সাদর সম্ভাষণ 🌹🌹

আগামীকালের সম্মেলন সফল হোক.
17/09/2025

আগামীকালের সম্মেলন
সফল হোক.

সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহনে কামিয়াব হোক আমাদের কাঙ্ক্ষিত আয়োজন।
16/09/2025

সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহনে কামিয়াব হোক
আমাদের কাঙ্ক্ষিত আয়োজন।

09/09/2025

হৃদয়স্পর্শী নাশিদ.....

দলমত নির্বিশেষে আসুন সকলেই মুষ্টিবদ্ধ হাতে প্রতিবাদে গড়ে তুলি।
07/09/2025

দলমত নির্বিশেষে আসুন সকলেই মুষ্টিবদ্ধ হাতে
প্রতিবাদে গড়ে তুলি।

06/09/2025

উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসার অসংখ্য ছাত্র মারাত্মক আহত!

আল্লাহ আপনি হেফাজত করুন।

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক জমিয়তেরজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আফগানিস্তানে সম্প্রতি স...
01/09/2025

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক জমিয়তের

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আফগানিস্তানে সম্প্রতি সংঘটিত প্রলয়ংকরী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, আহত ও অগণিত মানুষের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

নেতৃদ্বয় আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এই দুর্যোগে শহীদদের জন্য জান্নাত, আহতদের দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

তারা বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থাগুলোকে মানবিক দৃষ্টিকোণ থেকে এই দুর্যোগময় মুহূর্তে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়ানোর এবং যথাসম্ভব ত্রাণ ও পুনর্বাসন সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

বার্তা প্রেরক
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

জুমুআ রিমাইন্ডার.... আল্লাহ তায়াল আমল করার তাওফিক দান করুন আমিন।
29/08/2025

জুমুআ রিমাইন্ডার....

আল্লাহ তায়াল আমল করার তাওফিক দান করুন আমিন।

আমরা ছাত্র জমিয়তি নওজোয়ান..... ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ
22/08/2025

আমরা ছাত্র জমিয়তি নওজোয়ান.....

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ

কালজয়ী মহামনিষী শায়খুল হাদীস কায়েদে মিল্লাত আল্লামা হাফিজ জুনাইদ বাবুনগরী রাহিঃ।
19/08/2025

কালজয়ী মহামনিষী শায়খুল হাদীস কায়েদে মিল্লাত
আল্লামা হাফিজ জুনাইদ বাবুনগরী রাহিঃ।

সড়ক দুর্ঘট'নায় আ'হত ছাত্র জমিয়ত কর্মী, শয্যাপাশে গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত... বিয়ানীবাজারে জমিয়তের মনোনীত প্রার্থী পর...
15/08/2025

সড়ক দুর্ঘট'নায় আ'হত ছাত্র জমিয়ত কর্মী,
শয্যাপাশে গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত...

বিয়ানীবাজারে জমিয়তের মনোনীত প্রার্থী পরিচিতি ও কর্মী সমাবেশে গোলাপগঞ্জ থেকে শতাধিক গাড়ি বহর নিয়ে যাওয়ার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সদস্য শামসুল হুদা মামুন।

১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে গোলাপগঞ্জ কদমতলী পয়েন্ট সংলগ্ন খান কমপ্লেক্সের সামনে এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য সিলেট শহরস্থ নর্থ ইষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

সমাবেশ শেষে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার একটি কাফেলা তাঁর চিকিৎসার খোঁজ খবর নিতে যান। এ কাফেলাতে যারা ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদুদ্দীন সালিম, সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ইমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ ইকরামা সহ প্রমুখ।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ও তার কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর জমিয়তের ...
07/08/2025

জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ও তার কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর জমিয়তের স্মারকলিপি প্রদান-

* আজ সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করছে আমাদের প্রাণপ্রিয় ইসলামী রাজনৈতিক দল Jamiat Ulama-e-Islam Bangladesh -

নিচে কয়েকটি জেলার ছবি দেয়া হলো

ফতহে গণভবনের শুভেচ্ছা ...এই প্রজন্মের জন্য ৫ আগস্ট বিশ্বাসী চেতনার বারুদ। আমার ভাই-বোন প্রাণ দিয়ে আমানত রেখে গেছে। কোনো ...
05/08/2025

ফতহে গণভবনের শুভেচ্ছা ...
এই প্রজন্মের জন্য ৫ আগস্ট বিশ্বাসী চেতনার বারুদ। আমার ভাই-বোন প্রাণ দিয়ে আমানত রেখে গেছে। কোনো অবিশ্বাসী তল্পিবাহকের হাতে বিক্রি হতে দেয়া যাবে না। আজকের দিনে এটাই হোক আমাদের পণ।

নতুন করে আবারো যদি কেউ স্বৈরাচারদের মত আচরণ করে তাদেরকেও ঠিক একই ভাবে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ।

আজ স্বৈরাচার পতনের বর্ষপূর্তি......
যাদের সাহসিকতা, আত্মত্যাগে লেখা
বাংলাদেশের নতুন ইতিহাস
তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

✍️শেখ আব্দুল্লাহ উসামা
অর্থ সম্পাদক, ছাত্র জমিয়ত বাংলাদেশ
সিলেট জেলা দক্ষিণ শাখা।

゚ ゚ #সবাই
#জুলাই #৩৬জুলাই #বিজয় #স্বাধীনতা

Address

South Rayghor
Sylhet
DHAKADAKSHIN3161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Sheikh Usama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share