01/12/2025
একজন বিশ্বদা-মৃত মানুষ আসলে কখনোই পুরোপুরি হারিয়ে যান না—তিনি বেঁচে থাকেন তাঁর রেখে যাওয়া স্মৃতি, ভালোবাসা ও কাজের মধ্যেই। এই মানুষটি জীবনে যতটুকুই সময় পেয়েছিলেন, ততটুকুর মধ্যেই চারপাশের মানুষের জন্য কিছু না কিছু রেখে গেছেন। তাঁর স্নেহ, মমতা, ব্যবহার, কিংবা সংগ্রামের গল্প, পারা না পারার গল্প—সবকিছুই আজও আমার হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে।
তাঁর প্রস্থান আমাদের জন্য অপূরণীয় শূন্যতা তৈরি করেছে, তবু আমরা বিশ্বাস করি, তিনি শান্তির জায়গায় আছেন। আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাই এবং প্রার্থনা করি—ভগবানের কাছে যেন তাঁর আত্মার শান্তি হয়।
মানুষ চলে যায়, কিন্তু তাঁর স্মৃতি, শিক্ষা ও মানবিকতা আমাদের পথ দেখাতেই থাকে। তেমনি বিশ্বদা থাকবেনছল আমাদের সবার অন্তরে।