আলোকিত পথ

আলোকিত পথ Welcome to my official page

03/11/2025
সন্তান হলো নিজস্ব সম্পত্তি। নিজের সন্তান নিজের কাছে সম্পদ ✨🤍তাদের কেউ খোঁজ নিলো কি নিলো না, দেখলো কি দেখলো না—এসব চিন্তা...
02/11/2025

সন্তান হলো নিজস্ব সম্পত্তি। নিজের সন্তান নিজের কাছে সম্পদ ✨🤍
তাদের কেউ খোঁজ নিলো কি নিলো না, দেখলো কি দেখলো না—এসব চিন্তা করার কোনো মানে নেই।

♦️ অন্য কেউ সন্তানকে অধিক ভালোবাসবে—এমনটা আশাও করা যাবে না।

✅সন্তানের জন্য যতটুকু করার দরকার, সবই আপনি করবেন।
সন্তানের প্রতি নিজের ভালোবাসায় কোনো ঘাটতি রাখবেন না।
অন্য কেউ আপনার সন্তানের যত্ন নেবে, খেয়াল রাখবে, ভবিষ্যৎ নিয়ে ভাববে—এই সব চিন্তাও করবেন না, ভুলেও আশাও করবেন না।

✨সন্তানরা যতদিন আপনার কাছে আছে, ততদিন আপনার ভালোবাসার ছায়ায় তাদের ঘিরে রাখুন।
আপনি আছেন বলেই সন্তান নিরাপদ।

🎈 সন্তানের প্রতি মা এবং বাবার ভালোবাসা থাকলে সেই সন্তানেরা কখনোই আর ভালোবাসার অভাবে কাঁদে না।

✅নিজের সন্তানকে সময় দিন।
আফসোস করবেন একদিন,
যেদিন এই দিনটিকে ফিরে পেতে চাইবেন।

©️

শখ
01/11/2025

শখ

30/10/2025

বিবাহিত নারী, পরের বাড়ির মেয়ে।
অসুখ শরীরে বাসা বেধেছে অনেক।
মানুষের কথার আঘাত থেকে বাচতে মেডিসিন নেইনি, দিয়েছি শরীরের ছুটি।
এখন শরীর চাচ্ছে শান্তি।
মনে হচ্ছে হঠাৎ নিব অপারে পাড়ি।
মরীচিকা দুনিয়ায় কয়দিন আর বাচি,
ক্ষমা করে দিও রব,
মমতায় জড়িয়ে রুহ কবজ করে নিও।
#আলোকিতপথ

‼️তুমি ভাবো সিজারের পর তোমার শরীরে শুধু একটা দাগ আছে,কিন্তু আসলে আছে চারটি স্তর (Four Layers of Scars) —তোমার ভেতরের নীর...
28/10/2025

‼️তুমি ভাবো সিজারের পর তোমার শরীরে শুধু একটা দাগ আছে,
কিন্তু আসলে আছে চারটি স্তর (Four Layers of Scars) —
তোমার ভেতরের নীরব সাহসের চিহ্ন 💔

1️⃣ Skin Layer (ত্বক) – যেটা তুমি আয়নায় দেখো, সেটাই বাইরের দাগ। কিন্তু এটা শুধু শুরু।
2️⃣ Fat & Fascia Layer (চর্বি ও সংযোজক স্তর) – ভেতরের এই স্তরটা সারতে সময় লাগে, এখানেই ব্যথা বা টান অনুভূত হয়।
3️⃣ Muscle Layer (পেশি স্তর) – সার্জারির সময় যেটা টানা হয়, কাটে না, কিন্তু সেটাও ক্ষতিগ্রস্ত হয়।
4️⃣ Uterine Layer (জরায়ুর স্তর) – সবচেয়ে গভীর দাগ, যেখানে তোমার সন্তান পৃথিবীতে এসেছে 🌸

তুমি শুধু বাইরের দাগটা দেখছো,
কিন্তু ভেতরের তিনটা এখনো নীরবে সেরে উঠছে...
তাদের সময় দাও, বিশ্রাম দাও, ভালোবাসো নিজেকে ❤️

কারণ এই চারটা দাগই প্রমাণ —
তুমি শুধু মা নও, তুমি a warrior in healing.

27/10/2025

সন্তানকে যদি কেউ হিং'সা করে, অপছন্দ করে, কিংবা অবহেলা করে, সেটা সবার আগে মা-ই বুঝতে পারে এরপরে যদি ওই মানুষটা সবার চোখে ফে'রেশতাও হয়,
ওই মায়ের চোখে ই'বলিশ বলেই গণ্যহয়।

আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে
27/10/2025

আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে

26/10/2025

না'রী পে'টের ৭ টি পর্দা চামড়া কে'টে সন্তান জন্ম দেয়, রাতের পর রাত না ঘুমিয়ে কা'টিয়ে দেয়, একটু ঝ'গড়া হলেই অনেক পু'রুষ বলে, সন্তান রেখে চলে যাও।
কপি

25/10/2025

বাচ্চাদের জন্য বাবা, যা কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share