MD NAZIM UDDIN বাটুলগঞ্জী

MD NAZIM UDDIN বাটুলগঞ্জী আসসালামু আলাইকুম
আমার পার্সোনাল পেইজ,ধন্যবাদ।
/
[email protected]
/
মাঝে মাঝে থাকি 👇👇👇👇
https://bitly.cx/DRIHr

হেতিমগঞ্জ বাজার, গোলাপগঞ্জ, সিলেট, বাংলাদেশ।

দেশের শীর্ষ আলেম,জাতীয় মসজিদ বায়তুল মুকাররামামের খতিব হযরত মাওলানা আব্দুল মালেক হাফিজাহু'র দোয়া-ও দুটি গুরুত্বপূর্ণ ম্যা...
07/12/2025

দেশের শীর্ষ আলেম,
জাতীয় মসজিদ বায়তুল মুকাররামামের
খতিব হযরত মাওলানা আব্দুল মালেক হাফিজাহু'র দোয়া-ও দুটি গুরুত্বপূর্ণ ম্যাসেজ-

তিনি গত জুমআ পূর্বে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেছেন-

👉১-দোয়ায় বেগম জিয়ার নাম নেননি-
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী পরিচয় দিয়েছেন। এটা মুমিনের গায়রাত।

পবিত্র কুরআনে আল্লাহ পাক মারিয়াম আ:
ছাড়া আর কোন মহিলার নাম নেননি-এর হেতু বর্ননা করে মুফাসসিরগণ বলেন,পারতপক্ষে মহিলাদের নাম উল্লেখ না করার প্রতি আল্লাহ উৎসাহিত করেছেন,পবিত্র কুরআনে আল্লাহ ঈসা আ: এর পরিচয় দেয়ার স্বার্থে শুধু মারইয়াম আ: এর নাম উল্লেখ করেছেন।

✨খতিব সাহেব মসজিদের মধ্যে সরাসরি একজন মহিলার নাম না বলে শরীয়তের মেজাযের দিকে লক্ষ্য রেখেছেন।

👉২-বেগম জিয়ার পরিচয় দিতে গিয়ে তিনি তারেকুর রহমান এর আম্মু বলেছেন-
তারেক রহমান বলেননি-

আমাদের সমাজে মুসলিম নামগুলো বিকৃতির প্রচলন শুরু করেন-বাম রুচির এক সাংবাদিক যায় যায় দিন সম্পাদক শফিকুর রহমান-
যিনি নিজের নাম শফিক রেহমান লেখা শুরু করেন,তার অনুসরণে অনেকেই এমন
রেওয়াজ চালু করেন-
যেমন আতাউর রহমান অর্থ রাহমানের দান,
মিসবাহুর রহমান অর্থ রাহমানের বাতি--
এমন সুন্দর অর্থের নাম বিকৃত করে
অনেককে আতা রাহমান,
মিসবাহ রহমান লিখতে দেখা যায়।

❤️খতিব সাহেব মুসলিম নামের বিকৃতি থেকে বেঁচে থাকার ম্যাসেজ দিয়েছেন।

আল্লাহ হযরতের হায়াতে বারাকাত দিন।
আমাদের শরীয়তের মেজাযের উপর
চলার তাওফিক দান করুন। আমিন।

#জাতীয় #খতীব
#জাতীয়_খতীব
#আব্দুল_মালেক_সাহেব
#খতীব_সাহেব #জাতীয়_মসজিদের_খতিব

আপনার শিশুকে আজই ভর্তি করুন ।
06/12/2025

আপনার শিশুকে আজই ভর্তি করুন ।

বাকি সাতাস টা............
04/12/2025

বাকি সাতাস টা............

04/12/2025

আল্লাহ!
উনার হালতের উপর রহম করুন।

04/12/2025

বাটুলগঞ্জ, হেতিমগঞ্জ,
গোলাপগঞ্জ, সিলেট।

ভর্তি চলছে।বাটুলগঞ্জ লুৎফিয়া মডেল একাডেমি তে ...।
30/11/2025

ভর্তি চলছে।
বাটুলগঞ্জ লুৎফিয়া মডেল একাডেমি তে ...।

ভর্তি চলছে ! ভর্তি চলছে ! ভর্তি চলছে। বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার লুৎফিয়া মডেল একাডেমিতে ২০২৬ ইং সেশনে ভর...
26/11/2025

ভর্তি চলছে ! ভর্তি চলছে ! ভর্তি চলছে। বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার লুৎফিয়া মডেল একাডেমিতে ২০২৬ ইং
সেশনে ভর্তি চলছে।
বিস্তারিত জানতে কল করুন। লিফলেটে দেওয়া নাম্বারে
অথবা সরাসরি মাদরাসার অফিসে , ধন্যবাদ।

#বাটুলগঞ্জ_জিন্দাবাদ
#বরায়া_বাটুলগঞ্জ_মাদ্রাসা
#বরায়া_বাটুলগঞ্জ

✍️আমরা ভুলে গেছি মুকতাদা আলেমের এহানত করা কবিরা গুনাহ!!!🌻🎉যেকোনো মুকতাদা বড় আলেম তিনি যে দলের হোন না কেন - তাঁর বক্তব্য...
23/11/2025

✍️আমরা ভুলে গেছি মুকতাদা আলেমের
এহানত করা কবিরা গুনাহ!!!🌻

🎉যেকোনো মুকতাদা বড় আলেম তিনি যে দলের হোন না কেন - তাঁর বক্তব্য যাই হোক না কেন - যৌক্তিক সমালোচনা ও পর্যালোচনা করা যায়। কিন্তু মুকতাদা আলেমকে নিয়ে টল করা, তুচ্ছতাচ্ছিল্য করা আলেমের এহানত ও মারাত্মক কবিরা গুনাহ। আর এহানতে উলামা কুফুরের নিদর্শন। আমাদের সামনে যে মতবিরোধ দৃশ্যমান - তা রাজনৈতিক ইজতেহাদি মতবিরোধ। সকলেই নিজদের অবস্থানকে সত্যের ও যুক্তির অধিক কাছাকাছি মনে করছেন।

তাই আমাদের বুঝা উচিত - মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা রেজাউল করিম চরমোনাই, মাওলানা মামুনুল হক প্রত্যেকেই একেকজন মুকতাদা আলেম।
অনেক মানুষ স্ব স্ব জায়গা থেকে
তাদের অনুসরণ করে।

কিন্তু আফসোস!
আমরা নিজের মুকতাদাকে ফেরেশতা বানাতে আর অন্যদের মুকতাদাকে উলামায়ে 'সু'র
কাতারে পৌঁছাতে দলিল খুঁজি।
আল্লাহ তাআলা এরকম ঘৃণিত মন মানসিকতা থেকে আমাদের হেফাজত করুন।। আমিন।

#বাংলাদেশ

বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক! পাশের কোন এটি কোন রাষ্ট্র চায় না⁉️ এমনকি এদেশের গনতন্ত্রের ফেরিওয়ালারা না। শুধু চাপাবাজী।...
19/11/2025

বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক!
পাশের কোন এটি কোন রাষ্ট্র চায় না⁉️
এমনকি এদেশের গনতন্ত্রের ফেরিওয়ালারা না। শুধু চাপাবাজী।।।

#সিলেট
#বাংলাদেশ
#পৃথিবীর_খবর

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when MD NAZIM UDDIN বাটুলগঞ্জী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share