
03/06/2025
আজকাল ফেসবুকে বা দেখে অনেকেই নিজেদের সম্পর্ক নিয়ে হীনমন্যতায় ভোগেন। কিন্তু মনে রাখুন, সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়শই সম্পর্কের কেবল উজ্জ্বল দিকগুলোই দেখি, বাস্তবতা নয়।
আপনার সম্পর্কের মূল্য অন্যের সম্পর্কের সঙ্গে তুলনা করে নয়, বরং আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বোঝাপড়া, সম্মান এবং ভালোবাসার উপর নির্ভর করে।
✨ *তাই, নিজের সম্পর্ককে ভালোবাসুন, তাকে সময় দিন, এবং অন্যের সঙ্গে তুলনা না করে নিজের সুখ খুঁজে নিন।* ✨ আপনাদের উইশ কাঁপলদের ও সংসার ঠিকে না। তাই নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকেন।