07/12/2025
দেশের শীর্ষ আলেম,
জাতীয় মসজিদ বায়তুল মুকাররামামের
খতিব হযরত মাওলানা আব্দুল মালেক হাফিজাহু'র দোয়া-ও দুটি গুরুত্বপূর্ণ ম্যাসেজ-
তিনি গত জুমআ পূর্বে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেছেন-
👉১-দোয়ায় বেগম জিয়ার নাম নেননি-
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী পরিচয় দিয়েছেন। এটা মুমিনের গায়রাত।
পবিত্র কুরআনে আল্লাহ পাক মারিয়াম আ:
ছাড়া আর কোন মহিলার নাম নেননি-এর হেতু বর্ননা করে মুফাসসিরগণ বলেন,পারতপক্ষে মহিলাদের নাম উল্লেখ না করার প্রতি আল্লাহ উৎসাহিত করেছেন,পবিত্র কুরআনে আল্লাহ ঈসা আ: এর পরিচয় দেয়ার স্বার্থে শুধু মারইয়াম আ: এর নাম উল্লেখ করেছেন।
✨খতিব সাহেব মসজিদের মধ্যে সরাসরি একজন মহিলার নাম না বলে শরীয়তের মেজাযের দিকে লক্ষ্য রেখেছেন।
👉২-বেগম জিয়ার পরিচয় দিতে গিয়ে তিনি তারেকুর রহমান এর আম্মু বলেছেন-
তারেক রহমান বলেননি-
আমাদের সমাজে মুসলিম নামগুলো বিকৃতির প্রচলন শুরু করেন-বাম রুচির এক সাংবাদিক যায় যায় দিন সম্পাদক শফিকুর রহমান-
যিনি নিজের নাম শফিক রেহমান লেখা শুরু করেন,তার অনুসরণে অনেকেই এমন
রেওয়াজ চালু করেন-
যেমন আতাউর রহমান অর্থ রাহমানের দান,
মিসবাহুর রহমান অর্থ রাহমানের বাতি--
এমন সুন্দর অর্থের নাম বিকৃত করে
অনেককে আতা রাহমান,
মিসবাহ রহমান লিখতে দেখা যায়।
❤️খতিব সাহেব মুসলিম নামের বিকৃতি থেকে বেঁচে থাকার ম্যাসেজ দিয়েছেন।
আল্লাহ হযরতের হায়াতে বারাকাত দিন।
আমাদের শরীয়তের মেজাযের উপর
চলার তাওফিক দান করুন। আমিন।
#জাতীয় #খতীব
#জাতীয়_খতীব
#আব্দুল_মালেক_সাহেব
#খতীব_সাহেব #জাতীয়_মসজিদের_খতিব