Mufti Sheikh Usama

Mufti Sheikh Usama সাহসী হোন, প্রতিজ্ঞা করুন, দক্ষতা কাজে লাগান,
ইনশাআল্লাহ! একদিন আপনিও সফলতার চূড়ান্তে আরোহন করবেন।

অধমের নতুন পেইজে আপনাকে সাদর সম্ভাষণ 🌹🌹

ফতহে গণভবনের শুভেচ্ছা ...এই প্রজন্মের জন্য ৫ আগস্ট বিশ্বাসী চেতনার বারুদ। আমার ভাই-বোন প্রাণ দিয়ে আমানত রেখে গেছে। কোনো ...
05/08/2025

ফতহে গণভবনের শুভেচ্ছা ...
এই প্রজন্মের জন্য ৫ আগস্ট বিশ্বাসী চেতনার বারুদ। আমার ভাই-বোন প্রাণ দিয়ে আমানত রেখে গেছে। কোনো অবিশ্বাসী তল্পিবাহকের হাতে বিক্রি হতে দেয়া যাবে না। আজকের দিনে এটাই হোক আমাদের পণ।

নতুন করে আবারো যদি কেউ স্বৈরাচারদের মত আচরণ করে তাদেরকেও ঠিক একই ভাবে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ।

আজ স্বৈরাচার পতনের বর্ষপূর্তি......
যাদের সাহসিকতা, আত্মত্যাগে লেখা
বাংলাদেশের নতুন ইতিহাস
তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

✍️শেখ আব্দুল্লাহ উসামা
অর্থ সম্পাদক, ছাত্র জমিয়ত বাংলাদেশ
সিলেট জেলা দক্ষিণ শাখা।

゚ ゚ #সবাই
#জুলাই #৩৬জুলাই #বিজয় #স্বাধীনতা

গোলাপগঞ্জ বাসীর জন্য সুসংবাদ ফিকরুল উম্মাহ পরিষদ খুবই শীঘ্রই ঘোষণা করছে ইনশাআল্লাহ। চোখ রাখুন ফিকরুল উম্মাহ পরিষদ এর অফি...
28/07/2025

গোলাপগঞ্জ বাসীর জন্য সুসংবাদ
ফিকরুল উম্মাহ পরিষদ খুবই শীঘ্রই ঘোষণা করছে ইনশাআল্লাহ।

চোখ রাখুন ফিকরুল উম্মাহ পরিষদ এর অফিসিয়াল ওয়ালে।

26/07/2025

আমার সোনার বাংলায়
জাতিসংঘের ঠাই নাই..... ✊✊✊✊

ছাত্র জমিয়তের প্রতিবাদ.... ✊✊✊✊মাদরাসা ব্যবস্থাপনার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।
06/07/2025

ছাত্র জমিয়তের প্রতিবাদ.... ✊✊✊✊
মাদরাসা ব্যবস্থাপনার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।

জুলাই শুধু শোকের নয়, জাগরণের মাস: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে একটি রক্তাক্ত অধ্যায়। ২...
01/07/2025

জুলাই শুধু শোকের নয়, জাগরণের মাস: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে একটি রক্তাক্ত অধ্যায়। ২০২৪ এর এই দিনে দেশের ছাত্র সমাজ তাদের ন্যায্য অধিকার চাকুরীতে কোটা প্রথা বাতিলের দাবিতে রাজপথে নেমেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, পলাতক মানসিকতার শাসকগোষ্ঠীর নির্দেশে পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে অনেক ছাত্রকে শহীদ করে।জুলাই শুধু শোকের নয়, জাগরণের মাস। শহীদদের রক্তের প্রতি আমাদের দায়িত্ব একটি ইনসাফভিত্তিক, স্বাধীন, গণতান্ত্রিক ও ইসলামি বাংলাদেশ প্রতিষ্ঠা করার।জুলাই মাসে ছাত্র সমাজের নেতৃত্বে যেভাবে সারাদেশে গণআন্দোলন ছড়িয়ে পড়ে, তা ছিল অত্যন্ত ঐতিহাসিক ও যুগান্তকারী। সরকারের দমন-পীড়ন, গুম-খুন, দুর্নীতি ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে ছাত্রদের এই আন্দোলনই পরবর্তীতে জনতার সর্বাত্মক গণজাগরণে রূপ নেয়।এই আন্দোলনের চাপে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটি শুধু ছাত্রদের নয়, বরং পুরো জাতির বিজয়। এই বিজয়ে আমাদের শহীদ ভাইদের রক্তের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আজ মঙ্গলবার (১ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে স্বৈরতান্ত্রিকভাবে দেশ শাসন করা জালিম সরকার পালিয়ে গেছে। এই পলাতক ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে দেশকে লুট করেছে, বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে, গুম-খুনের স্বর্গরাজ্য বানিয়েছে এবং মানুষের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছে।ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন এবং ত্যাগ-তিতিক্ষা এই অপশাসনের যবনিকা টেনেছে। এটা নিঃসন্দেহে আল্লাহর রহমত ও জনগণের বিজয়।

তারা আরো বলেন, সমস্ত ইসলামী ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী চেতনা রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। অন্যথায় ফ্যাসিবাদ, জুলুম ও লুটপাটের চক্র আবার ফিরে আসবে।

তারা শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং খুনিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রাণবন্ত, আনন্দঘন মুহুর্ত......আনন্দ ভ্রমণ ২০২৫ ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউপি
30/06/2025

প্রাণবন্ত, আনন্দঘন মুহুর্ত......

আনন্দ ভ্রমণ ২০২৫
ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউপি

সফলতা কামনা করি।
26/06/2025

সফলতা কামনা করি।

আমরা একজন মহাসচিব পেয়েছি আলহামদুলিল্লাহ। দুপুরে ঢাকায় সাংবাদিকদের সাথে বিফ করতে দেখলাম বিকালে সিলেটর জৈন্তাপুরে মহা সমাব...
25/06/2025

আমরা একজন মহাসচিব পেয়েছি আলহামদুলিল্লাহ।
দুপুরে ঢাকায় সাংবাদিকদের সাথে বিফ করতে দেখলাম বিকালে সিলেটর জৈন্তাপুরে মহা সমাবেশে উপস্থিত

তরুণ প্রজন্মের প্রথম ভোট হোক খেজুর গাছ প্রতীকে......
17/06/2025

তরুণ প্রজন্মের প্রথম ভোট হোক
খেজুর গাছ প্রতীকে......

শোক সংবাদ.....  কাঈদুল উলামা শায়খে কৌড়িয়া রহঃ এর বড় সাহেবজাদা হাফিজ শামসুদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন। انا لله وانا ا...
08/06/2025

শোক সংবাদ.....
কাঈদুল উলামা শায়খে কৌড়িয়া রহঃ এর বড় সাহেবজাদা হাফিজ শামসুদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন।
انا لله وانا اله راجعون

মরহুমের জানাজার নামাজ আগামীকাল বাদ যোহর চৌকিদেখি বড় মসজিদে অনুষ্ঠিত হবে।

আল্লাহ পাক হযরত রাহঃকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন আমিন।

25/05/2025

তীব্র গরমের পর অবশেষে
রহমতের বৃষ্টি হচ্ছে
🌧️🌧️🌧️

Address

South Rayghor
Sylhet
DHAKADAKSHIN3161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Sheikh Usama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share